পদার্থ বিজ্ঞান-০৬

সাধারণ বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, ইলেকট্রনিক্স:

প্রশ্নঃ ডিজিট্যাল টেলিফোনের প্রধান বৈশিষ্ট্য
ক. ডিজিট্যাল সিগন্যালে বার্তা প্রেরণ
খ. বোতাম টিপিয়া ডায়াল করা
গ. অপটিক্যাল ফাইবারের ব্যবহার
ঘ. নতুন ধরণের মাইক্রোফোন
উত্তরঃ ক

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ VLSI কথাটি হলো-
ক. Very Large System Integration
খ. Very Large Scale Integration
গ. Very Long System Integration
ঘ. Very Long System Input
উত্তরঃ খ

প্রশ্নঃ ক্যাপাসিটরের প্রধান কাজ কি?
ক. বিদ্যুৎ প্রবাহে বাধা প্রদান
খ. বিদ্যুৎ প্রবাহে সহায়তা করা
গ. তাপ ক্ষয় করা
ঘ. শক্তি সংরক্ষণ করা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ একটি ডায়োড সবচেয়ে বেশি ব্যবহৃত হয়-
ক. রেজিস্টেন্স হিসাবে
খ. ক্যাপাসিটর হিসাবে
গ. ট্রান্সফর্মার হিসাবে
ঘ. রেক্টিফায়ার হিসাবে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ দূরবর্তী স্থানে ছবি ও লেখা পাঠানোর ইলেকট্রনিক ব্যবস্থার নাম কি?
ক. টেলিপ্রিন্টিং
খ. টেলিগ্রাফি
গ. টেলেক্স
ঘ. ফ্যাক্স
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ট্রানজিস্টারে ব্যবহৃত সেমিকন্ডাক্টরের নাম কি?
ক. সিলিকন
খ. কার্বন
গ. সিলেনিয়াম
ঘ. জার্মেনিযাম
উত্তরঃ ক

প্রশ্নঃ ডিজিটাল ঘড়ি বা ক্যালকুলেটারে কাল্চে অনুজ্জ্বল যে লেখা ফুটে উঠে তা কিসের ভিত্তিতে তৈরি?
ক. এল.ই.ডি
খ. আই.সি
গ. এল.সি.ডি
ঘ. সিলিকন চিপ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ আধুনিক মুদ্রণ ব্যবস্থায় ধাতুনির্মিত অক্ষরের প্রয়োজন ফুরাইবার বড় কারণ-
ক. কম্পিউটার
খ. অফসেট প্রিন্ট
গ. ফটো লিথোগ্রাফী
ঘ. প্রসেস ক্যামেরা
উত্তরঃ গ

প্রশ্নঃ ট্রানজিস্টর ও মাইক্রোসার্কিট প্রস্তুতিতে নিচের কোনটি ব্যবহৃত হয়
ক. কার্বন
খ. গ্রাফাইট
গ. সিলিকন
ঘ. দস্তা
উত্তরঃ গ

প্রশ্নঃ LASER মানে হলো-
ক. Light Analysis by Single Enargy Radiation
খ. Light Amplification for Stimulated Emission of Radiation
গ. Light Amplification by Stimulated Emission of Radiation
ঘ. Light Analysis by Stimulated Emission of Radiation
উত্তরঃ গ

প্রশ্নঃ ইলেকট্রনিক্সের শুরু হয়-
ক. রোবট আবিষ্কারের মাধ্যমে
খ. ট্রানজিস্টার আবিষ্কারের সময় থেকে
গ. I.C আবিষ্কারের সময় থেকে
ঘ. কম্পিউটার আবিষ্কারের মাধ্যমে
উত্তরঃ খ

প্রশ্নঃ এনালগ কমিউনিকেশনের চেয়ে ডিজিট্যাল কমিউনিকেশনের বড় সুবিধা হল–
ক. ডিজিটালে ব্যান্ড উইডথ কম লাগে
খ. ডিজিটালে ব্যান্ড উইডথ বেশি লাগে
গ. ডিজিটালে অতি দ্রুত সিগনাল পৌছে যায
ঘ. ডিজিটালে অনেক দূর পর্যন্ত সিগনাল ঠিকমত পৌছানো যায়
উত্তরঃ ঘ

প্রশ্নঃ যে ইলেক্ট্রনিক বর্তনী পরিবর্তী বিদ্যুৎ প্রবাহকে সরল একদিক প্রবাহী বিদ্যুৎ প্রবাহে পরিণত করে তাকে-বলে।
ক. মড্যুলেটর
খ. রেকটিফায়ার
গ. রেগুলেটর
ঘ. অ্যসিলেটর
উত্তরঃ খ

প্রশ্নঃ Transistor তৈরি করতে প্রয়োজন হয়
ক. Conductor
খ. Semiconductor
গ. Insulator
ঘ. Wood
উত্তরঃ খ

প্রশ্নঃ অধিকাংশ ফটোকপি মেশিন কাজ করে-
ক. অফসেট মুদ্রণ পদ্ধতিতে
খ. পোলারয়েড ফটোগ্রাফি পদ্ধতিতে
গ. ডিজিট্যাল ইমেজিং পদ্ধতিতে
ঘ. স্থির বৈদ্যুতিক ইমেজিং পদ্ধতিতে
উত্তরঃ খ

প্রশ্নঃ পারস্পারিক আবেশকে ব্যবহার করা হয় কোনটিতে?
ক. ডায়োড
খ. ট্রানজিস্টার
গ. ট্রান্সফর্মার
ঘ. অ্যামলিফায়ার
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন সালে মাইক্রোপ্রসেসর আবিষ্কৃত হয়?
ক. ১৯৭২ সালে
খ. ১৯৭১ সালে
গ. ১৯৭৩ সালে
ঘ. ১৯৭৪ সালে
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘ব্লাক বক্স’ যন্ত্রটি ব্যবহার হয়-
ক. বিমানে
খ. রকেটে
গ. সামুদ্রিক জাহাজে
ঘ. পারমাণবিক বোমায়
উত্তরঃ ক

প্রশ্নঃ মাইক্রোওয়েভের মাধ্যমে যে টেলিযোগাযোগ ব্যবস্থা আমাদের দেশে প্রচলিত তাতে মাইক্রেওয়েভ অধিকাংশ দুরত্ব অতিক্রম করে-
ক. ওয়েভ গাইডের মধ্য দিয়ে
খ. ভূমিও ও আয়োনোস্ফিয়ারের মধ্যে প্রতিফলন হতে হবে
গ. বিশেষ ধরনের ক্যাবলের মধ্যে দিয়ে
ঘ. খোলামেলা জায়গার মধ্য দিয়ে সরল রেখায়
উত্তরঃ ক

প্রশ্নঃ টেলিফোন লাইনের মধ্য দিয়ে প্রবাহিত হয়-
ক. শব্দ শক্তি
খ. আলোক শক্তি
গ. তড়িৎ শক্তি
ঘ. চৌম্বক শক্তি
উত্তরঃ গ

প্রশ্নঃ সাধারণত ট্রানজিস্টরের কাজ-
ক. একমুখীকরণ
খ. ফিল্টারিং
গ. বিবর্ধক হিসাবে
ঘ. স্পন্দক হিসাবে
উত্তরঃ গ

প্রশ্নঃ ট্রানজিস্টর উদ্ভাবিত হয়
ক. ১৯৪৮ সালে
খ. ১৯৫০ সালে
গ. ১৯৫২ সালে
ঘ. ১৯৫৪ সালে
উত্তরঃ ক

প্রশ্নঃ প্রথম এসএমএস (SMS) পাঠানো হয় কবে?
ক. ২ ডিসেম্বর ১৯৯২
খ. ৪ ডিসেম্বর ১৯৯২
গ. ৩ ডিসেম্বর ১৯৯২
ঘ. ৪ ডিসেম্বর ১৯৯২
উত্তরঃ গ

প্রশ্নঃ ‘Transducer’ বলতে বুঝায়-
ক. একটি যন্ত্র যা ভোল্টেজ তৈরি করে
খ. একটি যন্ত্র যা তাপকে বিদ্যুতে পরিবর্তন করে
গ. একটি যন্ত্র যা এক ধরনের শক্তিকে অন্য ধরনের শক্তিতে পরিবর্তন করে
ঘ. উপরের সবক’টি
ঙ. কোনটিই নয়
উত্তরঃ উত্তর পাওয়া যায় নাই।

প্রশ্নঃ গ্রাহক সংখ্যায় বিশ্বের শীর্ষ মোবাইল ফোন অপরেটর কোনটি?
ক. চায়না ইউনিকন
খ. ভারতীয় এয়ারটেল
গ. ভোডাফোন গ্রুপ
ঘ. চায়না মোবাইল
উত্তরঃ ঘ

প্রশ্নঃ Diode’ দুটি প্রান্ত হলো-
ক. Gate and Drain
খ. Pentrode and Triode
গ. Drain and Source
ঘ. Anode and Cathode
উত্তরঃ ঘ

প্রশ্নঃ অ্যান্ড্রয়েড চালিত প্রথম স্মার্ট ফোনের নাম কি?
ক. আই ফোন-৫
খ. স্যামসাং এ-৫
গ. এইচটিসি ড্রিম
ঘ. নোকিয়া লুমিয়া
উত্তরঃ গ

প্রশ্নঃ ব্লাক বক্স কি?
ক. যাদুর বাক্স
খ. বিমানে রক্ষিত ফ্লাইট ডাটা রেকর্ডারস
গ. স্টীলের কালো বাক্স
ঘ. কাঠের কালো বাক্স
উত্তরঃ খ

প্রশ্নঃ প্রথম এসএমএস (SMS) পাঠান কে?
ক. টিম বার্নার্স লি (যুক্তরাজ্য)
খ. বিল গেটস (যুক্তরাষ্ট্র)
গ. মার্টিন কুপার (যুক্তরাষ্ট্র)
ঘ. নেইল পাপওয়ার্থ (যুক্ত্ররাজ্য)
উত্তরঃ ঘ

প্রশ্নঃ অ্যসিলেটার (Oscillator)– রূপান্তরিত করে-
ক. পরিবর্তিত বিদ্যুৎ প্রবাহকে সরল একদিকের বিদ্যুৎ প্রবাহে
খ. সরল একদিকের বিদ্যুৎ প্রবাহকে পরিবর্তিত বিদ্যুৎ প্রবাহে
গ. বিদ্যুৎ প্রবাহকে যান্ত্রিক শক্তিতে
ঘ. যান্ত্রিক শক্তিতে বিদ্যুৎ প্রবাহে
ঙ. কোনটিই নয়
উত্তরঃ ঙ

আরো পড়ুন:

1 thought on “পদার্থ বিজ্ঞান-০৬”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!