প্রশ্নঃ জাতীয় নিরাপদ সড়ক দিবস কবে?
ক. ২৫ জুন
খ. ২৪ অক্টোবর
গ. ২০ অক্টোবর
ঘ. ২২ অক্টোবর
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘আমার সোনার বাংলা’ আমি তোমায় ভালবাসি’ বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা কে ? (National Anthem of Bangladesh ‘Amar Sonar Bangla’ was written by -)
ক. Poet Nazrul Islam
খ. Poet Rabindra Nath Tagore
গ. Poet Golam Mostofa
ঘ. Poet Shamsur Rahman
উত্তরঃ খ
প্রশ্নঃ প্রথম বাংলাদেশি হিসেবে কে ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে?
ক. জান্নাতুল নাঈম
খ. জেসিয়া ইসলাম
গ. জান্নাতুন সুমাইয়া
ঘ. সঞ্চিতা দত্ত
উত্তরঃ খ
প্রশ্নঃ কোনটি ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’? (The ‘International Mother Language’ day is-)
ক. 16 December
খ. 26 March
গ. 9 May
ঘ. 21 February
ঙ. 14 April
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ইউনেস্কোর কততম সস্মেলনে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয় ?
ক. ৩১ তম
খ. ৩২ তম
গ. ৩৩ তম
ঘ. ৩৪ তম
উত্তরঃ ক
প্রশ্নঃ বাংলাদেশ ছাড়া আর কোন দেশ রবীন্দ্রনাথ ঠাকুরের গান তাদের জাতীয় সঙ্গীত হিসেবে নির্বাচিত করেছে ?
ক. ভূটান
খ. ভারত
গ. নেপাল
ঘ. শ্রীলঙ্কা
উত্তরঃ খ
প্রশ্নঃ আবদুর রহমান বিশ্বাস বাংলাদেশের কততম রাষ্ট্রপতি ছিলেন?
ক. ১০ম
খ. ১২তম
গ. ১৪তম
ঘ. ১৬তম
উত্তরঃ গ
প্রশ্নঃ ২৭ অক্টোবর ২০১৭ পূর্ণাঙ্গ স্থলবন্দর হিসেবে যাত্রা শুরু করে কোন স্থলবন্দর?
ক. তামাবিল (সিলেট)
খ. নাকুগাঁও (শেরপুর)
গ. ভোমরা (সাতক্ষীরা)
ঘ. আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া)
উত্তরঃ ক
প্রশ্নঃ বাংলাদেশ ব্যাংক NPSB’র মাধ্যমে আন্তঃব্যাংক ইন্টারনেট ব্যাংকিং ফান্ড ট্রান্সফার এর উদ্বোধন করে?
ক. ৩০ আগস্ট ২০১৭
খ. ৩০ অক্টোবর ২০১৭
গ. ২ নভেম্বর ২০১৭
ঘ. ৫ নভেম্বর ২০১৭
উত্তরঃ গ
প্রশ্নঃ দেশের প্রথম কাঁকড়া হ্যাচারি কোথায় অবস্থিত?
ক. কয়রা, খুলনা
খ. শ্যামনগর, সাতক্ষীরা
গ. গলাচিপা, পটুয়াখালী
ঘ. নলছিটি, ঝালকাঠি
উত্তরঃ খ
প্রশ্নঃ দেশের প্রথম স্মার্টফোন কারখানা কোথায় অবস্থিত?
ক. তেজগাঁও, ঢাকা
খ. বন্দর, চট্টগ্রাম
গ. চন্দ্রা, গাজীপুর
ঘ. সাভার, ঢাকা
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলাদেশের দ্বিতীয় ভৌগলিক নির্দেশক পণ্য কোনটি?
ক. কাঁচাগোল্লা
খ. সিল্ক
গ. ইলিশ
ঘ. জামদানি
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলাদেশে বর্তমানে (২০১৭) নিযুক্ত এশীয় উন্নয়ন ব্যাংকের আবাসিক পরিচালক (কান্ট্রি ডিরেক্টর) কে?
ক. এম শহীদুল ইসলাম (বাংলাদেশ)
খ. ইউকিয়ো আমানো (জাপান)
গ. নাফিস সাদিক (পাকিস্তান)
ঘ. মনমোহন পারকাস (ভারত)
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলাদেশে নিযুক্ত প্রথম ব্রিটিশ নারী হাইকমিশনার কে?
ক. মেলিন্ডা রাইস
খ. অ্যালিশন ব্লেইক
গ. অ্যালিশন টেইলর
ঘ. এলিজা টেইলর
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলাদেশের অষ্টম প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদ কবে মৃত্যু বরণ করেন?
ক. ২৫ আগস্ট ২০১৫
খ. ২৭ আগস্ট ২০১৫
গ. ২৯ আগস্ট ২০১৫
ঘ. ৩০ আগস্ট ২০১৫
উত্তরঃ খ
প্রশ্নঃ ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান দিবস কোনটি?
ক. ২৪ জানুয়ারি
খ. ১৫ ফেব্রুয়ারি
গ. ২১ মার্চ
ঘ. ২৫ মার্চ
উত্তরঃ ক
প্রশ্নঃ ছিটমহল বিনিময় কার্যকর হয় কবে?
ক. ২৮ জুলাই ২০১৫
খ. ৩০ জুলাই ২০১৫
গ. ১ আগস্ট ২০১৫
ঘ. ৫ আগস্ট ২০১৫
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় ফুল –(National flower of Bangladesh is -)
ক. শাপলা (Shapla)
খ. বকুল (Bakul)
গ. রজনীগন্ধা (Rajanigandha)
ঘ. শেফালী (Shefali)
উত্তরঃ ক
প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় কবি কে ?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. কাজী নজরুল ইসলাম
গ. ফররুখ আহমদ
ঘ. মাইকেল মধুসূদন দত্ত
উত্তরঃ খ
প্রশ্নঃ ৩ আগস্ট ২০১৫ মাদকদ্রব্য দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক হিসেবে নিয়োগ পান কে?
ক. ফরিদ আহমেদ ভূঞা
খ. ড. এম গোলাম রহমান
গ. খন্দকার রাকিবুল রহমান
ঘ. ইকবাল মাহমুদ
উত্তরঃ ক
প্রশ্নঃ শাপলা বাংলাদেশের জাতীয় ফুল সেহেতু –
ক. বাংলাদেশ নদীমাতৃক দেশ
খ. বাংলাদেশের মানুষ শাপলা ফুল পছন্দ করে না
গ. বাংলাদেশে প্রচুর শাপলা জন্মে
ঘ. বাংলাদেশে শাপলা ফুল দুর্লভ
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলাদেশের সংস্কৃতির অন্যতম অংশ বিভিন্ন জাতীয় দিবস উদযাপন। নিচের কোনটি সর্বজন স্বীকৃত প্রাচীন সংস্কৃতির ধারক?
ক. বৈশাখী মেলা
খ. একুশে ফেব্রুয়ারী
গ. স্বাধীনতা দিবস
ঘ. ঈদ উৎসব
উত্তরঃ ক
প্রশ্নঃ বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস কোনটি ?
ক. ৩ নভেম্বর
খ. ২১ নভেম্বর
গ. ৭ নভেম্বর
ঘ. ১০ নভেম্বর
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট-এর বর্তমান (২০১৫) নাম কি?
ক. বাংলাদেশ সুগারকেইন গবেষণা ইনস্টিটিউট
খ. বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট
গ. বাংলাদেশ সুগারকেইন ক্রপ গবেষণা ইনস্টিটিউট
ঘ. উপরের কোনটিই নয়
উত্তরঃ খ
প্রশ্নঃ UNESCO কবে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহা’ হিসেবে ঘোষণা করে?
ক. ২৫ অক্টোবর, ২০১৭
খ. ৫ নভেম্বর, ২০১৭
গ. ৩০ অক্টোবর, ২০১৭
ঘ. ২৮ অক্টোবর, ২০১৭
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলাদেশে ‘কৃষিদিবস’ –
ক. পহেলা কার্তিক
খ. পহেলা অগ্রহায়ণ
গ. পহেলা পৌষ
ঘ. পহেলা আষাঢ়
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলাদেশের রাষ্ট্রীয় লোগোটি ডিজাইন করেন –
ক. কামরুল হাসান
খ. এ এন সাহা
গ. আবদুর রউফ
ঘ. মোহাম্মদ কিবরিয়া
উত্তরঃ খ
প্রশ্নঃ মৌর্যযুগে গুপ্তচরকে ডাকা হতো–
ক. সন্ন্যাসী
খ. যাযাবর
গ. সঞ্চারা
ঘ. ভবঘুরে
উত্তরঃ গ
প্রশ্নঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কোন নদী নিয়ে গবেষণা কেন্দ্র চালু করে?
ক. সাঙ্গু নদী
খ. হালদা নদী
গ. মুহুরী নদী
ঘ. কর্ণফুলী নদী
উত্তরঃ খ
প্রশ্নঃ “আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি” গানটি রচনার প্রেক্ষাপট কি ছিল?
ক. প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে রচিত
খ. বঙ্গভঙ্গজনিত আন্দোলনকালে রচিত
গ. অসহযোগ চলাকালে রচিত
ঘ. কলকাতায় হিন্দু-মুসলমান দাঙ্গাকালে রচিত
উত্তরঃ খ
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)