প্রশ্নঃ ৯ মে ২০১৬ NICAR-এর বৈঠকে ঢাকা জেলার কতটি ইউনিয়ন বিলুপ্ত করে ঢাকা মহানগরে যুক্ত করা হয়?
ক. ২০টি
খ. ১৮টি
গ. ১৬টি
ঘ. ১২টি
উত্তরঃ গ
প্রশ্নঃ কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হয় কবে?
ক. ২০১৩ সালে
খ. ২০১৪ সালে
গ. ২০১৫ সালে
ঘ. ২০১৬ সালে
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বর্তমানে (২০১৫) দেশে পৌরসভার সংখ্যা কতটি?
ক. ৩২৫টি
খ. ৩২০টি
গ. ৩২২টি
ঘ. ৩১৯টি
উত্তরঃ খ
প্রশ্নঃ মন্ত্রীপরিষদ প্রধান কে ?
ক. রাষ্ট্রপতি
খ. প্রধানমন্ত্রী
গ. মন্ত্রীপরিষদ সচিব
ঘ. মুখ্য সচিব
উত্তরঃ খ
প্রশ্নঃ র্যাবের বর্তমান মহাপরিচালক কে?
ক. আনোয়ারুল ইকবাল
খ. বাহারুল আলম
গ. আবদুল আজিজ সরকার
ঘ. বেনজীর আহমেদ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বর্তমানে (২০১৬) ঢাকা উত্তর সিটি করপোরেশনের আয়তন কত?
ক. ১৬০.৭৬ বর্গ কিমি
খ. ১৫৮.৭৬ বর্গ কিমি
গ. ১৫৬.৭৬ বর্গ কিমি
ঘ. ১৫৪.৭৬ বর্গ কিমি
উত্তরঃ ক
প্রশ্নঃ দেশের ৩২৭তম পৌরসভার নাম কি?
ক. কর্ণফুলী (চট্টগ্রাম)
খ. তালতলী (বরগুনা)
গ. দোহাজারি (চট্টগ্রাম)
ঘ. গুইমারা (খাগড়াছড়ি)
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলাদেশের সর্ব উত্তরের থানার নাম কি ?
ক. টেকনাফ
খ. বাংলাবান্ধা
গ. শিবগঞ্জ
ঘ. তেঁতুলিয়া
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ১৪ সেপ্টেম্বর ২০১৫ কোন থানাটি সৃষ্টি করা হয়?
ক. দেবীগঞ্জ (পঞ্চগড়)
খ. নাজিরহাট (চট্টগ্রাম)
গ. চন্দ্রগঞ্জ (লক্ষীপুর)
ঘ. বাঙ্গারা (কুমিল্লা)
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলাদেশের কোন থানাকে ভেঙ্গে ৬৩৭তম থানা সৃষ্টি করা হয়?
ক. দেবীগঞ্জ (পঞ্চগড়)
খ. নাজিরহাট (চট্টগ্রাম)
গ. চন্দ্রগঞ্জ (লক্ষীপুর)
ঘ. মুরাদনগর (কুমিল্লা)
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বর্তমানে (২০১৬) দেশে সিনিয়র সচিব রয়েছেন কতজন?
ক. ১৪ জন
খ. ১৬ জন
গ. ১০ জন
ঘ. ১২ জন
উত্তরঃ ক
প্রশ্নঃ বর্তমানে নভেম্বর (২০১৭) পর্যন্ত বাংলাদেশের মোট উপজেলা কতটি?
ক. ৪৯০টি
খ. ৪৯৩টি
গ. ৪৯২টি
ঘ. ৪৯১টি
উত্তরঃ গ
প্রশ্নঃ বর্তমানে (২০১৫) দেশে বিভাগ কতটি?
ক. ১০টি
খ. ১২টি
গ. ৮টি
ঘ. ৯টি
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলাদেশের কোন শহরটিকে প্রথম ‘সাইবার সিটি’ বলা হয় ?
ক. সিলেট
খ. ঢাকা
গ. চট্টগ্রাম
ঘ. রাজশাহী
উত্তরঃ ক
প্রশ্নঃ বাংলাদেশের সবচেয়ে ছোট ইউনিয়ন কোনটি ?
ক. সেন্ট মার্টিন
খ. লালপুর
গ. হিলি
ঘ. লালমোহন
উত্তরঃ ক
প্রশ্নঃ ২৯ ফেব্রুয়ারি ২০১৬ প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)- এর বৈঠকে কোন পৌরসভার অনুমোদন দেয়া হয়?
ক. ফুলতলা, খুলনা
খ. আলফাডাঙ্গা, ফরিদপুর
গ. ভান্ডারিয়া, পিরোজপুর
ঘ. বেতাগী, বরগুনা
উত্তরঃ খ
প্রশ্নঃ দেশের পঞ্চম নগর উন্নয়ন কর্তৃপক্ষ কোনটি?
ক. বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ
খ. নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ
গ. গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ
ঘ. কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বিচার বিভাগ পৃথকীকরণে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের কাছ থেকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটগণ দায়িত্ব নেন –
ক. হাইকোর্টের
খ. লেবার কোর্টের
গ. নিম্ন দেওয়ানি আদালতের
ঘ. নিম্ন ফৌজদারি আদালতের
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কেবলমাত্র সন্দেহের বশবর্তী হয়ে বিনা ওয়ারেন্টে পুলিশ কোন ধারায় যে কাউকে গ্রেফতাঁর করতে পারে ?
ক. ৫৪ ধারা
খ. ১৪৪ ধারা
গ. ৪২০ ধারা
ঘ. ১৬৪ ধারা
উত্তরঃ ক
প্রশ্নঃ বাংলাদেশের আপিল বিভাগের মোট বিচারক কত জন?
ক. ১১
খ. ২১
গ. ৯
ঘ. ১৫
উত্তরঃ ক
প্রশ্নঃ দেশে বর্তমানে (২০১৬) ইউনিয়ন পরিষদের সংখ্যা কত?
ক. ৪৫৩৬টি
খ. ৪৫৫০টি
গ. ৪৪৫০টি
ঘ. ৪৫৪৫টি
উত্তরঃ ক
প্রশ্নঃ তেঁতুলিয়া কোন জেলায় অবস্থিত?
ক. দিনাজপুর
খ. পঞ্চগড়
গ. জয়পুরহাট
ঘ. লালমনিরহাট
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলাদেশে বর্তমানে কয় স্তরবিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা চালু আছে?
ক. ৩
খ. ৪
গ. ৫
ঘ. ৬
উত্তরঃ ক
প্রশ্নঃ স্থানীয় সরকারের কোন স্তরে মহিলাদের ব্যপক ক্ষমতায়নের সুযোগ রাখা হয়েছে ?
ক. ইউনিয়ন পরিষদ
খ. উপজেলা পরিষদ
গ. জেলা পরিষদ
ঘ. গ্রাম সরকার
উত্তরঃ ক
প্রশ্নঃ বরকল উপজেলা কোন জেলার অন্তর্গত ?
ক. খাগড়াছড়ি
খ. বান্দরবান
গ. রাঙামাটি
ঘ. চট্টগ্রাম
উত্তরঃ গ
প্রশ্নঃ FIR কার নিকট দায়ের করা যায় ?
ক. স্থানীয় ম্যাজিস্ট্রেট
খ. বিচারকারী আদালত
গ. স্থানীয় থানা
ঘ. কোনটিই নয়
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলাদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত স্থানের নাম? (Which one is the northern most tip of Bangladesh?)
ক. টেকনাফ (Teknaf)
খ. তেঁতুলিয়া (Tetulia)
গ. পঞ্চগড় (Panchagar)
ঘ. বাংলাবান্ধা (Banglabanda)
উত্তরঃ ঘ
প্রশ্নঃ সদ্য ঘোষিত তিতাস উপজেলা কোন জেলায় অবস্থিত?
ক. নোয়াখালী
খ. কুমিল্লা
গ. রংপুর
ঘ. সিলেট
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলাদেশে স্বাধীন বিচার বিভাগ গঠিত হয় কখন ?
ক. ১ নভেম্বর, ২০০৭
খ. ২ নভেম্বর, ২০০৭
গ. ১ ডিসেম্বর, ২০০৭
ঘ. ২ ডিসেম্বর, ২০০৭
উত্তরঃ ক
প্রশ্নঃ বাংলাদেশের সর্বপশ্চিমে অবস্থিত জেলা –
ক. ঠাকুরগাঁও
খ. পঞ্চগড়
গ. নওয়াবগঞ্জ
ঘ. সাতক্ষীরা
উত্তরঃ গ
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)