এক নজরে রাজধানী ঢাকা

০১। প্রথম রাজধানী হয়–১৬১০সালে
০২। ১ম রাজধানী স্থাপক- সুবেদার ইসলাম খাঁ
০৩। জাহাঙ্গীরনগর নামকরণ- সুবেদার ইসলাম খাঁ
০৪। ঢাকা নামকরণ হয়- ঢাকেশ্বরী দূর্গ থেকে
০৫। Dacca থেকে Dhaka হয়- ১৯৮২সালে
০৬। স্বাধীনতার পূর্বে রাজধানী হয়-৪বার(১৬১০,১৬৬০,১৯০৫,১৯৪৭)
০৭। ঢাকা গেট- মীর জুমলা
০৮। ছোট কাটরা- শায়েস্তা খাঁ
০৯। বড় কাটরা- শাহ সুজা
১০। লালবাগ দূর্গের পূর্ব নাম- আওরঙ্গবাদ দূর্গ
১১। লালবাগ দূর্গে সিপাহী বিদ্রোহ হয়-১৮৫৭সালে।
১২। হোসেনী দালান নির্মান করেন-মীর মুরাদ
১৩। তারা মসজিদ- মির্জা আহম্মেদ জান/মির্জা গোলাম পীর
সাত গম্ভুজ মসজিদ–শায়েস্তা খাঁ
১৪। ঢাকা কলেজ- ১৮৪১ সালে
১৫। ঢাকা ক্লাব- ১৮৫১সালে
১৬। কার্জন হল- ভিত্তি প্রস্তর-১৯০৪, প্রতিষ্ঠিত-১৯০৫ সালে।
১৭। গভর্ণর হাউসকে বঙ্গভবন করা হয়- ১৯৭২সালে
১৮। অপরনাম- মসজিদের শহর, রিক্সার শহর
১৯। পৃথিবীর ১১তম মেগাসিটি ঢাকা শহর
২০। পৃথিবীর ৯ম বৃহত্তম শহর
২১। ঢাকা পৌরসভা- ১৮৬৪সালে
২২। ঢাকা পৌরসভা কর্পোরেশন- ১৯৭৮সালে
২৩। ঢাকা সিটি কর্পোরেশন- ১৯৮৯সালে
২৪। প্রথম নির্বাচিত মেয়র- মোঃ হানিফ (১৯৯৪সাল)
২৫। ঢাকা সিটি কর্পোরেশন উত্তর-দক্ষিণে দুই ভাগ হয়-২০১১সালে
২৬। ঢাকায় অবস্থিত বিহার-শাক্যমুনি বিহার
২৭। ঢাকাই মসলিন গ্রন্থটির রচয়িতা- ডঃ আব্দুল করিম


আরো পড়ুন:


এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!