পাটিগণিত-২৭

প্রশ্নঃ কোন আসল ৩ বছরে সুদ আসলে ৪৬০ টাকা এবং ৫ বছরে সুদ আসলে ৫০০ টাকা হলে শতকরা সুদের হার কত?
ক. ১০ টাকা
খ. ২০ টাকা
গ. ১৫ টাকা
ঘ. ৫ টাকা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বার্ষিক ১০% সরল সুদে কত টাকা ৫ বছরে সুদে-আসলে ৭৫০ টাকা হবে?
ক. ৫০০ টাকা
খ. ৫৫০ টাকা
গ. ৬০০ টাকা
ঘ. ৬৫০ টাকা
উত্তরঃ ক

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ Which of the following is equal to 0.45?/নিচের কোনটি ০.৪৫ এর সমান?
ক. 0.045%
খ. 0.45%
গ. 4.5%
ঘ. 45%
ঙ. None of these
উত্তরঃ ঘ

প্রশ্নঃ What annual rate was paid if Tk 50000 earned Tk 3000 in interest in 2 years?/শতকরা বার্ষিক কত হার সুদে ৫০০০০ টাকার ২ বছরের সুদ ৩০০০ টাকা হবে?
ক. 3%
খ. 6%
গ. 9%
ঘ. 12%
উত্তরঃ ক

প্রশ্নঃ ১/২ এর শতকরা কত ৩/৪ হবে?
ক. ১২০%
খ. ১২৫%
গ. ১৪০%
ঘ. ১৫০%
উত্তরঃ ঘ

প্রশ্নঃ নিচের কোনটি ৪৮ : ৬০ এর শতকরায় প্রকাশ?
ক. ৮০%
খ. ৭৫%
গ. ৬০%
ঘ. ৪৮%
উত্তরঃ ক

প্রশ্নঃ শতকরা কত হার সুদে ৫ বছরে ৪০০ টাকার সুদ ১৪০ টাকা হবে?
ক. ৭ টাকা
খ. ৫ টাকা
গ. ৩ টাকা
ঘ. ১২ টাকা
উত্তরঃ ক

প্রশ্নঃ সুদের হার শতকরা ৭ টাকা হলে ৬৫০ টাকার ছয় বছরের সুদ হবে?
ক. ২৭০ টাকা
খ. ২৭৩ টাকা
গ. ২৭২ টাকা
ঘ. ২৭৫ টাকা
উত্তরঃ খ

প্রশ্নঃ Due to reduction in the bus fare by 15%, the number of passengers in certain route increased by 40%. What will be the percentage of increase in revenue?/বাসের ভাড়া ১৫% কমে যাওয়ায় একটি রুটে পরিবহন ৪০% বেড়ে গেল। শতকরা কত ভাগ রাজস্ব বৃদ্ধি পেল?
ক. 17
খ. 19
গ. 20
ঘ. 25
ঙ. 21
উত্তরঃ খ

প্রশ্নঃ ১০০ টাকায় ২৫টি আম ক্রয় করে ১০০ টাকায় ২০টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
ক. ১৫
খ. ২০
গ. ২২
ঘ. ২৫
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন একটি জিনিস নির্মাতা ২০% লাভে ও খুচরা বিক্রেতা ২০% লাভে বিক্রয় করে। যদি ঐ জিনিসের নির্মান খরচ ১০০ টাকা হয় তবে খুচরা মূল্য কত?
ক. ১৪০ টাকা
খ. ১২০ টাকা
গ. ১৪৪ টাকা
ঘ. ১২৪ টাকা
উত্তরঃ গ

প্রশ্নঃ ২৫/৪% সুদে কত সময়ে ৯৬ টাকার সুদ ১৮ টাকা হয়?
ক. ২ বছরে
খ. ৩ বছরে
গ. ৪ বছরে
ঘ. ৬ বছরে
উত্তরঃ খ

প্রশ্নঃ চারটি কমলা ২০ টাকায় কিনে ৩০ টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে?
ক. ১০%
খ. ৫০%
গ. ২৫%
ঘ. ৩০%
উত্তরঃ খ

প্রশ্নঃ How much interest will Tk.2000 earn at an annual rate of 10% in one year if the interest is compounded every 6 months?/বার্ষিক ১০% হার সুদে ষান্মাসিক চক্রবৃদ্ধিতে ২০০০ টাকার ১ বছরের সুদ কত?
ক. 200
খ. 210
গ. 220
ঘ. None of these
উত্তরঃ ঘ

প্রশ্নঃ নির্দিষ্ট দামে একটি দ্রব্য বিক্রয় করাতে ২০% ক্ষতি হলো এটি ৬০.০০ টাকা বেশি মূল্যে বিক্রয় করতে পারলে ১০% লাভ হত। দ্রব্যটির ক্রয়মূল্য কত?
ক. ২০০.০০ টাকা
খ. ৩০০.০০ টাকা
গ. ১৬০.০০ টাকা
ঘ. ২২০.০০ টাকা
উত্তরঃ ক

প্রশ্নঃ শতকরা বার্ষিক ২৫/২% টাকা সুদে কত টাকা ৪ বছরের সুদ ১০০ টাকা হবে?
ক. ২০০ টাকা
খ. ২৫০ টাকা
গ. ৩০০ টাকা
ঘ. ৪০০ টাকা
উত্তরঃ ক

প্রশ্নঃ A shirt marked Tk 12.50 is sold at Tk 10.00. The rate of discount on the marked price is—/একটি শার্টের ধার্য মূল্য ১২.৫০ টাকা। কিন্তু শার্টটি ১০ টাকায় বিক্রয় হলো। ধার্যমূল্যের সাপেক্ষে কত ছাড় দেওয়া হলো?
ক. 2%
খ. 2.5%
গ. 20%
ঘ. 25%
উত্তরঃ গ

প্রশ্নঃ একটি গণিতের বই প্রকৃত মূল্যের শতকরা ৮৫ ভাগ মূল্যে ৬৮ টাকায় বিক্রয় হলো? বইটির প্রকৃত মূল্য কত?
ক. ৭২ টাকা
খ. ৬০ টাকা
গ. ৮০ টাকা
ঘ. ৯০ টাকা
উত্তরঃ গ

প্রশ্নঃ টাকায় 5টি মার্বেল বিক্রয় করায় 12% ক্ষতি হয়। 10% লাভ করতে হলে টাকায় কয়টি বিক্রয় করতে হবে?
ক. 4 টি
খ. 3 টি
গ. 2 টি
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক

প্রশ্নঃ Harun wants to buy a dress priced at tk 89.75. If the sales tax is 8%, what is the total amount he must pay for his dress?/হারুন ৮৯.৭৫ টাকা মূল্যমানের একটি ড্রেস ক্রয় করতে ইচ্ছুক। যদি বিক্রয়মূল্যের উপর ৮% কর দিতে হয়, তবে হারুনকে ড্রেস বাবদ কত টাকা পরিশোধ করতে হবে?
ক. Tk 71.80
খ. Tk 82.57
গ. Tk 96.93
ঘ. Tk 97.75
ঙ. None of these
উত্তরঃ গ

প্রশ্নঃ এক ব্যক্তি প্রতি ডজন ১৮ টাকা হিসাবে কমলা ক্রয় করেন। তিনি তিনিটি কমলার ক্রয়মূলে দুটি বিক্রয় করেন। প্রতি ডজন কমলার বিক্রয়মূল্য কত?
ক. ২৪
খ. ২৭
গ. ৩৬
ঘ. ৪২
উত্তরঃ খ

প্রশ্নঃ 10% মুনাফায় 3000 টাকা এবং 8% মুনাফায় 2000 টাকা বিনিয়োগ করলে মোট মুলধনের উপর গড়ে শতকরা কত হারে মুনাফা পাওয়া যাবে?
ক. 9%
খ. 9.2%
গ. 8%
ঘ. 8.2%
উত্তরঃ খ

প্রশ্নঃ একজন চাকুরীজীবীর ১/১০ অংশ কাপড় ক্রয়ে, ১/৩ অংশ খাদ্য ক্রয়ে, ১/৫ অংশ ভাড়ায় ব্যয় হয়। তার আয়ের শতকরা কতভাগ অবশিষ্ট রইল?
ক. ১১০/৩%
খ. ১১৩/৩%
গ. ১২৭/৩%
ঘ. ১৪০/৩%
উত্তরঃ ক

প্রশ্নঃ সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোন মূলধন ৮ বছরে সুদে-আসলে তিনগুন হবে?
ক. ১২.৫০ টাকা
খ. ২০ টাকা
গ. ২৫ টাকা
ঘ. ১৫ টাকা
উত্তরঃ গ

প্রশ্নঃ ৫ টাকায় ৮টি করে কলা বিক্রয় করলে ২৫% ক্ষতি হয়। প্রতি ডজন কলার দাম কত?
ক. ১৫ টাকা
খ. ১০ টাকা
গ. ১২ টাকা
ঘ. ১৬ টাকা
উত্তরঃ খ

প্রশ্নঃ বার্ষিক ৪.৫% হার সুদে কত টাকা বিনিয়োগ করলে ৪ বছরে তা ৮২৬ টাকা হবে?
ক. ৪৫৮ টাকা
খ. ৬৫০ টাকা
গ. ৭০০ টাকা
ঘ. ৭২৫ টাকা
উত্তরঃ গ

প্রশ্নঃ ১৪৪ কোন সংখ্যার ৪০%?
ক. ১৬০
খ. ২৬০
গ. ৩৬০
ঘ. ৩৭০
উত্তরঃ গ

প্রশ্নঃ একটি দ্বীপের লোকসংখ্যা ৬৫০৬৫০। ঘূর্ণিঝড়ে শতকরা ২০ ভাগ লোক নিহত হয়। ঐ দ্বীপে ঘূর্ণিঝড়ের পর লোকসংখ্যা কতজন?
ক. ৫০০০০০ জন
খ. ৫২০০০০ জন
গ. ৫২০৫২০ জন
ঘ. ৫২২৫২২ জন
উত্তরঃ গ

প্রশ্নঃ শতকরা ৫ টাকা হার সুদে ২০ বৎসরে সুদে-আসলে ৪০০০০ টাকা হয়। মূলধনের পরিমাণ কত ছিল?
ক. ২৫০০০ টাকা
খ. ১০০০০ টাকা
গ. ১৫০০০ টাকা
ঘ. ২০০০০ টাকা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ৫০০ টাকার আম কত টাকায় বিক্রয় করলে ৭/২% লাভ হবে?
ক. ৫১০.০০
খ. ৫১২.৫০
গ. ৫১৭.৫০
ঘ. ৫১৫.৫০
উত্তরঃ গ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!