আফ্রিকার ইতিহাস

আফ্রিকার ইতিহাস :

কৃষ্ণ আফ্রিকার প্রাচীনতম দেশ কোনটি?উঃ ইথিওপিয়া।
ইথিওপিয়ার শেষ সম্রাট কে ছিলেন?উঃ হাইলে সেলাচি।
আঙ্গোলার পূর্বনাম কি ছিল?উঃ পর্তুগীজ পশ্চিশ আফ্রিকা
কবে আঙ্গোলার গৃহ যুদ্ধ সমাপ্ত হয়?উঃ ১১ এপ্রিল, ১৯৯৭।
আঙ্গোলা প্রধানত কি জন্য বিখ্যাত?উঃ বিবিধ প্রকার রত্নের জন্য।
কঙ্গো কবে স্ব-শাসনের অধিকার পায়?উঃ ১৯৫৮ সালে।
কেনিয়া কোথায় অবস্থিত?উঃ পূর্ব মধ্য আফ্রিকা।
স্বাধীনতা অর্জনকারী কৃষ্ণাঙ্গ দেশ কোনটি?উঃ ঘানা | আফ্রিকার ইতিহাস
.কোন দেশ পূর্বে ‘গোল্ড কোস্ট’ নামে পরিচিত ছিল?উঃ ঘানা।
চাঁদের নামকরণ কিভাবে হয়?উঃ চাঁদ হ্রদের থেকে।
কঙ্গো কবে নতুন নাম জায়ার ধারণ করে?উঃ ১৭ মে, ১৯৯৭।
জায়ার-এর রাজধানীর নাম কি?উঃ কিনশাসা।
জাম্বিয়ার পূর্বতম নাম কি?উঃ রোডেশিয়া।
জাম্বিয়ার প্রতিষ্ঠাতার নাম কি?উঃ কেনেথ কাউন্ডা
জাম্বিয়ার নামকরণ কিভাবে হয়েছে?উঃ জাম্বেজী নামানুসারে।
জিম্বাবুয়ের সাবেক নাম কি?উঃ দক্ষিণ রোডেশিয়া।
ডায়ানার পূর্ব নাম কি?ব্রিটিশ ডায়ানা।
তাব্জানিয়া কোথায় অবস্থিত?উঃ পূর্ব আফ্রিকায়।
তিউনিশিয়া আগে কোন দেশের উপনিবেশ ছিল?উঃ ফরাসী | আফ্রিকার ইতিহাস
প্রচীন কার্থেস কোথায় অবস্থিত?তিউনিশিয়া।
দক্ষিণ আফ্রিকার আদি শ্বেতাঙ্গ উপনিবেশ কোনটি?উঃ কেপ অব গুড হোপ।
দঃ আফ্রিকায় কবে বর্ণ বিদ্বেষনীতি প্রবর্তিত হয়?উঃ ১৯৭১ সালে।
বান্টু কি?উঃ দক্ষিণ আফ্রিকার জুলু, বাস্তু, জোসা, তসোয়ান, পোনডো ও অন্যান্য লোককে একত্রে বান্টু বলা হয়।
দঃ আফ্রিকায় বর্ণবাদনীতির প্রবক্তা কে?উঃ জেমস হার্জগ।
দঃ আফ্রিকার কৃষ্ণাঙ্গরা কত বৎসর পরে ক্ষমতায় আসে?উঃ প্রায় ৩৫০ বৎসর।
বর্ণ বৈষম্যবাদ দূরীকরণের ট্রুথ কমিশনার কে ছিলেন?উঃ আর্চবিশপ ডেসমন্ড টুটু।
ম্যান্ডেলা কবে দঃ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন?উঃ ১০ মে, ১৯৯৪।
নাইজার আগে কাদের উপনিবেশ ছিল?উঃ ফরাসি | আফ্রিকার ইতিহাস
আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ কোনটি?উঃ নাইজেরিয়া।
নামিবিয়ার পূর্ব নাম কি?উঃ দক্ষিণ-পশ্চিম আফ্রিকা।
কোন দেশ আগে বেসুয়ানা ল্যান্ড হিসেবে পরিচিত ছিল?উঃ বতসোয়ানা।
কোন দেশের অধিকাংশ স্থান মরুভূমিময়?উঃ বতসোয়ানা।
বুরুন্ডি কবে স্বাধীনতা অর্জন করে?উঃ ০১ জুলাই, ১৯৬২।
বুরুন্ডির সংখাগুরু উপজাতির নাম কি?উঃ হুতু | আফ্রিকার ইতিহাস
বুরুন্ডির প্রধান দুটি উপজাতির নাম কি?উঃ হুটু ও তুতসি।
আফ্রিকার সবচেয়ে ঘনবসতিপূর্ন দেশ কোনটি?উঃ বুরুন্ডি।
আফ্রিকার সবচেয়ে কম ঘনবসতিপূর্ন দেশ কোনটি?উঃ বেনিন।
মরিশাস কোথায় অবস্থিত?উঃ ভারত মহাসাগরে।
মরিশাস কোন মহাদেশে অবস্থিত?উঃ আফ্রিকা।
মরিশাস কখন থেকে ডাচরা বসবাস করে?উঃ ১৬৩৮ সাল।
ফরাসিরা কবে মরিশাস দখল করে?উঃ ১৭২১ সাল।
ইংরেজরা কবে মরিশাস দখল করে?উঃ ১৮১০ সাল।
মরিশাস কবে স্বাধীনতা অর্জন করে?উঃ ১২ মার্চ, ১৯৬৮।
মরিশাসের অধিকাংশ লোক কোন দেশের বংশোদ্ভুত?উঃ ভারত।
আফ্রিকার কোন দেশ পর্যটন শিক্ষায় উন্নত?উঃ মরিশাস।
মিশরের সভ্যতা কত বছরের পুরোনা?উঃ ৭ হাজার বছরেরও বেশী।
ফারাও কবে মিশরের ঐশ্বরিক রাজা নির্বাচিত হন?উঃ খ্রিষ্টপূর্ব ৯৮০ অব্দ।
মিশরে প্রথম কবে পিরামিড নির্মিত হয়?উঃ খ্রিষ্টপূর্ব ৭৫০ অব্দ।
আলেকজান্ডার কবে মিশর অধিকার করেন?উঃ খ্রিষ্টপূর্ব ৩৩২ অব্দ।
আনোয়ার সাদাত কবে আততায়ীর হাতে নিহত হন?উঃ ০৬ অক্টোবর, ১৯৮১।
মালী’র পূর্ব নাম কি?উঃ ফরাসী সুদান।
কোন দেশের মানুষ ঐতিহ্যগতভাবে যাযাবর?উঃ মৌরিতানিয়া।
কোন দেশকে হাজার পাহাড়ের দেশ বলা হয়?উঃ রুয়ান্ডা | আফ্রিকার ইতিহাস
কোন কোন জাতির মধ্যে সংঘর্ষের কারনে রুয়ান্ডায় গৃহযুদ্ধ হয়?উঃ হুটু ও তুতসি।
আফ্রিকার প্রথম প্রজাতন্ত্র কোনটি?উঃ লাইবেরিয়া
আফ্রিকার প্রথম মহিলা সরকার প্রধান কে?উঃ লাইবেরিয়ার রুথ পেরি
লিবিয়া কবে লকারবি বিমানে বোমা হামলাকারীদের জাতিসঙ্ঘের নিকট হস্তান্তর করে?উঃ ০৫ এপ্রিল, ১৯৯৯।
জাতিসংঘ কবে লিবিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে?উঃ ০৬ এপ্রিল, ১৯৯৯।
লিবিয়া কবে লকারবি বিমানে হামলার দায়িত্ব স্বীকার করে?উঃ ১৫ আগষ্ট, ২০০৩।
লেসোথার পুর্ব নাম কি?উঃ বাসুতোলান্ড।
আফ্রিকার মধ্যে সবচেয়ে মনোভম দেশ কোনটি?উঃ সিসেলিস।
সিসেলিসের সবগুলো (১১৫টি) দ্বীপ কি দিয়ে তৈরী?উঃ প্রবাল ও গ্রানাইট পাথর।
সিয়েরা লিওন কথাটির অর্থ কি?উঃ সিংহের পর্বত।
সিয়েরা লিওন দেশটির নামকরণ কারা করেন?উঃ পর্তুগীজরা।
আফ্রিকার বৃহুত্তম দেশ কোনটি?উঃঃ সুদান।
কোন দেশের মাঝখান দিয়ে শ্বেত নীল নদ প্রবাহিত হয়েছে?উঃ সুদান | আফ্রিকার ইতিহাস
সুদান কোথায় অবস্থিত?উঃ পুর্ব আফ্রিকা।
দারফুর কোথায় অবস্থিত?উঃ সুদান।
জাস্টিস এন্ড ইকুয়ালিটি মুভমেন্ট (জেম) কোন দেশের গেরিলা সংগঠন?উঃ সুদান।
সোমালিয়ায় কবে ভয়াবহ দুর্ভিক্ষ হয়?উঃঃ ১৯৯১।
আফ্রিকান ন্যাশনাল কংগ্রস (এএনসি) কবে গঠিত হয়?উঃ ১৯৪২।
এ এন সি গঠনে কোন ভারতীয় নেতার বিশেষ ভূমিকা ছিল?উঃ মহাত্মা গান্ধী।
দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী সরকার কবে এ এন সি-কে নিসিদ্ধ ঘোষনা করে?উঃ ১৯৬০ সাল।
ফাঁসিতে নিহত কবি বেঞ্জামিন মোলইসি কোন দেশের নাগরিক?উঃ দক্ষিণ আফ্রিকা।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পুর্বে আফ্রিকায় স্বাধীন দেশের সংখ্যা কতটি?উঃ ৩টি | আফ্রিকার ইতিহাস
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পুর্বে আফ্রিকায় স্বাধীন দেশ তিনটি কি কি?উঃ লাইবেরিয়া, মিশর ও ইথিওপিয়া।
ঘানাকে বিদেশী শাসন হতে মুক্ত করার লড়াইয়ে চিরস্মরণীয় কে?উঃ পেট্রিস লুবুম্বা।

আরো পড়ুন:

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!