বাংলাদেশ বিষয়াবলী-৫২

প্রশ্নঃ প্রখ্যাত প্রকৃতিপ্রেমী দ্বিজেন শর্মা কবে মৃত্যু বরণ করেন?
ক. ১০ সেপ্টেম্বর ২০১৭
খ. ১৩ সেপ্টেম্বর ২০১৭
গ. ১৫ সেপ্টেম্বর ২০১৭
ঘ. ১৯ সেপ্টেম্বর ২০১৭
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় প্রতীকে কয়টি তারকা আছে?
ক. ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি
উত্তরঃ গ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ বাংলাদেশের প্রথম সাবমেরিন দুটির নাম কী?
ক. বঙ্গবন্ধু ও বঙ্গমাতা
খ. নবযাত্রা ও জয়যাত্রা
গ. অভিযাত্রা ও বঙ্গযাত্রা
ঘ. কোনোটি নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন তারিখটি জাতীয় শিশু দিবস হিসেবে পালিত হয় ?
ক. ২৭ জানুয়ারি
খ. ১৭ মার্চ
গ. ২৬ ডিসেম্বর
ঘ. ৩১ ডিসেম্বর
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় খেলা কি ? (What is the national game of Bangladesh ?)
ক. Football
খ. Cricket
গ. Baseball
ঘ. Kabbadi
ঙ. None of these
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পতাকায় বর্তমানের সবুজের মধ্যে লাল গোলকের ভিতর আর একটি প্রতীক ছিল তা –
ক. শাপলা ফুল
খ. বাংলাদেশের ম্যাপ
গ. নৌকা
ঘ. ধানের শীষ
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশে নির্মিত যুদ্ধজাহাজ–
ক. বিএন নিশান
খ. বিএন দূর্গম
গ. ক ও খ উভয়ই
ঘ. কোনটিই নয়
উত্তরঃ গ

প্রশ্নঃ জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস কবে?
ক. ১ ডিসেম্বর
খ. ১০ ডিসেম্বর
গ. ১২ ডিসেম্বর
ঘ. ৫ ডিসেম্বর
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশে বর্তমানে (২০১৭) নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়ক ও UNDP’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভ কে?
ক. সার্জিও মুজিকা (চিলি)
খ. ইউকিয়ো আমানো (জাপান)
গ. নাফিস সাদিক (পাকিস্তান)
ঘ. মিয়া সেপ্পো (ফিনল্যান্ড)
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশ কবে আন্তর্জাতিক সৌর জোট (ISA) বিষয়ক কাঠামো চুক্তিতে স্বাক্ষর করে?
ক. ১৩ নভেম্বর ২০১৬
খ. ১৫ নভেম্বর ২০১৬
গ. ৫ নভেম্বর ২০১৬
ঘ. ১০ নভেম্বর ২০১৬
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলা ভাষাকে আফ্রিকার কোন দেশ দ্বিতীয় ভাষা বা অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে –
ক. লাইবেরিয়া
খ. নামিবিয়া
গ. হাইতি
ঘ. সিয়েরা লিওন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশের তৈরি প্রথম ন্যানো স্যাটেলাইট-এর নাম কি?
ক. বিকন অন্বেষা
খ. ব্র্যাক অন্বেষা
গ. নোয়া ১৮
ঘ. নোয়া ১৯
উত্তরঃ খ

প্রশ্নঃ দেশের প্রথম ছয় লেনবিশিষ্ট ফ্লাইওভার কোথায়?
ক. চৌদ্দগ্রাম, কুমিল্লা
খ. আশুলিয়া, ঢাকা
গ. মহীপাল, ফেনী
ঘ. সীতাকুণ্ড, চট্টগ্রাম
উত্তরঃ গ

প্রশ্নঃ উৎসব অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের কত চরণ বাজানো হয় ?
ক. ৯ চরণ
খ. ৬ চরণ
গ. ৮ চরণ
ঘ. ৪ চরণ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ব্রিটিশ হাইকোর্টে প্রথম বাংলাদেশি বিচারপতির নাম কি?
ক. আখলাকুর রহমান চৌধুরী
খ. স্বপ্নারা খাতুন
গ. জুলহাস উদ্দিন
ঘ. রুশনারা আলী
উত্তরঃ ক

প্রশ্নঃ ৯ ডিসেম্বর –
ক. কন্যা শিশু দিবস
খ. রোকেয়া দিবস
গ. আদিবাসী দিবস
ঘ. যুব দিবস
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশের ‘জাতীয় সঙ্গীত’ বিশ্বকবি রবীন্দ্রনাথের কোন কাব্য থেকে নেওয়া হয়েছে ?
ক. সোনারতরী
খ. চৈতালী
গ. বঙ্গমাতা
ঘ. কোনোটিই না
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ৩ আগস্ট ২০১৫ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ পান কে?
ক. ফরিদ আহমেদ ভূঞা
খ. ড. এম গোলাম রহমান
গ. খন্দকার রাকিবুল রহমান
ঘ. ইকবাল মাহমুদ
উত্তরঃ গ

প্রশ্নঃ জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা কত?
ক. ৪৬.৫ মিঃ
খ. ৪৬ মিঃ
গ. ৪৫.৫ মিঃ
ঘ. ৪৫ মিঃ
উত্তরঃ ক

প্রশ্নঃ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (ICT)-এর বর্তমান (অক্টোবর ২০১৭) চেয়ারম্যান কে?
ক. বিচারপতি আমির হোসেন
খ. বিচারপতি মো. শাহিনুর ইসলাম
গ. বিচারপতি মো. সোহরাওয়ার্দী
ঘ. বিচারপতি আনোয়ারুল হক
উত্তরঃ খ

প্রশ্নঃ ১৯৭২ সাল থেকে মার্চ ২০১৭ পর্যন্ত বাংলাদেশ ও ভারতের মধ্যে কতটি চুক্তি, সমঝোতা স্মারক ও প্রটোকল স্বাক্ষরীত/সম্পাদিত হয়েছে?
ক. ১০৫টি
খ. ৯৭টি
গ. ৯৩টি
ঘ. ৯০টি
উত্তরঃ গ

প্রশ্নঃ মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র ‘ভুবন মাঝি’-এর পরিচালক কে?
ক. মোরসেদুল ইসলাম
খ. অমিতাভ রেজা
গ. মোস্তফা সারয়ার ফারুকী
ঘ. ফখরুল আরেফীন খান
উত্তরঃ ঘ

প্রশ্নঃ মাৎসান্যায় বাংলার যে সময়কালকে নির্দেশ করে–
ক. ৬ষ্ঠ-৭ম শতক
খ. ৭ম-৮ম শতক
গ. ৫ম-৬ষ্ঠ শতক
ঘ. ৮ম-৯ম শতক
উত্তরঃ খ

প্রশ্নঃ আলাউদ্দিন হোসেন শাহের রাজধানী ছিল–
ক. কর্ণসুবর্ন
খ. নদীয়া
গ. একডালা
ঘ. রামাবতী
উত্তরঃ গ

প্রশ্নঃ ১ জুন ২০১৭ বাংলাদেশের কোন কূটনীতিক প্রথম সিনিয়র সচিবের মর্যাদা লাভ করে?
ক. মাহমুদা হক চৌধুরী
খ. জাকিয়া আকতার
গ. তাহমিনা হক ডলি
ঘ. ইসমাত জাহান
উত্তরঃ ঘ

প্রশ্নঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস –
ক. ১২ নভেম্বর
খ. ২০ অক্টোবর
গ. ২০ নভেম্বর
ঘ. ১৫ অক্টোবর
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন সালে প্রথম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়?
ক. ১৯৯৮
খ. ১৯৯৯
গ. ২০০০
ঘ. ২০০১
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় ফলের নাম হচ্ছে –(What is the national fruit of Bangladesh ? )
ক. কাঁঠাল (Jack Fruit)
খ. আম (Mango)
গ. পেঁপে (Papaya)
ঘ. লেবু (Lemon)
উত্তরঃ ক

প্রশ্নঃ ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ছিল –
ক. বৃহস্পতিবার
খ. শুক্রবার
গ. শনিবার
ঘ. রবিবার
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশে মর্যাদা অনুসারে ৩য় বীরত্বসূচক খেতাব-
ক. বীর প্রতীক
খ. বীরশ্রেষ্ঠ
গ. বীর উত্তম
ঘ. বীর বিক্রম
উত্তরঃ ঘ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!