বাংলাদেশ বিষয়াবলী-২৯

প্রশ্নঃ কোনটি প্রত্যক্ষ কর নয় ?
ক. আয় কর
খ. সম্পত্তি কর
গ. মূল্য সংযোজন কর
ঘ. সবগুলোই
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন ব্যাংকের ব্যালেন্সশীট ব্যাংকের –
ক. আয় ব্যয়ের হিসাব দেখায়
খ. লাভ-ক্ষতির হিসাব দেখায়
গ. দেনা পাওনার হিসাব দেখায়
ঘ. সবগুলো
উত্তরঃ ঘ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ কোন ব্যাংক বাংলাদেশের দরিদ্রতম জনগোষ্ঠীকে ঋণ দিয়ে দেশে ও বিদেশে সুনাম কুড়িয়েছে?
ক. কৃষি ব্যাংক
খ. গ্রামীণ ব্যাংক
গ. সমবায় ব্যাংক
ঘ. ইসলামী ব্যাংক
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশে ব্যাংকের কাজ নয় -(Which one of the following is not the function of Bangladesh Bank ?)
ক. মুদ্রা ব্যবস্থা নিয়ন্ত্রণ (Monetary Control)
খ. মুদ্রার সঞ্চালন (Money circulation)
গ. আমানত সংগ্রহ (Deposit Collection)
ঘ. মুদ্রা প্রচলন (Currency Issues)
ঙ. কোনটিই নয় (None of these)
উত্তরঃ গ

প্রশ্নঃ শেয়ার বাজার কোন বাজারের অন্তর্ভুক্ত ?
ক. মুদ্রা বাজার
খ. মূলধন বাজার
গ. বৈদেশিক মুদ্রা বাজার
ঘ. অর্থ বাজার
উত্তরঃ ঘ

প্রশ্নঃ সাময়িকভাবে মুদ্রাস্ফীতি বন্ধ করা যায় –
ক. কর বৃদ্ধি করে
খ. দ্রব্যমূল্য বৃদ্ধি করে
গ. দ্রব্যমূল্য কমিয়ে
ঘ. মুদ্রার সরবরাহ নিয়ন্ত্রণ করে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক স্থাপিত হয় ?
ক. ১৯৮৫ সালে
খ. ১৯৬৮ সালে
গ. ১৯৭২ সালে
ঘ. ১৯৯১ সালে
উত্তরঃ ক

প্রশ্নঃ ট্রেজারি বিল ইস্যু করে –
ক. বাণিজ্যিক ব্যাংক
খ. সরকার
গ. বিনিয়োগ ব্যাংক
ঘ. ব্যবসায়ী প্রতিষ্ঠান
ঙ. কেন্দ্রীয় ব্যাংক
উত্তরঃ ঙ

প্রশ্নঃ নিচের কোনটি রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ ব্যাংক ? (Which is an investment bank in the public sector ?)
ক. BSRS
খ. BSB
গ. ICB
ঘ. None of these
উত্তরঃ গ

প্রশ্নঃ ড. মুহাম্মদ ইউনুসের ক্ষুদ্রঋণ প্রকল্পের প্রারম্ভের জন্য কোন তথ্যটি সঠিক নয় ?
ক. ১৯৭৬ সালে
খ. চট্টগ্রামের জোবরা গ্রামে
গ. ৬০ জন সদস্যা নিয়ে
ঘ. প্রত্যেক নিজ পকেটে থেকে ১০০ টাকা ঋণ দিয়ে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ টাকা কি ?
ক. কাগজের নোট
খ. বিনিময়ের মাধ্যম
গ. ধাতব পদার্থ
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশে বর্তমানে ইপিজেড এলাকা কয়টি ?
ক. ৪টি
খ. ৬টি
গ. ৮টা
ঘ. ১০
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন সংস্থা বা প্রতিষ্ঠান বাংলাদেশে দুই টাকার নোটের প্রচলন করে ?(Which organization or agency issues Two taka note in Bangladesh ?)
ক. বাংলাদেশ ব্যাংক (Bangladesh Bank)
খ. বাণিজ্য মন্ত্রণালয় (Ministry of Commerce)
গ. অর্থ মন্ত্রণালয় (Ministry of Finance)
ঘ. সোনালী ব্যাংক (Sonali Bank)
উত্তরঃ গ

প্রশ্নঃ এক ও দুই টাকার নোটে স্বাক্ষর থাকে –
ক. অর্থ সচিবের
খ. গর্ভনরের
গ. প্রধানমন্ত্রীর
ঘ. রাষ্ট্রপতির
উত্তরঃ ক

প্রশ্নঃ EPZ এর পূর্ণরূপ কোনটি ?
ক. Export Promotion Zone
খ. Export Processing Zone
গ. Export Production Zone
ঘ. Export Procurement Zone
উত্তরঃ খ

প্রশ্নঃ ট্যাক্স হলিডে কি ?
ক. ট্যাক্স সংগ্রহের জন্য ছুটির দিন
খ. ট্যাক্স খেলাপীদের জন্য বিশেষ আইন
গ. ট্যাক্স দিবস পালন
ঘ. সাময়িকভাবে ট্যাক্স মওকুফ করা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশে শেয়ারবাজারে কার্যক্রম কোন সংস্থা নিয়ন্ত্রণ করে ?
ক. অর্থ মন্ত্রণালয়
খ. প্রধানমন্ত্রীর কার্যালয়
গ. বাংলাদেশ ব্যাংক
ঘ. সিকিরিটিজ এক্সচেঞ্জ কমিশন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ এ উপমহাদেশে প্রথম ব্যাংকিং ব্যবস্থা চালু হয় কোন আমলে?
ক. রাজপুত আমলে
খ. পাকিস্তান আমলে
গ. মোঘল আমলে
ঘ. শায়েস্তা খাঁর আমলে
উত্তরঃ গ

সাধারণ জ্ঞান, বাংলাদেশ বিষয়াবলী, বাংলাদেশের আবহাওয়া, জলবায়ু,ও প্রাকৃতিক দুর্যোগ:

প্রশ্নঃ ২০০৪ সালের ভয়ংকর সুনামি ঢেউয়ের গতি ছিল ঘন্টায়–
ক. ১০০-২০০ কি.মি
খ. ৩০০-৪০০ কি.মি
গ. ৭০০-৮০০ কি.মি
ঘ. ৯০০-১০০০ কি.মি
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন কোন মাসে কাল-বৈশাখী ঝড় হয়?
ক. ফাল্গুন-চৈত্র
খ. চৈত্র-বৈশাখ
গ. বৈশাখ-জৈষ্ঠ
ঘ. বৈশাখ
উত্তরঃ খ

প্রশ্নঃ শীতকাল কোন দুইটি মাস ?
ক. কার্তিক-অগ্রহায়ণ
খ. অগ্রহায়ণ -পৌষ
গ. পৌষ-মাঘ
ঘ. মাঘ-ফাল্গুন
উত্তরঃ গ

প্রশ্নঃ নীচের কোনটি মানবসৃষ্ট (hazard) নয়?
ক. বায়ু দূষণ
খ. দুর্ভিক্ষ
গ. মহামারী
ঘ. কালবৈশাখী (Norwester)
উত্তরঃ ঘ

প্রশ্নঃ When did Sidr hit Bangladesh?/বাংলাদেশে সিডর (Sidr) কখন আঘাত হানে?
ক. 15 Nov, 2007
খ. 16 Nov, 2007
গ. 17 Nov, 2007
ঘ. 18 Nov, 2007ঙ .None of them
উত্তরঃ ক

প্রশ্নঃ What is the meaning of ‘Sidr’?/’সিডর’ শব্দের অর্থ কি?
ক. Cyclone/ঘূর্ণিঝড়
খ. Eye/চোখ
গ. Ear/কান
ঘ. Wind/বাতাসঙ .Storm/ঝড়
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় ?
ক. দিনাজপুর
খ. কক্সবাজার
গ. চট্টগ্রাম
ঘ. সিলেট
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশে বার্ষিক গড় তাপমাত্রা কত?
ক. ৩০°সেঃ
খ. ২৬°সেঃ
গ. ২৫°সেঃ
ঘ. ২৭°সেঃ
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশের শীতলতম মাস কোনটি?
ক. জানুয়ারি
খ. ফেব্রুয়ারি
গ. ডিসেম্বর
ঘ. নভেম্বর
উত্তরঃ ক

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!