বাংলাদেশ ও বৈশ্বিক পরিবেশ পরিবর্তন

বৈশ্বিক পরিবেশ পরিবর্তন : বাংলাদেশে মহাদেশীয় বায়ু প্রবাহিত হয়- শীতকালে
* ২০৫০ সালের মধ্যে এশিয়ার কত মানুষ জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত হবে-১০০ কোটি
*দুর্যোগ কী- বিপর্যয় পরবর্তী ঘটনা
*North Westerlies অর্থ কী- কালবৈশাখী ঝড়
*নেপালের ঋতু কয়টি-২ টি

*বাংলাদেশের ভূমিকম্প বলয় সম্বলিত মানচিত্র তৈরী হয়-১৯৮৯ সালে
*SPARRSO (1980) বর্তমান প্রশাসকের নাম- শাহীন খান
*SPARRSO (1980) এর গ্রাউন্ড স্টেশন কয়টি-৬ টি
*SPARRSO (1980) কয়টি ডিভিশনে ভাগ হয়ে কাজ করে-১৭ টি
* বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের আঞ্চলিক কেন্দ্র কয়টি- ২ টি

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

* ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের সুনামিতে ভূকম্পনের মাত্রা ছিল- ৯.৩
* ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের সুনামিতে ক্ষতিগ্রস্ত হয়েছিলো- ১৪ টি দেশ, মানুষ মারা যায় এবং হারিয়েছে-২৩০,০০০ থেকে ২৮০,০০০
* Boxing Day Tsunami/ Christmas Tsunami কোনটি- ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের সুনামি (২৬ ডিসেম্বর, ২০০৪)

* ঢাকা কোন ভূমিকম্প অঞ্চলে অবস্থিত- ২য়
* দুর্যোগ ব্যবস্থাপনায় বেশি কাজ সম্পন্ন করতে হয়- দুর্যোগ পূর্ব সময়ে
* পুনরুদ্ধার বলতে বুঝায়- ক্ষয় ক্ষতির পুনরুদ্ধার
* CDMP কয়টি অফিসের সমন্বয়ে কাজ করে- ৩টি

* CDMP ( Comprehensive Disaster Management Programme) এর সমন্বয়ক-UNDP
* সাম্প্রতিক সময়ে কোথায় সুনামি হয়েছে- গ্রীনল্যান্ডে
*ইন্দোনেশিয়ার সুনামি ( স্থায়িত্ব-৪ মিনিট) ছিলো-৩ মাত্রার, সিডর ( স্থায়িত্ব-১০ মিনিট) ছিলো-৫ মাত্রার
* খাদ্য মন্ত্রনালয়/ ত্রান মন্ত্রনালয় গঠিত হয়*?-১৯৭২ সালে
*প্রথম পরিবেশ নীতি প্রণীত হয়-১৯৯২, আইন হয়-১৯৯৫, বিধিমালা হয়-১৯৯৭ সালে
*Green Climate Fund গঠিত হয়-কানকুন সম্মেলন (মেক্সিকো, ২০১০)

*UNEP গঠিত হয়– স্টোকহোম সম্মেলনে ( সুইডেন, ১৯৬৮)
* ৫ জুনকে বিশ্ব পরিবেশ দিবস পালনের সিদ্ধান্ত নেয়া হয়- স্টোকহোম সম্মেলনে ( সুইডেন, ১৯৬৮)
*Climate Fund এ ১০০ বিলিয়ন ডলার মঞ্জুরের সিদ্ধান্ত হয়- প্যারিস সম্মেলনে (COP-21)

*COP 22 সম্মেলন হয়েছিল- মরক্কোর মারাকেশ শহরে।
* পরবর্তী COP সম্মেলন হবে- Bonn, Germany (Headquarters of the UNFCCC Secretariat) | বৈশ্বিক পরিবেশ পরিবর্তন

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!