প্রশ্নঃ কোন একটি ত্রিভুজের তিন বাহুর লম্বদ্বিখন্ডক গুলোর ছেদবিন্দুর নাম কি?
ক. ভরকেন্দ্র
খ. অন্তঃকেন্দ্র
গ. লম্ববিন্দু
ঘ. পরিকেন্দ্র
উত্তরঃ ঘ
প্রশ্নঃ সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ যদি a হয় তবে ক্ষেত্রফল হবে-
ক. √3/4 a2
খ. 2/√3 a2
গ. √3/2 a2
ঘ. 2/3 a2
উত্তরঃ ক
প্রশ্নঃ একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি ১৬ মিটার এবং অপর দুটি বাহু প্রতিটি ১০ মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
ক. ৩৬ বর্গমিটার
খ. ৪২ বর্গমিটার
গ. ৫০ বর্গমিটার
ঘ. ৪৮ বর্গমিটার
উত্তরঃ ঘ
প্রশ্নঃ একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অন্য দুটি কোণ–
ক. সরলকোণ
খ. পূরক কোণ
গ. সূক্ষ্ণকোণ
ঘ. সন্নিহিত কোণ
উত্তরঃ গ
প্রশ্নঃ চারটি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য নিম্নরূপ। কোনটি সমকোণী ত্রিভুজ?
ক. ৪, ৮, ৯
খ. ৫, ১২, ১৩
গ. ৬, ১২, ১৩
ঘ. ৭, ১২, ১৪
উত্তরঃ খ
প্রশ্নঃ একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নিম্নোক্তভাবে নির্নয় করা হয়–
ক. ভূমি × উচ্চতা
খ. ভূমি × অতিভুজ
গ. ১/২ × ভূমি × উচ্চতা
ঘ. ভূমি × উচ্চতা × অতিভুজ
উত্তরঃ গ
প্রশ্নঃ ⊿ABC এর ∠B এবং ∠C এর অন্তর্দ্বিখন্ডকদ্বয় O বিন্দুতে মিলিত হলে, ∠BOC = কত?
ক. 90° – 1/2 ∠A
খ. 90° + 1/2 ∠B
গ. 90° + 1/2 ∠C
ঘ. 90° + 1/2 ∠A
উত্তরঃ ঘ
প্রশ্নঃ যদি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য ৫” এবং ৬” হয়, তবে ত্রিভুজের তৃতীয় বাহুর দৈর্ঘ্য—– হতে পারে না?
ক. ১২”
খ. ১০”
গ. ৩”
ঘ. ৪”
উত্তরঃ ক
প্রশ্নঃ The 2nd angle of a right angle is 30°. Then what is the third angle?/একটি সমকোণী ত্রিভুজের দ্বিতীয় কোণটির মাপ ৩০° হলে তৃতীয় কোণটির মাপ কত?
ক. 80°
খ. 50°
গ. 60°
ঘ. 70°
ঙ. None of them
উত্তরঃ গ
প্রশ্নঃ ABC সমবাহু ত্রিভুজে BC বাহুর উপর অঙ্কিত মধ্যমা AD হলে ∠BAD-এর মান কত?
ক. ৪০°
খ. ৬০°
গ. ৩০°
ঘ. ৪৫°
উত্তরঃ গ
প্রশ্নঃ একটি সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণের পরিমাণ ৫০° হলে অপর দুটি কোণের প্রত্যেকটির পরিমাণ হবে–
ক. ৫৫°
খ. ৭৫°
গ. ৬০°
ঘ. ৬৫°
উত্তরঃ ঘ
প্রশ্নঃ একটি ত্রিভুজাকৃতি জমির ভূমির পরিমাপ ৮০ মিটার এবং উচ্চতার পরিমাপ ৪৫ মিটার। জমির ক্ষেত্রফল কত?
ক. ১৮০০ বর্গমিটার
খ. ৯০০ বর্গমিটার
গ. ৩৬০০ বর্গমিটার
ঘ. ২৪০০ বর্গমিটার
উত্তরঃ ক
প্রশ্নঃ ABC একটি সমবাহু ত্রিভুজ। ∠A শীর্ষকোণ, ∠B ও ∠C দুটি ভূমিকোণ, AB বাহু = AC বাহু। ∠B = 75°, ∠A = কত ডিগ্রী?
ক. 25°
খ. 30°
গ. 40°
ঘ. 50°
উত্তরঃ খ
প্রশ্নঃ একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল ৮৪ বর্গগজ। ত্রিভুজের শীর্ষবিন্দু হতে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ১২ গজ হলে, ভূমির দৈর্ঘ্য কত?
ক. ১০ গজ
খ. ১২ গজ
গ. ১৪ গজ
ঘ. ৭ গজ
উত্তরঃ গ
প্রশ্নঃ একটি ত্রিভুজ আঁকা সম্ভব তখনই যখন ত্রিভুজটির দুইবাহুর যোগফল–
ক. তৃতীয় বাহুর সমান
খ. তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর
গ. তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর
ঘ. কোনটিই নয়
উত্তরঃ গ
প্রশ্নঃ কোন ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি কত?
ক. ১৮০°
খ. ২৭০°
গ. ৩৬০°
ঘ. ৫৪০°
উত্তরঃ গ
প্রশ্নঃ তিনটি বাহুর দৈর্ঘ্য সেন্টিমিটারে দেয়া হল। কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব?
ক. ২, ৫ ও ৮
খ. ৫, ৪ ও ৯
গ. ৩, ৪ ও ৫
ঘ. সকল ক্ষেত্রে
উত্তরঃ গ
প্রশ্নঃ ত্রিভুজের একটি কোণ উহার অপর দুই কোণের সমষ্টির সমান হলে ত্রিভুজটি—
ক. সমকোণী
খ. স্থূলকোণী
গ. সমবাহু
ঘ. সূক্ষ্ণকোণী
উত্তরঃ ক
প্রশ্নঃ সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দুটি প্রত্যেকটি-
ক. সরলকোণ
খ. সূক্ষ্ণকোণ
গ. পূরক কোণ
ঘ. স্থূল কোণ
উত্তরঃ খ
প্রশ্নঃ ABC ত্রিভুজে AB = AC এবং ∠C = 30° হলে ∠A এর পরিমাণ-
ক. ৩০°
খ. ৯৫°
গ. ৯০°
ঘ. ১২০°
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ত্রিভুজের যে কোন দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর—
ক. সমান
খ. বড় হবে
গ. দ্বিগুণ
ঘ. অর্ধেক
উত্তরঃ ঘ
প্রশ্নঃ If four triangles are constructed with sides of the length indicate below, which of the following triangles will not be a right angle?/চারটি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য নিম্নরূপ। কোনটি সমকোণী ত্রিভুজ নয়?
ক. 5, 12, 13
খ. 3, 4, 5
গ. 8, 15, 17
ঘ. 12, 15, 18
উত্তরঃ ঘ
প্রশ্নঃ সমকোণী ত্রিভুজের একটি কোণ ৯০° হলে, অপর দুটি কোণের মান কত?
ক. ১৮০°
খ. ১৯০°
গ. ২৭০°
ঘ. ৯০°
উত্তরঃ ঘ
প্রশ্নঃ একটি ত্রিভুজাকৃতি মাঠের বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে ২০মি, ২১মি এবং ২৯ মি হলে এর ক্ষেত্রফল কত?
ক. ২০০ বর্গমিটার
খ. ২১০ বর্গমিটার
গ. ২৯০ বর্গমিটার
ঘ. ৩০০ বর্গমিটার
উত্তরঃ খ
প্রশ্নঃ ⊿ABC এ AD, ∠A এর সমদ্বিখন্ডক এবং ∠ADB সূক্ষ্ণকোণ হলে—
ক. AD < AC
খ. AB > AC
গ. AB < AC
ঘ. BD > CD
উত্তরঃ ক
প্রশ্নঃ সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কত?
ক. ৬ : ৪ : ৩
খ. ৬ : ৫ : ৪
গ. ১২ : ৮ : ৪
ঘ. ১৩ : ১২ : ৫
উত্তরঃ ঘ
প্রশ্নঃ একটি ত্রিভুজাকৃতি জমির ভূমি ৫০ মিটার এবং উচ্চতা ২০ মিটার। প্রতি বর্গমিটার ১.৫০ টাকা হিসাবে ঘাস লাগাতে কত খরচ হবে?
ক. ৬০০ টাকা
খ. ৬৫০ টাকা
গ. ৭০০ টাকা
ঘ. ৭৫০ টাকা
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কোন সরলরেখা x অক্ষ এবং y অক্ষ কে ছেদ করার ফলে যে ত্রিভুজ গঠিত হবে তার নাম-
ক. সমকোণী ত্রিভুজ
খ. সমবাহু ত্রিভুজ
গ. সমদ্বিবাহু ত্রিভুজ
ঘ. বিষমবাহু ত্রিভুজ
উত্তরঃ ক
প্রশ্নঃ ত্রিভুজ ABC এর BE = EF = CF, এর AEC ক্ষেত্রফল ৪৮ বর্গফুট হলে, ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল কত বর্গফুট?
ক. 72
খ. 60
গ. 48
ঘ. 64
উত্তরঃ ক
প্রশ্নঃ ≅ এই প্রতিকের অর্থ হল?
ক. আকার ও আকৃতি সমান
খ. আকার ও পরিমাণ সমান
গ. আকার ও আকৃতি সমান নয়
ঘ. আকার ও আকৃতি ও পরিমাণ সমান
উত্তরঃ ক
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)