প্রশ্নঃ যে জেলায় হাজংদের বসবাস নেই-
ক. শেরপুর
খ. ময়মনসিংহ
গ. সিলেট
ঘ. নেত্রকোনা
উত্তরঃ গ
প্রশ্নঃ বিশ্ব জনসংখ্যা রিপোর্ট ২০১৭ অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত?
ক. ১.৪%
খ. ১.৩%
গ. ১.২%
ঘ. ১.১%
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলাদেশে প্রথম হিমায়িত ভ্রুণ শিশুর নাম কি?
ক. সিস্ফরা
খ. অপ্সরা
গ. ফ্লোরা
ঘ. টুম্পা
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলাদেশে কয়টি পরমাণু চিকিৎসা কেন্দ্র আছে ?
ক. ১০ টি
খ. ১৩ টি
গ. ১২টি
ঘ. ২০ টি
উত্তরঃ খ
প্রশ্নঃ পঞ্চম আদমশুমারি অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংখ্যা কত?
ক. ৭৫,৫৮,০১৭ জন
খ. ৭৭,৫৮,৩৫০ জন
গ. ৭৮,২৬,২৫০ জন
ঘ. ৭৫,৫৮,০২৫ জন
উত্তরঃ ঘ
প্রশ্নঃ দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষামূলকভাবে সপ্তম শ্রেণি চালু করা হয় কবে?
ক. ১ জানুয়ারি ২০১১
খ. ১ এপ্রিল ২০১৫
গ. ১ জানুয়ারি ২০১৪
ঘ. ১ জানুয়ারি ২০১০
উত্তরঃ গ
প্রশ্নঃ জাতীয় সংসদে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ বিল ২০১৬ পাস হয় কবে?
ক. ১০ জুলাই ২০১৬
খ. ১৫ জুলাই ২০১৬
গ. ১৭ জুলাই ২০১৬
ঘ. ২২ জুলাই ২০১৬
উত্তরঃ গ
প্রশ্নঃ বর্তমানে (২০১৭) দেশের কোন জেলায় দারিদ্র্যের হার সর্বাধিক?
ক. মাগুরা
খ. বান্দরবান
গ. দিনাজপুর
ঘ. কুড়িগ্রাম
উত্তরঃ ঘ
প্রশ্নঃ তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিক চালু করা হয়-
ক. ১৩ হাজার ১২৫টি
খ. ১৩ হাজার ১৩০টি
গ. ১৩ হাজার ১৩৬টি
ঘ. ১৩ হাজার ৭০৭টি
উত্তরঃ ঘ
প্রশ্নঃ পল্লী উন্নয়নকল্পে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচী কবে চালু হয় ?
ক. ১৯৭২ সালে
খ. ১৯৭৩ সালে
গ. ১৯৭৪ সালে
ঘ. ১৯৭৫ সালে
উত্তরঃ গ
প্রশ্নঃ সরকারী হিসেব মতে বাংলাদেশীদের গড় আয়ু-
ক. ৬৫.৪ বছর
খ. ৬৭.৫ বছর
গ. ৭০.৮ বছর
ঘ. ৭৩.৭ বছর
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলাদেশে কতটি সরকারী বিশ্ববিদ্যালয় আছে ?
ক. ১৪ টি
খ. ২৪ টি
গ. ৩৪ টি
ঘ. ৫০ টি
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলাদেশের ইউনিয়ন পর্যায়ে সরকারী হাসপাতালের নাম –
ক. সরকারী হাসপাতাল
খ. স্বাস্থ্যকেন্দ্র
গ. পরিবার কল্যাণ কেন্দ্র
ঘ. ডাক্তার খানা
উত্তরঃ খ
প্রশ্নঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম উপাচার্য –
ক. ড. ওসমান গণি
খ. ড. মাহমুদ হাসান
গ. ড. মোয়াজ্জেম হোসেন
ঘ. স্যার এ. এফ. রহমান
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের প্রথম ও বর্তমান ভিসি কে?
ক. ড. মো. আবদুস সালাম
খ. ড. এ কে এম আবদুল বারী
গ. ড. রফিকুল ইসলাম
ঘ. ড. মুহাম্মদ আহসান উল্লাহ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি)-এর প্রথম এমেরিটাস অধ্যাপক কে?
ক. ড.শহীদ উল্লাহ তালুকদার
খ. ড. সাখাওয়াত হোসেন
গ. ড. এ এস মাহফুজুল বারী
ঘ. ড. এম এ সাত্তার মণ্ডল
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৫ অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কত?
ক. ১৬.৭৯ কোটি
খ. ১৫.৭৯ কোটি
গ. ১৪.৭৯ কোটি
ঘ. ১৩.৭৯ কোটি
উত্তরঃ খ
প্রশ্নঃ সর্বপ্রথম সোয়াইন ফ্লুর আক্রমণ দেখা যায় –
ক. ভারত
খ. থাইল্যান্ড
গ. চীন
ঘ. মেক্সিকো
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কোনটি বার্ড ফ্লু ভাইরাস ?
ক. H-5 N-1
খ. B-3 F-3
গ. B-5 F-1
ঘ. B-4 F-2
উত্তরঃ ক
প্রশ্নঃ বর্তমানে (২০১৫) দেশে এইডস বা এইচআইভি রোগে আক্রান্তের হার কত?
ক. ০.৪%
খ. ০.৩%
গ. ০.১%
ঘ. ০.২%
উত্তরঃ গ
প্রশ্নঃ ভারতবর্ষে প্রথম আদমশুমারী হয় কোন সালে ?
ক. ১৯৭২
খ. ১৮৫০
গ. ১৮৭২
ঘ. ১৯০১
উত্তরঃ গ
প্রশ্নঃ এদেশে প্রথম কোন শিক্ষা কমিশন প্রাথমিক শিক্ষা কে অবৈতনিক, সার্বজনীন ও বাধ্যতামূলক করার জন্য সুপারিশ করে ?
ক. স্যাডলার কমিশন, ১৯৯৭
খ. সার্জেন্ট কমিশন, ১৯৪৪
গ. শরীফ কমিশন, ১৯৫৯
ঘ. কুদরত-ই-খুদা কমিশন, ১৯৭৪
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলাদেশে সরকার ‘প্রাথমিক শিক্ষা’ সবার জন্য নিশ্চত করার জন্য আগামী কত সালকে নির্ধারিত করেছে?
ক. ২০১০
খ. ২০১২
গ. ২০১৫
ঘ. ২০১৮
উত্তরঃ গ
প্রশ্নঃ প্রাথমিক বিদ্যালয় জরিপ ২০১৬ অনুযায়ী, প্রাথমিকে সবচেয়ে কম শিক্ষার্থী ঝড়ে পরে কোন জেলায়?
ক. ঢাকা
খ. ভোলা
গ. পটুয়াখালী
ঘ. চট্টগ্রাম
উত্তরঃ ঘ
প্রশ্নঃ EPI programme – এ অন্তর্ভূক্ত একটি টীকা –
ক. কলেরার বিরুদ্ধে
খ. টাইফয়েডের বিরুদ্ধে
গ. হেপাটাইটিস বি -এর বিরুদ্ধে
ঘ. হুপিং (Pertusis) কফের বিরুদ্ধে
উত্তরঃ গ, ঘ
প্রশ্নঃ বাংলাদেশের প্রথম হিমায়িত ভ্রুণ শিশুর জন্ম হয় –
ক. ২০ সেপ্টেম্বর, ২০০৮
খ. ২২ সেপ্টেম্বর, ২০০৮
গ. ১৯ সেপ্টেম্বর, ২০০৮
ঘ. ১২ সেপ্টেম্বর, ২০০৮
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৬ অনুযায়ী স্বাক্ষরতার হার (৭+) কত?
ক. ৭৫%
খ. ৭০.২৫%
গ. ৬৪.৭৫%
ঘ. ৬২.৩%
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা সারাদেশে সম্প্রসারিত হয় কোন সালে?
ক. ১৯৯০ সালে
খ. ১৯৯৩ সালে
গ. ১৯৯৫ সালে
ঘ. ১৯৯৭ সালে
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কখন থেকে চালু করা হয়?
ক. ১ জানুয়ারি, ১৯৮৯
খ. ১ জানুয়ারি, ১৯৯০
গ. ১ জানুয়ারি, ১৯৯১
ঘ. ১ জানুয়ারি, ১৯৯২
উত্তরঃ ঘ
প্রশ্নঃ খাদ্যের বিনিময়ে শিক্ষা কর্মসূচী কোন সালে চালু হয়?
ক. ১৯৯১
খ. ১৯৯২
গ. ১৯৯৩
ঘ. ১৯৯৪
উত্তরঃ গ
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)