প্রশ্নঃ বাংলাদেশে জেলার সংখ্যা কত ? (The number of administrative districts in Bangladesh are -)
ক. 21
খ. 64
গ. 460
ঘ. 490
উত্তরঃ খ
প্রশ্নঃ বর্তমানে (২০১৬) দেশে নগর উন্নয়ন কর্তৃপক্ষ কতটি?
ক. ৪টি
খ. ৬টি
গ. ৫টি
ঘ. ৭টি
উত্তরঃ গ
প্রশ্নঃ FIR এর পূর্ণ অভিব্যক্তি কি ?
ক. First Information Report
খ. First Investigation Report
গ. First Intelligence Report
ঘ. Federal Investigation Report
ঙ. Foreign Intelligence Report
উত্তরঃ ক
প্রশ্নঃ বর্তমানে (২০১৬) দেশে থানার সংখ্যা কত?
ক. ৬৩৯টি
খ. ৬২৬টি
গ. ৬৩০টি
ঘ. ৬৩৫টি
উত্তরঃ ক
প্রশ্নঃ বর্তমানে (২০১৫) দেশে থানার সংখ্যা কত?
ক. ৬৩০টি
খ. ৬৩৭টি
গ. ৬৩৮টি
ঘ. ৬৩৫টি
উত্তরঃ খ
প্রশ্নঃ স্থানীয় সরকার কাকে বলে ?
ক. কোন দেশের বিভিন্ন আলাকাকে ক্ষুদ্র ক্ষুদ্র এলাকাতে কর আরোপসহ সীমিত ক্ষমতা দান করে যে স্থানীয় কতৃপক্ষ গঠন করা হয়
খ. অনির্বাচিত স্থানীয় সংস্থা
গ. কেন্দ্রীয় সরকারের স্থানীয় প্রতিনিধি
ঘ. স্থানীয় সরকার তদারককারী কেন্দ্রীয় কর্মকর্তা
উত্তরঃ ক
প্রশ্নঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম সচিব হিসেবে নিয়োগ পান কে?
ক. মোহাম্মদ নুরুল কাদের খান
খ. মোহাম্মদ ফারুক আহমেদ
গ. মোহাম্মদ সালমান কাদীর
ঘ. মোহাম্মদ ওসমান ফারুক
উত্তরঃ ক
প্রশ্নঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশ (DMP)-এর বর্তমান নভেম্বর ২০১৭ থানার সংখ্যা কতটি?
ক. ৪৫টি
খ. ৪৭টি
গ. ৫০টি
ঘ. ৫১টি
উত্তরঃ গ
প্রশ্নঃ আয়তনে ঢাকা বিভাগের বৃহত্তম জেলা কোনটি?
ক. কিশোরগঞ্জ
খ. টাঙ্গাইল
গ. ফরিদপুর
ঘ. ঢাকা
উত্তরঃ খ
প্রশ্নঃ দোষী ও অপরাধীর শাস্তি বিধানের জন্য রাষ্ট্র কি স্থাপন করেছে ?
ক. আইন বিভাগ
খ. পুলিশ বাহিনী
গ. বিচারালয়
ঘ. সেনাবাহিনী
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের বর্তমান (২০১৬) পদবি কি?
ক. কমান্ডার অব আর্মি
খ. চিফ অব আর্মি স্টাফ
গ. কমান্ডার ইন চিফ
ঘ. ওপরের কোনটিই নয়
উত্তরঃ খ
প্রশ্নঃ আয়তনে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় বিভাগ কোনটি? (The largest division in Bangladesh is -)
ক. Dhaka
খ. Chittagong
গ. Rajshahi
ঘ. Sylhet
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলাদেশের সরকার ব্যবস্থা–
ক. একনায়কতন্ত্র
খ. সমাজতন্ত্র
গ. সংসদীয়
ঘ. কোনটিই নয়
উত্তরঃ গ
প্রশ্নঃ আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়–
ক. ২৩ জুন ১৯৪৮
খ. ২৩ জুন ১৯৪৭
গ. ২৩ জুন ১৯৪৯
ঘ. ২৩ জুন ১৯৫০
উত্তরঃ গ
প্রশ্নঃ নতুন উপজেলা গঠনের জন্য আয়তন নূন্যতম কত হতে হবে?
ক. ২৫০ বর্গ কিলোমিটার
খ. ২৭৫ বর্গ কিলোমিটার
গ. ৩০০ বর্গ কিলোমিটার
ঘ. ৩২৫ বর্গ কিলোমিটার
উত্তরঃ গ
প্রশ্নঃ ঢাকা পৌরসভা কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল?
ক. ১৯০৬ সালে
খ. ১৮৬৪ সালে
গ. ১৯১৯ সালে
ঘ. ১৮৪০ সালে
উত্তরঃ খ
প্রশ্নঃ নিম্নে উল্লিখিত ফৌজদারি আদালতের যে তালিকা দেয়া হলো তার মধ্যে কোনটির অবস্থান প্রথম হওয়া উচিত বলে মনে করেন ?
ক. দায়রা জজ আদালত
খ. মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালত
গ. দ্বিতীয় শ্রেনির ম্যাজিস্ট্রেটের
ঘ. প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেটের
উত্তরঃ ক
প্রশ্নঃ ময়মনসিংহ বিভাগ সৃষ্টি করা হয় কবে?
ক. ১৫ সেপ্টেম্বর ২০১৫
খ. ১৪ সেপ্টেম্বর ২০১৫
গ. ১০ সেপ্টেম্বর ২০১৫
ঘ. ১২ সেপ্টেম্বর ২০১৫
উত্তরঃ খ
প্রশ্নঃ মানুষের চলাচল, আচরণ ও কর্মকান্ডের ওপর বিধি নিষেধ বা নিয়ন্ত্রণ আরোপের জন্য জারী করা হয় –
ক. ১৪৪ ধারা
খ. ৫৪ ধারা
গ. ৪২০ ধারা
ঘ. ১৬৪ ধারা
ঙ. ১৫৪ ধারা
উত্তরঃ ক
প্রশ্নঃ বর্তমানে (২০১৫) কোন দুটি বিভাগের সাথে সীমান্তবর্তী জেলা নেই?
ক. রংপুর ও ঢাকা
খ. বরিশাল ও রংপুর
গ. খুলনা ও ঢাকা
ঘ. ঢাকা ও বরিশাল
উত্তরঃ ঘ
প্রশ্নঃ সেবা পরিদপ্তর-এর বর্তমান (২০১৬) নাম ‘নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর’ করা হয় কবে?
ক. ১৯ নভেম্বর ২০১৬
খ. ৩ নভেম্বর ২০১৬
গ. ১৫ নভেম্বর ২০১৬
ঘ. ১৬ নভেম্বর ২০১৬
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বর্তমানে (২০১৫) আয়তনে ক্ষুদ্রতম বিভাগের নাম কি?
ক. রাজশাহী
খ. ময়মনসিংহ
গ. সিলেট
ঘ. বরিশাল
উত্তরঃ খ
প্রশ্নঃ ময়মনসিংহ বিভাগে সংসদীয় আসন কতটি?
ক. ২৭টি
খ. ৩০টি
গ. ২৪টি
ঘ. ২৮টি
উত্তরঃ গ
প্রশ্নঃ পারিবারিক আদালত অর্ডিন্যান্স কবে জারি করা হয়?
ক. ১৯৮০ সালে
খ. ১৯৮৫ সালে
গ. ১৯৮১ সালে
ঘ. ১৯৯১ সালে
উত্তরঃ খ
প্রশ্নঃ দেশের ৪৯১তম উপজেলার নাম কি?
ক. কর্ণফুলী (চট্টগ্রাম)
খ. লালমাই (কুমিল্লা)
গ. ওসমানীনগর (সিলেট)
ঘ. গুইমারা (খাগড়াছড়ি)
উত্তরঃ খ
প্রশ্নঃ বিচার বিভাগ পৃথকীকরণ মামলার বাদী –
ক. মোস্তফা কামাল
খ. আমিরুল ইসলাম
গ. মাজদার হোসেন
ঘ. ড. কামাল হোসেন
উত্তরঃ গ
প্রশ্নঃ সেবা পরিদপ্তর-এর বর্তমান (২০১৬) নাম কী?
ক. নার্সিং ও মিডওয়াইফারি পরিদপ্তর
খ. নার্সিং অধিদপ্তর
গ. নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর
ঘ. সেবা অধিদপ্তর
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলাদেশ পুলিশের বর্তমান মহাপরিদর্শক (IGP) কে?
ক. আনোয়ারুল ইকবাল
খ. বাহারুল আলম
গ. আবদুল আজিজ সরকার
ঘ. এ কে এম শহীদুল হক
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ৯ জানুয়ারি ২০১৭ নিকার-এর ১১৩তম বৈঠকে কোন পৌরসভার অনুমোদন দেয়া হয়?
ক. আলফাডাঙ্গা (ফরিদপুর)
খ. ভাণ্ডারিয়া (পিরোজপুর)
গ. দোহাজারি (চট্টগ্রাম)
ঘ. লালমাই (কুমিল্লা)
উত্তরঃ গ
প্রশ্নঃ প্রথম বাংলাদেশী হিসেবে কে স্থায়ী সালিসি আদালতের বিচারক হন?
ক. বিচারপতি এবিএম খায়রুল হক
খ. বিচারপতি মোঃ তাফাজ্জাল ইসলাম
গ. বিচারপতি মোঃ আওলাদ আলি
ঘ. খ ও গ উভয়ই
উত্তরঃ ঘ
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)