প্রশ্নঃ ভার্সেলিসের যুদ্ধে কারা জয়ী হয়?
ক. ফ্রান্স
খ. ইংল্যান্ড
গ. আমেরিকা
ঘ. পর্তুগিজ
উত্তরঃ ক
প্রশ্নঃ ওয়াটার লুর যুদ্ধ কোন সালে হয়েছিল?
ক. ১৮১৫
খ. ১৮২৭
গ. ১৮২৬
ঘ. ১৮৪০
উত্তরঃ ক
প্রশ্নঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কবে প্যারিস জলবায়ু চুক্তি থেকে নাম প্রত্যাহার করে?
ক. ৩০ মে ২০১৭
খ. ৫ জুন ২০১৭
গ. ১ জুন ২০১৭
ঘ. ৩ জুন ২০১৭
উত্তরঃ গ
প্রশ্নঃ আফগানিস্তানের সন্ত্রাসবিরোধী অভিযান–
ক. অপারেশন এনডুরিং ফ্রিডম
খ. অপরেশন ডেজার্ট স্টর্ম
গ. অপারেশন সার্চ লাইট
ঘ. অপারেশন রেস্টোর হোপ
উত্তরঃ ক
প্রশ্নঃ SDR (Special Drawing Rights) সুবিধা প্রবর্তনের জন্য কত সালে IMF এর গঠনতন্ত্র (Articles) সংশোধন করা হয়েছিল?
ক. ১৯৬৯
খ. ১৯৭১
গ. ১৯৭৫
ঘ. ১৯৭৮
উত্তরঃ ক
প্রশ্নঃ ভার্সাই নগরীটি কোথায় অবস্থিত?
ক. জার্মানি
খ. ফ্রান্স
গ. ইংল্যান্ড
ঘ. আমেরিকা
উত্তরঃ খ
প্রশ্নঃ তাসখন্দ ঘোষণায় স্বাক্ষরকারী ভারতীয় প্রধানমন্ত্রী কে ছিলেন?
ক. জওহরলাল নেহেরু
খ. লাল বাহাদুর শাস্ত্রী
গ. মোরারজি দেশাই
ঘ. ইন্দিরা গান্ধী
উত্তরঃ খ
প্রশ্নঃ নিরস্ক্রীকরণ ও অস্ত্র নিয়ন্ত্রণের পার্থক্য-
ক. সব অস্ত্র ধ্বংস ও প্রতিযোগিতার মাত্রা নিয়ন্ত্রণ
খ. অস্ত্র কমাবার প্রক্রিয়া ও আলোচনা
গ. আণবিক যুদ্ধ পরিহার ও ধাপে ধাপে সে পথে অগ্রসর হওয়া
ঘ. সামরিক বাহিনীগুলোর অস্ত্র সংকোচন
উত্তরঃ ক
প্রশ্নঃ নিম্নের কোন তারিখে পিএলও-ইসরাইল পারস্পরিক স্বীকৃতি দলিলে স্বাক্ষর করে?
ক. ১০ সেপ্টেম্বর, ১৯৯৩
খ. ১১ সেপ্টেম্বর, ১৯৯৩
গ. ১৩ সেপ্টেম্বর, ১৯৯৩
ঘ. ২০ সেপ্টেম্বর, ১৯৯৩
উত্তরঃ গ
প্রশ্নঃ শিল্প বিপ্লব যে দেশে শুরু হয়েছিলো–
ক. যুক্তরাষ্ট্র
খ. ফ্রান্স
গ. ইংল্যান্ড
ঘ. জার্মানি
উত্তরঃ গ
প্রশ্নঃ আমেরিকায় গৃহযুদ্ধ হয়েছিল কোন প্রেসিডেন্টের আমলে?
ক. রিচার্ড নিক্সন
খ. জর্জ বুশ
গ. আব্রাহাম লিংকন
ঘ. জন এফ কেনেডি
উত্তরঃ গ
প্রশ্নঃ নিচের কোন রাষ্ট্রটি স্থলমাইন নিষেধ সংক্রান্ত চুক্তি সই করেনি?
ক. যুক্তরাজ্য
খ. যুক্তরাষ্ট্র
গ. বাংলাদেশ
ঘ. দক্ষিণ আফ্রিকা
উত্তরঃ খ
প্রশ্নঃ নিচের কোন চুক্তিটি যুক্তরাষ্ট্রের সিনেটে অনুমোদিত হয়নি?
ক. এবিএম চুক্তি(ABM)
খ. সল্ট-১ চুক্তি(SALT-1)
গ. সল্ট-২ চুক্তি(SALT-2)
ঘ. স্টার্ট-১ চুক্তি(START-1)
উত্তরঃ গ
প্রশ্নঃ নিচের কোনটি Great Charteer হিসেবে পরিচিত?
ক. Magna Carta
খ. Bill of Rights
গ. Retition of Rights
ঘ. French Revolation
উত্তরঃ ক
প্রশ্নঃ অক্টোবর বিপ্লবের নেতৃত্ব দিয়েছেনঃ
ক. কার্ল মার্কস
খ. ফ্রেডরিক এঙ্গেলস
গ. ভি. আই. লেলিন
ঘ. মাও সে তুং
উত্তরঃ গ
প্রশ্নঃ আনুষ্ঠানিকভাবে ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপ (TTP) চুক্তি স্বাক্ষরিত হয় কবে?
ক. ২ ফেব্রুয়ারি ২০১৬
খ. ১ ফেব্রুয়ারি ২০১৬
গ. ৩ ফেব্রুয়ারি ২০১৬
ঘ. ৪ ফেব্রুয়ারি ২০১৬
উত্তরঃ ঘ
প্রশ্নঃ জর্ডান ও ইসরাইলের মধ্যে ৪৬ বছরের যুদ্ধাবস্থার আনুষ্ঠানিক অবসানের লক্ষ্যে কবে জর্ডানের বাদশাহ হোসেন এবং ইসরাইলের প্রধানমন্ত্রী আইজ্যাক রবিন একটি ঐতিহাসিক ঘোষণার স্বাক্ষর করেন?
ক. ২৪ জুলাই, ১৯৯৪
খ. ২৫ জুলাই, ১৯৯৪
গ. ২৬ জুলাই, ১৯৯৪
ঘ. ২৬ অক্টোবর, ১৯৯৪
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘ওয়াটার লু’র যুদ্ধে বিজয়ী সেনাপতির নাম কি–
ক. লর্ড নেলসন
খ. ডিউক অব ওয়েলিংটন
গ. নেপলিয়ান
ঘ. জেনারেল আইসেন হাওয়ার
উত্তরঃ খ
প্রশ্নঃ প্যারিস জলবায়ু চুক্তিতে বাংলাদেশ কবে অনুসমর্থন করে?
ক. ২০ সেপ্টেম্বর ২০১৬
খ. ২৫ সেপ্টেম্বর ২০১৬
গ. ২১ সেপ্টেম্বর ২০১৬
ঘ. ২৩ সেপ্টেম্বর ২০১৬
উত্তরঃ গ
প্রশ্নঃ জেনেভা কনভেনশন হলো-
ক. বাণিজ্য সম্মেলন
খ. যুদ্ধবন্দীদের প্রতি আচরণ বিধি
গ. যুদ্ধ বিরতিকরণ সম্মেলন
ঘ. বিচার বিভাগীয় সম্মেলন
উত্তরঃ খ
প্রশ্নঃ ১৬৮৯ সালে মানবাধিকায় প্রতিষ্ঠায় স্বাক্ষরিত হয়-
ক. Magna Carta
খ. Petition of Rights
গ. English Bill of Rights
ঘ. French Declaration of Rights of man and of the Citizen
উত্তরঃ গ
প্রশ্নঃ প্যারিস জলবায়ু চুক্তিতে ৩রা নভেম্বর ২০১৬ পর্যন্ত স্বাক্ষরকারী দেশ কতটি?
ক. ১৭৫টি
খ. ১৬৫টি
গ. ১৯১টি
ঘ. ১৯০টি
উত্তরঃ গ
প্রশ্নঃ প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তিতে কোন চুক্তি স্বাক্ষরিত হয়?
ক. সেভার্স চুক্তি
খ. লুজেন চুক্তি
গ. ভার্সাই চুক্তি
ঘ. প্যারিস চুক্তি
উত্তরঃ গ
প্রশ্নঃ Force-17 কোন দেশের গেরিলা সংগঠন—
ক. পাকিস্তান
খ. নাইজেরিয়া
গ. আফগানিস্তান
ঘ. সিরিয়া
উত্তরঃ গ
প্রশ্নঃ কোন চুক্তি অনুসারে বসনিয়া সংকট সমাধানে পথ সুগম হয়েছিল?
ক. জেনেভা চুক্তি
খ. ম্যাচট্রিচট চুক্তি
গ. ডেটন চুক্তি
ঘ. প্যারিস চুক্তি
উত্তরঃ গ
প্রশ্নঃ বাংলাদেশের কোন রাষ্ট্রপতি ইরাক-ইরান যুদ্ধ বন্ধের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছিলেন?
ক. প্রেসিডেন্ট মরহুম বিচারপতি আবুসাঈদ চৌধুরী
খ. প্রেসিডেন্ট মরহুম শহীদ জিয়াউর রহমান
গ. প্রেসিডেন্ট মরহুম বিচারপতি আবদুস সাত্তার
ঘ. প্রেসিডেন্ট মরহুম মোহাম্মদ উল্লাহ
উত্তরঃ খ
প্রশ্নঃ মন্ট্রিল প্রটোকলের ৫ম সংশোধনী গৃহীত হয় কবে?
ক. ১৪ অক্টোবর ২০১৬
খ. ১৬ অক্টোবর ২০১৬
গ. ১০ অক্টোবর ২০১৬
ঘ. ১২ অক্টোবর ২০১৬
উত্তরঃ ক
প্রশ্নঃ ডেটন চুক্তির মাধ্যমে কোন সঙ্কটের পরিসমাপ্তি ঘটে?
ক. বসনিয়া
খ. কসোভো
গ. সোমালিয়া
ঘ. জর্জিয়া
উত্তরঃ ক
প্রশ্নঃ ইন্টারপোল প্রতিষ্ঠিত হয়–
ক. ৭ মে ১৯২৫
খ. ৭ জুন ১৯২৩
গ. ৭ সেপ্টেম্বর ১৯২৩
ঘ. ৭ মে ১৯২৩
উত্তরঃ গ
প্রশ্নঃ মধ্যপ্রাচ্যে কখন প্রথম তেলঅস্ত্র ব্যবহার করা হয়েছিল?
ক. ১৯৭৩ সালে
খ. ১৯৮১ সালে
গ. ১৯৯১ সালে
ঘ. ২০০৩ সালে
উত্তরঃ ক
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)