জীব বিজ্ঞান-০২

প্রশ্নঃ অন্ধকারে অংকুরিত হয় কোন ফুল?
ক. বেলী
খ. গাঁদা
গ. জুঁই
ঘ. জবা
উত্তরঃ খ

প্রশ্নঃ শৈবাল কোন জাতীয় উদ্ভিদ?
ক. স্বভোজী
খ. পরভোজী
গ. পরাশ্রয়ী
ঘ. মৃতজীবী
উত্তরঃ ক

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ কোনটি একবীজপত্রী উদ্ভিদ?
ক. ইক্ষু
খ. আম
গ. ছোলা
ঘ. কাঁঠাল
উত্তরঃ ক

প্রশ্নঃ কোনটি অটোফাইট নয়?
ক. জাম
খ. কাঁঠাল
গ. ব্যাঙের ছাতা বা ছত্রাক
ঘ. লিচু
উত্তরঃ গ

প্রশ্নঃ নিরপেক্ষ দিনের ফসল
ক. আমন ধান
খ. আখ
গ. আউশ ধান
ঘ. তামাক
উত্তরঃ গ

প্রশ্নঃ একটি আদর্শ ফলে পাওয়া যায়
ক. বীজপত্র ও ফলত্বক
খ. বীজ ও বীজপত্র
গ. বহিঃত্বক ও অন্তঃত্বক
ঘ. বহিঃত্বক, মধ্যত্বক এবং অন্তঃত্বক
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ফার্ন উদ্ভিদের জন্য কোনটি প্রযোজ্য?
ক. মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত সপুষ্পক উদ্ভিদ
খ. মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত অপুষ্পক উদ্ভিদ
গ. কাণ্ড ও পাতাবিশিষ্ট অপুষ্পক উদ্ভিদ
ঘ. কাণ্ড ও পাতাবিশিস্ট সপুষ্পক উদ্ভিদ
উত্তরঃ খ

প্রশ্নঃ মহাকাশ গবেষণা খাদ্য ও অক্সিজেন উৎপাদনের উৎস হিসাবে ব্যবহৃত হয়-
ক. ক্লোরোলা উদ্ভিদ
খ. ফাংগাস
গ. শৈবাল
ঘ. সবগুলোই
উত্তরঃ ক

প্রশ্নঃ কোনটি তৈল বীজ নয়?
ক. তিসি
খ. সরিষা
গ. অড়হর
ঘ. তিল
উত্তরঃ গ

প্রশ্নঃ ধান গাছ কোন জাতীয় উদ্ভিদ?
ক. ছত্রাক
খ. ঘাস
গ. মস
ঘ. শৈবাল
উত্তরঃ খ

প্রশ্নঃ পৃথিবীর সবচেয়ে সুস্বাদু ফল
ক. আম
খ. কাঁঠাল
গ. ডুরিয়ান
ঘ. রোজবেরী
উত্তরঃ ক

প্রশ্নঃ নিচের কোনটি একবীজপত্রী
ক. জামরুল
খ. গোলাপজাম
গ. সেগুন
ঘ. খেজুর
উত্তরঃ ঘ

প্রশ্নঃ রূপান্তরিত মূল কোনটি?
ক. ওলকপি
খ. মিষ্টি আলু
গ. কচু
ঘ. আদা
উত্তরঃ খ

প্রশ্নঃ পাউরুটি ফোলানোর জন্য কোন ছত্রাক জাতীয় উদ্ভিদ ব্যবহৃত হয়?
ক. মস
খ. ঈস্ট
গ. ব্যক্টেরিওফাজ
ঘ. এগারিকাস
উত্তরঃ খ

প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় ফল কি?
ক. আম
খ. জাম
গ. লিচু
ঘ. কাঁঠাল
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বীজের অঙ্কুরোদগমের জন্য অত্যাবশ্যকীয় উপাদান কোনটি
ক. পানি-তাপ-বায়ু
খ. মাটি-সার-পানি
গ. মাটি-তাপ-আলো
ঘ. মাটি-আলো-বায়ু
উত্তরঃ ক

প্রশ্নঃ পাঁচটি গর্ভপত্র রয়েছে কোন ফুলের স্ত্রীস্তবকে?
ক. বেলী
খ. জবা
গ. ধুতুরা
ঘ. ডালিয়া
উত্তরঃ খ

প্রশ্নঃ ব্যাঙের ছাতা এক ধরনের—–
ক. উদ্ভিদ
খ. ছত্রাক জাতীয় উদ্ভিদ
গ. শৈবাল জাতীয় উদ্ভিদ
ঘ. প্রাণী
উত্তরঃ খ

প্রশ্নঃ সবচেয়ে বড় ঘাস
ক. শিম গাছ
খ. লাউ গাছ
গ. বট গাছ
ঘ. বাঁশ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ সয়াবিন কি জাতীয় শস্য?
ক. তৈল জাতীয়
খ. তৈল ও ডাল জাতীয়
গ. দানা জাতীয়
ঘ. ডাল জাতীয়
উত্তরঃ ক

প্রশ্নঃ পুষ্পপত্র বিন্যাস কয় প্রকার?
ক. তিন প্রকার
খ. চার প্রকার
গ. পাঁচ প্রকার
ঘ. ছয় প্রকার
উত্তরঃ ক

প্রশ্নঃ কোনটি অপুষ্পক উদ্ভিদ?
ক. ব্যাঙের ছাতা
খ. সুপারি
গ. মরিচ
ঘ. গম
উত্তরঃ ক

সাধারণ বিজ্ঞান, জীববিজ্ঞান, উদ্ভিদের পুষ্টি:

প্রশ্নঃ মাটিতে নাইট্রোজেনের ঘাটতি থাকলে ধানগাছ কেমন দেখায়?
ক. পাতা গাঢ় হয়
খ. পাতা সাদা দেখায়
গ. পাতা হলুদ দেখায়
ঘ. পাতা লাল রঙ দেখায়
উত্তরঃ গ

প্রশ্নঃ কোন খনিজ লবনের অভাবে গাছের পাতা ও ফুল ঝরে পড়ে-
ক. ম্যাগনেসিয়াম
খ. ফসফরাস
গ. লৌহ
ঘ. পটাসিযাম
উত্তরঃ খ

প্রশ্নঃ উদ্ভিদের পাতা হলদে হয়ে যায় কিসের অভাবে?
ক. নাইট্রোজেন
খ. আয়রন
গ. ম্যাগনেসিয়াম
ঘ. পটাসিয়াম
উত্তরঃ ক

প্রশ্নঃ পাতা পীতবর্ণ ধারণ করে কিসের অভাবে?
ক. নাইট্রোজেনের
খ. ফসফরাসের
গ. ইউরিয়ার
ঘ. পটাসিয়াম
উত্তরঃ ক

প্রশ্নঃ কিসের অভাবে ফসলের পরিপক্কতা বিলম্বিত হয়?
ক. দস্তা
খ. সালফার
গ. নাইট্রোজেন
ঘ. পটাশিয়াম
উত্তরঃ খ

প্রশ্নঃ ক্লোরোফিলের মধ্য কোন ধাতব আয়ন আছে?
ক. পটাসিয়াম
খ. কপার
গ. ম্যাঙ্গানিজ
ঘ. ম্যাগনেসিয়াম
উত্তরঃ ঘ

প্রশ্নঃ গ্রিন হাউসে গাছ লাগানো হয় কেন?
ক. উষ্ণতা থেকে রক্ষার জন্য
খ. অত্যাধিক ঠাণ্ডা থেকে রক্ষার জন্য
গ. ঝড় বৃষ্টি থেকে রক্ষার জন্য
ঘ. আলো থেকে রক্ষার জন্য
উত্তরঃ খ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!