বঙ্গবন্ধু কত তারিখে শহীদ হন?
ইংরেজি ১৫ অগাস্ট ১৯৭৫
বাংলা ২৯ শ্রাবণ ১৩৮২
আরবি ৮ শাবান ১৩৯৫
সেদিন শুক্রবার ছিল। বঙ্গবন্ধুর শরীরে গুলি লেগেছিল
কতটি?
১৮টি (৯-১০শ্রেণির বইয়ৈ)
১৯৩৮ সালে মার্চ-এপ্রিল প্রথম
জেল হয় ৭ দিনের জন্যে (অসমাপ্ত
আত্মজীবনী)
১১ই মার্চ ১৯৪৮ শেখ মুজিব প্রথম
গ্রেফতার হন।
১৯৭১ মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধুর
পরিবার কোথায় ছিল?
— প্রথমে প্রতিবেশী মোশারফ
হোসেন এর বাড়িতে, এরপর
মগবাজার এ জনৈক মহিলার ফ্লাটে
এবং সবশেষে ১৮ নম্বর রোডে…
বঙ্গবন্ধুর মন্ত্রীসভায় ২ জন নারী
মন্ত্রী ছিলেন :
১. বদরুন নেছা আহমেদ- শিল্প
প্রতিমন্ত্রী
২.বেগম নুরজাহান মোশের্দ – শ্রম
প্রতিমন্ত্রী
বিশ্ব শান্তি পরিষদ জাতির
পিতাকে ১৯৭২ সালে ১০ অক্টোবর
জুলিও কুরি শান্তি পদকে ভূষিত
করে।
বঙ্গবন্ধুর নিউক্লিয়াস :
মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালি জাতির মুক্তি জন্য বঙ্গবন্ধু ভিতরে ভিতরে ১৯৬২সালে তাঁর অনুগত কিছু ছাত্রনেতাদের নিয়ে একটি সংগঠন গোপনে প্রতিষ্ঠা যাকে নিউক্লিয়াস বলে । ছাত্রদের নেতাদের মধ্যে ছিলেন :
- সিরাজুল আলম খান
- তোফায়েল আহমেদ
- ফজলুল হক মনি
- আব্দুর রাজ্জাক
- কাজী আরিফ
- মনিরুল ইসলাম (মার্শাল মনি) ও আরো কয়েকজন ।
বঙ্গবন্ধু নিউক্লিয়াসের সদস্যদের
নিজের সন্তানদের মতোই আদর
করতেন । নিউক্লিয়াসের প্রচেষ্টায়
১৯৬৪ সালে বাংলাদেশ স্বাধীন
করার কথা প্রচারে আসে এবং
স্লোগান আসে বীর বাঙালি অস্ত্র
ধর , বাংলাদেশ স্বাধীন কর ।
বঙ্গবন্ধুর ৪ খলিফা :
নিউক্লিয়াসের কর্মসূচি এগিয়ে
নেয়ার জন্য ৪জন ছাত্রনেতাকে
দায়িত্ব দেয়া হয় তারা হলেন:
১. তত্কালীন ছাত্রলীগের সভাপতি >>> নূর আলম সিদ্দিকী
২. তত্কালীন ছাত্রলীগের সা.
সম্পাদক >>>শাহাজান সিরাজ
৩. ঢা.বি ছাত্রসংসদের নির্বাচিত
ভিপি >>> আ, স. ম , আব্দুর রব
৪. ঢা.বি ছাত্রসংসদের নির্বাচিত
জি, এস >>>আব্দুল কুদ্দুস মাখন
মুজিব ব্যাটারি :
স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধু শেখ
মুজিবুর রহমানের নামানুসারে
১৯৭১সালের ২২জুলাই ভারতের
কোনাবনে গঠন করা হয় বাংলাদেশ
সেনাবাহিনীর প্রথম গোলন্দাজ
ইউনিট ‘মুজিব ব্যাটারি‘।
মুজিব বাহিনী :
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় শুধু ছাত্রদের নিয়ে গঠিত মুক্তিবাহিনীকে বলা হয় মুজিব
বাহিনী।
১৯৭৫ সালের ১৫ই আগস্ট মোট
কতজন নিহত হন?
—-পরিবারের সদস্য ১৬ জন (বঙ্গবন্ধু
সহ) । আর নিরাপত্তা কর্মকর্তা
কর্নেল জামিল উদ্দিন। মোট ১৭ জন
বঙ্গবন্ধুকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছিলো
–অপারেশন বিগ বার্ড’ এর মাধ্যমে ।’
বঙ্গবন্ধুকে নিয়ে রচিত বই :
১. শেখ মুজিব আমার পিতা =
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
২. মুজিব ভাই = এবিএম মুসা
৩. বঙ্গবন্ধুর সহজ পাঠ = আতিয়ার
রহমান
৪. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও
বাঙালী = কামাল উদ্দিন আহমেদ
৫. দেয়াল ( উপন্যাস) = হুমায়ুন
আহমেদ
৬. বঙ্গবন্ধু জাতি রাষ্টের জনক =
প্রত্যয় জসিম
৭. জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর
রহমান =সিরাজ উদদীন আহমেদ
8. অসমাপ্ত আত্মজীবনী
৯. জনকের মুখ (গল্পগ্রন্থ)
১০. নয়া চীন ভ্রমণ
১১. কারাগারের রোজনামচনা