প্রশ্নঃ ২০১৫-১৬ অর্থ বছরে অর্জিত বাংলাদেশের অর্জিত অর্থনৈতিক প্রবৃদ্ধির হার-
ক. ৬.৮৫%
খ. ৬.৯৭%
গ. ৭.০০%
ঘ. ৭.০৫%
উত্তরঃ ঘ
প্রশ্নঃ নিচের কোনটি সরকারের ঋণ গ্রহণের হাতিয়ার নয় ?(Which is not an instrment of government borrowing ?)
ক. Treasury bill
খ. Fixed Deposits
গ. Wage Earners Bond
ঘ. Defense Saving Certificate
উত্তরঃ খ
প্রশ্নঃ পায়রা বন্দর স্থল শুল্ক স্টেশন কোথায় অবস্থিত?
ক. হিলি, দিনাজপুর
খ. বেনাপোল, যশোর
গ. কলাপাড়া, পটুয়াখালী
ঘ. সোনামসজিদ, চাঁপাই নবাবগঞ্জ
উত্তরঃ গ
প্রশ্নঃ কোন ব্যাংক অন্য কোন ব্যাংকের বা নিজের অন্য কোন শাখাকে নির্দিষ্ট পরিমাণে অর্থ প্রদান করার জন্য যে আদেশ পত্র দেওয়া হয় তাকে কি বলে ?
ক. ব্যাংক ড্রাফট
খ. ট্রেজারি বিল
গ. প্রতিশ্রুতি পত্র
ঘ. প্রত্যয় পত্র
উত্তরঃ ক
প্রশ্নঃ বাংলাদেশ ব্যাংকের কাজ নয় -(Functions of Bangladesh Bank do not include)
ক. মুদ্রার সরবরাহ নিয়ন্ত্রণ (Controlling money supply)
খ. বাড়ি নির্মানের জন্য ঋণ প্রদান (Giving loans for house building)
গ. ‘নিকাশ ঘর’ হিসাবে কাজ করা (Operating clearing house)
ঘ. সবগুলোই (All are functions of Bangladesh Bank)
উত্তরঃ খ
প্রশ্নঃ বর্তমানে (২০১৫) রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক কতটি?
ক. ৬ টি
খ. ৫ টি
গ. ৪ টি
ঘ. ৩ টি
উত্তরঃ ক
প্রশ্নঃ বাংলাদেশে প্রথম কখন ইসলামী ব্যাংকিং ব্যবস্থা চালু হয় ? (When did the Islamic Banking system emerge in Bangladesh ?)
ক. 1987
খ. 1983
গ. 1985
ঘ. 1984
উত্তরঃ খ
প্রশ্নঃ এক অর্থবছরে একটি দেশের অভ্যন্তরে উৎপাদিত দ্রব্য ও সেবার আর্থিক মূল্যের পরিমান -(The market value of goods and services produced within a country in a fiscal year is -)
ক. GNP
খ. National Income
গ. NDP
ঘ. GDP
ঙ. Growth
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ২০১৫ সালের মার্চে কোন ব্যাংকটি বিশেষায়িত থেকে বাণিজ্যিক ব্যাংক হিসেবে কার্যক্রম শুরু করে?
ক. বেসিক ব্যাংক
খ. রাজশাহী কৃষি ব্যাংক
গ. বাংলাদেশ কৃষি ব্যাংক
ঘ. প্রবাসী কল্যাণ ব্যাংক
উত্তরঃ ক
প্রশ্নঃ বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৫ অর্থ বিভাগের প্রক্ষেপণ অনুযায়ী, দারিদ্র্যের উর্ধ্বসীমা কত?
ক. ২৫.৬৫%
খ. ২৪.৭৫%
গ. ২৫.৫০%
ঘ. ২৪.৩০%
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বর্তমানে (২০১৬) তফসিলি ব্যাংকের সংখ্যা কত?
ক. ৫৭টি
খ. ৫৯টি
গ. ৫৫টি
ঘ. ৫৬টি
উত্তরঃ ক
প্রশ্নঃ বাংলাদেশের বৃহত্তম তফসিলী ব্যাংক কোনটি ?
ক. সোনালী ব্যাংক
খ. যমুনা ব্যাংক
গ. গ্রামীণ ব্যাংক
ঘ. ডাচ-বাংলা ব্যাংক
উত্তরঃ ক
প্রশ্নঃ বাংলাদেশে নতুন নোট চালু করার ক্ষমতা আছে একমাত্র –
ক. বাংলাদেশ ব্যাংকের
খ. সোনালী ব্যাংকের
গ. অর্থমন্ত্রীর
ঘ. অর্থসচিবের
উত্তরঃ ক
প্রশ্নঃ গ্রামীণ ব্যাংক এর প্রতিষ্ঠাতা কে? (Who is the founder of Grameen Bank?)
ক. ফজলে হাসান আবেদ (Fazle Hasan Abed)
খ. প্রফেসর মুহাম্মদ ইউনূস (Professor Mohammad Yunus)
গ. আনিসুর রহমান (Anisur Rahman)
ঘ. লুৎফর রহমান সরকার (Lutfor Rahman)
উত্তরঃ খ
প্রশ্নঃ বাংলাদেশের কোন কোম্পানি যুক্তরাষ্ট্রে প্রথম ওষুধ রপ্তানি শুরু করে?
ক. এসকেএফ ফার্মা বাংলাদেশ লিমিটেড
খ. বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড
গ. একমি ল্যাবরেটরিস লিমিটেড
ঘ. স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড
উত্তরঃ খ
প্রশ্নঃ সরকারী নোটে প্রথমে কি লিখা থাকে?
ক. অর্থ বিভাগ
খ. অর্থ মন্ত্রণালয়
গ. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
ঘ. বাংলাদেশ ব্যাংক
উত্তরঃ গ
প্রশ্নঃ নিচের কোনটি স্থানীয় ব্যাংক নয় ? (Of the following, which is not a local bank ?)
ক. City Bank
খ. Standard Bank
গ. HSBC Bank
ঘ. IFIC Bank
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলাদেশের কোন প্রতিষ্ঠানের শেয়ার সর্বপ্রথম লন্ডন স্টক মার্কেটে লেনদেন শুরু হয়?
ক. বেক্সিমকো ফার্মা
খ. স্কয়ার ফার্মা
গ. মুন্নু সিরামিক
ঘ. ট্রান্সকম
উত্তরঃ ক
প্রশ্নঃ পর্যটন শিল্পের প্রচার ও বিপননের জন্য ভোলা জেলার নিজস্ব ব্র্যান্ডিংয়ের জন্য কোন নামটি চূড়ান্ত করা হয়?
ক. স্বর্গের রানী
খ. ইলিশ রাজ্য
গ. দুধের রাজ্য
ঘ. দ্বীপের রানী
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ব্যাংক রেট (সুদের হার) কত ?
ক. বাণিজ্যিক ব্যাংকের রেট
খ. বিশেষায়িত ব্যাংকের রেট
গ. কেন্দ্রীয় ব্যাংকের রেট
ঘ. বিনিয়োগ ব্যাংকের রেট
উত্তরঃ গ
প্রশ্নঃ নিচের কোনটি বাংলাদেশের স্টক এক্সচেঞ্জে কেনাবেচা হয় না ?(Which of the following is not traded in the stock exchanges of Bangladesh ?)
ক. Govt. Bond
খ. Corporate Bond
গ. Preferred Stock
ঘ. Common Stock
ঙ. Option
উত্তরঃ ঙ
প্রশ্নঃ চেক প্রধানত কত প্রকার ?
ক. ২ প্রকার
খ. ৩ প্রকার
গ. ৪ প্রকার
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ
প্রশ্নঃ কোন ধরনের হিসাব সর্বনিম্ন মুনাফা দেয় ?(Which type of account gives lowest rate of return ?)
ক. Savings account
খ. Fixed deposits
গ. Current account
ঘ. Joint account
ঙ. None of these
উত্তরঃ গ
প্রশ্নঃ Blue Chips are –
ক. Securities issued by the Government
খ. Industrial shares considered to be a safe investment
গ. Industrial shares considered to be a risky investment
ঘ. Flat plastic counters used as money tokens
উত্তরঃ খ
প্রশ্নঃ কোনটি বাণিজ্যিক ব্যাংকের কাজ নয়?
ক. বৈদেশিক মুদ্রার লেনদেন
খ. শেয়ারের বিনিয়োগ
গ. গ্রাহকের উপদেশ
ঘ. বিহিত মুদ্রার প্রচলন
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বিশ্বের সর্বপ্রথম কোথায় ব্যাংকিং প্রথা শুরু হয় ?
ক. ইতালি
খ. যুক্তরাষ্ট্র
গ. যুক্তরাজ্য
ঘ. দক্ষিণ আফ্রিকা
উত্তরঃ ক
প্রশ্নঃ আমাদের দেশে সর্বোচ্চ কত টাকা মানের কাগজী নোট প্রচলিত আছে ?
ক. ৫০০
খ. ১০০০
গ. ৫০
ঘ. ১০০
উত্তরঃ খ
প্রশ্নঃ মুদ্রাস্ফীতি বলতে বুঝায় –
ক. অর্থ সরবরাহ বৃদ্ধি
খ. অর্থ সরবরাহ হ্রাস
গ. সাধারণ দামস্তর হ্রাস
ঘ. সাধারণ দামস্তর বৃদ্ধি
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ইপিজেড হলো-
ক. রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা
খ. রপ্তানি উন্নয়নকারী সংস্থা
গ. আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রণকারী সংস্থা
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক
প্রশ্নঃ তৈরী পোশাক থেকে বাংলাদেশের রপ্তানী আয়ের শতকরা কত ভাগ আসে (১৯৯৫-৯৬ হিসাব মতে)
ক. প্রায় ৫০ ভাগ
খ. প্রায় ৫৪ ভাগ
গ. প্রায় ৫৬ ভাগ
ঘ. প্রায় ৬০ ভাগ
উত্তরঃ গ
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)