বাংলাদেশ বিষয়াবলী-৬৪

প্রশ্নঃ ‘শালবন বিহার’ কোথায় ?
ক. কুমিল্লা
খ. বগুড়া
গ. সিলেট
ঘ. মধুপুর
উত্তরঃ ক

প্রশ্নঃ মুক্তিযুদ্ধ ভিত্তিক ভাস্কর্য স্বাধীনতার সংগ্রাম কোথায় স্থাপিত?
ক. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
খ. খুলনা বিশ্ববিদ্যালয়
গ. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
ঘ. ঢাকা বিশ্ববিদ্যালয়
উত্তরঃ ঘ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ নওগাঁ জেলার পাহাড়পুর প্রত্নস্থলটি কে আবিস্কার করেন?
ক. এডমাউন্ড এস ফিলিপস
খ. এনড্রো জেড ফায়ার
গ. জন সি মেথার গোমেজ
ঘ. বুকানন হ্যামিল্টন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বর্তমানে (২০১৭) মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার কোথায় অবস্থিত?
ক. ধানমন্ডি
খ. শাহবাগ
গ. রমনা
ঘ. আগারগঁও
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ঢাকার বিখ্যাত তারা মস্‌জিদ কে তৈরি করেছিলেন?
ক. শায়েস্তা খান
খ. নওয়াব সলিমুল্লাহ
গ. মির্জা আহমেদ খান
ঘ. মির্জা গোলাম পীর
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ঢাকা শহরের প্রথম মসজিদ কোনটি –
ক. চকবাজার মসজিদ
খ. বিনত বিবির মসজিদ
গ. লালবাগ শাহী মসজিদ
ঘ. তারা মসজিদ
উত্তরঃ খ

প্রশ্নঃ গোয়ালদি মসজিদ অবস্থিত –
ক. ঢাকা
খ. সোনারগাঁও
গ. ফরিদপুর
ঘ. মাগুরা
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘কান্তজীর মন্দির’ কোন জেলায় অবস্থিত?
ক. জয়পুরহাট
খ. কুমিল্লা
গ. রাঙ্গামাটি
ঘ. দিনাজপুর
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ স্মারক ভাস্কর্যের ভাস্কর কে?
ক. নিতুন কুণ্ডু
খ. আব্দুর রাজ্জাক
গ. মাইনুল হোসেন
ঘ. রশিদ আহমেদ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ দেশের প্রথম এলিভেটেড ওয়াকওয়ে বা উড়াল ফুটপাত কোথায়?
ক. একে খান, চট্টগ্রাম
খ. এলেঙ্গা, টাঙ্গাইল
গ. গুলিস্তান, ঢাকা
ঘ. যাত্রাবাড়ী, ঢাকা
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারী বাসভবনের নাম কি?
ক. গণভবন
খ. রাষ্ট্রপতি ভবন
গ. বঙ্গভবন
ঘ. ইডেন ভবন
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘শাক্যমুনি’ বৌদ্ধ বিহার কোথায় অবস্থিত ?
ক. মিরপুর , ঢাকা
খ. সীতাকুণ্ড , চট্টগ্রাম
গ. ময়নামতি , কুমিল্লা
ঘ. পাহাড়পুর, নওগাঁ
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলার রাজধানী হিসেবে সোনারগাঁও এর পত্তন করেছিলেন কে?
ক. শাহজাদা আজম
খ. সুবেদার ইসলাম খান
গ. সম্রাট আকবর
ঘ. ঈশা খাঁ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ মুক্তিযুদ্ধের সর্বোচ্চ ভাস্কর্যটি কোথায় অবস্থিত?
ক. নিকুঞ্জ, ঢাকা
খ. টঙ্গী, গাজীপুর
গ. তালতলী, বরগুনা
ঘ. মতলব, চাঁদপুর
উত্তরঃ ক

প্রশ্নঃ প্রাচীন বাংলায় পুন্ড্র নামটি ছিল একটি –
ক. জনপদের
খ. প্রদেশের
গ. গ্রামের
ঘ. নগরের
উত্তরঃ ক

প্রশ্নঃ মুক্তিযুদ্ধের সময় রংপুর ক্যান্টনমেন্ট ঘেরাওকালে নিহতদের স্মরণে নির্মিত স্মৃতীস্তম্ভের নাম কি?
ক. রক্ত সোপান
খ. রক্ত লাল
গ. রক্ত গৌরব
ঘ. রক্ত রাঙা
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘শিখা অনির্বান’ ও ‘শিখা চিরন্তন’ অবস্থিত যথাক্রমে –
ক. ঢাকা সেনানিবাসে ও সোহরাওয়ার্দী উদ্যানে
খ. সোহরাওয়ার্দী উদ্যান ও ঢাকা সেনানিবাসে
গ. ঢাকা সেনানিবাস ও চট্টগ্রাম সেনানিবাসে
ঘ. সাভার স্মৃতি সৌধ ও বগুড়া সেনানিবাসে
উত্তরঃ ক

প্রশ্নঃ কুসুম্বা মসজিদ কোথায় অবস্থিত ?
ক. কুমিল্লা
খ. ঢাকা
গ. টাঙ্গাইল
ঘ. নওগাঁ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ঢাকার বিখ্যাত ‘তারা মসজিদ’ তৈরী করেন –
ক. শায়েস্তা খান
খ. নওয়াব সলিমুল্লাহ
গ. মির্জা আহমেদ জান
ঘ. খান সাহেব আবুল হাসনাত
উত্তরঃ গ

প্রশ্নঃ মহাস্থানগড় এক সময় বাংলার রাজধানী ছিল , তখন তার নাম ছিল –
ক. মহাস্থানগড়
খ. কর্ণসুবর্ণ
গ. পুণ্ড্রনগর
ঘ. রামাবতী
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশের প্রথম ইকোপার্কটি কোথায় স্থাপিত হয়েছে ?
ক. সিলেট
খ. রাঙ্গামাটি
গ. সীতাকুণ্ড
ঘ. খাগড়াছড়ি
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায়?
ক. ময়মনসিংহে
খ. বগুড়ায়
গ. সোনারগাঁয়ে
ঘ. রাঙ্গামাটিতে
উত্তরঃ গ

প্রশ্নঃ পুঠিয়া মন্দির অবস্থিত –
ক. নাটোর
খ. নওগাঁ
গ. রাজশাহী
ঘ. পাবনা
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘ভাসুবিহার’ কোন জেলায় অবস্থিত ?
ক. নওগাঁ
খ. বগুড়া
গ. জয়পুরহাট
ঘ. দিনাজপুর
উত্তরঃ খ

প্রশ্নঃ সৈয়দ আবদুল্লাহ খালিদ নিম্নের কোন ভাস্কর্যের স্থপতি?
ক. মা ও শিশু এবং অঙ্গীকার
খ. অপারেজেয় বাংলা
গ. অঙ্কুর এবং ডলফিন
ঘ. ওপরের সবকয়টি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ঢাকা শহরস্থিত মোগল স্থাপত্য কোনটি ?
ক. কার্জন হল
খ. আহসান মঞ্জিল
গ. হোটেল শাহবাগ
ঘ. বর্ধমান হাউস
ঙ. লালবাগ দুর্গ
উত্তরঃ ঙ

প্রশ্নঃ ময়নামতির ধবংসস্তূপে প্রাপ্ত নিদর্শনসমূহ কোন শতাব্দীর?
ক. নবম শতাব্দীর
খ. সপ্তম শতাব্দীর
গ. অষ্টম শতাব্দীর
ঘ. দশম শতাব্দীর
উত্তরঃ খ

প্রশ্নঃ টাঙ্গাইলের বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ক্যাম্পাসে নির্মিত মুক্তিযুদ্ধের ভাস্কর্য ‘বিজয় একাত্তর’ এর ভাস্কর কে?
ক. সৈয়দ সাইফুল কবির মঞ্জু
খ. শ্যামল চৌধুরী
গ. নিতুন কুণ্ডু
ঘ. হামিদুজ্জামান খান
উত্তরঃ ক

প্রশ্নঃ পাল যুগের পুঁথি চিত্র কোন বস্তুর উপর আঁকা হয়েছিল?
ক. তালপাতার উপর
খ. পাথরের উপর
গ. টিনের উপর
ঘ. কাগজের উপর
উত্তরঃ ক

প্রশ্নঃ স্বাধীনতার স্মরণে নির্মিত ভাস্কর্য ‘জাগ্রত চৌরঙ্গী’ কোথায় অবস্থিত?
ক. জয়দেবপুরে
খ. রাজশাহী বিশ্ববিদ্যালয়ে
গ. চাঁদপুরে
ঘ. ঢাকা বিশ্ববিদ্যালয়ে
উত্তরঃ ক

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!