বাংলাদেশ বিষয়াবলী-৫০

প্রশ্নঃ নির্বাচন কমিশনের স্মার্ট জাতীয় পরিচয়পত্র (NID) কোন দেশ থেকে তৈরি করে আনা হয়?
ক. জার্মানি
খ. জাপান
গ. ফ্রান্স
ঘ. ভারত
উত্তরঃ গ

প্রশ্নঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) কবে BIRDEM-কে তাদের সহযোগী কেন্দ্র হিসেবে মর্যাদা দেয়?
ক. ১৯৮৫ সালে
খ. ১৯৮৩ সালে
গ. ১৯৮৭ সালে
ঘ. ১৯৮২ সালে
উত্তরঃ ঘ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ বঙ্গবন্ধু স্যাটেলাইটের মূল আয়ুষ্কাল ধরা হয়েছে কত বছর?
ক. ১২ বছর
খ. ১৫ বছর
গ. ১০ বছর
ঘ. ১৮ বছর
উত্তরঃ খ

প্রশ্নঃ ১৪ নভেম্বর ২০১৬ কোন দেশ বাংলাদেশের কাছে প্রথম সাবমেরিন দুটি হস্তান্তর করে?
ক. রাশিয়া
খ. চীন
গ. যুক্তরাষ্ট্র
ঘ. জাপান
উত্তরঃ খ

প্রশ্নঃ ২ নভেম্বর ২০১৭ কোন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক যুক্তরাজ্যের সম্মানসূচক উপাধি ‘নাইটহুড’ লাভ করেন?
ক. টিউলিপ রেজয়ানা সিদ্দিক
খ. আখলাকুর রহমান চৌধুরী
গ. রুশনারা আলী
ঘ. ড. রূপা হক
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশ-ভারত সমুদ্রসীমা নির্ধারণী মামলার রায় হয় কবে?
ক. ৭ জুলাই ২০১৪
খ. ৩০ জুন ২০১৪
গ. ১০ জুলাই ২০১৪
ঘ. ২ জুলাই ২০১৪
উত্তরঃ ক

প্রশ্নঃ জাতীয় শোক দিবস –
ক. ২৬ মার্চ
খ. ১৫ আগস্ট
গ. ২৪ সেপ্টেম্বর
ঘ. ২১ ফেব্রুয়ারি
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় নাট্যশালা কোথায় অবস্থিত ?
ক. ধানমন্ডি
খ. সেগুনবাগিচা
গ. মিরপুর
ঘ. বেইলি রোড
উত্তরঃ খ

প্রশ্নঃ রবীন্দ্র বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত?
ক. দক্ষিণডিহি, খুলনা
খ. পতিসর, নওগাঁ
গ. শিলাইদহ, কুষ্টিয়া
ঘ. শাহাজাদপুর, সিরাজগঞ্জ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য, প্রস্থ এবং মাঝের লাল বৃত্তের ব্যাসার্ধের অনুপাত কত ? (The proportion between the length and breadth of the National Flag of Bangladesh and the radius of the Red Circle are -)
ক. 5 : 3 : 1
খ. 4 : 2 : 1
গ. 10 : 12 : 1
ঘ. 3 : 1 : 0.05
উত্তরঃ ক

প্রশ্নঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কয়টি তারকাচিহ্ন রয়েছে ?
ক. ৪টি
খ. ৬ টি
গ. ৫ টি
ঘ. ২ টি
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন দেশে বাংলাদেশের স্মৃতিসৌধের প্রতিকৃতি স্থাপিত হয়েছে ?
ক. ভারত
খ. ফ্রান্স
গ. জাপান
ঘ. কানাডা
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় নাট্যশালা কোথায় অবস্থিত?
ক. নাটক সরণিতে
খ. ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে
গ. শাহবাগে
ঘ. বাংলাদেশ শিল্পকলা একাডেমী ভবনে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় সঙ্গীতে কোন বিষয়টি প্রধানভাবে আছে ? (Which subject is more focused in the national anthem of Bangladesh ?)
ক. বাংলার প্রকৃতির সৌন্দর্যের কথা (National beauty of Bangladesh)
খ. বাংলার মানুষের কথা (General people of Bangladesh)
গ. বাংলার ইতিহাসের কথা (History of Bangladesh)
ঘ. বাংলার প্রকৃতির কথা (Weather of Bangladesh)
উত্তরঃ ক

প্রশ্নঃ মগবাজার-মৌচাক ফ্লাইওভারের দৈর্ঘ্য কত?
ক. ৭.৫৫ কিলো মিটার
খ. ৮.২৫ কিলো মিটার
গ. ৮.৫০ কিলো মিটার
ঘ. ৭.৭৫ কিলো মিটার
উত্তরঃ খ

প্রশ্নঃ জাতীয় খাদ্য ও পুষ্টিনীতি প্রণয়ন করা হয় কবে?
ক. ১৯৯৫ সালে
খ. ১৯৯৭ সালে
গ. ১৯৯৯ সালে
ঘ. ১৯৯৩ সালে
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশের ১৪তম রাষ্ট্রপতি আবদুর রহমান বিশ্বাস কবে মৃত্যু বরণ করেন?
ক. ৩০ আগস্ট ২০১৭
খ. ৫ নভেম্বর ২০১৭
গ. ১০ নভেম্বর ২০১৭
ঘ. ৩ নভেম্বর ২০১৭
উত্তরঃ ঘ

প্রশ্নঃ সরকারি মুদ্রায় কার স্বাক্ষর থাকে?
ক. প্রধানমন্ত্রীর
খ. প্রেসিডেন্টের
গ. অর্থমন্ত্রীর
ঘ. অর্থসচিবের
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন –
ক. সম্রাট আকবর
খ. শেরশাহ্‌
গ. লক্ষন সেন
ঘ. বাদশাহ্‌ শাজাহান
উত্তরঃ ক

প্রশ্নঃ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মরণে দেশের বাইরে বিশ্বের প্রথম স্মৃতিসৌধটি নির্মিত হয় অস্ট্রেলিয়ার কোন নগরীতে ?
ক. ব্রিজবেন
খ. পার্থ
গ. সিডনি
ঘ. মেলবোর্ন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশের ৩১তম সেনানিবাসের নাম কি?
ক. বঙ্গবন্ধু সেনানিবাস
খ. শেখ হাসিনা সেনানিবাস
গ. পটুয়াখালী সেনানিবাস
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ ৪ জুলাই ২০১৭ ঢাকা বিশ্ববিদ্যালয় কোন ব্যাক্তিকে ডক্টর অব লজ ডিগ্রি প্রদান করে?
ক. নরেন্দ্র মোদি
খ. অমর্ত্য সেন
গ. শিনজো আবে
ঘ. ইউকিয়ো আমানো
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ভাসানচর কোথায় অবস্থিত?
ক. টেকনাফ, কক্সবাজার
খ. কয়রা, খুলনা
গ. হাতিয়া, নোয়াখালী
ঘ. হাতিবান্ধা, লালমনিরহাট
উত্তরঃ গ

প্রশ্নঃ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে?
ক. অধ্যাপক ড. বিশ্বজিৎ ঘোষ
খ. অধ্যাপক ডা. আনোয়ার হোসেন
গ. অধ্যাপক ডা. ইসমাইল খান
ঘ. অধ্যাপক ডা. মাসুম হাবিব
উত্তরঃ ক

প্রশ্নঃ ২০১৫ সালের বৈশ্বিক সমৃদ্ধি সূচকে বাংলাদেশের অবস্থান কততম?
ক. ১০০তম
খ. ১০৫তম
গ. ১০৩তম
ঘ. ১০৭তম
উত্তরঃ গ

প্রশ্নঃ দেশের ১৭তম কমিউনিটি রেডিও কোনটি?
ক. দেশ রেডিও
খ. রেডিও মহানন্দা
গ. রেডিও সারাবেলা
ঘ. রেডিও মুক্তি
উত্তরঃ গ

প্রশ্নঃ WIPO বাংলাদেশের ভৌগলিক নির্দেশক পণ্য নিবন্ধন দেয়ার এখতিয়ার দেয় কোন সংস্থাকে?
ক. ন্যাশনাল প্রডাকটিভিটি অ্যান্ড অর্গানাইজেশন (NPD)
খ. পেটেন্ট, ডিজাইন অ্যান্ড ট্রেডমার্ক (DPTD)
গ. বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (BITAC)
ঘ. বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (BIM)
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশ বিশ্ব পরমাণু ক্লাবের কততম সদস্য?
ক. ৩৫তম
খ. ৩২তম
গ. ৩০তম
ঘ. ২৮তম
উত্তরঃ খ

প্রশ্নঃ পুর্ব পাকিস্তানের শেষ গভর্নর কে—
ক. মোহাম্মদ আলী জিন্নাহ
খ. লে. জে. আমির আব্দুল্লাহ খান নিয়াজী
গ. জেনারেল ইয়াহিয়া খান
ঘ. জুলফিকার আলী ভুট্ট
উত্তরঃ খ

প্রশ্নঃ বর্তমানে (২০১৭) সুন্দরবনের কত হেক্টর অভয়ারণ্য?
ক. ৬,০১,৭০০ হেক্টর
খ. ৩,১৭,৯৫০ হেক্টর
গ. ১,৭৮,২৫০ হেক্টর
ঘ. ১,৩৯,৯৬৬ হেক্টর
উত্তরঃ খ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!