প্রশ্নঃ রাষ্ট্রপতির অনুপস্থিতিতে বা তার অসামর্থ্যের ক্ষেত্রে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন?
ক. ডেপুটি স্পিকার
খ. স্পিকার
গ. প্রধানমন্ত্রী
ঘ. মন্ত্রীপরিষদ সচিব
উত্তরঃ খ
প্রশ্নঃ সমাজের শিক্ষিত শ্রেণীর যে অংশ সরকার না কর্পোরেট গ্রূপে থাকে না কিন্তু সরকারের উপর প্রভাব বিস্তার করার ক্ষমতা রাখে-
ক. রাজনৈতিক দল
খ. বিচার বিভাগ
গ. প্রশাসন বিভাগ
ঘ. সুশীল সমাজ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল বিল ২০১৬ জাতীয় সংসদে পাস হয় কবে?
ক. ৯ ডিসেম্বর ২০১৬
খ. ১১ ডিসেম্বর ২০১৬
গ. ৭ ডিসেম্বর ২০১৬
ঘ. ৫ ডিসেম্বর ২০১৬
উত্তরঃ গ
প্রশ্নঃ মাত্র ১টি সংসদীয় আসন-
ক. লক্ষ্মীপুর জেলায়
খ. মেহেরপুর জেলায়
গ. ঝালকাঠী জেলায়
ঘ. রাঙ্গামাটি জেলায়
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলাদেশের ১২তম প্রধান নির্বাচন কমিশনার কে?
ক. মোঃ রফিকুল ইসলাম
খ. কে এম নূরুল হুদা
গ. মোঃ মাহবুব তালুকদার
ঘ. বেগম কবিতা খানম
উত্তরঃ খ
প্রশ্নঃ রাষ্ট্রপতি জারীকৃত আইনকে কী বলে?
ক. আইন
খ. সংবিধান
গ. অধ্যাদেশ
ঘ. বিল
উত্তরঃ গ
প্রশ্নঃ মুসলিম পারিবারিক আইন কোন সালে প্রণীত হয় –
ক. ১৯৫৮
খ. ১৯৬২
গ. ১৯৬১
ঘ. ১৯৬৫
উত্তরঃ গ
প্রশ্নঃ প্রতিরক্ষা কর্মবিভাগ (সর্বাধিনায়কতা) আইন, ২০১৬ জাতীয় সংসদে পাস হয় কবে?
ক. ১০ মে ২০১৬
খ. ৮ মে ২০১৬
গ. ৫ মে ২০১৬
ঘ. ৩ মে ২০১৬
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন আইন ২০১৬ জাতীয় সংসদে পাস হয় কবে?
ক. ২৯ ফেব্রুয়ারি ২০১৬
খ. ১৯ ফেব্রুয়ারি ২০১৬
গ. ১৮ ফেব্রুয়ারি ২০১৬
ঘ. ২৮ ফেব্রুয়ারি ২০১৬
উত্তরঃ ঘ
প্রশ্নঃ জাতীয় সংসদ ভবন কত একর জমির উপর নির্মিত?
ক. ৩২০ একর
খ. ২১৫ একর
গ. ১৮৫ একর
ঘ. ১২২ একর
উত্তরঃ খ
প্রশ্নঃ জাতীয় সংসদে রেলওয়ে নিরাপত্তা বাহিনী আইন ২০১৬ পাস হয় কবে?
ক. ২৫ ফেব্রুয়ারি ২০১৬
খ. ১৫ ফেব্রুয়ারি ২০১৬
গ. ৫ ফেব্রুয়ারি ২০১৬
ঘ. ১ ফেব্রুয়ারি ২০১৬
উত্তরঃ ঘ
প্রশ্নঃ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে কোন সালে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়?
ক. ১৯৭৫
খ. ১৯৭৬
গ. ১৯৯৬
ঘ. ১৯৯১
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় সংসদ ভবনটি কত তলা বিশিষ্ট ?
ক. ৭ তলা
খ. ৮ তলা
গ. ৯ তলা
ঘ. ১০ তলা
উত্তরঃ গ
প্রশ্নঃ তত্ত্বাবধায়ক সরকারের আইনটি জাতীয় সংসদে কবে পাস হয়?
ক. ২১ জানুয়ারি, ১৯৯১
খ. ২২ ফেব্রুয়ারী, ১৯৯২
গ. ২৭ মার্চ, ১৯৯৬
ঘ. ২৮ এপ্রিল, ১৯৯৭
উত্তরঃ গ
প্রশ্নঃ প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের সর্বনিম্ন বয়সসীমা কত?
ক. ৬৫ বছর
খ. ৬১ বছর
গ. ৬০ বছর
ঘ. প্রযোজ্য নয়
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলাদেশ কোস্টগার্ড আইন ২০১৬ জাতীয় সংসদে পাস হয় কবে?
ক. ২৯ ফেব্রুয়ারি ২০১৬
খ. ২০ ফেব্রুয়ারি ২০১৬
গ. ১৫ ফেব্রুয়ারি ২০১৬
ঘ. ২৫ ফেব্রুয়ারি ২০১৬
উত্তরঃ ক
প্রশ্নঃ দ্রুত বিচার আইন পাস হয় কখন ?
ক. অক্টোবর, ২০০১
খ. অক্টোবর, ২০০২
গ. ডিসেম্বর, ২০০২
ঘ. জানুয়ারী, ২০০৩
উত্তরঃ গ
প্রশ্নঃ আইন প্রণয়নের ক্ষমতা-
ক. জাতীয় সংসদের
খ. আইন মন্ত্রণালয়ের
গ. রাষ্ট্রপতির
ঘ. স্পীকারের
উত্তরঃ ক
প্রশ্নঃ জাতীয় সংসদের প্রথম নারী হুইপ কে?
ক. শারমিন আকতার
খ. খালেদা খানম
গ. জোবেদা রহমান
ঘ. সাজেদা চৌধুরী
উত্তরঃ খ
প্রশ্নঃ যে বিল রাষ্ট্রপতির সুপারিশ ব্যতীত সংসদে উত্থাপন করা যায় না?
ক. বাল্য বিবাহ নিরোধ বিল
খ. অর্থ বিল
গ. অবসরকালীন ভাতা বিল
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ
প্রশ্নঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কোন হলে একসময় সংসদের কার্যক্রম চলতো ?
ক. এফ. রহমান হল
খ. জগন্নাথ হল
গ. ফজলুল হক হল
ঘ. সলিমুল্লাহ হল
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘দায়মুক্তি অধ্যাদেশ’ জারি করা হয় –
ক. ৮ জানুয়ারি, ২০০৩
খ. ৯ জানুয়ারি, ২০০৩
গ. ১০ জানুয়ারি, ২০০৩
ঘ. ১৫ জানুয়ারি, ২০০৩
উত্তরঃ খ
প্রশ্নঃ রাষ্ট্রপতির কার্যালয়ের বিভাগ কয়টি?
ক. ৪টি
খ. ৬টি
গ. ২টি
ঘ. ৩টি
উত্তরঃ গ
প্রশ্নঃ বিচারপতি হাবিবুর রহমান কোন সালে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন ?
ক. ১৯৯১
খ. ১৯৯৬
গ. ২০০১
ঘ. ২০০২
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় সংসদ কয় কক্ষ বিশিষ্ট?
ক. এক কক্ষ
খ. দুই বা দ্বিকক্ষ
গ. তিন কক্ষ
ঘ. বহুকক্ষ বিশিষ্ট
উত্তরঃ ক
প্রশ্নঃ খাদ্য অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীন ?
ক. কৃষি
খ. অর্থ
গ. খাদ্য ও দুর্যোগ
ঘ. স্থানীয় সরকার
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় প্রতীক -(National emblem of Bangladesh consists -)
ক. A Royal Bengal Tiger standing in a forest flanked by spotted deers on two sides
খ. A bouquet of Rajanigandha with a shoot of paddy on one side and a jute plant on the other
গ. Shapla Flower on water flanked on two sides by shoots of paddy decorated by two stars and three jute leaves at the top.
ঘ. Shahid Minar in the background of a rising sun.
উত্তরঃ গ
প্রশ্নঃ জাতীয় সংসদে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বিল, ২০১৭ পাস হয় কবে?
ক. ১৫ জুলাই, ২০১৭
খ. ১০ জুলাই, ২০১৭
গ. ১১ জুলাই, ২০১৭
ঘ. ১২ জুলাই, ২০১৭
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কোন জাতীয় সংসদের মেয়াদকাল সবচেয়ে কম ?
ক. চতুর্থ
খ. পঞ্চম
গ. ষষ্ঠ
ঘ. তৃতীয়
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলাদেশ উন্নয়ন গবেষণা বিল ২০১৭ জাতীয় সংসদে পাশ হয় কবে?
ক. ১০ মার্চ ২০১৭
খ. ৮ মার্চ ২০১৭
গ. ৪ মার্চ ২০১৭
ঘ. ১ মার্চ ২০১৭
উত্তরঃ ঘ
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)