নারী অবদান বাংলাদেশ

০১। ঢাকা বিশ্ববিস্যালয়ের প্রথম নারী শিক্ষক: করুণাকণা গুপ্তা (ইতিহাস বিভাগ)।



০২। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের প্রথম নারী ভিপি: মাহফুজা খানম



০৩। এভারেস্ট জয়ী প্রথম বাংলাদেশী নারী: নিশাত মজুমদার



০৪। ঢাকা মেডিকেলের প্রথম নারী অধ্যক্ষ: ডা. হোসনে আরা তাহমিন



০৫। এমনেষ্টি ইন্টারন্যাশনালের প্রথম নারী মহাসচিব: আইরিন খান



০৬। বিটিভি’র প্রথম নারী মহাপরিচালক : বেগম ফেরদৌস আরা



০৭। পরমাণু শক্তি কমিশনের প্রথম নারী পরিচালকঃ ড. জাকিয়া বেগম



০৮। পরমাণু শক্তি গবেষণার প্রথম নারী মহাপরিচালকঃ ড. মাধবী ইসলাম



০৯। প্রথম নারী বিচারপতিঃ নাজমুন আরা সুলতানা



১০। সংবিধান রচনা কমিটির একমাত্র নারী সদস্যঃ বেগম রাজিয়া বানু



১১। তত্বাবধায়ক সরকারের প্রথম নারী উপদেষ্টাঃ ড. নাজমা চৌধুরী



১২। ঢাকা বিশ্ববিস্যালয়ের প্রথম ছাত্রী: লীলা নাগ



১৩। মন্ত্রীসভার প্রথম নারী সদস্যঃ নূরজাহান মুরশিদ



১৪। জাতিসংঘে নিযুক্ত প্রথম বাংলাদেশী নারী স্থায়ী প্রতিনিধিঃ ইসমাত জাহান



১৫। জাতিসংঘ সিডিও কমিটির প্রথম বাংলাদেশী চেয়ারপারসনঃ সালমা খান



১৬। ঢাকা বিশ্ববিদ্যালয়েরপ্রথম মুসলিম ছাত্রীর নাম: ফজিলাতুন্নেসা



১৭। যুক্তরাজ্যের নিন্মকক্ষের প্রথম বাংলাদেশী নারী সদস্যঃ রুশানারা আলী



১৮। বাংলা একাডেমীর প্রথম নারী মহাপরিচালকঃ ড. নীলিমা ইব্রাহীম



১৯। প্রথম টেষ্টটিউব শিশু প্রবর্তনকারী চিকিৎসকঃ ডা. পারভীন ফাতেমা



২০। প্রথম নারী পুলিশ সুপারঃ রওশন আরা



২১। মুক্তিযুদ্ধে প্রথম নারী শহীদঃ মেহেরুন্নেসা



২২। বিশ্বখ্যাত তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান মজিলার বাংলাদেশে প্রথম নারী প্রতিনিধি : তানহা ইসলাম



২৩। দেশের প্রথম নারী উপাচার্য : ড. ফারজানা ইসলাম (জাবি)



২৪। বাংলাদেশ ব্যাংকের প্রথম নারী ডেপুটি গভর্নর: নাজনীন সুলতানা



২৫। পিএসসি’র প্রথম নারী চেয়ারম্যানঃ জিন্নাতুন্নেসা তাহমিদা বেগম



২৬। প্রথম নারী স্পীকার- ডঃ শিরীন শারমিন চৌধুরী



২৭। প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রীঃ এডভোকেট সাহারা খাতুন ।



২৮। প্রথম নারী সংসদ উপনেতাঃ সৈয়দা সাজেদা চৌধুরী



২৯। প্রথম নারী হুইপঃ খালেদা খানম



৩০। ব্রিটিশ বিরোধী আন্দোলনে প্রথম নারী শহীদ: প্রীতিলতা ওয়াদ্দেদার



৩১। প্রথম নারী প্যারাট্রুপারঃ জান্নাতুল ফেরদৌস



৩২। প্রথম নারী পররাষ্ট্র মন্ত্রীঃ ডা দীপু মনি



৩৩। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর নাম কি: খালেদা জিয়া



৩৪। দেশের প্রথম নারী সচিব কে: জাকিয়া আকতার।



৩৫। বাংলাদেশের প্রথম নারী ব্যারিস্টার: রাবেয়া ভূঁইয়া



৩৬। বাংলাদেশের প্রথম নারী ব্রিগেডিয়ার: সুরাইয়া বেগম



৩৭। বাংলাদেশের প্রথম নারীকূটনীতিক: তাহমিনা খান ডলি



৩৮। বাংলাদেশের প্রথমরনারী ডিআইজি: ফাতেমা বেগম



৩৯। বাংলাদেশের প্রথম নারী জেলা প্রশাসক: রাজিয়া বেগম



৪০। বাংলাদেশের প্রথম নারী আইনজীবী: মেহেরুন্নেসা খাতুন



৪১। বাংলাদেশের প্রথম নারী ওসি: হোসনে আরা বেগম



৪২। বাংলাদেশের প্রথম নারী ফটোগ্রাফার: সাঈদা খানম



৪৩। বাংলাদেশের প্রথম নারী অলিম্পিয়ান: কাজী শাহানা পারভীন



৪৪। বাংলাদেশের প্রথম নারী ভাষ্কর: নভেরা আহমদ



৪৫। প্রথম নারী মুসলিম অভিনেত্রী – বনানি চৌধুরী।



৪৬। বাংলাদেশের প্রথম নারী রেল চালক- সালমা খান।



৪৭। দাবায় প্রথম আন্তর্জাতিক গ্র্যান্ড মাষ্টার: রানী হামিদ।


আরো পড়ুন:


এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!