বঙ্গবন্ধু প্রসঙ্গ

বঙ্গবন্ধু কত তারিখে শহীদ হন?

ইংরেজি ১৫ অগাস্ট ১৯৭৫
বাংলা ২৯ শ্রাবণ ১৩৮২
আরবি ৮ শাবান ১৩৯৫
সেদিন শুক্রবার ছিল। বঙ্গবন্ধুর শরীরে গুলি লেগেছিল
কতটি?
১৮টি (৯-১০শ্রেণির বইয়ৈ)

১৯৩৮ সালে মার্চ-এপ্রিল প্রথম
জেল হয় ৭ দিনের জন্যে (অসমাপ্ত
আত্মজীবনী)

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

১১ই মার্চ ১৯৪৮ শেখ মুজিব প্রথম
গ্রেফতার হন।

১৯৭১ মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধুর
পরিবার কোথায় ছিল?


— প্রথমে প্রতিবেশী মোশারফ
হোসেন এর বাড়িতে, এরপর
মগবাজার এ জনৈক মহিলার ফ্লাটে
এবং সবশেষে ১৮ নম্বর রোডে…

বঙ্গবন্ধুর মন্ত্রীসভায় ২ জন নারী
মন্ত্রী ছিলেন :


১. বদরুন নেছা আহমেদ- শিল্প
প্রতিমন্ত্রী
২.বেগম নুরজাহান মোশের্দ – শ্রম
প্রতিমন্ত্রী

বিশ্ব শান্তি পরিষদ জাতির
পিতাকে ১৯৭২ সালে ১০ অক্টোবর
জুলিও কুরি শান্তি পদকে ভূষিত
করে।

বঙ্গবন্ধুর নিউক্লিয়াস :

মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালি জাতির মুক্তি জন্য বঙ্গবন্ধু ভিতরে ভিতরে ১৯৬২সালে তাঁর অনুগত কিছু ছাত্রনেতাদের নিয়ে একটি সংগঠন গোপনে প্রতিষ্ঠা যাকে নিউক্লিয়াস বলে । ছাত্রদের নেতাদের মধ্যে ছিলেন :

  • সিরাজুল আলম খান
  • তোফায়েল আহমেদ
  • ফজলুল হক মনি
  • আব্দুর রাজ্জাক
  • কাজী আরিফ
  • মনিরুল ইসলাম (মার্শাল মনি) ও আরো কয়েকজন ।

বঙ্গবন্ধু নিউক্লিয়াসের সদস্যদের
নিজের সন্তানদের মতোই আদর
করতেন । নিউক্লিয়াসের প্রচেষ্টায়
১৯৬৪ সালে বাংলাদেশ স্বাধীন
করার কথা প্রচারে আসে এবং
স্লোগান আসে বীর বাঙালি অস্ত্র
ধর , বাংলাদেশ স্বাধীন কর ।

বঙ্গবন্ধুর ৪ খলিফা :

নিউক্লিয়াসের কর্মসূচি এগিয়ে
নেয়ার জন্য ৪জন ছাত্রনেতাকে
দায়িত্ব দেয়া হয় তারা হলেন:


১. তত্কালীন ছাত্রলীগের সভাপতি >>> নূর আলম সিদ্দিকী
২. তত্কালীন ছাত্রলীগের সা.
সম্পাদক >>>শাহাজান সিরাজ
৩. ঢা.বি ছাত্রসংসদের নির্বাচিত
ভিপি >>> আ, স. ম , আব্দুর রব
৪. ঢা.বি ছাত্রসংসদের নির্বাচিত
জি, এস >>>আব্দুল কুদ্দুস মাখন

মুজিব ব্যাটারি :

স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধু শেখ
মুজিবুর রহমানের নামানুসারে
১৯৭১সালের ২২জুলাই ভারতের
কোনাবনে গঠন করা হয় বাংলাদেশ
সেনাবাহিনীর প্রথম গোলন্দাজ
ইউনিট ‘মুজিব ব্যাটারি‘।

মুজিব বাহিনী :

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় শুধু ছাত্রদের নিয়ে গঠিত মুক্তিবাহিনীকে বলা হয় মুজিব
বাহিনী।

১৯৭৫ সালের ১৫ই আগস্ট মোট
কতজন নিহত হন?


—-পরিবারের সদস্য ১৬ জন (বঙ্গবন্ধু
সহ) । আর নিরাপত্তা কর্মকর্তা
কর্নেল জামিল উদ্দিন। মোট ১৭ জন

বঙ্গবন্ধুকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছিলো
–অপারেশন বিগ বার্ড’ এর মাধ্যমে ।’

বঙ্গবন্ধুকে নিয়ে রচিত বই :

১. শেখ মুজিব আমার পিতা =
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
২. মুজিব ভাই = এবিএম মুসা
৩. বঙ্গবন্ধুর সহজ পাঠ = আতিয়ার
রহমান
৪. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও
বাঙালী = কামাল উদ্দিন আহমেদ
৫. দেয়াল ( উপন্যাস) = হুমায়ুন
আহমেদ
৬. বঙ্গবন্ধু জাতি রাষ্টের জনক =
প্রত্যয় জসিম
৭. জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর
রহমান =সিরাজ উদদীন আহমেদ
8. অসমাপ্ত আত্মজীবনী
৯. জনকের মুখ (গল্পগ্রন্থ)
১০. নয়া চীন ভ্রমণ
১১. কারাগারের রোজনামচনা

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!