ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট রিসোর্স | এর আগের আর্টিকেলে আমি ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টের ছোট্ট একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করেছিলাম। সেই পোস্টটি যদি না পড়ে থাকেন তবে এখানে ক্লিক করে পড়ে নিন।
ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট ফ্রি রিসোর্সঃ
ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট রিসোর্স | নিচের দেওয়া রিসোর্সগুলো থেকে ওয়ার্ডপ্রেস থিম অথবা প্লাগিন ডেভেলপমেন্ট শিখার আগে অবশ্যই এবং অবশ্যই আপনাকে ওয়েব ডিজাইন ভালোভাবে জানতে হবে। অন্যথায়, ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট করতে গেলে অনেক যায়গায় অসুবিধার সম্মুখিন হবেন। যেমন: ধরুণ আপনি একটি এইচটিএমএল টেমপ্লেটকে ওয়ার্ডপ্রেস থিম আকারে কনভার্ট করতে চাচ্ছেন। সেক্ষেত্রে ওয়েব ডিজাইন সম্পর্কে আপনার যথেষ্ট ধারণা না থাকলে এইচটিএমএল টেমপ্লেটটিকে ওয়ার্ডপ্রেস থিম আকারে কনভার্ট করতে পারবেন নাহ। নিচে ওয়ার্ডপ্রেস থিম এবং প্লাগিন ডেভেলপমেন্টের (বাংলা/ইংরেজি ) রিসোর্স দেওয়া হলোঃ
- Daily Tuition – WP Theme Dev Tutorial
- Code With Mehedi – WP Theme Dev Tutorial
- WordPressIn10OrLess – WordPress Plugin Development [2020]
- Alessandro Castellani – WordPress Plugins Development Tutorials [2019]
- Mr Digital – WP Dev Tutorial
- Learn with Hasin Hayder
- WordPress Codex
- WordPress Developer Resources