বাংলাদেশ বিষয়াবলী-৫১

প্রশ্নঃ জাতীয় ‘গণহত্যা দিবস’ কবে?
ক. ২৬ মার্চ
খ. ২৫ মার্চ
গ. ১৬ ডিসেম্বর
ঘ. ২১ ফেব্রুয়ারি
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি বিদেশী সংস্কৃতি –
ক. শহীদ দিবস
খ. বিজয় দিবস
গ. স্বাধীনতা দিবস
ঘ. ভালোবাসা দিবস
উত্তরঃ ঘ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ ঐতিহাসিক ২১ ফেব্রুয়ারি বাংলা কত তারিখে ছিল ? (The Bangla Calendar date of historic “Ekushey February’ is -)
ক. ৮ ফাল্গুন (8 th Falgoon)
খ. ৯ মাঘ (9 th Magh)
গ. ২৯ মাঘ (29 th Magh)
ঘ. ৩১ পৌষ (31 th poush)
উত্তরঃ ক

প্রশ্নঃ দেশে প্রথম জাতীয় গৃহায়ণ নীতি প্রনয়ণ করা হয় কোন সালে?
ক. ১৯৯১
খ. ১৯৯০
গ. ১৯৯৩
ঘ. ১৯৯৪
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘জাতীয় কর দিবস’ কবে পালিত হয় ?
ক. ১৩ সেপ্টেম্বর
খ. ১৪ সেপ্টেম্বর
গ. ১৫ সেপ্টেম্বর
ঘ. ১৬ সেপ্টেম্বর
উত্তরঃ গ

প্রশ্নঃ Melbourne Cricket Club (MCC) কমিটিতে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে স্থান পান কে?
ক. মিনহাজুল আবেদিন
খ. সাকিব আল হাসান
গ. মাশরাফি বিন মর্তুজা
ঘ. আমিনুল ইসলাম
উত্তরঃ খ

প্রশ্নঃ সর্বপ্রথম কোন বিদেশী মিশনে বাংলাদেশর পতাকা উত্তোলন করে ?
ক. দিল্লী
খ. কোলকাতা
গ. লন্ডন
ঘ. কাঠমুন্ডু
উত্তরঃ খ

প্রশ্নঃ ECNEC এর চেয়ারম্যান বা সভাপতি কে?
ক. অর্থমন্ত্রী
খ. প্রধানমন্ত্রী
গ. পরিকল্পনা মন্ত্রী
ঘ. স্পীকার
উত্তরঃ খ

প্রশ্নঃ কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (CPA) -এর ৬২তম সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
ক. ১ – ১০ সেপ্টেম্বর, ২০১৬
খ. ১ – ১০ জুলাই, ২০১৬
গ. ১ – ১০ আগস্ট, ২০১৬
ঘ. ১৫ – ২২ আগস্ট, ২০১৬
উত্তরঃ ক

প্রশ্নঃ ৬৩তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স (CPC) কবে অনুষ্ঠিত হয়?
ক. ১-৮ অক্টোবর ২০১৭
খ. ১-৮ নভেম্বর ২০১৭
গ. ১-৮ জুলাই ২০১৭
ঘ. ১-৮ ডিসেম্বর ২০১৭
উত্তরঃ খ

প্রশ্নঃ ঘূর্ণিঝড় ‘মোরা’ বাংলাদেশে কবে আঘাত হানে?
ক. ২৫ মে ২০১৭
খ. ২৯ মে ২০১৭
গ. ৩০ মে ২০১৭
ঘ. ৩১ মে ২০১৭
উত্তরঃ গ

প্রশ্নঃ ১৬ ডিসেম্বর বাংলাদেশে স্মরণীয় হওয়ার কারণ কি ?
ক. বিজয়
খ. আজাদী
গ. গণতন্ত্র
ঘ. গণ আন্দোলন
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ-এর নাম কি?
ক. বঙ্গবন্ধু-২
খ. বঙ্গবন্ধু-১
গ. বঙ্গবন্ধু
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশ ও ভারতের মধ্যে অমীমাংসিত এলাকাটি কোথায় অবস্থিত?
ক. চর ফ্যাশন (ভোলা)
খ. দহগ্রাম (লালমনিরহাট)
গ. মুহুরীরর চর (ফেনী)
ঘ. দইখাতা (পঞ্চগড়)
উত্তরঃ গ

প্রশ্নঃ জাতীয় নিরাপদ খাদ্য দিবস কবে?
ক. ৩ মার্চ
খ. ৫ মে
গ. ৪ এপ্রিল
ঘ. ২ ফেব্রুয়ারি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ভৌগলিক নির্দেশক পণ্য হিসেবে জামদানির নিবন্ধন পায় কোন সংস্থা?
ক. ন্যাশনাল প্রডাকটিভিটি অ্যান্ড অর্গানাইজেশন (NPD)
খ. পেটেন্ট, ডিজাইন অ্যান্ড ট্রেডমার্ক (DPTD)
গ. বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (BITAC)
ঘ. বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (BSCIC)
উত্তরঃ ঘ

প্রশ্নঃ জাতীয় কৃষি দিবস কবে উদযাপিত হয় ?
ক. ১০ নভেম্বর
খ. ১৫ নভেম্বর
গ. ১৬ নভেম্বর
ঘ. ১৭ নভেম্বর
উত্তরঃ খ

প্রশ্নঃ বর্তমানে (২০১৬) দেশে কতটি কমিউনিটি রেডিও চালু আছে?
ক. ১২টি
খ. ১০টি
গ. ১৪টি
ঘ. ১৭টি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন আন্তর্জাতিক সংস্থা ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেছে? (February 21 st was declared as ‘International Mother language day’ by-)
ক. UNICEF
খ. UNESCO
গ. ILO
ঘ. UNIFEM
উত্তরঃ খ

প্রশ্নঃ দেশের প্রথম ইলেকট্রনিক বই কোনটি?
ক. ডিজিটাল ই-বুক
খ. বাংলাদেশ ই-বুক
গ. স্বাধীনতা ই-বুক
ঘ. একুশ ই-বুক
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত ? (Ratio of length & width of our National Flag is -)
ক. 4 : 3
খ. 3 : 2
গ. 6 : 5
ঘ. 5 : 3
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় সঙ্গীত সর্বপ্রথম যে পত্রিকায় প্রকাশিত হয় –
ক. ইত্তেফাক
খ. সমাচার দর্পণ
গ. বঙ্গদর্শন
ঘ. বঙ্গদর্শন
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস’ কোন দিন ?
ক. ১ জুলাই
খ. ১ জুন
গ. ১ আগস্ট
ঘ. ১ মে
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘মোরা’ কোন ভাষার শব্দ?
ক. বাংলা
খ. উর্দূ
গ. থাই
ঘ. সিংহলী
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত –
ক. ৯ : ৬
খ. ১১ : ৭
গ. ১০ : ৬
ঘ. ৮ : ৬
উত্তরঃ গ

প্রশ্নঃ খুলনা – কলকাতা রুটে চলাচলকারী ট্রেনের নাম কি?
ক. একতা এক্সপ্রেস
খ. মৈত্রী এক্সপ্রেস
গ. বন্ধন এক্সপ্রেস
ঘ. কককাতা এক্সপ্রেস
উত্তরঃ গ

প্রশ্নঃ ডায়াবেটিস সচেতনতা দিবস কোনটি ?
ক. ২৮ জানুয়ারি
খ. ২৮ ফেব্রুয়ারি
গ. ২৮ মার্চ
ঘ. ২০ মার্চ
উত্তরঃ খ

প্রশ্নঃ কবে মন্ত্রীসভায় অষ্টম জাতীয় পে-স্কেল অনুমোদিত হয়?
ক. ০৭/০৮/২০১৫
খ. ০৭/০৯/২০১৫
গ. ০৮/০৯/২০১৫
ঘ. ১০/০৮/২০১৫
উত্তরঃ খ

প্রশ্নঃ বর্তমান (২০১৬) ও চতুর্থ প্রধান তথ্য কমিশনারের নাম কি?
ক. মরতুজা আহমদ
খ. মোহাম্মদ ফারুক
গ. অধ্যাপক গোলাম রহমান
ঘ. নেপাল চন্দ্র সরকার
উত্তরঃ গ

প্রশ্নঃ FRC’র প্রথম চেয়ারম্যান কে?
ক. হেদায়েতুল্লাহ আল মামুন
খ. ফজলে কবির
গ. মাহবুব আহমেদ
ঘ. সি.কিউ.কে মুশতাক আহমেদ
উত্তরঃ ঘ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!