বাংলাদেশ বিষয়াবলী-২৬

প্রশ্নঃ নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংক নয় ? (Which one is not a commercial bank ?)
ক. BSB
খ. Premier Bank
গ. AB Bank
ঘ. American Express Bank
উত্তরঃ ক

প্রশ্নঃ স্টক শেয়ারে প্রবর্তিত পদ্ধতি কোনটি?
ক. ডিভিডেন্ড
খ. ডিভ্যালু
গ. ডিম্যাট
ঘ. ডিসকাউন্ট
উত্তরঃ গ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ নিচের প্রতিষ্ঠানগুলোর মধ্য কোনটি বাংলাদেশে ক্ষুদ্রঋণ কার্যক্রমের উদ্যেক্তা ? (Which of the following institutions is the pioneer of microfinance movement in Bangladesh ?)
ক. BRAC
খ. ASA
গ. Grameen Bank
ঘ. Proshika
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় আয় গণনায় দেশের অর্থনীতিকে ক’টি খাতে ভাগ করা হয়–
ক. ১২
খ. ১৩
গ. ১৪
ঘ. ১৫
উত্তরঃ ঘ

প্রশ্নঃ নিচের কোনটি একটি বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান ? (Which one of the following is a specialized financial institution ?)
ক. Islamic Bank Bangladesh Ltd.
খ. Rajshahi Krishi Unnayan Bank
গ. Bangladesh commerce Bank Ltd.
ঘ. Mutual Trust Bank Ltd.
ঙ. None of these
উত্তরঃ খ

প্রশ্নঃ দুই টাকার নোটে স্বাক্ষর থাকে –
ক. অর্থ সচিবের
খ. গর্ভনরের
গ. রাষ্ট্রপতির
ঘ. সচিবের
উত্তরঃ ক

প্রশ্নঃ The term ‘Secondary Market’ is usually used in –
ক. পুঁজিবাজার (Stock Market )
খ. কারখানা বাজার (Factory Market)
গ. শ্রম বাজার (Labour Market )
ঘ. কৃষি বাজার (Agriculture Market)
উত্তরঃ ক

প্রশ্নঃ বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন ২০১৭ অনুযায়ী বাংলাদেশে কোন খাতে সর্বাধিক বিনিয়োগ হয়েছে?
ক. গ্যাস ও পেট্রোলিয়াম
খ. ব্যাংকিং
গ. বিদ্যুৎ
ঘ. টেলিকমিউনিকেশন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশে বর্তমান কতটি জাতীয়করণকৃত বাণিজ্যিক ব্যাংক আছে ?
ক. দুই
খ. তিন
গ. চার
ঘ. পাঁচ
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশে প্রথম ভ্যাট (VAT) চালু হয় –
ক. ১৯৯১ সালে
খ. ১৯৭৩ সালে
গ. ১৯৮৬ সালে
ঘ. ১৯৯৬ সালে
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশ এইড গ্রুপ গঠিত হয়—
ক. ১৯৭২ সালে
খ. ১৯৭৬ সালে
গ. ১৯৭৪ সালে
ঘ. ১৯৭৩ সালে
উত্তরঃ গ

প্রশ্নঃ ২০১৪-১৫ করবর্ষে সর্বোচ্চ করদাতা হলো–
ক. রবি আজিয়াটা লি.
খ. ইসলামী ব্যাংক বাংলাদেশ লি.
গ. স্ট্যান্ডার্ড চাটার্ড বাংলাদেশ
ঘ. গ্রামীণফোন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ প্রত্যয় পত্র বলতে বোঝায় -(Letter of credit (LC) is -)
ক. A reminder given by banks to repay back its loans.
খ. An instrument through which a bank guarantees the credit of its customer
গ. An instrument issued by a purchaser to guarantee payment
ঘ. An instrument issued by a seller to send goods in time
ঙ. None of these
উত্তরঃ ঙ

প্রশ্নঃ ২০১৫-১৬ (সাময়িক) অর্থবছরে মাথাপিছু আয় কত?
ক. ১৪৬৬ মা.ড.
খ. ১৪২৫ মা.ড.
গ. ১৩৬৫ মা.ড.
ঘ. ১৩৯০ মা.ড.
উত্তরঃ ক

প্রশ্নঃ প্রত্যক্ষ শুল্কের আওতায় পড়ে –
ক. আবগারী শুল্ক
খ. বিক্রয় কর
গ. আয়কর
ঘ. আমোদ কর
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশ Export Processing Zone (EPZ)-এর কার্যক্রম কোন সালে শুরু হয়?
ক. ১৯৮৫
খ. ১৯৮৩
গ. ১৯৭৯
ঘ. ১৯৮১
উত্তরঃ খ

প্রশ্নঃ বিশ্বের ধনীর তালিকায় প্রথম বাংলদেশি কে?
ক. ড. মুহাম্মদ ইউনূস
খ. ড. ফজলে হোসেন আবেদ
গ. সালমান এফ রহমান
ঘ. মূসা বিন শমসের
উত্তরঃ গ

প্রশ্নঃ রপ্তানি উন্নয়ন ব্যুরো আইন ২০১৫ জাতীয় সংসদে পাস হয়?
ক. ১৫ জুলাই ২০১৫
খ. ১২ জুলাই ২০১৫
গ. ৮ জুলাই ২০১৫
ঘ. ৬ জুলাই ২০১৫
উত্তরঃ গ

প্রশ্নঃ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে কবে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ নামকরণ করা হয়?
ক. ৩০ এপ্রিল ২০১৭
খ. ২৫ এপ্রিল ২০১৭
গ. ২২ এপ্রিল ২০১৭
ঘ. ২০ এপ্রিল ২০১৭
উত্তরঃ খ

প্রশ্নঃ ২০১৮-১৯ অর্থবছরে রপ্তানি প্রণোদনা রাখা হয়েছে-
ক. সাড়ে ৪ হাজার কোটি টাকা
খ. সাড়ে ৫ হাজার কোটি টাকা
গ. সাড়ে ৩ হাজার কোটি টাকা
ঘ. সাড়ে ৬ হাজার কোটি টাকা
উত্তরঃ ক

প্রশ্নঃ BBS’র এর চূড়ান্ত হিসাব অনুযায়ী ২০১৬-১৭ অর্থবছরে দেশের মাথাপিছু আয় কত?
ক. ১৬১৫ মা.ড.
খ. ১৬১২ মা.ড.
গ. ১৬০৫ মা.ড.
ঘ. ১৬০২ মা.ড.
উত্তরঃ ঘ

প্রশ্নঃ উচ্চ মুদ্রাস্ফীতির ফলে সর্বাধিক ক্ষতিগ্রস্ত গোষ্ঠী –
ক. ব্যবসায়ী শ্রেণী
খ. শিল্পপতি
গ. কৃষক
ঘ. সীমিত আয়ের জনগোষ্ঠী
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বর্তমানে (২০১৫) কোন নোট সরকারি মুদ্রা?
ক. পাঁচ টাকা
খ. এক টাকা
গ. দুই টাকা
ঘ. ওপরের সবগুলো
উত্তরঃ ঘ

প্রশ্নঃ নিম্নের কোনটি বাণিজ্যিক ব্যাংকের কাজ নয় ?
ক. ঋণদান
খ. আমানত সংগ্রহ
গ. মুদ্রার প্রচলন
ঘ. ঋণপত্র ক্রয় বিক্রয়
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশে কয়টি কাগুজে নোট আছে ?
ক. ৭ টি
খ. ৮ টি
গ. ৯ টি
ঘ. ১০ টি
উত্তরঃ গ

প্রশ্নঃ উচ্চ মুনাফা পেতে হলে কোন ধরনের হিসাবে ঊচিত ? (In which type of account we should deposit our money in order to earn higher rate of a return ?)
ক. Current
খ. Savings
গ. Fixed deposit
ঘ. Home savings account
উত্তরঃ গ

প্রশ্নঃ Bangladesh Bank is not a :
ক. Banker of Govt.
খ. Central Bank
গ. Commercial Bank
ঘ. Note issuer
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশ কোন দেশ সর্বাধিক পাটজাত পণ্য রপ্তানি করে?
ক. যুক্তরাষ্ট্র
খ. রাশিয়া
গ. চীন
ঘ. তুরস্ক
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক কোনটি? (Which is the largest commercial Bank in Bangladesh?)
ক. Sonali
খ. Rupali
গ. HSBC
ঘ. Standard -Grindlays
উত্তরঃ ক

প্রশ্নঃ কলমানি রেট –
ক. কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার
খ. বিনিয়োগের সুদের হার
গ. আন্তব্যাংক সুদের হার
ঘ. চলতি হিসেবে সুদের হার
উত্তরঃ গ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!