প্রিলিমিনারি টেস্ট-৩০

০১. ‘ফাল্গুনী পূর্ণিমা’ কাদের ধর্মীয় উৎসব ?
ক. চাকমাদের
খ. হিন্দুদের
গ. খ্রিস্টানদের
ঘ. বৌদ্ধদের
উত্তরঃ ক

০২. বাংলাদেশের উপজাতি কোনটি ?
ক. রোহিঙ্গা
খ. রাখাইন
গ. হটেনটট
ঘ. নাগা
উত্তরঃ খ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

০৩. বাংলাদেশে কতটি উপজাতীয় প্রতিষ্ঠান আছে?
ক. ৬ টি
খ. ৫ টি
গ. ৪ টি
ঘ. ৩ টি
উত্তরঃ ঘ

০৪.উত্তরবঙ্গে বসবাসকারী আদিবাসীদের ভাষা –
ক. হিন্দি
খ. মৈথিল্য
গ. সাদ্রি
ঘ. কুরুক
উত্তরঃ ঘ

০৫.খিয়াং সম্প্রদায় যেখানে বসবাস করে –
ক. সিলেট
খ. দিনাজপুর
গ. কুয়াকাটা
ঘ. পার্বত্য চট্টগ্রাম
উত্তরঃ ঘ

০৬.’মারমা’ উপজাতিরা বাস করে –
ক. গারো পাহাড়ে
খ. বান্দরবানে চিম্বুক পাহাড়ের পাদদেশে
গ. দিনাজপুরে
ঘ. সিলেটের জয়ন্তিয়া পাহাড়ের পাদদেশে
উত্তরঃ খ

০৭.খাসিয়া উপজাতি বাংলাদেশের কোন জেলায় বাস করে?
ক. ময়মনসিংহ
খ. নেত্রকোণা
গ. সিলেট
ঘ. পার্বত্য চট্টগ্রাম
উত্তরঃ গ

০৮.বাংলাদেশের কোন আদিবাসীদের ক্ষেত্রে সম্পত্তির উত্তরাধিকার নীতি মাতৃসূত্রায় ?
ক. গারো
খ. রাখাইন
গ. চাকমা
ঘ. মুরং
উত্তরঃ ক

০৯.বাংলাদেশের কোন সমাজে মাতৃবাসস্থানিক পরিবার দেখা যায় ?
ক. সাঁওতাল
খ. চাকমা
গ. গারো
ঘ. হিন্দু
উত্তরঃ গ

১০। পাহাড়ে সংখ্যায় ২য় বৃহত্তম ক্ষুদ্র- নৃগোষ্ঠী কোন?
ক) সাঁওতাল
খ) চাকমা
গ) মারমা
ঘ) গারো
উত্তর: গ

১১.কোনটি জন গোষ্ঠীর প্রধান ধর্মীগ্রন্থ ত্রিপিটক ?
ক. ত্রিপুরা
খ. মণিপুরি
গ. সাঁওতাল
ঘ. চাকমা
উত্তরঃ ঘ

১২.উপজাতি সাংস্কৃতিক কেন্দ্রর ‘বিরিসিরি’ কোথায় অবস্থিত?
ক. বান্দরবান
খ. খাগড়াছড়ি
গ. নেত্রকোনা
ঘ. রাঙ্গামাটি
উত্তরঃ গ

১৩.বাংলাদেশের মারমা উপজাতির বর্ষবরণ অনুষ্ঠান কোনটি ?
ক. ইঙ্গবানী
খ. ফাগুয়া
গ. বিঝু
ঘ. সাংগ্রাই
উত্তরঃ ঘ

১৪.’বাওয়ালি’ কারা?
ক. ভাওয়াল অঞ্চলের বাসিন্দা
খ. বাউল সম্প্রদায়
গ. সুন্দরবনের গোলপাতা সংগ্রহকারী
ঘ. চট্টগ্রামের বলী খেলোয়াড়
উত্তরঃ গ

১৫.বাংলাদেশের ত্রিপুরা আদিবাসী গোষ্ঠী যে ধর্মবিশ্বাসের অনুসারী–
ক. বুদ্ধ
খ. খ্রিস্টান
গ. সনাতন
ঘ. মুসলমান
উত্তরঃ গ

১৬. খুমী উপজাতিরা কোথায় বাস করে?
ক. বান্দরবানে
খ. ময়মনসিংহে
গ. দিনাজপুরে
ঘ . জামালপুর
উত্তরঃ ক

১৭.কোনটি জনগোষ্ঠীর মূল আবাস পার্বত্য চট্টগ্রামে নয় ?
ক. খাসিয়া
খ. বম
গ. খুমি
ঘ. চাক
উত্তরঃ ক

১৮.চাকমা জনগোষ্ঠীর লোকসংখ্যা সর্বাধিক-
ক. বান্দরবন জেলায়
খ. খাগড়াছড়ি জেলায়
গ. রাঙামাটি জেলায়
ঘ. সিলেট জেলায়
উত্তরঃ গ

১৯. বাংলাদেশের প্রথম উপজাতীয় কালচারাল একাডেমী প্রতিষ্ঠিত হয় –
ক. রাঙ্গামাটি
খ. নেত্রকোনায়
গ. যশোর
ঘ. রংপুর
উত্তরঃ খ

২০.বাংলাদেশে সাঁওতালরা প্রধানত বাস করে –
ক. সিলেট ও চট্টগ্রামে
খ. ময়মনসিংহ ও টাঙ্গাইলে
গ. রাঙ্গামাটি ও বান্দরবানে
ঘ. রাজশাহী ও দিনাজপুরে
উত্তরঃ ঘ

২১. রাখাইনদের বড় ধর্মীয় উৎসব–
ক. মাঘীপূর্ণিমা
খ. বুদ্ধপূর্ণিমা
গ. বৈশাবী
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ

২২.কোনটি সাঁওতালদের প্রধান বাসস্থান নয় ?
ক. রাজশাহী
খ. দিনাজপুর
গ. বগুড়া
ঘ. ময়মনসিংহ
উত্তরঃ ঘ

২৩. ‘গারো উপজাতি’ কোন জেলায় বাস করে?
ক. টাঙ্গাইল
খ. ময়মনসিংহ
গ. সিলেট
ঘ. পার্বত্য চট্টগ্রাম
উত্তরঃ খ

২৪. ‘রাজবংশী’ উপজাতিরা কোথায় বাস করে?
ক. জয়পুরহাট
খ. রংপুর
গ. মধুপুর
ঘ. শেরপুর
উত্তরঃ খ

২৫. সমতলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোনটি ?
ক. গারো
খ. হাজং
গ. সাঁওতাল
ঘ. মগ
উত্তরঃ গ

২৬.খাসিয়া গ্রামগুলো কি নামে পরিচিত?
ক. বারাং
খ. পাড়া
গ. পুঞ্জি
ঘ. মৌজা
উত্তরঃ গ

২৭.কোন বাংলাদেশী উপজাতির পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক ?
ক. মারমা
খ. খাসিয়া
গ. সাঁওতাল
ঘ. গারো
উত্তরঃ ক

২৮.বাংলাদেশের সর্ববৃহৎ এথনিক গোষ্ঠী –
ক. চাকমা
খ. হাজং
গ. রোহিঙ্গা
ঘ. গারো
উত্তরঃ ক

২৯.খাগড়াছড়ির আদিবাসী রাজা কোন নামে পরিচিত ?
ক. বোমাং রাজা
খ. মগ রাজা
গ. চাকমা রাজা
ঘ. মারমা রাজা
উত্তরঃ ক

৩০. মাতৃতান্ত্রিক পরিবার কোন সমাজে দেখা যায়?
ক. মগ
খ. গারো
গ. মণিপুরী
ঘ. সাঁওতাল
উত্তরঃ খ

৩১. ‘ওয়ানগালা’ উৎসব কাদের?
ক. কুকিদের
খ. গারোদের
গ. চাকমাদের
ঘ. মারমাদের
উত্তরঃ খ

৩২.Bizu is the annual festival of
ক. Garo
খ. Chakma
গ. Santal
ঘ. Marma
উত্তরঃ খ

৩৩.একমাত্র জড় উপাসক উপজাতি–
ক. গারো
খ. মারমা
গ. সাঁওতাল
ঘ. মুরং
উত্তরঃ গ

৩৪. ২০১১ সালের আদমশুমারী অনুযায়ী বাংলাদেশে নারী-পুরুষের অনুপাত-
ক. ১০০ : ১০৬
খ. ১০০ : ১০০.৬
গ. ১০০ : ১০০.৩
ঘ. ১০০ : ১০০
উত্তরঃ গ

৩৫.। ২০১১ সালে বাংলাদেশের জনসংখ্যা কত ছিল?
ক. ১২ কোটি ১৪ লাখ
খ. প্রায় ১৫ কোটি
গ. ১৩ কোটি ১৪ লাখ
ঘ. ১৩ কোটি ৯৩ লাখ
উত্তর: খ

৩৬। একটি দেশে আদমশুমারি সাধারণত কত বছর পর পর হয়?
ক. পাঁচ বছর
খ. দশ বছর
গ. পনেরো বছর
ঘ. বিশ বছর
উত্তর: খ

৩৭.অর্থনৈতিক সমীক্ষা ২০২০ অনুযায়ী বর্তমানে বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করে কোন দেশে?
ক. চীন
খ. ভারত
গ. জার্মানি
ঘ. আমেরিকা
উত্তর: ক

৩৮.অর্থনৈতিক সমীক্ষা ২০২০ অনুসারে প্রতি হাজারে শিশু মৃত্যুহার কত?
ক) ৩০ জন
খ) ২১ জন
গ) ২৪ জন
ঘ) ২৩ জন
উত্তরঃ খ

উঃ ক
৩৯.অর্থনৈতিক সমীক্ষা ২০২০ অনুযায়ী, বাংলাদেশের সাক্ষরতার হার কত?
ক. ৭২.৩
খ. ৬৯. ২
গ. ৭৪.৪
ঘ. ৭১. ২
উত্তরঃ গ

৪০.আদমশুমারি(বাংলাদেশ)-২০১১ অনুয়াযী প্রতি বর্গকিলোমিটারে বাস কতজন লোক বাস করে?
ক.৯৬৪
খ.৯৫০
গ.১০৫০
ঘ.১০৭০
উঃ ক

সংগৃহীত : Zakir's BCS specials

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!