সাধারণ জ্ঞান, বাংলাদেশ বিষয়াবলী, বিশ্ব ঐতিহ্য ও বাংলাদেশ:
প্রশ্নঃ মহাস্থবীর শীলভদ্র কোন মহাবিহারের আচার্য ছিলেন
ক. আনন্দ বিহার
খ. নালন্দা বিহার
গ. গোসিপো বিহার
ঘ. সোমপুর বিহার
উত্তরঃ খ
প্রশ্নঃ যুক্তরাজ্য কাকে বাংলাদেশে বাণিজ্যদূত নিয়োগ দেয়?
ক. ওয়াসফিয়া নাজনীন
খ. রূপা আশা হক
গ. টিউলিপ সিদ্দিক
ঘ. রুশনারা আলী
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলাদেশ নরডিক দূতাবাস কোন দেশ গুলোর যৌথ দূতাবাস?
ক. সুইডেন
খ. ডেনমার্ক
গ. নরওয়ে
ঘ. উপরের সব কয়টি
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাংলাদেশের কোন দুটি স্থান UNICEF WORLD HERITAGE এর অন্তর্ভুক্ত ?
ক. টাঙ্গুয়ার হাওর ও সুন্দরবন
খ. কক্সবাজার ও কুয়াকাটা সৈকত
গ. লালমাই ও ময়নামতি
ঘ. মহাস্থানগড় ও পাহাড়পুর
উত্তরঃ ক
প্রশ্নঃ বাংলাদেশে যৌথ নরডিক দূতাবাসের উদ্বোধন করা হয় কবে?
ক. ১৯ জানুয়ারি ২০১৬
খ. ১০ জানুয়ারি ২০১৬
গ. ১৫ জানুয়ারি ২০১৬
ঘ. ২২ জানুয়ারি ২০১৬
উত্তরঃ ক
প্রশ্নঃ ইউনেস্কো কোন সালে বাংলাদেশের সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করে?
ক. ১৯৯৭
খ. ১৯৮৩
গ. ১৯৮৯
ঘ. ২০০১
উত্তরঃ ক
প্রশ্নঃ বাংলাদেশের কোন বনাঞ্চল বিশ্ব ঐতিহ্য (World heritage site) হিসেবে স্বীকৃতি পেয়েছে ?
ক. মধুপুরের শালবন
খ. পার্বত্য চট্টগ্রামের কাপ্তাই বনাঞ্চল
গ. সুন্দরবন
ঘ. সিলেটের লাউয়াছড়া বনাঞ্চল
উত্তরঃ গ
প্রশ্নঃ কোন সংস্থা ‘বিশ্ব ঐতিহ্য এলাকা’ ঘোষণা করেছে ?
ক. WTO
খ. WHO
গ. UNEP
ঘ. UNESCO
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বিশ্ব ঐতিহ্য তালিকায় বাংলাদেশের কতটি স্থান অন্তর্ভুক্ত আছে?
ক. ৫ টি
খ. ৩ টি
গ. ৬ টি
ঘ. ৪ টি
উত্তরঃ খ
প্রশ্নঃ সুন্দরবনকে World Heritage ঘোষণা করেছে – (Sundarban is declared as ‘World Heritage’ by -)
ক. UNDP
খ. ILO
গ. UNICEF
ঘ. UNESCO
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বর্তমানে (২০১৬) বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার কে?
ক. ডেভিড কার্টার
খ. স্টিফেন ইভান্স
গ. রবার্ট গিবসন
ঘ. অ্যালিসন ব্লেক
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ইউনেস্কো সুন্দরবনকে কততম ‘বিশ্ব ঐতিহ্য’ হিসেবে ঘোষণা করে?
ক. ৫২১ তম
খ. ৫২৩ তম
গ. ৫২২ তম
ঘ. ৫২৮ তম
উত্তরঃ গ
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)