প্রিলিমিনারি টেস্ট ১৪ :
১. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান নির্বাহীর দায়িত্ব কে পালন করেন?
উত্তর : মাননীয় প্রধানমন্ত্রী
২. বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস কবে পালিত হয়?
উত্তর : ২১ নভেম্বর
৩. বাংলাদেশের মুক্তিযুদ্ধ(মুক্তিযোদ্ধা) দিবস কবে পালিত হয়?
উত্তর : ১ ডিসেম্বর
৪. বাংলাদেশ কোন অলিম্পিক গেমস-এ প্রথম অংশগ্রহন করে?
উত্তর : লস এঞ্জেলস
৫. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে কার্যকর বিভাগের সংখ্যা কতটি?
উত্তর : ১৯টি
৬. মুক্তিযুদ্ধে বীরাঙ্গনা উপাধিপ্রাপ্ত হন কতজন নারী?
উত্তর : ১৮৮টি
৭. ভুটান এর আইনসভার নাম কী?
উত্তর : পার্লামেন্ট
৮. রোবট সোফিয়ারন নির্মাতা প্রতিষ্ঠানের নাম কী?
উত্তর : হ্যানসন রোবটিক্স | প্রিলিমিনারি টেস্ট ১৪
৯. দেশের বৃহত্তম যুদ্ধ বিমান ঘাঁটির নাম কী?
উত্তর : বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু
১০. চীন থেকে ক্রয়কৃত বাংলাদেশ নৌ বাহিনীর সাবমেরিন দুটির নাম কি?
উত্তর : নবযাত্রা ও জয়যাত্রা
১১. দেশের সর্বশেষ আবিষ্কৃত গ্যাসক্ষেত্রটির নাম কি?
উত্তর : ভোলা নর্থ
১২. ঢাকা জেলা মুক্তিযুদ্ধের কততম সেক্টরের অন্তর্ভুক্ত ছিল?
উত্তর : ২নং সেক্টর
১৩. জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজরিত বেকার হোস্টেলের কত নম্বর কক্ষকে জাদুঘরে রুপান্তর করা হয়?
উত্তর : ২৪ নম্বর
১৪. সেনাবাহিনীর কত জন সদস্য দ্বিতীয় সর্বোচ্চ সামরিক খেতাব ‘বীর উত্তম’ পদক প্রাপ্ত হয়েছেন?
উত্তর : ৪৯ জন | প্রিলিমিনারি টেস্ট ১৪
১৫. কোন তারিখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন করা হয়?
উত্তর : ১০ জানুয়ারি
১৬. Fire and Fury বইটির রচয়িতা কে?
উত্তর : Michael Wolf
১৭. ডোকলাম উপত্যকা কোন কোন দেশের সাথে সংযুক্ত?
উত্তর : ভারত-ভুটান-চীন
১৮. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রথম দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী কে ছিলেন?
উত্তর : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
১৯. কোন সন থেকে বাংলাদেশের সশস্ত্র বাহিনী জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে অংশগ্রহণ করে আসছে?
উত্তর : ১৯৮৮ সাল
২০. ‘The Modern state’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : R. M. Maclever | প্রিলিমিনারি টেস্ট ১৪
২১. রক্তের কোন গ্রূপ কে সার্বজনীন দাতা বলা হয়?
উত্তর : 0
২২. আয়তনের দিক থেকে বিশ্বের সবচেয়ে বৃহৎ রাষ্ট্র কোনটি?
উত্তর : রাশিয়া
২৩. ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ নাটকের রচয়িতা কে?
উত্তর : সৈয়দ শামসুল হক
২৪. ২০১৫ সালে ইরানের মোট কয়টি দেশের পারমানবিক চুক্তি সাক্ষরিত হয়?
উত্তর : ৬টি
২৫. ‘কান্তজীর মন্দির’ কোন জেলায় অবস্থিত?
উত্তর : দিনাজপুর
২৬. বাংলাদেশ স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তর কোনটি?
উত্তর : ইউনিয়ন পরিষদ
২৭. কোনটি বলের একক?
উত্তর : নিউটন | প্রিলিমিনারি টেস্ট ১৪
২৮. জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি?
উত্তর : এ্যান্টনিও গুন্টোরেস
২৯. বড়পুকুরিয়া কয়লা খনি কোন জেলায় অবস্থিত?
উত্তর : দিনাজপুর
৩০. কোন বিজ্ঞানী রোগ জীবাণু তত্ত্ব আবিষ্কার করেন?
উত্তর : লুই পাস্তুর
৩১. মোবাইল ফোনের আবিষ্কারক কে?
উত্তর : মার্টিন কুপার
৩২. বাংলাদেশের একমাত্র মৎস্য প্রজনন ক্ষেত্র কোনটি?
উত্তর : হালদা নদী
৩৩. ভিওআইপি(VOIP) এর পূর্ণরূপ কী?
উত্তর : ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল
৩৪. বাংলাদেশে পন্য আমদানিতে শীর্ষ দেশ কোনটি?
উত্তর : যুক্তরাষ্ট্র | প্রিলিমিনারি টেস্ট ১৪
৩৫. কত তারিখে বঙ্গবিভাগ রদ ঘোষণা করা হয়?
উত্তর : ১১ ডিসেম্বর ১৯১১
৩৬. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তর : জনাব তাজউদ্দিন আহমেদ
৩৭. বাংলাদেশের তৃতীয় সমুদ্র বন্দর কোন জেলায় অবস্থিত?
উত্তর : পটুয়াখালী
৩৮. ‘আইফেল টাওয়ার’ কোন শহরে অবস্থিত?
উত্তর : প্যারিস
৩৯. বাংলাদেশের অস্ত্র কারখানা কোথায় অবস্থিত?
উত্তর : গাজীপুর
৪০. বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম কি?
উত্তর : বঙ্গভবন | প্রিলিমিনারি টেস্ট ১৪
৪১. রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট-১ এর উৎপাদন ক্ষমতা কত?
উত্তর : 1200 MW
৪২. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের মূলনীতি কয়টি?
উত্তর : ৪টি
৪৩. জাতিসংঘ কোন সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৯৪৫ সালে
৪৪. তামার সাথে কোন ধাতু সংকরায়নে ব্রোঞ্জ উৎপন্ন হয়?
উত্তর : টিন
৪৫. ‘উত্তরা গণভবন’ কোন জেলায় অবস্থিত?
উত্তর : নাটোর
৪৬. কোনটি মাল্টিমিডিয়া সফটওয়্যার?
উত্তর : MS POWERPOINT
৪৭. কোন দেশকে ‘নিশীথ সূর্যের দেশ’ বলা হয়?
উত্তর : নরওয়ে | প্রিলিমিনারি টেস্ট ১৪
৪৮. ‘সেভেন সিস্টার্স’ কোন দেশে অবস্থিত?
উত্তর : ভারত
৪৯. কোনটি বাংলাদেশের একটি রামসার সাইট?
উত্তর : টাঙ্গুয়ার হাওর
৫০. স্বাধীনতা যুদ্ধের অবদানের জন্য কতজন মহিলাকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয়েছে?
উত্তর : ২ জন
৫১. পৃথিবীর একমাত্র উপগ্রহ কি?
উত্তর : চন্দ্র
৫২. ‘বঙ্গবন্ধু শেখ মুজিব’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তর :মযহারুল ইসলাম
৫৩. UNESCO এর সদর দপ্তর কোথায়?
উত্তর :প্যারিস | প্রিলিমিনারি টেস্ট ১৪
৫৪. বঙ্গবন্ধু কখন পাকিস্তানী কারাগার থেকে প্রথম স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন?
উত্তর :১০ জানুয়ারি ১৯৭২
৫৫. সিডর (SIDR) শব্দের অর্থ কি?
উত্তর :চোখ
৫৬. বাংলাদেশের রণসংগীতের রচয়িতা কে?
উত্তর : কাজী নজরুল ইসলাম
৫৭. বাংলা বিরাম চিহ্নের স্রষ্টা কে?
উত্তর : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
৫৮. ‘অপরাজয় বাংলা’ কি?
উত্তর : মুক্তিযুদ্ধের স্মৃতিবাহী ভাস্কর্য
৫৯. মনপুরা- ৭০ কি?
উত্তর : একটি চিত্রশিল্প
৬০. নাসিরাবাদ কোন জেলার পূর্ব নাম?
উত্তর : ময়মনসিংহ
৬১. বাংলাদেশের সবচেয়ে বড় নদী বন্দর কোনটি?
উত্তর : নারায়ণগঞ্জ
৬২. ‘অসমাপ্ত আত্মজীবনী’ কার রচনা?
উত্তর :শেখ মুজিবুর রহমান
৬৩. মহাস্থানগড় কোন জেলায় অবস্থিত?
উত্তর : বগুড়া
৬৪. কম্পিউটার হার্ডওয়্যারের মধ্যে কয়টি অংশ আছে?
উত্তর :৩টি | প্রিলিমিনারি টেস্ট ১৪
৬৫. ‘মা তোর বদন খানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি’ কে লিখেছেন?
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর
৬৬. ‘একখানি ছোট ক্ষেত আমি একলা’- রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার রচনা?
উত্তর :সোনারতরী
৬৭. বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কোনটি?
উত্তর : ১৯৭৩-১৯৭৮
৬৮. বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে?
উত্তর : শ্রীমাভো বন্দরনায়েক
৬৯. মুজিবনগর কোন জেলায় অবস্থিত?
উত্তর : মেহেরপুর
৭০. বয়লার অথবা কেটলির তলায় কিসের স্তর পড়ে?
উত্তর : ক্যালসিয়াম কার্বনেট
৭১. নিচের কোনটি পানি দূষণের প্রাকৃতিক কারণ?
উত্তর : ভূগর্ভস্থ আর্সেনিক | প্রিলিমিনারি টেস্ট ১৪
৭২. ‘এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা’- কে লিখেছেন?
উত্তর : গোবিন্দ হালদার
৭৩. প্রথম বাংলাদেশী এভারেস্ট জয়ী কে?
উত্তর : মুসা ইব্রাহিম
৭৪. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কত?
উত্তর : ১৫
৭৫. নিউমোনিয়া রোগে দেহের কোন অংশ আক্রান্ত হয়?
উত্তর : ফুসফুস
৭৬. ‘কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি’ কবিতাটির রচয়িতা কে?
উত্তর : মাহবুব-উল-আলম
৭৭. ’৫২ এর ভাষা আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কে ছিলেন?
উত্তর : ড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন
৭৮. বিধবা বিবাহ আইন প্রচলনে কার অবদান ছিল?
উত্তর : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
৭৯. ‘ফোর্ট উইলিয়াম কলেজ’ কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৮০০ সালে | প্রিলিমিনারি টেস্ট ১৪
৮০. গর্ভাবস্থায় কোন ঔষধটি অত্যাবশ্যকীয়?
উত্তর : Folice acid
৮১. মস্তিস্ক (Brain) শরীরের আঘাত থেকে রক্ষার করার জন্য যে হাড় আবরণ তৈরি করে তার নাম কী?
উত্তর : Cranium
৮২. যে হরমোনের ঘাটতির জন্য ডায়াবেটিস হয় তা হলো?
উত্তর : Insulin
৮৩. রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান কবে?
উত্তর : ১৯১৩ সালে
৮৪. চিকনগুনিয়া রোগটি কিসের মাধ্যমে ছড়ায়?
উত্তর : এডিস মশা
৮৫. বাংলাদেশের সর্ববৃহৎ তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?
উত্তর : ভেড়ামারায়
৮৬. বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর : জেনেভা
৮৭. সংসদীয় গণতন্ত্র শাসন বিভাগের সকল ক্ষমতা কার কাছে ন্যস্ত থাকে?
উত্তর : প্রধানমন্ত্রীর কাছে
৮৮. জেল হত্যা দিবস কবে?
উত্তর : ৩রা নভেম্বর | প্রিলিমিনারি টেস্ট ১৪
৮৯. মুক্তিযুদ্ধে বাংলাদেশে কয়টি সামরিক সেক্টর ছিল?
উত্তর : ১১টি
৯০. মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান কোথায়?
উত্তর : যশোর
৯১. বাংলাদেশের ক্রিকেট দলের প্রথম টেস্ট অধিনায়ক কে ছিলেন?
উত্তর : নাইমুর রহমান দুর্জয়
৯২. বাংলাদেশ সংসদ ভবনের স্থপতি কে?
উত্তর : লুই আই কান
৯৩. ব্রিটিশ রাজপরিবারের বাসভবনের নাম কি?
উত্তর : বাকিংহাম প্যালেস
৯৪.হালদা ভ্যালি কোথায় অবস্থিত?
উত্তর : খাগড়াছড়ি
৯৫. অন্ধদের জন্য লিখনরীতির উদ্ভাবন করেন কে?
উত্তর : ব্রেইল
৯৬. কোন দেশের মহিলারা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করেন?
উত্তর : নিউজিল্যান্ড
৯৭.হোয়াংহো নদীর উৎপত্তিস্থল কোথায়?
উত্তর : কুয়েনলুন পর্বত
৯৮. গ্রিন হাউজ ইফেক্টের কারনে বাংলাদেশে কোন ধরনের ক্ষতি হতে পারে?
উত্তর : নিম্নভূমি নিমজ্জিত হবে
৯৯. ফ্রান্সের মহান সম্রাট নেপোলিয়নের জীবনাবসান হয় কোথায়?
উত্তর : সেন্ট হেলেনা দ্বীপে
১০০. ‘উইঘর’ কি? প্রিলিমিনারি টেস্ট ১৪
উত্তর : চীনের একটি সম্প্রদয়ের নাম
১০১. ‘আলোকিত মানুষ চাই’ -এটি কোন প্রতিষ্ঠানের শ্লোগান?
উত্তর : বিশ্ব সাহিত্য কেন্দ্র
১০২. কোনটি পানিতে দ্রবীভূত হয় না?
উত্তর : ক্যালসিয়াম কার্বনেট
১০৩. বৈদ্যুতিক মিটারে এক ইউনিট বিদ্যুৎ খরচ বলতে বুঝায়?
উত্তর :এক কিলোওয়াট-ঘন্টা
১০৪. ফল পাকানোর জন্য দায়ী কী?
উত্তর : ইলিথিন
১০৫. গোল্ডেন মিন (Golden Mean) হলো—
উত্তর : দুটি চরম পন্থার মধ্যবর্তী অবস্থা
১০৬. বাংলাদেশের জাতীয় আয় গণনায় দেশের অর্থনীতিকে ক’টি খাতে ভাগ করা হয়?
উত্তর : ১৫ টি
১০৭. চাঁদ দিগন্তের কাছে অনেক বড় দেখায় কেন?
উত্তর :বায়ুমন্ডলীয় প্রতিসরণে
১০৮. হারারে’র পূর্ব নাম কি?
উত্তর: সলসব্যারী
১০৯. পৃথিবীর সর্বাপেক্ষা বেশি গম উৎপাদনকারী দেশ কোনটি?
উত্তর : চীন
১১০. ২০১১ সালের আদমশুমারী অনুযায়ী বাংলাদেশে নারী -পুরুষের অনুপাত কত ছিল?
উত্তর : ১০০ :১০০.৩
১১১. সার্ক দুযোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত?
উত্তর: নতুন দিল্লি
১১২. ফিশারিজ ট্রেনিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
উত্তর: চাঁদপুরে
১১৩. বাংলাদেশে ২৭তম গ্যাস ক্ষেত্র কোথায় অবস্থিত?
উত্তর : ভোলায় | প্রিলিমিনারি টেস্ট ১৪
১১৪. ১৯৫৪ সালের সাধারন নির্বাচনে যুক্তফ্রন্টের নির্বাচনী ইশতেহারে কয়টি দফা ছিল?
উত্তর : ২১ দফা