–
জাতিসংঘের যেসকল সংস্থার প্রথমে W ও শেষে O আছে, ওই গুলোর সদর দপ্তর ‘জেনেভা’ যেমন:
- WTO => জেনেভা ।
- WHO => জেনেভা ।
- WMO => জেনেভা ।
- WIPO => জেনেভা ।
এছাড়াও আরো কিছু সদর দপ্তর মনে রাখুন:
- ILO=> জেনেভা।
- FAO=> রোম।
- IMCO=> লন্ডন।
- IMO=> লন্ডন।
- ICAO=> মন্ট্রিল।
- UNESCO=> প্যারিস।
- NATO=> ব্রাসেলস।
- UNIDO=> ভিয়েনা।
অর্থ ও টাকা সংক্রান্ত সকল সংস্থার সদর দপ্তর ‘ওয়াশিংটন ডিসি’:
খাদ্য ও কৃষি সংস্থার সদর দপ্তর ‘রোম’। (WFP, FAO)
আরো পড়ুন:
- মানবদেহের খুটিনাটি
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)
- শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ইংরেজী শব্দের অর্থ
- গনিতের পরিমাপ সম্পর্কে কিছু তথ্য
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম