প্রিলিমিনারি টেস্ট-২৯

০১. নিচের কোনটি বাংলাদেশের অর্থকারী ফসল নয় ?
ক. পাট
খ. চা
গ. তামাক
ঘ. ধান
উত্তরঃ ঘ

০২. বাংলাদেশের একর প্রতি পাটের ফলন?
ক. ৬৫৬ কেজি
খ. ৫৯৬ কেজি
গ. ৬৯৬ কেজি
ঘ. ৭০৬ কেজি
উত্তরঃ গ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

০৩. ইরাটম কী?
ক. উন্নত জাতের ধান
খ. উন্নত জাতের গম
গ. উন্নত জাতের গম
ঘ. উন্নত জাতের পাট
উত্তরঃ ক

০৪. জুটনে পাটের পরিমাণ কত?
ক. ৩০%
খ. ৪০%
গ. ৭০%
ঘ. ৬০%
উত্তরঃ গ

০৫. বাংলাদেশের কত ভাগ জমিতে পাট চাষ হয়?
ক. ৫%
খ. ৪%
গ. ৬%
ঘ. ৭%
উত্তরঃ ঘ

০৬. সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় কোন জেলায়
ক. ময়মনসিংহ
খ. চাপাইনবাবগঞ্জ
গ. মুন্সীগঞ্জ
ঘ. নাটোর
উত্তরঃ ক

০৭. জুম চাষ হয়-
ক. বরিশালে
খ. ময়মনসিংহে
গ. খাগড়াছড়িতে
ঘ. দিনাজপুরে
উত্তরঃ গ

০৮. বাংলাদেশ বন গবেষণা কেন্দ্র কোথায়?
ক.সিলেটে
খ.মধুপুর
গ.চট্টগ্রামে
ঘ.খুলনায়
উত্তরঃ গ

০৯.চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কোন নদী নিয়ে গবেষণা কেন্দ্র চালু করে?
ক.সাঙ্গু নদী
খ.হালদা নদী
গ. মাতামুহুরী নদী
ঘ.কর্ণফুলী নদী
উত্তরঃ খ

১০. বাংলাদেশের একমাত্র মৎস্য গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত ?
ক. ঢাকা
খ. কক্সবাজার
গ. চট্টগ্রাম
ঘ. ময়মনসিংহ
উত্তরঃ ঘ

১১. KAFCO কোথায় অবস্থিত ?
ক. পাবনা
খ. ঘোড়াশাল
গ. চট্টগ্রাম
ঘ. নারায়ণগঞ্জ
উত্তরঃ গ

১২. জুম চাষের বিকল্প পদ্ধতি –
ক. সল্ট
খ. খন্দক
গ. চারণ
ঘ. ধান
উত্তরঃ ক

১৩. নদী ছাড়া ‘মহানন্দা’ কি?
ক. তরমুজ
খ. আম
গ. সরিষা
ঘ.বাধাকপি
উত্তরঃ খ

১৪. সর্ব প্রথমে যে উপশি ধান এদেশে চালু হয়ে এখনও বর্তমান রয়েছে তা হলো –
ক. ইরি-৮
খ. ইরি-১
গ. ইরি-২০
ঘ. ইরি-৩
উত্তরঃ ক

১৫. বাংলাদেশে সর্বপ্রথম আর্সেনিক ধরা পড়ে –
ক. নারায়ণগঞ্জ
খ. চাঁপাইনবাবগঞ
গ. গোপালগঞ্জ
ঘ. নরসিংদী
উত্তরঃ খ

১৬. আমদানির উপর শুল্ক স্থাপন, গার্হস্থ্য শিল্পের সুরক্ষা, এবং বাংলাদেশ বিদেশি পণ্যের ডাম্পিং নিয়ন্ত্রণ করে কে?
ক) NEC
খ) ECNEC
গ) Planning Commission
ঘ) Tariff Commission
উত্তর ঘ

১৭.’বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরষ্কার’ প্রবর্তন করা হয়–
ক. ৫ এপ্রিল ১৯৭৪
খ. ৫ এপ্রিল ১৯৭৩
গ. ৬ জুন ১৯৭৫
ঘ. ১৫ মে ১৯৭৩
উত্তরঃ খ

১৮. ৫০০ টাকার নোট ছাপানো হয় কোন দেশ থেকে?
ক) ডেনমার্ক
খ) মরিশাস
গ) জার্মানি
ঘ) সুইজারল্যান্ড
উঃ গ

১৯.দেশের একমাত্র জৈব সার কারখানা কোথায় অবস্থিত?
ক. কাপাসিয়া, গাজীপুর
খ. ঈশ্বরদী, পাবনা
গ. দর্শনা, চুয়াডাঙ্গা
ঘ. সোনারগাঁ, নারায়ণগঞ্জ
উত্তরঃ গ

২০.দেশের ২৭তম গ্যাসক্ষেত্র কোনটি?
ক. মোবারকপুর গ্যাসক্ষেত্র
খ. সুনেত্র গ্যাসক্ষেত্র
গ. সিংগাইর গ্যাসক্ষেত্র
ঘ. পাথরিয়া গ্যাসক্ষেত্র
উত্তরঃ ক

২১.বাংলাদেশে রোপা আমন ধান কাটা হয়–
ক. ভাদ্র-আশ্বিন
খ. অগ্রহায়ণ-পৌষ
গ. আষাঢ়-শ্রাবণ
ঘ. মাঘ-ফাল্গুন
উত্তরঃ খ

২২.’ড্রামহেড’ হচ্ছে উন্নতজাতের –
ক. শিম
খ. বাঁধাকপি
গ. গাভী
ঘ. মুরগী
উত্তরঃ খ

২৩.১০০০ টাকার নোট কবে বাজারে ছাড়া হয়?
ক) ২৫ আগস্ট ২০০৮
খ) ২৬ সেপ্টেম্বর ২০০৮
গ) ২৭ অক্টোবর ২০০৮
ঘ) ২৮ নভেম্বর ২০০৮
উঃ গ

২৪.পল্লী সন্চয় ব্যাংক কবে প্রতিষ্ঠা করা হয় ?
ক)২০০৯
খ) ২০১২
গ) ২০১৩
ঘ) ২০১৪
উত্তর : ঘ

২৫. বাংলাদেশে মাথাপিছু আবাদী জমির পরিমান –
ক. ১ একর
খ. ১.৫ একর
গ. ২ একর
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ঘ (০.১৫ একর)

২৬। সমুদ্র উপকূল এলাকায় মোট কয়টি গ্যাসক্ষেত্র আছে ?
ক. একটি
খ. কোনটিই নয়
গ. তিনটি
ঘ. চারটি
উত্তরঃ খ(২)

২৭। BRRI এর সদর দপ্তর কোথায়?
ক) ঢাকা
খ) ময়মনসিংহ
গ) সিলেট
ঘ) কোনটিই নয়
উঃ ঘ (গাজীপুর)

২৮।বাংলাদেশের কৃষি কেমন?
ক) গম প্রধান
খ) ধান প্রধান নিবিড় স্বয়ংভোগী
গ) ধান প্রধান বানিজ্যিক
ঘ) কোনটিই নয়
উত্তর ঃ খ

২৯।ব্রিশাইল কি?
ক) ভূটা
খ)চা
গ)গম
ঘ) কোনটিই নয়
উত্তর ঃ ঘ(ধান)

৩০। কত সালে প্রথম সিকিউরিটি প্রিন্টিং প্রেস থেকে ১০ টাকার নোট মুদ্রণ শুরু হয়?
ক) ১৯৮৩ সালে
খ) ১৯৮৭ সালে
গ) ১৯৮৯ সালে
ঘ) ১৯৮৮ সালে
উঃ গ

৩১। ট্যারিফ কমিশন কোন মন্ত্রণালয়ের অধীন?
ক) বস্ত্র ও পাট
খ) কৃষি
গ) শ্রম
ঘ) বাণিজ্য
উত্তর ঃ ঘ

৩২।সারাদেশে কৃষি উপকরণ উৎপাদন করে
ক) BINA
খ) BADC
গ) BARC
ঘ) BARI
উত্তর ঃ খ

৩৩। গম গবেষণা কেন্দ্র কোথায়?
ক) ঢাকা
খ) গাজীপুর
গ)ময়মনসিংহ
ঘ) কোনটিই নয়
উত্তর ঃ ঘ(দিনাজপুর)

৩৪।বাংলামতি কি?
ক) গম
খ)ধান
গ)সরিষা
ঘ) চা
উত্তর ঃ খ

৩৫। সরকার কত বিঘা কৃষি জমির খাজনা মওকুফ করেছে?
ক)২০
খ)১৫
গ)৩০
ঘ) কোনটিই নয়
উত্তর ঃ ঘ(২৫)

৩৬।ভূমি সংস্কার অধ্যাদেশ চালু হয় কত সালে?
ক)১৯৮০
খ)১৯৮২
গ)১৯৮৪
ঘ)১৯৮৮
উত্তর ঃ গ

৩৭। কোনটি বারোমাসি ফসল নয়?
ক) ঢেড়স
খ) ধান
গ) বেগুন
ঘ)ক+গ
উত্তর ঃ খ

৩৮। কৃষির মৌসুম কতটি?
ক)১
খ)২
গ)৩
ঘ)৪
উত্তর ঃ খ

৩৯।ফসলের মূল বৃদ্ধিতে সহায়তা করে
ক)পটাশ
খ) ক্যালসিয়াম
গ)ফসফরাস
ঘ) নাইট্রোজেন
উত্তর ঃ গ

৪০।দোয়েল কি?
ক)ধান
খ)গম
গ)পাট
ঘ)তামাক
উত্তর ঃ খ

৪১।দেশে প্রথম রাবার বাগান করা হয় কত সালে?
ক)১৯৫১
খ)১৯৬১
গ)১৯৭১
ঘ)১৯৮১
উত্তর ঃ খ

৪২।তুলা চাষের জন্য উপযোগী জেলা
ক) বগুড়া
খ)যশোর
গ)সিলেট
ঘ)ফরিদপুর
উত্তর ঃ খ

৪৩।জাতীয় পাট দিবস কবে?
ক)৫ মার্চ
খ)৬ মার্চ
গ)৭ মার্চ
ঘ)৮ মার্চ
উত্তর ঃ খ

৪৪। জাতীয় VAT দিবস কবে?
ক) ১০ জুলাই
খ)১৫ নভেম্বর
গ) ৩০ নভেম্বর
ঘ) ১০ ডিসেম্বর
উত্তর: ঘ

৪৫। পাটের তৈরি পলিথিন ব্যাগ আবিষ্কার করেন কে?
ক) ড. মকসুদুল আলম
খ)ড. মোবারক হোসেন
গ) ড. তারেক
ঘ) কেহই নয়
উত্তর ঃ খ

৪৬।বাংলাদেশের স্বীকৃতি জিআই পণ্য কতটি ?
ক)২
খ)৩
গ) ৪
ঘ) ৫
উত্তরঃ খ

৪৭) বর্তমানে বৃহৎ শিল্পখাতের উপখাত কয়টি?
ক. ৫
খ. ৪
গ. ৬
ঘ. ৮
উত্তর: খ

৪৮) বর্তমানে দেশে তফসিলি ব্যাংকের সংখ্যা কত?
ক. ৫৯
খ. ৬১
গ. ৫৮
ঘ.৬০
উঃ খ

৪৯) BFSA-এর পূর্ণরূপ কি?
ক. Bnagladesh Fire Safety Authority.
খ. Bnagladesh Food Safety Authority
গ. Bnagladesh Fire Service Authority
ঘ. Bnagladesh Fire Service Asociassion
উত্তরঃ খ

৫০) শিল্প মন্ত্রণালয়ের অধীনে সংস্থা কয়টি?
ক. ৬
খ. ৮
গ. ৫
ঘ. ৪
উত্তর: ঘ

সংগৃহীত : Zakir's BCS specials

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!