প্রশ্নঃ ‘আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারী’ গানটির সুরকার কে?
ক. আবদুল আহাদ
খ. আবদুল আলীম
গ. আলতাফ মাহমুদ
ঘ. বুলবুল চৌধুরী
উত্তরঃ গ
প্রশ্নঃ কবি শহীদ কাদরী রচিত কাব্যগ্রন্থ কোনটি?
ক. কোথাও কোন ক্রন্দন নেই
খ. উত্তরাধিকার
গ. তোমাকে অভিবাদন প্রিয়তম
ঘ. ওপরের সবকয়টি
উত্তরঃ ঘ
প্রশ্নঃ টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে কে প্রথম ডবল সেন্ঞ্চুরী করেন-
ক. তামিম
খ. সাব্বির
গ. মুশফিক
ঘ. লিটন দাস
উত্তরঃ গ
প্রশ্নঃ কোনটি বাংলাদেশের জাতীয় পুরস্কার নয় ?
ক. বাংলা একাডেমী
খ. একুশে পদক
গ. শিল্পকলা একাডেমী
ঘ. আলাওলা সাহিত্য
উত্তরঃ ঘ
প্রশ্নঃ টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারী কে ? (Who among the Bangladeshi players got highest number of wickets in test cricket ?)
ক. Mashrafee Mortoza
খ. Syed Russel
গ. Mohd Rafique
ঘ. Abdur Razzak
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলাদেশ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলার যোগ্যতা অর্জন করে কত তারিখে ?
ক. ১ মার্চ, ১৯৯৫
খ. ১ আগস্ট, ১৯৯৬
গ. ১৫ জানুয়ায়ী, ১৯৯৭
ঘ. ১৫ জুন, ১৯৯৭
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘একাত্তরের গেরিলা’ গ্রন্থের লেখক কে?
ক. সেলিনা হোসেন
খ. আখতারুজ্জামান ইলিয়াস
গ. ড. জহিরুল ইসলাম
ঘ. ড. নীলিমা ইব্রাহীম
উত্তরঃ গ
প্রশ্নঃ নিচের কোনটি বাংলাদেশের লোকসঙ্গীতের একটি ধরন নয় ?
ক. ভাটিয়ালী
খ. গম্ভীরা
গ. ঠুংরি
ঘ. জারি সারি
উত্তরঃ গ
প্রশ্নঃ শান্তির জন্য জুলিও কুরি পদক লাভ করেছিলেন–
ক. শহীদ জিয়াউর রহমান
খ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
গ. ড. মোহাম্মদ ইউনুস
ঘ. ফজলে হোসেন আবেদ
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলাদেশের ক্রীড়া সঙ্গীতের সুরকারের নাম কি ?
ক. সেলিনা রহমান
খ. নজরুল ইসলাম
গ. খন্দকার নূরুল আলম
ঘ. সুবল দাস
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলাদেশ প্রথম ওয়ান ডে সিরিজ জয়লাভ করে কোন দেশের বিপক্ষে ?
ক. কেনিয়া
খ. পাকিস্তান
গ. ভারত
ঘ. জিম্বাবুয়ে
উত্তরঃ ঘ
প্রশ্নঃ একুশে পদক ২০১৬ লাভ করেন কতজন?
ক. ১৬ জন
খ. ১২ জন
গ. ১০ জন
ঘ. ৮ জন
উত্তরঃ ক
প্রশ্নঃ ২০১৫ সালে কতজন নারীকে সুফিয়া কামাল সম্মাননা পদক দেয়া হয়?
ক. ১০ জন
খ. ১২ জন
গ. ৮ জন
ঘ. ৬ জন
উত্তরঃ গ
প্রশ্নঃ খোন্দকার নূরুল আলম নিচের কোন গানটির সুর করেছেন?
ক. রোটারি ক্লাবের বাংলা ও ইংরেজি গান
খ. জাতীয় ক্রীড়া সঙ্গীত ও স্কাউট মার্চ সঙ্গীত
গ. আনসার-ভিডিপি দলের সঙ্গীত
ঘ. ওপরের সবগুলো
উত্তরঃ ঘ
প্রশ্নঃ UNESCO বাংলাদেশের কোন ধরনের গানকে Heritage of Humanity (মানবতার ধারক) হিসেবে আখ্যায়িত করেছে ?
ক. কবি গান
খ. বাউল গান
গ. লালনগীতি
ঘ. ভাওয়াইয়া
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলাদেশের ক্রীড়াসঙ্গীতের রচয়িতা কে?
ক. কাজী নজরুল ইসলাম
খ. সেলিনা রহমান
গ. খান আতাউর রহমান
ঘ. খন্দকার নূরুল আলম
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলাদেশের রণসঙ্গীত কার রচনা ?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. কাজী নজরুল ইসলাম
গ. জসীম উদ্দীন
ঘ. শামসুর রহমান
উত্তরঃ খ
প্রশ্নঃ প্রথম আই.সি.সি ট্রফিতে বাংলাদেশ দলের অধিনায়ক কে ছিলেন ?
ক. গাজী আশরাফ হোসেন লীপু
খ. আকরাম খান
গ. আমিনুল ইসলাম বুলবুল
ঘ. শফিকুল হক হীরা
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলাদেশ থেকে কোন নারী আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার লাভ করে?
ক. সারা হোসেন
খ. জাকিয়া সুলতানা
গ. নাজবিন সুলতানা
ঘ. সুলতানা হোসেন
উত্তরঃ ক
প্রশ্নঃ শিল্পে অবদানের জন্য প্রবর্তিত পুরস্কারের নাম কি?
ক. রাষ্ট্রপতি শিল্প উন্নয়ন পুরস্কার
খ. প্রধানমন্ত্রী শিল্প উন্নয়ন পুরস্কার
গ. বঙ্গবন্ধু শিল্প উন্নয়ন পুরস্কার
ঘ. জাতীয় শিল্প উন্নয়ন পুরস্কার
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘চোখ যে মনের কথা বলে’ গানটির গায়ক কে?
ক. আব্দুল জাব্বার
খ. মান্না দে
গ. বশির আহমেদ
ঘ. খোন্দকার নূরুল আলম
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলাদেশের প্রথম বোলার হিসেবে কোন ক্রিকেটার ওয়ানডে ক্রিকেটে হ্যাট্রিক করেন ?
ক. অলক কাপালী
খ. সাকিব আল হাসান
গ. সাহাদাত হোসেন রাজীব
ঘ. মোহাম্মদ রফিক
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘জয় বাংলা বাংলার জয়’ গানটির গীতিকার কে?
ক. আনোয়ার পারভেজ
খ. গাজী মাযহারুল আনোয়ার
গ. আবদুল গাফফার চৌধুরী
ঘ. বেগম সুফিয়া কামাল
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলাদেশ কততম টেস্ট প্লেয়িং দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে ?
ক. অষ্টম
খ. দশম
গ. নবম
ঘ. এগারতম
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটে ১৮তম সিরিজ জয়লাভ করে কোন দেশের বিপক্ষে?
ক. জিম্বাবুয়ে
খ. দক্ষিণ আফ্রিকা
গ. পাকিস্তান
ঘ. ভারত
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘বাংলা একাডেমী’ পুরস্কার কবে থেকে প্রবর্তিত হয়?
ক. ১৯৬০ সালে
খ. ১৯৬১ সালে
গ. ১৯৬২ সালে
ঘ. ১৯৬৪ সালে
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘আমি বাংলার গান গাই’ – এর প্রথম গায়ক –
ক. সুবীর নন্দী
খ. প্রতুল বন্দ্যোপাধ্যায়
গ. মাহমুদজ্জামান বাবু
ঘ. আবদুল জব্বার
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলাদেশের পক্ষে ওয়ানডে অভিষেকে কোন ক্রিকেটার পাঁচ উইকেট পেয়েছেন?
ক. সোহাগ গাজী
খ. রুবেল হোসেন
গ. তাইজুল ইসলাম
ঘ. তাসকিন আহমেদ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলাদেশী ক্রিকেটাররা বিশ্বকাপে প্রথম কোন দলের বিপক্ষে খেলেছে ?
ক. পাকিস্তান
খ. নিউজিল্যান্ড
গ. স্কটল্যান্ড
ঘ. অস্ট্রেলিয়া
উত্তরঃ খ
প্রশ্নঃ কোন বাংলাদেশ বোলার টেস্ট ক্রিকেট শততম উইকেট লাভ করেন ?
ক. Mashrafee
খ. Shahadat
গ. Rafique
ঘ. Razzak
উত্তরঃ গ
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)