প্রশ্নঃ ‘সূর্যদীঘলবাড়ী’-উপন্যাসের রচয়িতা কে?
ক. শওকত আলী
খ. শওকত ইসলাম
গ. আবু ইসহাক
ঘ. সৈয়দ শামসুল হক
উত্তরঃ গ
প্রশ্নঃ বিশ্বকাপ ক্রিকেটে কোন দলের বিরুদ্ধে বাংলাদেশ প্রথম জয় লাভ করে ?
ক. স্কটল্যান্ড
খ. মালয়েশিয়া
গ. পাকিস্তান
ঘ. কেনিয়া
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘গৌড়বহো’ বা ‘গৌড়বধ’ কাব্যের রচয়িতা কে?
ক. কলহন
খ. কালিদাস
গ. সন্ধ্যাকরনন্দী
ঘ. বাকপতিরাজ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ প্রথম বাংলাদেশি হিসেবে কে ‘চ্যাম্পিয়নস অব দ্য আর্থ’ পুরস্কার লাভ করে?
ক. ড. সালেহ উদ্দিন আহমেদ
খ. ড. মুহাম্মদ ইউনূস
গ. ড. এ আতিক রহমান
ঘ. ড. কামাল হোসেন
উত্তরঃ গ
প্রশ্নঃ প্রথম বাংলাদেশী হিসাবে কে দু’বার একাডেমি অ্যাওয়ার্ড (অস্কার) লাভ করেন?
ক. চাষী নজরুল ইসলাম
খ. তানভীর মোকাম্মেল
গ. তারেক মাসুদ
ঘ. নাফিস বিন জাফর
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘কারাগারের রোজনামচা’ বইটির ইংরেজি অনুবাদক কে?
ক. অধ্যাপক ড. ফকরুল আলম
খ. অধ্যাপক ড. নাসরিন আহমেদ
গ. অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম
ঘ. অধ্যাপক তাহমিনা আহমেদ
উত্তরঃ ক
প্রশ্নঃ অভিষেক টেস্টে বাংলাদেশের প্রতিপক্ষ -(Bangladesh played inaugural cricket test match against -)
ক. Pakistan
খ. India
গ. Srilanka
ঘ. Zimbabwe
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলাদেশ সর্বশেষ গ্রান্ডমাস্টার খেতাব পেলেন –
ক. রাকিব
খ. রাজিব
গ. রিফাত
ঘ. জিয়া
উত্তরঃ খ
প্রশ্নঃ ১৯৯৭ সালে কোন দেশকে হারিয়ে বাংলাদেশ আইসিসি ট্রফি জিতে নেয় ?
ক. স্কটল্যান্ড
খ. হংকং
গ. মালয়েশিয়া
ঘ. কেনিয়া
উত্তরঃ ঘ
প্রশ্নঃ “সব ক’টি জানালা খুলে দাও না” গানটির সুরকার কে ?
ক. সত্য সাহা
খ. আজাদ রহমান
গ. ইমতিয়াজ বুলবুল
ঘ. আলতাফ মাহমুদ
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারী’ রচয়িতা –
ক. শামসুর রহমান
খ. আলতাফ মাহমুদ
গ. হাসান হাফিজুর রহমান
ঘ. আবদুল গাফফার চৌধুরী
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কোন চরণটি সঠিক ?
ক. ধন ধান্যে পুষ্পে ভরা
খ. ধন্য ধান্যে পুষ্পে ভরা
গ. ধণ্যে ধান্যে পুষ্পে ভরা
ঘ. ধন্যে ধান্য পুষ্পে ভরা
উত্তরঃ ক
প্রশ্নঃ বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচ কোন অঞ্চলের?
ক. রাঙ্গামাটি
খ. রংপুর
গ. কুমিল্লা
ঘ. সিলেট
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাউল গানের বিশেষত্ব কি?
ক. মরমীবাদ
খ. মারেফাত
গ. আধ্যাত্ন্য বিষয়ক
ঘ. প্রেম বিষয়ক
উত্তরঃ গ
প্রশ্নঃ এশিয়াকাপ ক্রিকেট, ২০১২ কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ?
ক. বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম
খ. শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম
গ. বাংলাদেশ আর্মি স্টেডিয়াম
ঘ. রাজশাহী স্টেডিয়াম
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘ঝুমুর’ কোন অঞ্চলের নাচ হিসেবে স্বীকৃত ?
ক. রংপুর ও রাজশাহী
খ. দিনাজপুর ও পঞ্চগড়
গ. বরিশাল ও পটুয়াখালী
ঘ. ময়মনসিংহ ও কিশোরগঞ্জ
উত্তরঃ ক
প্রশ্নঃ পালাগান বা কিসসা প্রধানত কোন অঞ্চলের ?
ক. ময়মনসিংহ
খ. কুমিল্লা
গ. চট্টগ্রাম
ঘ. খুলনা
উত্তরঃ ক
প্রশ্নঃ বাংলাদেশ কবে প্রথম টেস্ট ক্রিকেট ম্যাচ খেলে –
ক. ২৬ জুলাই, ২০০০
খ. ১০ নভেম্বর, ২০০০
গ. ১০ সেপ্টেম্বর, ২০০০
ঘ. ১০ ডিসেম্বর, ২০০০
উত্তরঃ খ
প্রশ্নঃ বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা শুরু হয় কবে ?
ক. ১৯৭২ সালে
খ. ১৯৭৫ সালে
গ. ১৯৮০ সালে
ঘ. ১৯৯৬ সালে
উত্তরঃ ঘ
প্রশ্নঃ মা ও মণি হলো –
ক. একটি উপন্যাসের নাম
খ. একটি ক্রীড়া প্রতিযোগিতার নাম
গ. একটি প্রসাধনী শিল্পের নাম
ঘ. একটি গরীব মা ও মেয়ের গল্প কাহিনী
উত্তরঃ খ
সাধারণ জ্ঞান, বাংলাদেশ বিষয়াবলী, বাংলাদেশের গণমাধ্যম ও সংবাদপত্র:
প্রশ্নঃ ‘সমাচার দর্পণ’ প্রকাশিত হয় –
ক. ১৮১৮ সালে
খ. ১৮১৯ সালে
গ. ১৮২০ সালে
ঘ. ১৮২১ সালে
উত্তরঃ ক
প্রশ্নঃ কোন বিখ্যাত ম্যাগাজিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনীতির কবি (Poet of Politics) আখ্যা দিয়েছেন?
ক. টাইম
খ. নিউজ উইক্স
গ. ইকোনোমিস্ট
ঘ. ইকোনোমিক এন্ড পলিটিক্যাল উইক্লি
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলাদেশের সংবাদ সংস্থা –
ক. এপি
খ. রয়টার
গ. ইউএনবি
ঘ. এএফপি
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলাদেশের প্রথম সিনেমা হল –
ক. পিকচার হাউস
খ. শাবিস্থান
গ. রূপমহল
ঘ. গুলিস্থান
উত্তরঃ ক
প্রশ্নঃ জাতীয় প্রেসক্লাব প্রতিষ্ঠিত হয় কত সালে?
ক. ১৯৫০ সালে
খ. ১৯৫৪ সালে
গ. ১৯৫৬ সালে
ঘ. ১৯৫৮ সালে
উত্তরঃ খ
প্রশ্নঃ মুক্তিযুদ্ধভিত্তিক স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র কোনটি ?
ক. বাঘা
খ. ওরা এগার জন
গ. সংগ্রাম
ঘ. হুলিয়া
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কোন সাময়িক পত্রটি ঢাকা থেকে প্রকাশিত হয় ?
ক. চতুরঙ্গ
খ. লোকায়ত
গ. পরিচয়
ঘ. কল্লোল
উত্তরঃ খ
প্রশ্নঃ প্রমথ চৌধুরীর ‘বীরবলী’ রীতির প্রচার মাধ্যম হিসেবে কোন পত্রিকা ভূমিকা রাখে ?
ক. সাহিত্য
খ. কল্লোল
গ. সবুজপত্র
ঘ. কালিকলম
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলাদেশের রেডিও স্টেশনের সংখ্যা –
ক. ৭ টি
খ. ৯টি
গ. ১২টি
ঘ. ১৫টি
উত্তরঃ ঘ
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)