প্রশ্নঃ FM Radio তে FM –এর পূর্ণ অভিব্যক্তি কি ?
ক. Frequency Mode
খ. Free Mode
গ. Favorite Model
ঘ. Frequency Modulation
উত্তরঃ ক
প্রশ্নঃ বাংলাদেশের প্রথম সংবাদভিত্তিক স্যাটেলাইট চ্যানেল কোনটি ?
ক. বিটিভি
খ. এনটিভি
গ. চ্যানেল আই
ঘ. আরটিভি
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলাদেশের প্রথম সংবাদপত্র –
ক. আজাদ
খ. বঙ্গদর্শন
গ. সমাচার দর্পণ
ঘ. বেঙ্গল গেজেট
উত্তরঃ ঘ
প্রশ্নঃ সবুজপত্র পত্রিকার সম্পাদক ছিলেন –
ক. প্রমথ চৌধুরী
খ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
গ. মোজাম্মেল হক
ঘ. দক্ষিণারঞ্জন মিত্র
উত্তরঃ ক
প্রশ্নঃ নিচের কোনটিকে একটি জাতির ‘ফোর্থ স্টেট’ বলা হয় ?(Which one of the followings is considered is the fourth state of the nation ?)
ক. Media
খ. Parliament
গ. Library
ঘ. University
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘দি ডেইলি স্টার’ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক –
ক. মাহফুজ আনাম
খ. কে এম এ মুনীম
গ. এস এম আলী
ঘ. আব্দুস সালাম
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘সবুজপত্র’ বাংলা ভাষা ও সাহিত্যে কি হিসেবে পরিচিত ?
ক. একটি বিখ্যাত কাব্যগ্রন্থ
খ. এক শ্রেণীর লেখকদের আলোচিত রচনা সংকলন
গ. বিশেষ উল্লেখযোগ্য সাহিত্য পত্রিকা
ঘ. অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস ও নাটক
উত্তরঃ গ
প্রশ্নঃ কোন পত্রিকাটি বাংলা একাডেমী থেকে প্রকাশিত ?
ক. লোকায়াত
খ. উত্তরাধিকার
গ. নতুন দিগন্ত
ঘ. সুন্দরম
উত্তরঃ খ
প্রশ্নঃ ঢাকা থেকে প্রকাশিত হয় কোন পত্রিকাটি ?
ক. অরণি
খ. পরিচয়
গ. নবশক্তি
ঘ. ক্রান্তি
উত্তরঃ ঘ
প্রশ্নঃ সর্বপ্রথম চলচ্চিত্র নির্মিত হয় কত সালে ?
ক. ১৭৫০ সালে
খ. ১৮৫০ সালে
গ. ১৮৭৫ সালে
ঘ. ১৮৯৫ সালে
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কোন পত্রিকাটি ১৯২৩ সালে প্রকাশিত হয় ?
ক. কালি কলম
খ. প্রগতি
গ. কল্লোল
ঘ. সবুজপত্র
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘ধীরে বহে মেঘনা’ এর পরিচালক ?
ক. শেখ নিয়ামত আলী
খ. মৃনাল সেন
গ. আলমগীর কবির
ঘ. সুভাষ দত্ত
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘ফোর্থ এস্টেট’ বলতে কি বুঝায় ?
ক. সম্পত্তি
খ. ক্ষমতা
গ. সংবাদপত্র
ঘ. রাজনীতি
উত্তরঃ গ
প্রশ্নঃ আমেরিকান এনবিসি টেলিভিশন মুক্তিযুদ্ধের যে প্রামাণ্য চিত্র নির্মাণ করে তার নাম –
ক. দ্যা কান্ট্রি মেড ফর ডিজাস্টার
খ. রেইপ অফ বাংলাদেশ
গ. লিগেসি অব ব্লাড
ঘ. সেপ্টেম্বর অন যশোর রোড
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলাদেশে বেসরকারি টিভি চেনেল এর সংখ্যা–
ক. ২৫
খ. ২৬
গ. ৪১
ঘ. ২৮
উত্তরঃ গ
প্রশ্নঃ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চাকা’ এর পরিচালক নিচের কে?
ক. জহির রায়হান
খ. মোরশেদুল ইসলাম
গ. তানভীর মোকাম্মেল
ঘ. ওপরের তিনজনই
উত্তরঃ খ
প্রশ্নঃ ENA কোন দেশের সংবাদ সংস্থা ?
ক. জাপান
খ. ভারত
গ. বাংলাদেশ
ঘ. সিঙ্গাপুর
উত্তরঃ গ
প্রশ্নঃ সাপ্তাহিক ‘বেগম’ পত্রিকা ইংরেজি কোন সালে প্রথম প্রকাশিত হয় ?
ক. ১৯৫২ সালে
খ. ১৯৪৮ সালে
গ. ১৯৪৭ সালে
ঘ. ১৯৫৫ সালে
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিকায় নির্মিত ‘ধীরে বহে মেঘনা’ চলচ্চিত্রের নির্মাতা কে?
ক. আলমগীর কবির
খ. খান আতাউর রহমান
গ. হুমায়ুন আহমেদ
ঘ. সুভাষ দত্ত
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘তত্ত্ববোধিনী’ পত্রিকা প্রথম প্রকাশিত হয় –
ক. ১৮৪১ সালে
খ. ১৮৪২ সালে
গ. ১৮৫০ সালে
ঘ. ১৮৪৩ সালে
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘সবুজপত্র’ পত্রিকা প্রকাশিত হয় –
ক. ১৯০৯ সালে
খ. ১৯১০ সালে
গ. ১৯১৪ সালে
ঘ. ১৯২১ সালে
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলাদেশের প্রথম স্যাটেলাইট চ্যানেলের নাম –
ক. ইটিভি
খ. এনটিভি
গ. আরটিভি
ঘ. এটিএন
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘সমকাল’ পত্রিকাটি প্রকাশিত হয় –
ক. করাচি থেকে
খ. কলকাতা থেকে
গ. ঢাকা থেকে
ঘ. পাটনা থেকে
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘বঙ্গদর্শন’ পত্রিকা কোন সালে প্রথম প্রকাশিত হয় ?
ক. ১৮৬৫
খ. ১৮৭২
গ. ১৮৭৫
ঘ. ১৮৮১
উত্তরঃ খ
প্রশ্নঃ নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা কোনটি ?
ক. মাহে নও
খ. সওগাত
গ. ধুমকেতু
ঘ. কালিকলম
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘সবুজপত্র’ কি ?
ক. উপন্যাস
খ. নাটক
গ. সাময়িকপত্র
ঘ. গদ্য সংকলন
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলা একাডেমী থেকে প্রকাশিত ষাণ্মাসিক পত্রিকা কোনটি ?
ক. বাংলা জার্নাল
খ. কিশোর জার্নাল
গ. উত্তরাধিকার
ঘ. ধান শালিকের দেশ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কাজী নজরুল ইসলাম ও মুজাফফর আহম্মদ একত্রে সম্পাদনা করেছিলেন ?
ক. আজাদ
খ. সওগাত
গ. নবযুগ
ঘ. ধূমকেতু
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘রেডিও ফুর্তি’ কি ?
ক. এম এম ব্যান্ডের বেতারকেন্দ্র
খ. টিভি চ্যানেল
গ. আড্ডাখানা
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক
প্রশ্নঃ বাংলাদেশের প্রথম রঙিন টেলিভিশন চালু হয় –
ক. ১ ডিসেম্বর ১৯৮০
খ. ১ নভেম্বর ১৯৮০
গ. ১ নভেম্বর ১৯৮১
ঘ. ১ জানুয়ারি ১৯৭৯
উত্তরঃ ক
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)