প্রশ্নঃ শতকরা ৫ টাকা হার সুদে ১২০ টাকা তিন বছরে সুদে-আসলে কত হয়?
ক. ১৩৫
খ. ১৩৭.৫
গ. ১৩৮
ঘ. ১৪৮
উত্তরঃ গ
প্রশ্নঃ ৪৫০ টাকা বার্ষিক ৬% সুদে কত বছরে সুদে-আসলে ৫৫৮ টাকা হবে?
ক. ৩ বছরে
খ. ৪ বছরে
গ. ৫ বছরে
ঘ. ৬ বছরে
উত্তরঃ খ
প্রশ্নঃ ১০ এর ৩০% কোন সংখ্যার ১০%?
ক. ৩০
খ. ৬০
গ. ৩০
ঘ. ৬০০
উত্তরঃ ক, গ
প্রশ্নঃ চিনির মূল্য শতকরা ১০ টাকা বৃদ্ধি পেলে চিনির ব্যবহার শতকরা কত কমালে পরিবারের চিনির খরচের কোন পরিবর্তন হবে না?
ক. ১০০/১১
খ. ৯৫/১১
গ. ১০২/১১
ঘ. ৯৩/১১
উত্তরঃ ক
প্রশ্নঃ একটি ঘড়ি ১০% ক্ষতিতে বিক্রয় হলো। বিক্রয়মূল্য ৪৫ টাকা বেশি হলে ৫% লাভ হতো। ঘড়িটির ক্রয়মূল্য কত?
ক. ২৫০ টাকা
খ. ৩০০ টাকা
গ. ৩৫০ টাকা
ঘ. ৪০০ টাকা
উত্তরঃ খ
প্রশ্নঃ চিনির মূল্য ২০% কমলো, কিন্তু চিনির ব্যবহার ২০% বৃদ্ধি পেল। এতে চিনি বাবদ ব্যয় শতকরা কত বাড়লো বা কমলো?
ক. ১% বাড়লো
খ. ২% কমলো
গ. ৩% বাড়লো
ঘ. ৪% কমলো
উত্তরঃ ঘ
প্রশ্নঃ একটি দ্রব্য ৩৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হলো। শতকরা ক্ষতির হার কত?
ক. ৪%
খ. ৫%
গ. ৬%
ঘ. ৭%
উত্তরঃ খ
প্রশ্নঃ ক একটি জিনিস খ এর নিকট ২০% লাভে বিক্রি করে। খ জিনিসটি গ-এর নিকট ক এর ক্রয়মূল্যে বিক্রি করে। খ-এর শতকরা কত ক্ষতি হয়?
ক. ৫০/৩%
খ. ২০/৩%
গ. ৪৯/৩%
ঘ. ১৯/৩%
উত্তরঃ ক
প্রশ্নঃ A company increases every year salary of an officer by 20%. His salary in the year 2001 was Tk 26640. What was his salary in 1999?/একটি কোম্পানী তার একজন কর্মকর্তার বেতন প্রতি বছর ২০% করে বৃদ্ধি করে। ২০০১ সালে ঐ কর্মকর্তার বেতন ২৬৬৪০ টাকা হলে, ১৯৯৯ সালে বেতন কত ছিল?
ক. Tk 20000
খ. Tk 19028
গ. Tk 18840
ঘ. Tk 18500
ঙ. Tk 20840
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ৫-এর কত শতাংশ ৭ হবে?
ক. ৪০
খ. ১২৫
গ. ৯০
ঘ. ১৪০
উত্তরঃ ঘ
প্রশ্নঃ একটি মোটর সাইকেল ৩৬০০০ টাকায় বিক্রয় করায় ২০% ক্ষতি হল। কত টাকায় বিক্রয় করলে ১৬% লাভ হত?
ক. ৫৩০০০
খ. ৫০০০০
গ. ৫২২০০
ঘ. ৫৫০০০
উত্তরঃ গ
প্রশ্নঃ ৯ টাকার শতকরা ৭ অপেক্ষা ১১ টাকার শতকরা ৬ কত বেশি?
ক. ০.০০৩ টাকা
খ. ০.০৩ টাকা
গ. ০.৩০ টাকা
ঘ. ৩.০০ টাকা
উত্তরঃ খ
প্রশ্নঃ একখানা গাড়ির মূল্য ১৫০০ টাকা ও একটি ঘোড়ার মূল্য ২০০০ টাকা। যদি গাড়ির মূল্য শতকরা ৫ টাকা ও ঘোড়ার মূল্য শতকরা ৮ টাকা বৃদ্ধি পায়, তবে গাড়ি ও ঘোড়ার মূল্য একত্রে কত হবে?
ক. ৩৫৩৭
খ. ৩৭৩৫
গ. ৩৫৯৭
ঘ. ৩৭৭৫
উত্তরঃ খ
প্রশ্নঃ শতকরা বার্ষিক ৫ টাকা হার সুদে কত বছরে ১৭৫ টাকার সুদ ৮৭.৫০ টাকা হবে?
ক. ৬ বছর
খ. ৮ বছর
গ. ১০ বছর
ঘ. ১২ বছর
উত্তরঃ গ
প্রশ্নঃ An employee pays 3 workers x,y,z a total of Tk 600 a week. X is paid 125% of the amount Y and 80% of the amount Z is paid. How much does x make a week?/একজন চাকুরীজীবী x,y.z নামক ৩ জন শ্রমিককে সপ্তাহে ৬০০ টাকা পারিশ্রমিক দেয়। x এর পারিশ্রমিক y এর পারিশ্রমিকের ১২৫% এর সমান এবং z এর পারিশ্রমিকের ৮০% এর সমান। x এর সাপ্তাহিক পারিশ্রমিক কত?
ক. 200
খ. 210
গ. 230
ঘ. None of these
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বার্ষিক সুদের হার ৫% থেকে হ্রাস পেয়ে ১৯/৪% হওয়ায় এক ব্যক্তির ৮০ টাকা আয় কমে গেল। তার মূলধন কত ছিল?
ক. ৩২০০ টাকা
খ. ৩২০০০ টাকা
গ. ২৪০০০ টাকা
ঘ. ৩৬০০০ টাকা
উত্তরঃ খ
প্রশ্নঃ ২৯ সংখ্যাটি কোন সংখ্যার ১০%?
ক. ৮৭
খ. ২৭০
গ. ২৬৯
ঘ. ২৪৯
ঙ. ২৯০
উত্তরঃ ঙ
প্রশ্নঃ শতকরা বার্ষিক ১২ টাকা হারে ৬০০ টাকার ৬ মাসের সুদ কতো হবে?
ক. ২৪ টাকা
খ. ৪৮ টাকা
গ. ৬০ টাকা
ঘ. ৩৬ টাকা
উত্তরঃ ঘ
প্রশ্নঃ x টাকার x% হার সরল মুনাফায় ৪ বছরের মুনাফা x টাকা হলে x = কত?
ক. ৫০ টাকা
খ. ২৫ টাকা
গ. ২৫.৫০ টাকা
ঘ. ৭৫ টাকা
উত্তরঃ খ
প্রশ্নঃ The interest charged on a loan is Tk p per Tk 10000 for the first monthand Tk q per Tk 10000 for each month after first month. How much interest will be charged during the first 3 monrhs on a loan of Tk 10000?/ঋণ গ্রহণের ক্ষেত্রে প্রথম মাসের জন্য প্রতি হাজারে p টাকা এবং পরবর্তী প্রতি মাসের জন্য প্রতি হাজারে q টাকা সুদ ধার্য করা হয়েছে। ১০০০০ টাকা তিনমাসের জন্য ঋণ নেওয়া হলে কত টাকা সুদ পরিশোধ করতে হবে?
ক. 30p
খ. 30q
গ. 20p+10q
ঘ. 10p+20q
উত্তরঃ ঘ
প্রশ্নঃ যদি ১২ সদস্যবিশিষ্ট কোন কমিটির সদস্যদের মধ্যে ৯ জন মহিলা হয়, তা হলে সদস্যের কত ভাগ পুরুষ?
ক. ৩০%
খ. ৭৫%
গ. ২৫%
ঘ. ৪০%
উত্তরঃ গ
প্রশ্নঃ একটি শার্টের মূল্য ২৫০ টাকা লেখা আছে। কিন্তু শার্টটি ২০০ টাকায় বিক্রয় হলো। লিখিত মূল্য প্রকৃত মূল্য হলে শতকরা কত হ্রাসকৃত মূল্যে বিক্রি হলো?
ক. ৪০
খ. ৫০
গ. ৮০
ঘ. ২০
উত্তরঃ গ
প্রশ্নঃ একটি শার্ট ও একটি প্যান্টের মূল্য ৫২৫ টাকা। যদি শার্টের মূল্য ৫% এবং প্যান্টের মূল্য ১০% বৃদ্ধি পায়, তাহলে ঐগুলো কিনতে ৫৬৮.৭৫ টাকা লাগে। প্রতিটি শার্ট ও প্যান্টের মূল্য কত?
ক. শার্টের মূল্য ১৫০ টাকা ও প্যান্টের মূল্য ৩৭৫ টাকা
খ. শার্টের মূল্য ১৬৫ টাকা ও প্যান্টের মূল্য ৩৬০ টাকা
গ. শার্টের মূল্য ১৭০ টাকা ও প্যান্টের মূল্য ৩৫৫ টাকা
ঘ. শার্টের মূল্য ১৭৫ টাকা ও প্যান্টের মূল্য ৩৫০ টাকা
উত্তরঃ ঘ
প্রশ্নঃ প্রতি বছর ৮ টাকা হারে লাভের চুক্তিতে ১০০০ টাকা বিনিয়োগ করে ২ বছর পর ঐ বিনিয়োগকারী মোট কত টাকা লাভ পাবে?
ক. ১৬০ টাকা
খ. ১৬৫ টাকা
গ. ১৬৬.৪ টাকা
ঘ. ১৭০ টাকা
উত্তরঃ ক
প্রশ্নঃ একটি মটর সাইকেল ১২% ক্ষতিতে বিক্রি করা হলো। যদি বিক্রয় মূল্য ১২০০ টাকা বেশি হতো, তাহলে ৮% লাভ হতো। মটর সাইকেলের ক্রয় মূল্য-
ক. ৬০০০ টাকা
খ. ৫০০০ টাকা
গ. ৪০০০ টাকা
ঘ. ৮০০০ টাকা
উত্তরঃ ক
প্রশ্নঃ একটি ভোট কেন্দ্রে উপস্থিত ভোটারদের ৫৫% ভোট পেয়ে একজন প্রার্থী নির্বাচিত হয়েছেন। তিনি তার একমাত্র প্রতিদ্বন্দী অপেক্ষা ১০০০০ ভোট বেশি পেয়েছেন। ভোট কেন্দ্রে কত জন ভোটার উপস্থিত ছিল?
ক. ১১০০০০
খ. ১১১০০০
গ. ১০০০০০
ঘ. ১০১০০০
উত্তরঃ গ
প্রশ্নঃ ৯০ কোন সংখ্যার ৭৫%?
ক. ১২০
খ. ১২৫
গ. ১৫০
ঘ. ২৭৫
উত্তরঃ ক
প্রশ্নঃ শতকরা বলতে কি বুঝায়?
ক. একটি ভগ্নাংশ
খ. একটি সম্পূর্ণ সংখ্যা
গ. একটি ভগ্নাংশ যার হর ১০০
ঘ. একটি ভগ্নাংশ যার হর ১ ও লব ১০০
উত্তরঃ গ
প্রশ্নঃ শতকরা বার্ষিক কত হার সুদে ১ বছরে সুদ, আসলের ১/৫ অংশ হবে?
ক. ১০%
খ. ১৫%
গ. ২০%
ঘ. ২৫%
উত্তরঃ গ
প্রশ্নঃ এক ব্যবসায়ী একটি পণ্যের মূল্য ২৫% বাড়াল, অতঃপর বর্ধিত মূল্য থেকে ২৫% কমালো। সর্বশেষ মূল্য সর্বপ্রথম মূল্যের তুলনায়–
ক. ৪.৫% কমানো হয়েছে
খ. ৬.২৫% কমানো হয়েছে
গ. ৫% বাড়ানো হয়েছে
ঘ. ৬.২৫% বাড়ানো হয়েছে
উত্তরঃ খ
আরো পড়ুন: