প্রশ্নঃ যদি ১০ জন যুবক ও ৫ জন বালক একটি কাজ ১০ দিনে করতে পারে, তবে ২০ জন যুবক ও ১০ জন বালক ঐ কাজটি কতদিনে করতে পারবে?
ক. ২০ দিনে
খ. ১৫ দিনে
গ. ৩০ দিনে
ঘ. ৫ দিনে
উত্তরঃ ঘ
প্রশ্নঃ Mr X can finish awork in 6 days and Mr Y can finish the same work in 8 days. How long will it take to finish the work togather?/ X ও Y একটি কাজ যথাক্রমে ৬ দিনে ও ৮ দিনে করতে পারে। তারা একত্রে কাজটি কত দিনে করতে পারবে?
ক. 7 days
খ. 6 days
গ. 8 days
ঘ. 22/7 days
ঙ. 23/7 days
উত্তরঃ ঙ
প্রশ্নঃ If 3 apples cost 19 sents, how many apples can be purchesed for $ 1.52?/৩ টি আপেলের মূল্য ১৯ সেন্ট। ১.৫২ ডলারে কতটি আপেল পাওয়া যাবে?
ক. 15
খ. 19
গ. 22
ঘ. 24
ঙ. 26
উত্তরঃ ঘ
প্রশ্নঃ একজন পুরুষ যে কাজ ১ দিনে করে, ঐ কাজ একজন স্ত্রীলোকের করতে ৩ দিন লাগে। একটি কাজ ১৫ জন পুরুষ ১ দিনে করতে পারে। ঐ কাজ এক দিনে করতে কত জন স্ত্রীলোক প্রয়োজন?
ক. ৩০
খ. ৪৫
গ. ৯০
ঘ. ১৩৫
উত্তরঃ খ
প্রশ্নঃ ৬ ফুট দীর্ঘ বাঁশের ৪ ফুট দীর্ঘ ছায়া হয়। একই সময়ে একটি গাছের ছায়া ৬৪ ফুট লম্বা। গাছটির উচ্চতা কত ফুট?
ক. ৯৬
খ. ৭২
গ. ১৯২
ঘ. ৪৪
উত্তরঃ ক
প্রশ্নঃ স্বপন ও বকুল একটি কাজ পৃথক ভাবে যথাক্রমে ২০ দিনে ও ৩০ দিনে করতে পারে। উভয়ে এক সঙ্গে কাজটি কতদিনে করতে পারবে?
ক. ১০ দিনে
খ. ১২ দিনে
গ. ১৪ দিনে
ঘ. ১৫ দিনে
উত্তরঃ খ
প্রশ্নঃ ক একটি কাজ ১০ দিনে করতে পারে এবং খ ঐ কাজটি ১৫ দিনে করতে পারে। ক ও খ একত্রে ৫ দিন কাজ করার পর খ চলে গেল।বাকী কাজ ক একা কত দিনে করতে পারবে?
ক. ৫/৩ দিন
খ. ৪/৩ দিন
গ. ২ দিন
ঘ. ১ দিন
উত্তরঃ ক
প্রশ্নঃ যদি কোন একটি আলাদাভাবে সম্পন্ন করতে করিমের ৪৫ মিনিট এবং রহিমের ৩০ মিনিট সময় লাগে তবে উভয়ে একত্রে ঐ কাজটি কত মিনিটে সম্পন্ন করতে পারবে?
ক. ১৫
খ. ১৮
গ. ২১
ঘ. কোনটিই না
উত্তরঃ খ
প্রশ্নঃ যদি ৩ জন পুরুষ ও ৫ জন বালক একটি কাজ ২০ দিনে করতে পারে তবে ৪ জন পুরুষ ও ১০ জন বালক ঐ কাজটি কত দিনে করতে পারবে?
ক. ১০ দিনে
খ. ৯ দিনে
গ. ৮ দিনে
ঘ. ৬ দিনে
উত্তরঃ ঘ
প্রশ্নঃ যদি ১০টি জাহাজের ১০ দিনে ১০ ট্যাংক তেল লাগে তবে ১টি জাহাজের ১ ট্যাংক তেল দিয়ে কতদিন চলবে?
ক. ১ দিন
খ. ৫ দিন
গ. ১০ দিন
ঘ. ২০ দিন
উত্তরঃ গ
প্রশ্নঃ একটি রেসিপিতে তিনটি ডিম এবং দুই কাপ দুধ প্রয়োজন। যদি উক্ত রেসিপিতে আটটি ডিম ব্যবহার করা হয় তবে কত কাপ দুধ প্রয়োজন?
ক. ২৪/৫
খ. ১৬/৩
গ. ১১/২
ঘ. ২৯/৫
উত্তরঃ খ
প্রশ্নঃ দুই ব্যক্তি একত্রে একটি কাজ ৮ দিনে করতে পারে। প্রথম ব্যক্তি একাকী কাজটি ১২ দিনে করতে পারে। দ্বিতীয় ব্যক্তি একাকী কাজটি কত দিনে করতে পারবে?
ক. ২০ দিন
খ. ২৫ দিন
গ. ২৪ দিন
ঘ. ৩০ দিন
উত্তরঃ গ
প্রশ্নঃ তিনটি মেশিন একটি কাজ যথাক্রমে ৪, ৫, ৬ ঘন্টায় করতে পারে। দুইটি মেশিন সর্বোচ্চ ক্ষমতায় কাজ করে এক ঘন্টায় কতটুকু কাজ করতে পারে?
ক. ১১/১৩
খ. ৯/২০
গ. ৩/৫
ঘ. ১১/১৫
উত্তরঃ খ
প্রশ্নঃ যদি ২ জন টাইপিস্ট ২ মিনিটে ২ পৃষ্টা টাইপ করতে পারে তবে কতজন টাইপিস্ট ৬ মিনিটে ১৮ পৃষ্ঠা টাইপ করতে পারবে?
ক. ৩
খ. ৬
গ. ৯
ঘ. ১৮
উত্তরঃ খ
প্রশ্নঃ ১৫টি গরুর মূল্য ৫টি ঘোড়ার মূল্যের সমান। ২টি ঘোড়ার মূল্য ৩০০০ টাকা হলে ৩টি গরুর মূল্য কত?
ক. ১০০০ টাকা
খ. ১৮০০ টাকা
গ. ১৫০০ টাকা
ঘ. ২০০০ টাকা
উত্তরঃ গ
প্রশ্নঃ দুইজন পুরুষ ও দুইজন মহিলা যে কাজ ছয় দিনে সম্পন্ন করতে পারে, সেই কাজ দুইজন পুরুষ ও চারজন মহিলা চার দিনে সম্পন্ন করতে পারে। একজন পুরুষ ঐ কাজ কত দিনে সম্পন্ন করতে পারে?
ক. ১৬ দিনে
খ. ২৮ দিনে
গ. ২৪ দিনে
ঘ. ২০ দিনে
উত্তরঃ গ
প্রশ্নঃ তিনজন শ্রমিক একটি কাজ ১২ দিনে করতে পারে। শ্রমিকদের মধ্যে ২ জন প্রত্যেকে তৃতীয় শ্রমিকের চেয়ে দ্বিগুণ দ্রুততায় কাজ করতে পারে। একজন দ্রুততর শ্রমিক একাকী কাজটি কতদিনে শেষ করতে পারবে?
ক. ২৪
খ. ৩০
গ. ৩২
ঘ. কোনটিই না
উত্তরঃ খ
প্রশ্নঃ একটি দুর্গে ৫০০ জন লোকের ২০ দিনের খাদ্য মজুদ আছে। ৫ দিন পরে ১০০ জন লোক চলে গেলে বাকি খাদ্যে আর কত দিন চলবে?
ক. ৩৩/২ দিন
খ. ৩৫/২ দিন
গ. ৭৫/৪ দিন
ঘ. ৩৯/২ দিন
উত্তরঃ গ
প্রশ্নঃ ১২ জন শ্রমিক ৩ দিনে ৭২০ টাকা আয় করে। তবে ৯ জন শ্রমিক সম পরিমাণ টাকা আয় করবে-
ক. ৫ দিনে
খ. ৪ দিনে
গ. ৬ দিনে
ঘ. ৩ দিনে
উত্তরঃ খ
প্রশ্নঃ রহিম, করিম ও গাজী তিনজনে একটি কাজ করতে পারে যথাক্রমে ১৫, ৬ এবং ১০ দিনে। তাহারা একত্রে তিন জনে কাজটি কতদিনে শেষ করতে পারবে?
ক. ২১ দিনে
খ. ১৮ দিনে
গ. ৭ দিনে
ঘ. ১৫ দিনে
উত্তরঃ উত্তর পাওয়া যায় নাই।
গণিত, পাটিগণিত, নল ও চৌবাচ্চা-নৌকা ও স্রোত এবং ট্রেন:
প্রশ্নঃ একটি চৌবাচ্চা তিনটি নল দ্বারা যথাক্রমে ১০, ১২ ও ১৫ ঘন্টায় পূর্ণ হতে পারে। তিনটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চার অর্ধেক পূর্ণ কত সময় লাগবে?
ক. ৬ ঘন্টা
খ. ৪ ঘন্টা
গ. ৩ ঘন্টা
ঘ. ২ ঘন্টা
উত্তরঃ ঘ
প্রশ্নঃ একটি পিপায় দুইটি নল সংযুক্ত। প্রথম নলটি খুলে দিলে পিপাটি ২০ মিনিটে পূর্ণ হয়, দ্বিতীয় নলটি খুলে দিলে পরিপূর্ণ পিপাটি ৩০ মিনিটে খালি হয়। দুইটি নল একসঙ্গে খুলে দিলে খালি পিপাটি কত সময়ে পূর্ণ হবে?
ক. ৮০ মিনিটে
খ. ৯০ মিনিটে
গ. ৭০ মিনিটে
ঘ. ৬০ মিনিটে
উত্তরঃ ঘ
প্রশ্নঃ এক ব্যক্তি সাঁতার কেটে স্রোতের প্রতিকূলে ১ মিটার/ঘন্টা বেগে ৪ মিটার দূরত্ব অতিক্রম করে আবার স্রোতের অনুকূলে ৪ মিটার/ঘন্টা বেগে পূর্বের স্থানে ফিরে এল। তার গড় গতিবেগ কত?
ক. 0.8 mph
খ. 1.6 mph
গ. 2.4 mph
ঘ. 3.2 mph
উত্তরঃ খ
প্রশ্নঃ একটি নৌকা স্রোতের প্রতিকূলে ৯ কি.মি ও স্রোতের অনুকূলে ১৮ কি . মি যায় ৩ ঘন্টায় নৌকার গতিবেগ ঘন্টায় কত কি.মি?
ক. ১ . ৫ কি মি
খ. ৩ কি মি
গ. ৬ কি মি
ঘ. ৪ . ৫ কি মি
উত্তরঃ ঘ
প্রশ্নঃ একটি নল খালি চৌবাচ্চাকে ১৮ মিনিটে পূর্ণ করে ও অপর একটি নল ১২ মিনিটে খালি করে। অর্ধ পানিপূর্ণ অবস্থায় নল দুটি একসাথে খুলে দিলে কত সময়ে চৌবাচ্চাটি খালি হবে?
ক. ২০ মিনিটে
খ. ১৫ মিনিটে
গ. ১৮ মিনিটে
ঘ. ৩০ মিনিটে
উত্তরঃ গ
প্রশ্নঃ নৌকা ও স্রোতের বেগ যথাক্রমে ১০ ও ৫ কিঃমিঃ। নদী পথে ৪৫ কিঃমিঃ দীর্ঘ পথ একবার অতিক্রম করে ফিরে আসতে কত ঘণ্টা সময় লাগবে?
ক. ৯ ঘন্টা
খ. ১২ ঘন্টা
গ. ১০ ঘন্টা
ঘ. ১৮ ঘন্টা
উত্তরঃ খ
প্রশ্নঃ একটি নৌকা স্রোতের প্রতিকূলে যে গতিবেগে চলে স্রোতের অনুকূলে ঐ গতিবেগের ৫ গুণ গতিবেগে যেতে পারে। স্থির পানিতে নৌকার গতিবেগ ঘন্টায় ৬ কিমি হলে, ঘন্টায় স্রোতের গতিবেগ কত?
ক. ৪ কিমি/ঘন্টা
খ. ৫ কিমি/ঘন্টা
গ. ৬ কিমি/ঘন্টা
ঘ. ৭ কিমি/ঘন্টা
উত্তরঃ ক
প্রশ্নঃ একটি বাড়ির ছাদের ট্যাঙ্কটি একটি নল দ্বারা ২৫ মিনিটে পূর্ণ হয়। আবার বাড়ির ব্যবহারের জন্য যে নল আছে তা খুলে দিলে উহা ৫০ মিনিটে খালি হয়। ট্যাঙ্কটি অর্ধপূর্ণ থাকা অবস্থায় দুটি নল একসাথে কাজ করলে ট্যাঙ্কটি কতক্ষণে পূর্ণ হবে?
ক. ২৫ মিনিট
খ. ১ ঘন্টা
গ. আধা-ঘন্টা
ঘ. ২৯ মিনিট
উত্তরঃ ক
প্রশ্নঃ একটি নৌকা স্রোতের প্রতিকূলে ৬ ঘন্টায় ২৪ কিমি এবং স্রোতের অনুকূলে ৪ ঘন্টায় একই দুরত্ব অতিক্রম করে। স্রোতের গতিবেগ কত?
ক. ০.৫ কিমি/ঘন্টা
খ. ১ কিমি/ঘন্টা
গ. ২ কিমি/ঘন্টা
ঘ. ১.৫ কিমি/ঘন্টা
ঙ. ২.৫ কিমি/ঘন্টা
উত্তরঃ খ
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)