বাংলাদেশ বিষয়াবলী-১০৭

সাধারণ জ্ঞান, বাংলাদেশ বিষয়াবলী, বাংলার সমাজ সংস্কারক ও বিখ্যাত ব্যক্তিবর্গ:

প্রশ্নঃ বঙ্গবন্ধু ‘জুলিও কুরি’ পুরস্কার লাভ করেন ১৯৭২ সালের –
ক. ১৫ জানুয়ারী
খ. ৭ মার্চ
গ. ১০ অক্টোবর
ঘ. ১৮ অক্টোবর
উত্তরঃ ঘ

প্রশ্নঃ এশিয়ার প্রথম নোবেল বিজয়ী হলেন –
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. বিজ্ঞানী সি.ভি.রমন
গ. হরগোবিন্দ খোরানা
ঘ. পদার্থবিদ চন্দ্রশেখর
উত্তরঃ ক

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ অতীশ দীপঙ্কর কোন দেশে বৌদ্ধধর্ম প্রচার করে বিখ্যাত হন?
ক. তিব্বত
খ. মায়ানমার
গ. শ্রীলংকা
ঘ. দক্ষিণ ভারত
উত্তরঃ ক

প্রশ্নঃ আলীগড় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কে ?
ক. সৈয়দ আমীর আলী
খ. মাওলানা আবুল কালাম আজাদ
গ. স্যার সৈয়দ আহমেদ
ঘ. সৈয়দ আহমদ ব্রেলভী
উত্তরঃ গ

প্রশ্নঃ নোবেল পুরস্কার বিজয়ী এশীয়দের মধ্যে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসের স্থান কততম ?
ক. ২০ তম
খ. ২৫ তম
গ. ২৮ তম
ঘ. ৩৩ তম
উত্তরঃ ঘ

প্রশ্নঃ লালন শাহের আখড়া কোথায় অবস্থিত?
ক. সিলেট
খ. চট্টগ্রাম
গ. রাজশাহী
ঘ. কুষ্টিয়া
উত্তরঃ ঘ

প্রশ্নঃ শেরে বাংলার পিতার নাম কি ?
ক. মোহাম্মদ ওয়াজেদ
খ. মোহাম্মদ ইকরাম আলী
গ. মোহাম্মদ আবুল কাসেম
ঘ. মোহাম্মদ আশরাফ আলী
উত্তরঃ ক

প্রশ্নঃ গাড়ী চলে না, চলে না, নারে ——–, গানের গীতিকার কে ?
ক. সজীব চৌধুরী
খ. বাপ্পা মজুমদার
গ. শাহ আব্দুল করিম
ঘ. দাশরথি রায়
উত্তরঃ গ

প্রশ্নঃ জীবনমুখী সমাজসচেতন কথা সাহিত্যিক জহির রায়হানের আসল নাম কি ?
ক. জহির রায়হান
খ. জহির ইসলাম
গ. জহির আহম্মেদ
ঘ. জহির মহাম্মদ
ঙ. কোনটিই নয়
উত্তরঃ ঙ

প্রশ্নঃ ‘The Spirit of Islam’ বইটির লেখক কে ?
ক. তিতুমীর
খ. হাজী শরীয়তউল্লাহ
গ. সৈয়দ আহমেদ
ঘ. সৈয়দ আমীর আলী
উত্তরঃ ঘ

প্রশ্নঃ মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র ‘Stop Genocide’ এর পরিচালক কে?
ক. আলমগীর কবির
খ. বাবুল চৌধুরী
গ. গীতা মেতো
ঘ. জহির রায়হান
উত্তরঃ ঘ

প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থটির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন ?
ক. গীতাঞ্জলী
খ. গীতালী
গ. গীতিমালা
ঘ. গীতবিতান
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘সামাজিক ব্যবসা’ ধারনাটির প্রবক্তা কে ?
ক. মোহাম্মদ ইউনূস
খ. অমর্ত্য সেন
গ. বিল ক্লিনটন
ঘ. ফজলে হোসেন আবেদ
উত্তরঃ ক

প্রশ্নঃ “কেউ মালা, কেউ তসবি গলায়, তাইতো জাত ভিন্ন বলায়” এই পংক্তি নিচের একজনের –
ক. লালন শাহ
খ. সিরাজ সাঁই
গ. মদন বাউল
ঘ. পাগলা কানাই
উত্তরঃ ক

প্রশ্নঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পারিবারিক নাম –
ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ. ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়
গ. ঈশ্বর শর্মা
ঘ. ঈশ্বরচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তরঃ খ

প্রশ্নঃ অতীশ দীপঙ্কর বাংলাদেশের বর্তমান কোন জেলার বাসিন্দা ছিলেন?
ক. ফরিদপুর
খ. টাঙ্গাইল
গ. মুন্সিগঞ্জ
ঘ. চট্টগ্রাম
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘মুক্তির গান’ চলচ্চিত্রের নির্মাতা – (Name of the director of the film ‘Muktir Gaan’)
ক. Tareq Masud
খ. Zahir Raihan
গ. Khan Ataur Rahman
ঘ. Alamgir Kabir
উত্তরঃ ক

প্রশ্নঃ জনাব এফ.আর.খান ছিলেন বাংলাদেশের গৌরব। তিনি কি ছিলেন ?
ক. আণবিক বিজ্ঞানী
খ. স্থপতি
গ. কম্পিউটার বিজ্ঞানী
ঘ. ক্যান্সার চিকিৎসক
উত্তরঃ খ

প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন –
ক. ১৯০৫ সালে
খ. ১৯১৩ সালে
গ. ১৯২৩ সালে
ঘ. ১৯২৫ সালে
উত্তরঃ খ

প্রশ্নঃ বেগম রোকেয়া লেখনী ধারণ করেছিলেন –
ক. নারীদের ধর্মীয় শিক্ষায় অনুপ্রাণিত করতে
খ. সমাজে ধনী-দরিদ্রের বিষম্য দূর করতে
গ. শিশুদের নীতিকথা শিক্ষা দিতে
ঘ. নারীদের কুসংস্কারমুক্ত ও শিক্ষিত করতে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘খাঁচার ভিতর অচিন পাখী কেমনে আসে যায়’ – এ পংক্তিটি কার রচনা ?
ক. হাছন রাজা
খ. লালন শাহ
গ. পাগলা কানাই
ঘ. কাঙ্গাল হরিনাথ
উত্তরঃ খ

প্রশ্নঃ কোনটি জহির রায়হানের রচনা ?
ক. বরফ গলা নদী
খ. ক্রীতদাসের হাসি
গ. খোয়াবনামা
ঘ. সারেং বৌ
উত্তরঃ ক

প্রশ্নঃ জন্মসূত্রে যে বাঙালি অর্থনীতিবিদ নোবেল পুরস্কার পান তাঁর নাম –
ক. ড. ইউনূস
খ. রহমান মোল্লা
গ. সামসুল হক
ঘ. অমর্ত্য সেন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘বেঙ্গল ফাউন্ডেশন’ কি ?
ক. আর্ট গ্যালারি
খ. আবাসিক এলাকা
গ. চিত্রকর্ম
ঘ. চলচ্চিত্র
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশের শ্রেষ্ঠ চলচ্চিত্রকার কে ?
ক. আশকার ইবনে শাইখ
খ. সত্য সাহা
গ. জহির রায়হান
ঘ. আলী ইমাম
উত্তরঃ গ

প্রশ্নঃ হিন্দু সমাজে বিধবা বিবাহের প্রবর্তক –
ক. রাজা রামমোহন রায়
খ. দেবেন্দ্রনাথ ঠাকুর
গ. মিসেস সরোজিনী নাইড়ু
ঘ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
উত্তরঃ ঘ

প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন –
ক. আগস্ট, ১৯১৩ খ্রিষ্টাব্দে
খ. সেপ্টেম্বর, ১৯১৩ খ্রিষ্টাব্দে
গ. অক্টোবর, ১৯১৩ খ্রিষ্টাব্দে
ঘ. নভেম্বর, ১৯১৩ খ্রিষ্টাব্দে
উত্তরঃ গ

প্রশ্নঃ রাজা রামমোহন রায় যে বিষয়ের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন –
ক. প্রেস অর্ডিন্যন্স
খ. নীল চাষ
গ. নীল কমিশন
ঘ. রাইফেল ব্যবহার
উত্তরঃ ক

প্রশ্নঃ ‘ম্যাডোনা ৪৩’ কি ?
ক. প্রখ্যাত মডেল
খ. একটি বিখ্যাত ভাস্কর্য
গ. অস্কার জযী ফিল্ম
ঘ. একটি চিত্রকর্ম
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বাদ্যযন্ত্র ‘সরোদ’ এর বর্তমান রূপ দেন –
ক. ওস্তাদ রবিশংকর
খ. ওস্তাদ আয়াত আলী খান
গ. ওস্তাদ গোলাম আলী
ঘ. ওস্তাদ আলাউদ্দিন খান
উত্তরঃ ঘ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!
Scroll to Top