বাংলাদেশের সকল প্রথম

০১। নোবেল বিজয়ী- ড. ইউনুস ।

০২। রণতরী- বি এন এস পদ্মা ।

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

০৩। পতাকা উত্তলন – ২ মার্চ ১৯৭১ ।

০৪। মুদ্রা চালু হয়- ৪ মার্চ ১৯৭২ ।

০৫। বিমান চালু হয়- ৪ ফেব্রুয়ারি ১৯৭২ ।

০৬। বিশ্ববিদ্যালয়-ঢাকা বিশ্ববিদ্যালয় (১৯২১) ।

০৭। নির্বাচন কমিশনার- বিচারপতি মোহাম্মাদ ইদ্রিস ।

০৮। বাংলা ছায়াছবি- মুখ ও মুখোশ (১৯৫৬) ।

০৯। বিমানবাহিনী প্রধান- এ কে খন্দকার ।

১০। নারী পাইলট- কানিজ ফাতেমা রোকসানা ।

১১। বানিজ্য জাহাজ- বাংলার দূত ।

১২। নারী উপাচার্য- ফারজানা ইসলাম ।

১৩। এভারেস্ট জয়ী- মুসা ইব্রাহিম ।

১৪। নারী এভারেস্ট জয়ী- নিশাত মজুমদার ।

১৫। নারী স্পিকার- শিরিন শারমিন চৌধূরী ।

১৬। সেনাবাহিনী প্রধান- জেনারেল এম এ জি ওসমানী ।

১৭। জাতীয় অধ্যাপক- শিল্পাচার্য জয়নুল আবেদীন ।

১৮। নিরক্ষরমুক্ত জেলা- মাগুড়া ।

১৯। নিরক্ষরমুক্ত গ্রাম- কচুবাড়ীর কৃষ্টপুর (ঠাকুরগাও জেলার সালন্দর ইউনিয়নের একটি গ্রাম)।

২০। স্বাধীন জেলা- যশোর ।

২১। ডিজিটাল জেলা- যশোর ।

২২। ওয়াইফাই নগরী- সিলেট ।

২৩। শিক্ষা কমিশন- কুদরত এ খুদা (১৯৭২) ।

২৪। মহিলা পুলিশ নিয়োগ- ১৯৭৪ ।

২৫। ভাসমান হাসপাতাল- জীবন তরী ।

২৬। টেস্টটিউব শিশুর মা- ফিরোজা বেগম ।

২৭। যুক্তরাষ্ট্রের কংগ্রেসনাল গোল্ড মেডেল লাভকারী- ড.মহম্মদ ইউনুস ।

২৮। প্রেসিডেন্ট- শেখ মুজিবুর রহমান ।

২৯। প্রধানমন্ত্রী- তাজউদ্দিন আহমেদ ।

৩০। নারী প্রধানমন্ত্রী- বেগম খালেদা জিয়া ।

৩১। নারী বিরোধী দলীয় নেত্রী- শেখ হাসিনা ।

৩১। নারী ব্যারিস্টার- মিসেস রাবেয়া ভুইয়া ।

৩২। নারী সচিব- জাকিয়া আখতার ।

৩৩। মুসলিম নারী ডাক্টার- জোহরা বেগম কাজী ।

৩৪। নারী রাষ্ট্রদূত- তাহমিনা খান ডলি ।

৩৫। মুসলিম নারী অভিনেত্রী- বনানী চৌধুরি ।

৩৬। নারী বিচারপতি- নাজমুন আরা সুলতানা ।

৩৭। অভিনেত্রী- পূর্ণিমা সেনগুপ্তা ।

৩৮। ট্যাবলয়েড পত্রিকা- দৈনিক মানবজমিন ।

৩৯। উপজাতীয় রাষ্ট্রদূত- শরবিন্দু শেখর (চাকমা) ।

৪০। আদমশুমারি- ১৯৭৪ সাল ।

৪১। ক্যাডেট কলেজ- ফৌজদার ক্যাডেট কলেজ ।

৪২। ওয়ানডে সিরিজ জয়- জিম্বাবুয়ের সাথে ।

৪৩। টেলিভিশনের কার্যক্রম শুরু- ২৫ ডিসেম্বর ১৯৬৪ সাল ।

৪৪। রঙিন টেলিভিশন শুরু- ১ ডিসেম্বর ১৯৮০ সাল ।

৪৫। গণপরিষদের স্পিকার- শাহ আব্দুল হামিদ ।

৪৬। পানিশোধন প্রকল্প- চাদনী ঘাট, ঢাকা ।

৪৭। ডিজিটাল টেলিফোন চালু- ৪ জানুয়ারি ১৯৯০ ।

৪৮। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি- পি জে হার্টস ।

৪৯। ব্যাংকের গর্ভনর- এ এন হামিদুল্লাহ ।

৫০। হাইকোর্টের মুসলিম বিচারপতি- সৈয়দ মাহমুদ হাসান ।

৫১। অস্থায়ী রাষ্ট্রপতি- সৈয়দ নজরুল ইসলাম ।

৫২। প্রধানমন্ত্রী- তাজউদ্দীন আহমেদ ।

৫৩। রাষ্ট্রপতি- শেখ মুজিবর রহমান ।

৫৪। প্রধান বিচারপতি- এ এস এম সায়েম ।

৫৫। এটর্নি জেনারেল- এ এইচ খন্দকার ।

৫৬। সংসদ নির্বাচন- ৭ মার্চ ১৯৭৩ ।

৫৭। প্রেসিডেন্ট নির্বাচন- ৩ জুন ১৯৭৮ ।

৫৮। অস্থায়ী সরকার প্রতিষ্ঠা- ১৭ এপ্রিল ১৯৭১ ।

৫৯। গণপরিষদের অধিবেশন- ১০ এপ্রিল ১৯৭২ ।

৬০। জাতীয় সংসদের স্পিকার- মোহাম্মদ উল্লাহ ।


আরো পড়ুন:


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!