সাধারণ জ্ঞান, বাংলাদেশ বিষয়াবলী, বাংলার সমাজ সংস্কারক ও বিখ্যাত ব্যক্তিবর্গ:
প্রশ্নঃ বঙ্গবন্ধু ‘জুলিও কুরি’ পুরস্কার লাভ করেন ১৯৭২ সালের –
ক. ১৫ জানুয়ারী
খ. ৭ মার্চ
গ. ১০ অক্টোবর
ঘ. ১৮ অক্টোবর
উত্তরঃ ঘ
প্রশ্নঃ এশিয়ার প্রথম নোবেল বিজয়ী হলেন –
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. বিজ্ঞানী সি.ভি.রমন
গ. হরগোবিন্দ খোরানা
ঘ. পদার্থবিদ চন্দ্রশেখর
উত্তরঃ ক
প্রশ্নঃ অতীশ দীপঙ্কর কোন দেশে বৌদ্ধধর্ম প্রচার করে বিখ্যাত হন?
ক. তিব্বত
খ. মায়ানমার
গ. শ্রীলংকা
ঘ. দক্ষিণ ভারত
উত্তরঃ ক
প্রশ্নঃ আলীগড় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কে ?
ক. সৈয়দ আমীর আলী
খ. মাওলানা আবুল কালাম আজাদ
গ. স্যার সৈয়দ আহমেদ
ঘ. সৈয়দ আহমদ ব্রেলভী
উত্তরঃ গ
প্রশ্নঃ নোবেল পুরস্কার বিজয়ী এশীয়দের মধ্যে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসের স্থান কততম ?
ক. ২০ তম
খ. ২৫ তম
গ. ২৮ তম
ঘ. ৩৩ তম
উত্তরঃ ঘ
প্রশ্নঃ লালন শাহের আখড়া কোথায় অবস্থিত?
ক. সিলেট
খ. চট্টগ্রাম
গ. রাজশাহী
ঘ. কুষ্টিয়া
উত্তরঃ ঘ
প্রশ্নঃ শেরে বাংলার পিতার নাম কি ?
ক. মোহাম্মদ ওয়াজেদ
খ. মোহাম্মদ ইকরাম আলী
গ. মোহাম্মদ আবুল কাসেম
ঘ. মোহাম্মদ আশরাফ আলী
উত্তরঃ ক
প্রশ্নঃ গাড়ী চলে না, চলে না, নারে ——–, গানের গীতিকার কে ?
ক. সজীব চৌধুরী
খ. বাপ্পা মজুমদার
গ. শাহ আব্দুল করিম
ঘ. দাশরথি রায়
উত্তরঃ গ
প্রশ্নঃ জীবনমুখী সমাজসচেতন কথা সাহিত্যিক জহির রায়হানের আসল নাম কি ?
ক. জহির রায়হান
খ. জহির ইসলাম
গ. জহির আহম্মেদ
ঘ. জহির মহাম্মদ
ঙ. কোনটিই নয়
উত্তরঃ ঙ
প্রশ্নঃ ‘The Spirit of Islam’ বইটির লেখক কে ?
ক. তিতুমীর
খ. হাজী শরীয়তউল্লাহ
গ. সৈয়দ আহমেদ
ঘ. সৈয়দ আমীর আলী
উত্তরঃ ঘ
প্রশ্নঃ মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র ‘Stop Genocide’ এর পরিচালক কে?
ক. আলমগীর কবির
খ. বাবুল চৌধুরী
গ. গীতা মেতো
ঘ. জহির রায়হান
উত্তরঃ ঘ
প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থটির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন ?
ক. গীতাঞ্জলী
খ. গীতালী
গ. গীতিমালা
ঘ. গীতবিতান
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘সামাজিক ব্যবসা’ ধারনাটির প্রবক্তা কে ?
ক. মোহাম্মদ ইউনূস
খ. অমর্ত্য সেন
গ. বিল ক্লিনটন
ঘ. ফজলে হোসেন আবেদ
উত্তরঃ ক
প্রশ্নঃ “কেউ মালা, কেউ তসবি গলায়, তাইতো জাত ভিন্ন বলায়” এই পংক্তি নিচের একজনের –
ক. লালন শাহ
খ. সিরাজ সাঁই
গ. মদন বাউল
ঘ. পাগলা কানাই
উত্তরঃ ক
প্রশ্নঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পারিবারিক নাম –
ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ. ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়
গ. ঈশ্বর শর্মা
ঘ. ঈশ্বরচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তরঃ খ
প্রশ্নঃ অতীশ দীপঙ্কর বাংলাদেশের বর্তমান কোন জেলার বাসিন্দা ছিলেন?
ক. ফরিদপুর
খ. টাঙ্গাইল
গ. মুন্সিগঞ্জ
ঘ. চট্টগ্রাম
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘মুক্তির গান’ চলচ্চিত্রের নির্মাতা – (Name of the director of the film ‘Muktir Gaan’)
ক. Tareq Masud
খ. Zahir Raihan
গ. Khan Ataur Rahman
ঘ. Alamgir Kabir
উত্তরঃ ক
প্রশ্নঃ জনাব এফ.আর.খান ছিলেন বাংলাদেশের গৌরব। তিনি কি ছিলেন ?
ক. আণবিক বিজ্ঞানী
খ. স্থপতি
গ. কম্পিউটার বিজ্ঞানী
ঘ. ক্যান্সার চিকিৎসক
উত্তরঃ খ
প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন –
ক. ১৯০৫ সালে
খ. ১৯১৩ সালে
গ. ১৯২৩ সালে
ঘ. ১৯২৫ সালে
উত্তরঃ খ
প্রশ্নঃ বেগম রোকেয়া লেখনী ধারণ করেছিলেন –
ক. নারীদের ধর্মীয় শিক্ষায় অনুপ্রাণিত করতে
খ. সমাজে ধনী-দরিদ্রের বিষম্য দূর করতে
গ. শিশুদের নীতিকথা শিক্ষা দিতে
ঘ. নারীদের কুসংস্কারমুক্ত ও শিক্ষিত করতে
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘খাঁচার ভিতর অচিন পাখী কেমনে আসে যায়’ – এ পংক্তিটি কার রচনা ?
ক. হাছন রাজা
খ. লালন শাহ
গ. পাগলা কানাই
ঘ. কাঙ্গাল হরিনাথ
উত্তরঃ খ
প্রশ্নঃ কোনটি জহির রায়হানের রচনা ?
ক. বরফ গলা নদী
খ. ক্রীতদাসের হাসি
গ. খোয়াবনামা
ঘ. সারেং বৌ
উত্তরঃ ক
প্রশ্নঃ জন্মসূত্রে যে বাঙালি অর্থনীতিবিদ নোবেল পুরস্কার পান তাঁর নাম –
ক. ড. ইউনূস
খ. রহমান মোল্লা
গ. সামসুল হক
ঘ. অমর্ত্য সেন
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘বেঙ্গল ফাউন্ডেশন’ কি ?
ক. আর্ট গ্যালারি
খ. আবাসিক এলাকা
গ. চিত্রকর্ম
ঘ. চলচ্চিত্র
উত্তরঃ ক
প্রশ্নঃ বাংলাদেশের শ্রেষ্ঠ চলচ্চিত্রকার কে ?
ক. আশকার ইবনে শাইখ
খ. সত্য সাহা
গ. জহির রায়হান
ঘ. আলী ইমাম
উত্তরঃ গ
প্রশ্নঃ হিন্দু সমাজে বিধবা বিবাহের প্রবর্তক –
ক. রাজা রামমোহন রায়
খ. দেবেন্দ্রনাথ ঠাকুর
গ. মিসেস সরোজিনী নাইড়ু
ঘ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
উত্তরঃ ঘ
প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন –
ক. আগস্ট, ১৯১৩ খ্রিষ্টাব্দে
খ. সেপ্টেম্বর, ১৯১৩ খ্রিষ্টাব্দে
গ. অক্টোবর, ১৯১৩ খ্রিষ্টাব্দে
ঘ. নভেম্বর, ১৯১৩ খ্রিষ্টাব্দে
উত্তরঃ গ
প্রশ্নঃ রাজা রামমোহন রায় যে বিষয়ের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন –
ক. প্রেস অর্ডিন্যন্স
খ. নীল চাষ
গ. নীল কমিশন
ঘ. রাইফেল ব্যবহার
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘ম্যাডোনা ৪৩’ কি ?
ক. প্রখ্যাত মডেল
খ. একটি বিখ্যাত ভাস্কর্য
গ. অস্কার জযী ফিল্ম
ঘ. একটি চিত্রকর্ম
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বাদ্যযন্ত্র ‘সরোদ’ এর বর্তমান রূপ দেন –
ক. ওস্তাদ রবিশংকর
খ. ওস্তাদ আয়াত আলী খান
গ. ওস্তাদ গোলাম আলী
ঘ. ওস্তাদ আলাউদ্দিন খান
উত্তরঃ ঘ
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)