বাংলাদেশ বিষয়াবলী-১০২

প্রশ্নঃ বাংলাদেশের সর্বোচ্চ পাহাড় কোনটি ?
ক. গারো পাহাড়
খ. লালমাই পাহাড়
গ. চিম্বুক পাহাড়
ঘ. কুলাউড়া পাহাড়
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন নদী বাংলাদেশ হতে ভারতে প্রবেশ করেছে?
ক. যমুনা
খ. তিস্তা
গ. আত্রাই
ঘ. মহানন্দা
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশের বৃহত্তম বা দীর্ঘতম নদী –
ক. যমুনা
খ. ব্রহ্মপুত্র
গ. পদ্মা
ঘ. মেঘনা
উত্তরঃ ঘ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ পদ্মার প্রধান উপনদী–
ক. কুমার
খ. মহানন্দা
গ. গড়াই
ঘ. আড়িয়াল খাঁ
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘দোলাই’ কোন নদীর পূর্বনাম ?
ক. যমুনা
খ. পদ্মা
গ. বুড়িগঙ্গা
ঘ. সুরমা
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশের মিঠা পানির মাছের উৎস-
ক. চলন বিল
খ. হাকালুকি
গ. হাইল
ঘ. সবগুলোই
উত্তরঃ ঘ

প্রশ্নঃ টেকনাফ কোন নদীর তীরে অবস্থিত?
ক. পদ্মা
খ. যমুনা
গ. নাফ
ঘ. কর্ণফুলী
উত্তরঃ গ

প্রশ্নঃ কর্ণফুলী নদীর উৎস ভারতের কোন রাজ্যে?
ক. ত্রিপুরা
খ. মিজোরাম
গ. আসাম
ঘ. মেঘালয়
উত্তরঃ গ

প্রশ্নঃ Which of the following is the longest beach in the world ?
ক. Miami
খ. Kuakata
গ. California
ঘ. Cox’s Bazar
উত্তরঃ ঘ

প্রশ্নঃ যে নদীর উৎস ও সমাপ্তি বাংলাদেশের অভ্যন্তরে –
ক. মাতামুহুরী
খ. নাফ
গ. কর্ণফুলী
ঘ. সাঙ্গু
উত্তরঃ ঘ

প্রশ্নঃ যমুনা নদী কোথায় পতিত হয়েছে?
ক. পদ্মা
খ. বঙ্গোপসাগর
গ. ব্রহ্মপুত্র
ঘ. মেঘনা
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশের কোন নদী থেকে বাণিজ্যিক ভিত্তিতে মাছের রেণু পোনা সংগ্রহ করা হয় ?
ক. হালদা
খ. তিস্তা
গ. তিতাস
ঘ. করতোয়া
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলাদেশের পাহাড় শ্রেনীর ভূ-তাত্বিক যুগের ভূমিরুপ হচ্ছে –
ক. প্লাইসটোসিন যুগের
খ. টারশিয়ারী যুগের
গ. মায়োসিন যুগের
ঘ. ডেবোনিয়ান যুগের
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশের সেন্টমাটিন দ্বীপের আর একটি নাম কি?
ক. নারিকেল জিঞ্জিরা
খ. সোনাদিয়া
গ. কুতুবদিয়া
ঘ. নিঝুম দ্বীপ
উত্তরঃ ক

প্রশ্নঃ সিকিমের পর্বত থেকে বাংলাদেশের কোন নদীর উৎপত্তি হয়েছে ?
ক. মনু
খ. কর্ণফুলী
গ. করতোয়া
ঘ. সাঙ্গু
উত্তরঃ গ

প্রশ্নঃ লালমাই পাহাড় নিচের কোন অঞ্চলে অবস্থিত?
ক. রাজশাহী
খ. বগুড়া
গ. বরিশাল
ঘ. কুমিল্লা
ঙ. কক্সবাজার
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকা এলাকা-
ক. মারিস্যা ভ্যালি
খ. খাগড়া ভ্যালি
গ. জাবরি ভ্যালি
ঘ. ভেঙ্গি ভ্যালি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ পুরাতন ব্রহ্মপুত্র নদটি কোন জেলার উপর দিয়ে প্রবাহিত ?
ক. জামালপুর
খ. সিরাজগঞ্জ
গ. মানিকগঞ্জ
ঘ. ময়মনসিংহ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ পদ্মা নদীর উপনদী কোনটি ?
ক. মধুমতি
খ. কুমার
গ. আত্রাই
ঘ. মহানন্দা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ যশোর জেলায় অবস্থিত বিল—
ক. হাইল
খ. ভবদহ
গ. পাথরচাওলি
ঘ. আড়িয়াল
উত্তরঃ খ

প্রশ্নঃ রাত্রে নৌ চলাচলের সুবিধার জন্য বাংলাদেশের কোথায় পুরানো বাতিঘর ছিল ?
ক. মহেশখালী
খ. সেন্টমাটিন
গ. টেকনাফ
ঘ. কুতুবদিয়া
উত্তরঃ ঘ

প্রশ্নঃ তিস্তা নদী কোন নদীর সাথে মিলিত হয়েছে?
ক. পদ্মা
খ. মেঘনা
গ. যমুনা
ঘ. কর্ণফুলী
উত্তরঃ গ

প্রশ্নঃ কোনটি নদ ?
ক. মেঘনা
খ. যমুনা
গ. তিস্তা
ঘ. ব্রহ্মপুত্র
উত্তরঃ ঘ

প্রশ্নঃ পুনর্ভবা,নাগর ও টাঙ্গন কোন নদীর উপনদী?
ক. মহানন্দা
খ. ভৈরব
গ. কুমার
ঘ. বড়াল
উত্তরঃ ক

প্রশ্নঃ মনপুরা দ্বীপ কোন জেলার অন্তর্গত ?
ক. বরিশাল
খ. ভোলা
গ. পটুয়াখালী
ঘ. ঝালকাঠি
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন নদীটি বাংলাদেশ থেকে ভারতে গিয়ে আবার বাংলাদেশ প্রবেশ করেছে ?
ক. হাড়িয়াভাঙ্গা
খ. কুলিখ
গ. আত্রাই
ঘ. তিস্তা
উত্তরঃ গ

প্রশ্নঃ পূর্বাশা দ্বীপের অপর নাম-
ক. নিঝুম দ্বীপ
খ. সেন্টমাটিন
গ. দক্ষিণ তালপট্টি
ঘ. কুতুবদিয়া
উত্তরঃ গ

প্রশ্নঃ সুন্দরবনে বাংলাদেশ ও ভারতের সীমানা নির্ধারণকারী নদী নিচের কোনটি ?
ক. নাফ নদী
খ. রায়মঙ্গল নদী
গ. হাড়িয়াভাঙ্গা নদী
উত্তরঃ গ

প্রশ্নঃ গড়াই কোন নদীর শাখা নদী?
ক. পদ্মা
খ. ব্রহ্মপুত্র
গ. যমুনা
ঘ. মেঘনা
উত্তরঃ ক

প্রশ্নঃ পুনর্ভবা কোন নদীর উপনদী ?
ক. মহানন্দা
খ. ভৈরব
গ. কুমার
ঘ. বড়াল
উত্তরঃ ক

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!
Scroll to Top