সাধারণ বিজ্ঞান, জীববিজ্ঞান, ভাইরাস, ব্যাকটেরিয়া এবং পরজীবী:
প্রশ্নঃ ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা?
ক. এ্যানোফিলিস
খ. এডিস
গ. কিউলেক্স
ঘ. সব ধরনের মশা
উত্তরঃ খ
প্রশ্নঃ ভাইরাস আসলে কী?
ক. উদ্ভিদ
খ. প্রাণী
গ. না উদ্ভিদ না প্রাণী
ঘ. প্রাণী দেহে প্রবেশ করতে পারলে অনুকূল পরিবেশে প্রাণীর মত আচরণ করে
উত্তরঃ ঘ
প্রশ্নঃ যে রোগে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস হয়ে যায়, তাকে বলে-
ক. ধুনষ্টঙ্কার
খ. হৃদরোগ
গ. জন্ডিস
ঘ. এইডস
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কোন টিকার কার্যকর ব্যবহার নেই?
ক. MMR vaccine
খ. Hepatitis vaccine
গ. Chicken pox vaccine
ঘ. Cholera vaccine
উত্তরঃ ঘ
প্রশ্নঃ এইডস প্রতিরোধের ক্ষেত্রে কোনটি অধিকতর কার্যকরী?
ক. সচেতনতা সৃষ্টি
খ. শিক্ষার ব্যবস্থা
গ. আক্রান্তদের এড়িয়ে চলা
ঘ. আক্রান্তদের প্রতি যত্নবান হওয়া
উত্তরঃ ক
প্রশ্নঃ পাস্তুরাইজেশনের মাধ্যমে জীবাণুমুক্ত করা হয়?
ক. খাবার পানিকে
খ. অ্যালকোহলকে
গ. স্যালাইনকে
ঘ. দুধকে
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কোনটি ভাইরাসজনিত রোগ?
ক. কলেরা
খ. বসন্ত
গ. যক্ষ্মা
ঘ. টাইফয়েড
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘স্ত্রী এ্যানোফিলিস মশা ম্যালেরিয়া জীবাণু বহন করে’- কার উক্তি?
ক. মেজর রোনাল্ড রস
খ. টটি
গ. ল্যাভেরণ
ঘ. স্যার প্যাট্রিক ম্যানসন
উত্তরঃ ক
প্রশ্নঃ যেসব অনুজীব রোগ সৃষ্টি করে তাদের বলা হয়-
ক. টক্সিন
খ. ইনফেকশন
গ. প্যাথজোনিক
ঘ. জীবাণু
উত্তরঃ গ
প্রশ্নঃ প্লেগ রোগের ব্যাকটেরিয়ার নাম কি?
ক. Plagie vincenna
খ. Yarsenia indinna
গ. Yersenia pestis
ঘ. Plagia tropica
উত্তরঃ গ
প্রশ্নঃ স্ত্রী কিউরেক্স মশা যে রোগের জীবাণু বহন করে
ক. ম্যালেরিয়া
খ. কালাজ্বর
গ. ফাইলেরিয়া
ঘ. ডেঙ্গুজ্বর
উত্তরঃ গ
প্রশ্নঃ যে সকল ব্যাকটেরিয়া রোগ সৃষ্টি করে, তাদের বলে-
ক. এরাবিক ব্যাকরেটিয়া
খ. এনারোবিক ব্যাকটেরিয়া
গ. ফেকালটেটিভ ব্যাকটেরিয়া
ঘ. উপরের কোনটি নয়
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘জিকা’ ভাইরাস’ কোন মশার মাধ্যমে ছড়ায়?
ক. এডিস মশা
খ. কিউলেক্স
গ. অ্যানোফিলিস্
ঘ. মানসোনিয়া
উত্তরঃ ক
প্রশ্নঃ কোনটি কুষ্ঠরোগের লক্ষণ?
ক. দুগন্ধযুক্ত ত্বকে ক্ষত
খ. ক্ষতে অতিরিক্ত চুলকানি
গ. ক্ষতস্থান লাল হয়ে যাওয়া
ঘ. ত্বকে বিশেষ ধরনের ক্ষতে ব্যাথাহীনতা
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ফিতা কৃমি কি ধরনের প্রাণী?
ক. মৃতজীবী
খ. আংশিক পরজীবী
গ. বহিঃপরজীবী
ঘ. অন্তঃপরজীবী
উত্তরঃ ঘ
প্রশ্নঃ পানিতে ব্যাকটেরিয়া থাকলে কোনটি ঘটে?
ক. Hardness
খ. Alkalinity
গ. Diseases
ঘ. Bad taste
উত্তরঃ গ
প্রশ্নঃ কোনটি ভাইরাসজনিত রোগ?
ক. বহুমুত্র
খ. জলাতঙ্ক
গ. যক্ষ্মা
ঘ. টাইফয়েড
উত্তরঃ খ
প্রশ্নঃ এইডস (AIDS) একটি
ক. ব্যাকটোরিয়া ঘটিত রোগ
খ. ভাইরাস ঘটিত রোগ
গ. প্রোটোজোয়া ঘটিত রোগ
ঘ. ফাংগাস ঘটিত রোগ
উত্তরঃ খ
প্রশ্নঃ ডেঙ্গু রোগ ছড়ায়-
ক. Aedes aegypti মশা
খ. House flies
গ. Anophilies মশা
ঘ. ইঁদুর ও কাঠবিড়ালী
উত্তরঃ ক
প্রশ্নঃ নিচের কোনটি পানিবাহিত রোগ নয়?
ক. প্যারাটাইফয়েড
খ. ডিপথেরিয়া
গ. কলেরা
ঘ. কোষ্টকাঠিন্য
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ব্যাকটেরিয়ার কোষে নিচের কোনটি উপস্থিত?
ক. প্লাসটিড
খ. মাইটোকন্ড্রিয়া
গ. নিওক্লিওলাস
ঘ. ক্রোমাটিন বস্তু
উত্তরঃ ক
প্রশ্নঃ ভাইরাসজনিত রোগ নয় কোনটি?
ক. জন্ডিস
খ. এইডস
গ. নিউমোনিয়া
ঘ. চোখ উঠা
উত্তরঃ গ
প্রশ্নঃ বার্ড ফ্লু-এর উৎস কোনটি?
ক. গরু
খ. বিড়াল
গ. মুরগি
ঘ. ছাগল
উত্তরঃ গ
প্রশ্নঃ চিকিৎসাবিজ্ঞান বিষয়ক কোন উক্তি সঠিক নয়?
ক. এন্টিবায়োটিক রোগ-জীবাণু ধ্বংস করে
খ. ডায়াবেটিস রোগীর রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পায়
গ. ডেঙ্গু জ্বরের চিকিৎসার জন্য বিশেষ কোন ঔষধ নেই
ঘ. এনোফিলিস মশার কামড়ে ডেঙ্গু জ্বর হয়
উত্তরঃ ঘ
প্রশ্নঃ পোলিও ভাইরাস দেহে কিভাবে প্রবেশ করে?
ক. মশা কামড়ালে
খ. দূষিত খাদ্য ও পানি দ্বারা
গ. লালা গ্রন্থির দ্বারা
ঘ. শ্বাস প্রশ্বাসের দ্বারা
উত্তরঃ খ
প্রশ্নঃ জলবসন্তের রোগ জীবাণুর নাম-
ক. Vibrio
খ. Varicella
গ. Rubiola
ঘ. Rubella
উত্তরঃ খ
প্রশ্নঃ লেপ্রোসি বা কুষ্ঠরোগ একটি-
ক. ব্যাকটেরিয়াজনিত রোগ
খ. ভিটামিনের অভাবজনিত রোগ
গ. ভাইরাসজনিত রোগ
ঘ. হরমোনের অভাবজনিত রোগ
উত্তরঃ ক
প্রশ্নঃ হেপাটাইটিস (জন্ডিস) রোগের প্রধান কারণ-
ক. ভাইরাস
খ. ছত্রাক
গ. ব্যাকটেরিয়া
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক
প্রশ্নঃ যে সকল প্রাণী এক মানবদেহ থেকে অন্য মানবদেহে রোগ জীবাণু বহন করে, তাকে বলে
ক. ব্যাক্টেরিয়া
খ. এজেন্ট
গ. হোস্ট
ঘ. ভেক্টর
উত্তরঃ ঘ
প্রশ্নঃ রাইজোবিয়াম (Rhizobium) কি?
ক. ব্যাক্টেরিয়া
খ. ভাইরাস
গ. ছত্রাক
ঘ. পরগাছা
উত্তরঃ ক
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)