বাংলাদেশ বিষয়াবলী-০৯

প্রশ্নঃ গৌর গোবিন্দ যে অঞ্চলের রাজা ছিল –
ক. চট্টগ্রাম
খ. সিলেট
গ. গৌড়
ঘ. পান্ডুয়া
উত্তরঃ খ

প্রশ্নঃ লাহোর প্রস্তাব ছিল –
ক. স্বাধীন বাংলা প্রস্তাব
খ. পাকিস্তান প্রস্তাব
গ. ভারত বিভাগের প্রস্তাব
ঘ. ভারতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকার জন্য স্বাধীন রাষ্ট্রসমূহ গঠনের প্রস্তাব
উত্তরঃ ঘ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ ভারতবর্ষে সর্বপ্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন –
ক. মুহম্মদ বিন কাসিম
খ. সুলতান মাহমুদ
গ. মুহম্মদ ঘুরি
ঘ. গিয়াস উদ্দীন আযম শাহ
উত্তরঃ গ

প্রশ্নঃ নিচের কে ভারতের অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দেন?
ক. জওহরলাল নেহেরু
খ. মওলানা আবুল কলাম আজাদ
গ. মহাত্না গান্ধী
ঘ. কোনটিই নয়
উত্তরঃ গ

প্রশ্নঃ পাক-ভারত ২য় যুদ্ধ কত সালে শুরু হয়
ক. ১৯৬৫ সালে
খ. ১৯৬৯ সালে
গ. ১৯৬৩ সালে
ঘ. ১৯৭০ সালে
উত্তরঃ ক

প্রশ্নঃ ইলা মিত্র আংশগ্রহণ করেন –
ক. ওয়াহাবী আন্দোলনে
খ. নীল বিদ্রোহে
গ. তেভাগা আন্দোলনে
ঘ. সিপাহী বিদ্রোহে
উত্তরঃ গ

প্রশ্নঃ চিরস্থায়ী বন্দোবস্ত কবে প্রবর্তন করা হয় ?
ক. ২২-৩-১৮৯৩
খ. ২২-৩-১৮০৫
গ. ২২-৩-১৭৯৩
ঘ. ১৬-৩-১৭৯৬
উত্তরঃ গ

প্রশ্নঃ শশাঙ্ক কখন স্বাধীন গৌড়রাজ্য প্রতিষ্ঠা করেন?
ক. ৫১৮ খ্রিস্টাব্দে
খ. ৭১২ খ্রিস্টাব্দে
গ. ৬০৬ খ্রিস্টাব্দে পূর্বে
ঘ. ৫১২ খ্রিস্টাব্দের পরে
উত্তরঃ গ

প্রশ্নঃ ঢাকার ‘ধোলাই খাল’ কে খনন করেন?
ক. পরিবিবি
খ. ইসলাম খান
গ. শায়েস্তা খান
ঘ. ঈশা খান
উত্তরঃ খ

প্রশ্নঃ প্রীতিলতা ওয়াদ্দেদার কার শিষ্য ছিলেন ?
ক. দেশবন্ধু চিওরঞ্জন দাসের
খ. মাস্টারদা সূর্যসেনের
গ. নেতাজী সুভাষ চন্দ্র বসুর
ঘ. মহাত্না গান্ধীর
উত্তরঃ খ

প্রশ্নঃ মুহম্মদ বিন তুঘলক রাজধানী স্থানাতর করেন –
ক. করাচীতে
খ. দেবগিরিতে
গ. নগর কোটে
ঘ. ঘোড়াশালে
উত্তরঃ খ

প্রশ্নঃ তরাইনের দ্বিতীয় যুদ্ধে কে পরাজিত হন ?
ক. মুহম্মদ ঘুরী
খ. লক্ষণ সেন
গ. পৃথ্বিরাজ
ঘ. জয়চন্দ্র
উত্তরঃ গ

প্রশ্নঃ কত সালে নবাব সিরাজ-উদ-দৌলা বাংলার সিংহাসনে বসেন ?
ক. ১৭৫৬
খ. ১৮৫৬
গ. ১৭৫৭
ঘ. ১৮৫৭
উত্তরঃ ক

প্রশ্নঃ ছয়-দফার দাবি প্রথম কোথায় উত্থাপন করা হয়?
ক. ঢাকায়
খ. লাহোরে
গ. করাচিতে
ঘ. নারায়নগঞ্জে
উত্তরঃ খ

প্রশ্নঃ কোন মুসলিম সেনাপতি সর্বপ্রথম দাক্ষিণাত্য জয় করেন ?
ক. মালিক কাফুর
খ. বৈরাম খাঁন
গ. শায়েস্তা খাঁন
ঘ. মীর জুমলা
উত্তরঃ ক

প্রশ্নঃ ছয়-দফা কর্মসূচি ঘোষণা করেন –
ক. মাওলানা ভাসানী
খ. কমরেড মুজাফফর আহম্মদ
গ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
ঘ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
উত্তরঃ গ

প্রশ্নঃ প্রথম মুসলিম সিন্ধু বিজেতা ছিলেন –
ক. বাবর
খ. সুলতান মাহমুদ
গ. মুহাম্মদ বিন কাসিম
ঘ. মোহাম্মদ ঘোরী
উত্তরঃ গ

প্রশ্নঃ ঢাকা বাংলার রাজধানী স্থাপনের সময় মোগল সুবেদার কে ছিলেন?
ক. ইসলাম খান
খ. ইব্রাহীম খাঁন
গ. শায়েস্তা খাঁন
ঘ. মীর জুমলা
উত্তরঃ ক

প্রশ্নঃ বঙ্গভঙ্গ কত সালে হয়েছে ?
ক. ১৯০৫ সালে
খ. ১৯৫৭ সালে
গ. ১৯৪৭ সালে
ঘ. ১৮০৫ সালে
উত্তরঃ ক

প্রশ্নঃ বাংলার আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিল?
ক. সংস্কৃত
খ. বাংলা
গ. অস্ট্রিক
ঘ. হিন্দি
উত্তরঃ গ

প্রশ্নঃ কোনটি প্রাচীন নগরী নয় ?
ক. কর্ণসুবর্ণ
খ. উজ্জয়নী
গ. বিশাখাপট্টম
ঘ. পাটালিপুত্র
উত্তরঃ গ

প্রশ্নঃ বাংলাদেশে দ্বৈত শাসন কে প্রবর্তন করেন?
ক. লর্ড কর্ণওয়ালিস
খ. লর্ড ক্লাইভ
গ. নবাব মীর কাসেম
ঘ. ওয়ারেন হেস্টিংস
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থা কে প্রর্বতন করেন?
ক. লর্ড কর্ণওয়ালিস
খ. লর্ড বেন্টিংক
গ. লর্ড ক্লাইভ
ঘ. লর্ড ওয়াভেল
উত্তরঃ ক

প্রশ্নঃ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানী প্রদান করেন –
ক. শাহ্‌ সুজা
খ. মীর জাফর
গ. ফররুখ শিয়ার
ঘ. দ্বিতীয় শাহ্‌ আলম
উত্তরঃ ঘ

প্রশ্নঃ পরিব্রাজক কে ?
ক. পর্যটক
খ. পরিদর্শক
গ. পরিচালক
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন মোঘল সম্রাট বাংলাকে ‘জান্নাতুল সুবাহ’ (স্বর্গীয় প্রদেশ) বলে আখ্যায়িত করেছিলেন ?
ক. বাবর
খ. হুমায়ুন
গ. আকবর
ঘ. জাহাঙ্গীর
উত্তরঃ খ

প্রশ্নঃ পানিপথের যুদ্ধ হয়েছিল কোন নদীর তীরে ?
ক. মেঘনা
খ. গঙ্গা
গ. যমুনা
ঘ. সিন্ধু
উত্তরঃ গ

প্রশ্নঃ বাঙ্গালী জাতির প্রধান অংশ কোন মূল জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত?
ক. দ্রাবিড়
খ. নেগ্রিটো
গ. ভোটচীন
ঘ. অষ্ট্রিক
উত্তরঃ ঘ

প্রশ্নঃ চৈনিক পরিব্রাজক ফা-হিয়েন কার সময় এ দেশে আসেন?
ক. প্রথম চন্দ্রগুপ্ত
খ. দ্বিতীয় চন্দ্রগুপ্ত
গ. তৃতীয় চন্দ্রগুপ্ত
ঘ. এদের কারো সময়েই নয়
উত্তরঃ খ

প্রশ্নঃ বিখ্যাত ‘গ্রান্ড ট্রাঙ্ক’ রোডটি বাংলাদেশের কোন অঞ্চল থেকে শুরু হয়েছে?
ক. কুমিল্লা জেলার দাউদকান্দি
খ. ঢাকা জেলার বারিধারা
গ. যশোর জেলার ঝিকরগাছা
ঘ. নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও
উত্তরঃ ঘ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!