বাংলাদেশ বিষয়াবলী-৭৬

সাধারণ জ্ঞান, বাংলাদেশ বিষয়াবলী, বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা ও প্রযুক্তি:

প্রশ্নঃ বাংলাদেশ প্রথম সাবমেরিন ক্যাবল বা SEA-ME-WE 4 এ যুক্ত হয় কবে?
ক. ২১ জুন ২০০৬
খ. ২১ মে ২০০৬
গ. ১০ মে ২০০৬
ঘ. ১৫ জুন ২০০৬
উত্তরঃ খ

প্রশ্নঃ ঢাকা-কোলকাতা সরাসরি যাতায়াতকারী ট্রেনটির নাম কি?
ক. সৌহার্দ্য এক্সপ্রেস
খ. মৈত্রী এক্সপ্রেস
গ. সমঝোতা এক্সপ্রেস
ঘ. সম্প্রীতি এক্সপ্রেস
উত্তরঃ খ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ বাংলাদেশের প্রথম সাবমেরিন ঘাঁটির নাম কি?
ক. বিএনএস নবযাত্রা
খ. বিএনএস শেখ হাসিনা
গ. বিএনএস ওসমানী
ঘ. বিএনএস বঙ্গবন্ধু
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশের রেলওয়ে সদর দফতর কোথায় ?
ক. ঢাকা
খ. চট্টগ্রাম
গ. ঈশ্বরদী
ঘ. পার্বতীপুর
উত্তরঃ ক

প্রশ্নঃ বেসরকারীভাবে প্রতিষ্ঠিত বাংলাদেশের বিমান চলাচল সংস্থার নাম -(Which of the following is the first private airlines of Bangladesh ?)
ক. GMG Airlines
খ. Air Parabat
গ. Aero Bengal
ঘ. South Korea
উত্তরঃ গ

প্রশ্নঃ বেসরকারীভাবে প্রতিষ্ঠিত বাংলাদেশের বিমান চলাচল সংস্থা-
ক. এ্যারো বাংলাদেশ এয়ার লাইন্স
খ. এ্যারো বেঙ্গল এয়ার ওয়েজ
গ. এ্যারো বেঙ্গল এয়ার লাইন্স
ঘ. এ্যারো বেঙ্গল এয়ার সার্ভিস
উত্তরঃ গ

প্রশ্নঃ কত সালে উপমহাদেশে রেলগাড়ি চালু হয় ?
ক. ১৮৫৩ সালে
খ. ১৮৫০ সালে
গ. ১৮৫১ সালে
ঘ. ১৮৫২ সালে
উত্তরঃ ক

প্রশ্নঃ কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের দৈর্ঘ্য কত?
ক. ৭০ কিলোমিটার
খ. ৭৫ কিলোমিটার
গ. ৮৫ কিলোমিটার
ঘ. ৮০ কিলোমিটার
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘হিলি’ স্থলবন্দরটি কোন জেলায় অবস্থিত ?
ক. নোয়াখালী
খ. যশোর
গ. দিনাজপুর
ঘ. সাতক্ষীরা
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশের প্রথম রেল লাইন স্থাপন করা হয় –
ক. দর্শনা-কুষ্টিয়া
খ. ঢাকা-সিলেট
গ. দর্শনা-গোয়ালন্দ
ঘ. কুস্তিয়া-গোয়ালন্দ
উত্তরঃ ক

প্রশ্নঃ দেশের তৃতীয় সমুদ্রবন্দরের যাত্রা শুরু হয় কবে?
ক. ১০ আগস্ট ২০১৬
খ. ১২ আগস্ট ২০১৬
গ. ১৪ আগস্ট ২০১৬
ঘ. ১৩ আগস্ট ২০১৬
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশ দ্বিতীয় সাবমেরিন ক্যাবল বা SEA-ME-WE-5-এ যুক্ত হয় কবে?
ক. ২১ ফেব্রেয়ারি ২০১৭
খ. ১৫ ফেব্রুয়ারি ২০১৭
গ. ১০ ফেব্রুয়ারি ২০১৭
ঘ. ২০ ফেব্রুয়ারি ২০১৭
উত্তরঃ ক

প্রশ্নঃ SEA-ME-WE 4-এর বাংলাদেশের ল্যান্ডিং স্টেশন কোথায়?
ক. কর্ণফুলী (চট্টগ্রাম)
খ. জাফলং, সিলেট
গ. ঝিলংজা, কক্সবাজার
ঘ. গুইমারা (খাগড়াছড়ি)
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন জেলা শহরে রিক্সা নাই?
ক. পঞ্চগড়
খ. চট্টগ্রাম
গ. রাঙ্গামাটি
ঘ. কক্সবাজার
উত্তরঃ গ

প্রশ্নঃ দেশের প্রথম ৮ লেনের মহাসড়ক উদ্বোধন করা হয় কবে?
ক. ১০ আগস্ট ২০১৬
খ. ১২ আগস্ট ২০১৬
গ. ১৪ আগস্ট ২০১৬
ঘ. ১৩ আগস্ট ২০১৬
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশ রেলওয়ের সর্ববৃহৎ কারখানা কোথায়?
ক. চট্টগ্রাম
খ. পাকশি
গ. সৈয়দপুর
ঘ. আখাউড়া
উত্তরঃ গ

প্রশ্নঃ বাল্লা স্থলবন্দর কোথায় অবস্থিত?
ক. বিয়ানীবাজার (সিলেট)
খ. আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া)
গ. ছাতক (সুনামগঞ্জ)
ঘ. চুনারুঘাট (হবিগঞ্জ)
উত্তরঃ ঘ

প্রশ্নঃ দেশের প্রথম ৮ লেন মহাসড়কের দৈর্ঘ্য কত কিমি?
ক. ৯.৫ কিমি (প্রায়)
খ. ৮.৫ কিমি (প্রায়)
গ. ৭.৫ কিমি (প্রায়)
ঘ. ৬.৫ কিমি (প্রায়)
উত্তরঃ গ

প্রশ্নঃ চিলাহাটি রেলওয়ে জংশনটি কোন জেলায় অবস্থিত?
ক. রংপুর
খ. গাইবান্ধা
গ. নীলফামারী
ঘ. দিনাজপুর
উত্তরঃ গ

প্রশ্নঃ সরকারী উদ্যোগে দেশের প্রথম সফটওয়্যার টেকনোলজি পার্কের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় কবে?
ক. ২০ অক্টোবর ২০১৫
খ. ১৯ অক্টোবর ২০১৫
গ. ১৮ অক্টোবর ২০১৫
ঘ. ১৫ অক্টোবর ২০১৫
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশে সারা বছর নাব্য ভ্রমণ নদী পথের দৈর্ঘ্য কত?
ক. ৮,০০ কি.মি.
খ. ৫,২০০ কি.মি.
গ. ১১,০০ কি.মি.
ঘ. ৮৫,০০ কি.মি.
উত্তরঃ খ

প্রশ্নঃ সড়কপথে ঢাকা থেকে টেকনাফের দূরত্ব কত –
ক. ৩৪৬ কি.মি.
খ. ৪৭৫ কি.মি.
গ. ৪৯৫ কি.মি.
ঘ. ৫৭৫ কি.মি.
উত্তরঃ খ

প্রশ্নঃ অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর দৈর্ঘ্য কত?
ক. ১.২৫ কি.মি.
খ. ১.৭৫ কি.মি.
গ. ১.৪৮ কি.মি.
ঘ. ১.৬৫ কি.মি.
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশ বিমানের প্রতীকটি কে ডিজাইন করেন?
ক. কামরুল হাসান
খ. কাইউম চৌধুরী
গ. আমিনুল ইসলাম
ঘ. শফিউদ্দিন আহমদ
উত্তরঃ ক

প্রশ্নঃ ধানুয়া কামালপুর স্থলবন্দর কোথায় অবস্থিত?
ক. বিয়ানীবাজার (সিলেট)
খ. ছাতক (সুনামগঞ্জ)
গ. সীতাকুণ্ড (চট্টগ্রাম)
ঘ. বকশীগঞ্জ (জামালপুর)
উত্তরঃ ঘ

প্রশ্নঃ প্রস্তাবিত পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কিমি?
ক. ৫.০৩ কি.মি.
খ. ৬.১৫ কি.মি.
গ. ৪.৮ কি.মি.
ঘ. ৬.৮ কি.মি.
উত্তরঃ খ

প্রশ্নঃ SEA-ME-WE-5-এর সাথে যুক্ত দেশ কতটি?
ক. ১৮টি
খ. ২১টি
গ. ১৭টি
ঘ. ১৯টি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ সাবমেরিন কেবল ব্যবহৃত হয় –
ক. নৌচলাচলের বিপদ সংকেত
খ. জাহাজ চলাচলের সুবিধা
গ. ইন্টারনেট সংযোগ
ঘ. কোনটিই নয়
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশের তার ও টেলিফোন বোর্ডের বর্তমান নাম কি ?
ক. BTTB
খ. BTCC
গ. BTCL
ঘ. BTRC
উত্তরঃ গ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!
Scroll to Top