১৷ টেকসই উন্নয়ন কী?
= টেকসই উন্নয়ন বলতে ঐ ধরণের উন্নয়ন মূলক কর্মকান্ডকে বুঝায় যার মাধ্যমে অর্থনৈতিক অগ্রযাত্রাও নিশ্চিত হয় আবার প্রকৃতি এবং আমাদের ইকোসিস্টেমেও কোন বাজে প্রভাব না
পারে৷
২৷ টেকসই উন্নয়নের ব্যাপারটা প্রথম আলোচনায় আসে কখন, কিভাবে?
= ১৯৮৭ সালে, Brundtland Commission এর Report এ৷
৩৷ SDG বা Sustainable Development Goal-এর লক্ষ্যমাত্রা কী?
= টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) হলো ভবিষ্যত আন্তর্জাতিক উন্নয়ন সংক্রান্ত একগুচ্ছ লক্ষ্যমাত্রা৷
৪৷ SDGs বা টেকসই উন্নয়ন লক্ষমাত্রা কয়টি?
= ১৭ টি৷
৫৷ SDGs-এর ১৭ টি লক্ষমাত্রার পাশাপাশি সুনির্দিষ্ট লক্ষ্য কয়টি রয়েছে?
= ১৬৯টি৷
SDGs বা টেকসই উন্নয়ন লক্ষমাত্রার ১৭ টি লক্ষমাত্রা কী কী?
১. দারিদ্র্য বিমোচন৷
২. ক্ষুধা মুক্তি৷
৩. সু স্বাস্থ্য৷
৪. মানসম্মত শিক্ষা৷
৫. লিঙ্গ সমতা৷
৬. সুপেয় পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা৷
৭. নবায়নযোগ্য ও ব্যয়সাধ্য জ্বালানী৷
৮. কর্মসংস্থান ও অর্থনীতি৷
৯. উদ্ভাবন ও উন্নত অবকাঠামো৷
১০. দেশের অভ্যন্তরে ও আন্তঃরাষ্ট্রীয় বৈষম্য হ্রাস ৷
১১. টেকসই নগর ও সম্প্রদায়৷
১২. সম্পদের দায়ীত্বপূর্ণ ব্যবহার৷
১৩. জলবায়ু বিষয়ে পদক্ষেপ৷
১৪. টেকসই মহাসাগর৷
১৫. ভূমির টেকসই ব্যবহার৷
১৬. শান্তি, ন্যায়বিচার ও কার্যকর প্রতিষ্ঠান৷
১৭. টেকসই উন্নয়নের জন্য অংশীদারিত্ব৷
৭৷ SDGs-এর মেয়াদ কত বছর?
= ২০১৬ – ২০৩০ সাল পর্যন্ত৷
৮৷ SDGs-এর লক্ষ্যগুলো প্রণয়ন ও প্রচার করেছে কে?
= জাতিসংঘ৷
৯৷ SDGs কত সালে নির্ধারণ করা হয়?
= সেপ্টেমবর, ২০১৫৷
১০৷ ২০১৫ সালে SDGs-এর লক্ষ্যমাত্রা নির্ধারণে ‘UN Sustainable Development Summit’ নামক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
= নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র৷
১১৷ SDGs কী প্রতিস্থাপিত করেছে?
= MDG বা সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা৷
১২৷ MDGs-এর মেয়াদ শেষ হয়েছে কবে?
= ২০১৫ সালে৷