প্রশ্নঃ বাংলাদেশ প্রথম আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ জয় করে –
ক. ১৭ মে, ১৯৯৮
খ. ১৫ জুন, ১৯৯৭
গ. ২৫ মে, ১৯৯৮
ঘ. ২০ এপ্রিল, ১৯৯৮
উত্তরঃ ক
প্রশ্নঃ বৃক্ষরোপণে জনগণকে উৎসাহিত করতে সরকার যে জাতীয় পুরস্কার প্রচলন করেন তার নাম কি ?
ক. রাষ্ট্রপতি পুরস্কার
খ. জাতীয় বৃক্ষরোপণ পুরস্কার
গ. প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার
ঘ. সমাজিক বনায়ন পুরস্কার
উত্তরঃ গ
প্রশ্নঃ একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের পক্ষে কোন বোলার প্রথম ৫ উইকেট লাভ করে ?
ক. মুশফিকুর রহমান
খ. মোঃ রফিক
গ. তাপস বৈশ্য
ঘ. আফতাব আহমেদ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ সপ্তম বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ পাকিস্তানকে কত রানে পরাজিত করে ?
ক. ৫৬ রানে
খ. ৭২ রানে
গ. ৬৬ রানে
ঘ. ৬২ রানে
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ৩০ জুন ২০১৫ পর্যন্ত বাংলাদেশ কতটি দ্বিপাক্ষিক ওয়ানডে ক্রিকেট সিরিজ জয়লাভ করেছে?
ক. ১৮টি
খ. ১৪টি
গ. ১৯টি
ঘ. ২০টি
উত্তরঃ ক
প্রশ্নঃ বাংলাদেশ প্রথম টেস্ট সিরিজ জয় করে কত সালে ?
ক. ২০০৩
খ. ২০০৪
গ. ২০০৫
ঘ. এখনো করেনি
উত্তরঃ গ
প্রশ্নঃ তাহমিমা আনাম রচিত উপন্যাস কোনটি?
ক. A Bones of Grace
খ. A Golden Age
গ. The Good Muslim
ঘ. ওপরের সবকয়টি
উত্তরঃ ঘ
প্রশ্নঃ জাতিসংঘের ইউনেস্কো বাউল গানকে A Masterpieces of the Oral and Intangible Heritage of Humanity হিসেবে ঘোষণা করেছে ?
ক. ২০০৪ সালে
খ. ২০০৫ সালে
গ. ২০০৮ সালে
ঘ. ২০০৭ সালে
উত্তরঃ খ
প্রশ্নঃ ক্রিকেট টেস্টের ইতিহাসে কনিষ্ঠতম ব্যাটসম্যান সেঞ্চুরি করেছেন –
ক. ভারতের শচীন টেন্ডুলকার
খ. অস্ট্রেলিয়ার ডন ব্রাডম্যান
গ. ইংল্যান্ডের লেন হার্টন
ঘ. বাংলাদেশের মোঃ আশরাফুল
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কমনওয়েলথ যুব পুরস্কার ২০১৬ লাভ করেন কোন বাংলাদেশি?
ক. সওগাত নাজবিন আলী
খ. সওগাত নাজবিন খান
গ. নাজবিন সুলতানা
ঘ. শামীমা সুলতানা
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলাদেশের কোন বোলার টেস্ট ক্রিকেট হ্যাট্রিক করেন ?
ক. তুষার ইমরান
খ. মাশরাফি -বিন-রফিক
গ. অলক কাপালী
ঘ. মোহাম্মদ রফিক
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘রাষ্ট্রপতি পুরস্কার’ প্রদান করা হয় –
ক. শিল্প উন্নয়নের জন্য
খ. শ্রেষ্ঠ শিল্প উদ্যোক্তার জন্য
গ. কৃষি উন্নয়নের জন্য
ঘ. শিক্ষায় অবদানের জন্য
উত্তরঃ গ
প্রশ্নঃ জানুয়ারি ২০১৭ পর্যন্ত টেস্টে যে-কোন উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি কত?
ক. ৩১২ রান
খ. ৩৫৯ রান
গ. ৩৫০ রান
ঘ. ৩৩৫ রান
উত্তরঃ খ
প্রশ্নঃ মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র ‘পোস্টমাস্টার ৭১’ এর পরিচালক কে?
ক. আবির খান
খ. রাশেদ শামীম
গ. ক ও খ উভয়ই
ঘ. উপরের কেউ না
উত্তরঃ গ
প্রশ্নঃ এখন পর্যন্ত কতজন বাংলাদেশী দাবায় গ্র্যান্ডমাস্টার খেতাব অর্জন করেছেন ?
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি ‘- গানটির গীতিকার কে?
ক. গোবিন্দ হালদার
খ. দ্বিজেন্দ্রলাল রায়
গ. গাফফার চৌধুরী
ঘ. আপেল মাহমুদ
উত্তরঃ ক
প্রশ্নঃ বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ হিন্দি ভাষায় অনুবাদ করেন কে?
ক. বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয়
খ. ভারতের সংস্কৃতি মন্ত্রণালয়
গ. ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়
ঘ. বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘কারাগারের রোজনামচা’ আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়?
ক. ১০ মার্চ ২০১৭
খ. ৮ মার্চ ২০১৭
গ. ৪ মার্চ ২০১৭
ঘ. ১৭ মার্চ ২০১৭
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ১৯৭৫ সালে সপরিবারে বঙ্গবন্ধুর নির্মম হত্যাকান্ডের প্রেক্ষাপটে রচিত ‘এই সিঁড়ি’ এর রচয়িতা কে?
ক. আল মাহমুদ
খ. রফিক আজাদ
গ. শামসুর রাহমান
ঘ. সৈয়দ শামসুল হক
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘অসমাপ্ত আত্মজীবনী’ কার আত্মকথা?
ক. শেরে বাংলা এ কে ফজলুল হক
খ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
গ. শেখ মুজিবুর রহমান
ঘ. মাওলানা আবদুল হামিদ খান ভাসানী
উত্তরঃ গ
প্রশ্নঃ সেরা চলচ্চিত্র বিভাগে ‘জাতীয় চলচ্চিত্র পুরুস্কার-২০১৫’ লাভ করে কোনটি?
ক. বাপজানের বায়োস্কোপ
খ. অনিল বাগচীর একদিন
গ. জিরো ডিগ্রী
ঘ. ক ও খ উভয়ই
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলাদেশ কত সালে ক্রিকেট টেস্ট স্ট্যাটাস লাভ করে ?
ক. ১৫ জুন, ১৯৯৭
খ. ২৬ জুন, ১৯৯৭
গ. ২৬ জুন, ২০০০
ঘ. ২৫ মে, ২০০৪
উত্তরঃ গ
প্রশ্নঃ রবীন্দ্রনাথের ‘ভানুসিংহ ঠাকুরের পদাবলী’ অবলম্বনে কবি শেখ হাফিজুর রহমানের রচিত নৃত্যনাট্য–
ক. বসন্ত
খ. মুক্তধারা
গ. চন্ডালিকা
ঘ. রাই-কৃষ্ণ পদাবলী
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলাদেশ সর্বপ্রথম কোন দলের বিরুদ্ধে ওয়ানডে ও টেস্ট সিরিজে জয়লাভ করে ?
ক. শ্রীলংকা
খ. জিম্বাবুয়ে
গ. ওয়েস্ট ইন্ডিজ
ঘ. অস্ট্রেলিয়া
ঙ. পাকিস্তান
উত্তরঃ খ
প্রশ্নঃ চাকমা ভাষায় নির্মিত প্রথম চলচ্চিত্রের নাম কি?
ক. মং
খ. থারং
গ. মর থেংগারি
ঘ. আদাম
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘অসমাপ্ত আত্মজীবনী’ চীনা ভাষায় অনুবাদ করেন কে?
ক. ওয়াং চুংগি
খ. চাই শি
গ. মা কুও মিং
ঘ. হু কিয়ান ওয়েন
উত্তরঃ খ
প্রশ্নঃ ২০১৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সেরা চলচ্চিত্র কোনটি?
ক. মাটির মায়া
খ. মৃত্তিকা মায়া
গ. পিতা
ঘ. দেবদাস
উত্তরঃ খ
প্রশ্নঃ বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ ফরাসি ভাষায় অনুবাদ করেন কে?
ক. চাই শি
খ. অধ্যাপক ড. ফখরুল আলম
গ. কাজুহিরো ওয়াতানাবে
ঘ. প্রফেসর ফ্রান্স ভট্রাচারিয়া
উত্তরঃ ঘ
প্রশ্নঃ সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার হিসেবে ‘স্বাধীনতা দিবস পুরস্কার’ কোন সাল হতে চালু হয়?
ক. ১৯৭৪ সালে
খ. ১৯৭৬ সালে
গ. ১৯৭৭ সালে
ঘ. ১৯৭৯ সালে
উত্তরঃ গ
প্রশ্নঃ মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘শ্বেতপদ্ম’ গ্রন্থটির রচয়িতা কে?
ক. আনোয়ার পাশা
খ. শওকত আলী
গ. তাবারক হোসেন
ঘ. সেলিনা হোসেন
উত্তরঃ গ
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)