কিছু গুরুত্বপূর্ণ বিপ্লব :
০১। রুশ/অক্টোবর/বলশেভিক বিপ্লব(১৯১৭) …রাশিয়া
০২। ফরাসি বিপ্লব (১৭৮৯) … ফ্রান্স।
০৩। শিল্প বিপ্লব (১৭৮০) … ইংল্যান্ড।
০৪। আমেরিকান বিপ্লব (১৭৭৬) …যুক্তরাষ্ট্র।
০৫। ইসলামিক বিপ্লব (১৯৭৯) … ইরান।
০৬। টিউলিপ বিপ্লব(২০০৫) …কিরগিজস্তান।
০৭। অরেঞ্জ বিপ্লব (২০০৪) … ইউক্রেন।
০৮। রোজ বিপ্লব (২০০৩) … জর্জিয়া।
০৯। বলিভারিয়ান বিপ্লব(১৯৯৮) …ভেনিজুয়েলা।
১০। ভেলভেট বিপ্লব (১৯৮৯) …চেকোস্লোভিয়া।
১১। আগস্ট বিপ্লব (১৯৪৫) … ভিয়েতনাম।
১২। চীন বিপ্লব (১৯৪৯) … চীন।
১৩। জার্মান বিপ্লব (১৯১৮) … জার্মান।
১৪। হাঙ্গেরিয়ান বিপ্লব (১৯১৯) …হাঙ্গেরি।
১৫। কিউবান বিপ্লব (১৯৫৯) … কিউবা।
আরো পড়ুন:
- এক নজরে জাতিসংঘ
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)
- এক কথায় প্রকাশ বা বাক্য সংক্ষেপণ
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- ইংরেজী মাসের নামকরণ গুলো যেভাবে করা হয়েছে