বাংলাদেশের বনাঞ্চল

বাংলাদেশের বনাঞ্চল :

বাংলাদেশে জনপ্রতি বনভুমির পরিমান কত?উঃ ০.০১৮ হেক্টর।
বাংলাদেশের বন এলাকা কটি অঞ্চলে বিভক্ত ও কি কি ?উঃ ৪টি। যথা-      ১। পাহাড়ী বনাঞ্চল ২। ম্যনাগ্রোভ বনাঞ্চল      ৩। সমতল এলাকার শাল বনাঞ্চল ৪। গ্রামীন বন।


পাহাড়ী বনাঞ্চলের আয়তন কত ?উঃ ১৫,৬৬,৯৩৫ একর।
ম্যানগ্রোভ বনের আয়তন কত ?উঃ ১৪,০৫,০০০ একর।
শাল বনাঞ্চলের আয়তন কত ?উঃ ২,৮১,৯৫৩ একর।
বাংলাদেশের মোট আয়তনের কত অংশ বনাঞ্চল?উঃ প্রায় ১৭ শতাংশ।
বাংলাদেশের বৃহত্তম বনভূমি কোনটি?উঃ পার্বত্য চট্টগ্রামের বনভূমি।
বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বনভুমি কোনটি ?উঃ সুন্দরবন। (একক হিসেবে বৃহত্তম)
বাংলাদেশের তৃতীয় বনাঞ্চল কোনটি ?উঃ মধুপুর জঙ্গল।
সুন্দরবনের প্রধান বৃক্ষ কোনটি?উঃ সুন্দরী | বাংলাদেশের বনাঞ্চল
কোন কাঠ থেকে বাক্স ও দিয়াশলাইয়ের কাঠি প্রস্তুত হয়?উঃ গেওয়া।
ধুন্দল গাছের কাঠ থেকে কি প্রস্তুত করা হয়?উঃ পেন্সিল।
কোন গাছের ছাল থেকে রং প্রস্তুত করা হয় ?উঃ গরান।
কোন জাতীয় গাছ সবচেয়ে বেশী বৃদ্ধি পায়?উঃ বাঁশ জাতীয় গাছ।
ভাওয়াল বনাঞ্চল কোথায় অবস্থিত?উঃ গাজীপুর জেলায়।
মধুপুর বনাঞ্চলের প্রধান বৃক্ষ কি?উঃ শাল বা গজারী।
কোন গাছ কে সুর্যের কন্যা বলা হয়?উঃ তুলা গাছকে।
দেশের কোন বনাঞ্চলকে চিরহরিৎ বন বলা হয়?উঃ পার্বত্য বনাঞ্চল।
বরেন্দ্র ভুমিতে কোন গাছ সবচেয়ে বেশি ?উঃ শাল গাছ।
দেশের প্রথম ইকোপার্ক ও বোটানিক্যাল গার্ডেন কবে কোথায় উদ্ধোধন করা হয় ?উঃ ১৭ জানু ২০০১, চন্দ্রনাথ পাহাড়ে।
সুন্দরবন কোন দুটি দেশে বিস্তৃত?উঃ বাংলাদেশ-ভারত।
বাংলাদেশের দীর্ঘতম গাছের নাম কি ?উঃ বৈলাম গাছ।
সুন্দরবনের মোট আয়তন কত ?উঃ ৬০১৭ বর্গ কি. মি।
বাংলাদেশের বন গবেষণা কেন্দ্র কোথায় ?উঃ চট্টগ্রামে।
উপকুলীয় সবুজ বেষ্টনীয় বনাঞ্চলে সৃজন করা হয়েছে ?উঃ ১০টি জেলায়।
ক্রান্তীয় বনাঞ্চলের প্রধান গাছ হল কোনটি?উঃ শাল বা গজারী।
পরিবেশ রক্ষার ক্ষেত্রে কোন গাছটি ক্ষতিকারক?উঃ ইউক্লিপটাস।
কোন দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বনাঞ্চল থাকা প্রয়োজন মোট ভুমির?উঃ ২৫ শতাংশ।
বাংলাদেশের বনাঞ্চলের পরিমাণ মোট ভুমির কত শতাংশ?উঃ ১৭% | বাংলাদেশের বনাঞ্চল
বাংলাদেশের জাতীয় বননীতি কোন সালে প্রনীত হয়?উঃ ১৯৭৯ সালে।

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!
Scroll to Top