প্রশ্নঃ প্যারিস জলবায়ু চুক্তি কার্যকর হয় কবে?
ক. ৪ নভেম্বর ২০১৬
খ. ৩ নভেম্বর ২০১৬
গ. ২ নভেম্বর ২০১৬
ঘ. ১ নভেম্বর ২০১৬
উত্তরঃ ক
প্রশ্নঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান পার্ল হারবার আক্রমণ করে-
ক. ১৫ আগস্ট, ১৯৪৫
খ. ৭ ডিসেম্বর, ১৯৪১
গ. ৭ মে, ১৯৪৫
ঘ. ১৪ ফেব্র“য়ারি, ১৯৪১
উত্তরঃ খ
প্রশ্নঃ নাফটার (North American Free Trade Agreement) সদস্য নয়-
ক. কানাডা
খ. মার্কিন যুক্তরাষ্ট্র
গ. মেক্সিকো
ঘ. ভেনিজুয়েলা
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ১০ ফেব্রুয়ারি ২০১৫ কোন দেশ পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি (NPT) স্বাক্ষর করে?
ক. ওমান
খ. ইরান
গ. ইরাক
ঘ. ফিলিস্তিন
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বিখ্যাত যুদ্ধক্ষেত্র ‘ওয়াটার লু কোন দেশে অবস্থিত?
ক. সুইডেন
খ. বেলজিয়াম
গ. ইংল্যান্ড
ঘ. ইটালি
উত্তরঃ খ
প্রশ্নঃ হিরোশিমায় এটম বোমা ফেলা হয়েছিল–
ক. ১৯৪৫ সালের আগস্ট মাসে
খ. ১৯৪৫ সালের মে মাসে
গ. ১৯৪৪ সালের সেপ্টেম্বর মাসে
ঘ. ১৯৪৪ সালের আগস্ট মাসে
উত্তরঃ ক
প্রশ্নঃ ম্যাগনাকার্টা কোন সালের কত তারিখে স্বাক্ষরিত হয়?
ক. ১৫২১ সালের ১৫ জুন
খ. ১২১৩ সালের ৭ ডিসেম্বর
গ. ১২১৫ সালের ১৫ জুন
ঘ. ১৩২৫ সালের ৭ জুলাই
উত্তরঃ গ
প্রশ্নঃ ২২ এপ্রিল ২০১৬ কতটি দেশ ও সংস্থা প্যারিস চুক্তি স্বাক্ষর করে?
ক. ১৭৫টি
খ. ১৭০টি
গ. ১৮০টি
ঘ. ১৬৫টি
উত্তরঃ ক
প্রশ্নঃ বাংলাদেশ কতটি দেশের সাথে রাজস্ব ফাঁকি প্রতিরোধ ও দ্বৈত করারোপ পরিহার চুক্তি (DTAA) করেছে?
ক. ৩২টি
খ. ২৮টি
গ. ৩৫টি
ঘ. ৩০টি
উত্তরঃ ক
প্রশ্নঃ ১৯৬৫ সালে যুদ্ধের পর রাশিয়ার মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে কোন চুক্তির মাধ্যমে?
ক. সিমলা চুক্তি
খ. ক্রেমলিন চুক্তি
গ. মানবাধিকার চুক্তি ‘
ঘ. তাসখন্দ চুক্তি
উত্তরঃ ঘ
প্রশ্নঃ নিচের কোন সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইতালিয়ান ও জার্মান বাহিনী ব্রিটিশ অধিভুক্ত উত্তর আফ্রিকা আক্রমণ করে?
ক. ১৯৪২
খ. ১৯৪৩
গ. ১৯৪১
ঘ. ১৯৪০
উত্তরঃ ঘ
প্রশ্নঃ প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি ট্রান্স আটলান্টিক ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট পার্টনারশিপ (TTIP) চুক্তি স্বাক্ষরিত হয়–
ক. যুক্তরাষ্ট্র ও ইউনিয়ন অব সাউথ আমেরিকান নেশনসের (USAN) মধ্যে
খ. যুক্তরাষ্ট্র ও আফ্রিকান ইউনিয়নের (AU) মধ্যে
গ. যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (EU) এর মধ্যে
ঘ. যুক্তরাষ্ট্র ও আরব লীগের মধ্যে
উত্তরঃ গ
প্রশ্নঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুদ্ধাপরাধীদের বিচার করা হয়েছিল জার্মানির-
ক. বার্লিনে
খ. ন্যুরেমবার্গে
গ. হাইডেলবার্গে
ঘ. বনে
উত্তরঃ খ
প্রশ্নঃ ইনোসিস কি?
ক. বিভক্ত জার্মানির একত্রীকরণ
খ. সাইপ্রাসকে গ্রিসের সঙ্গে যুক্তকরণের আন্দোলন
গ. ইতালির ঐক্য
ঘ. আরব ঐক্যের ডাক
উত্তরঃ ক
প্রশ্নঃ বাংলাদেশ কবে জলবায়ু বিষয়ক প্যারিস চুক্তি স্বাক্ষর করে?
ক. ২৫ এপ্রিল ২০১৬
খ. ২০ এপ্রিল ২০১৬
গ. ২২ এপ্রিল ২০১৬
ঘ. ১৮ এপ্রিল ২০১৬
উত্তরঃ গ
প্রশ্নঃ আরব দেশসমূহ পাশ্চাত্যের উপর প্রথম তেল অবরোধ করে-
ক. ১৯৭০ সালে
খ. ১৯৭৩ সালে
গ. ১৯৭৪ সালে
ঘ. ১৯৭৮ সালে
উত্তরঃ খ
প্রশ্নঃ প্রথম বিশ্বযুদ্ধের ব্যাপ্তিকাল-
ক. ১৮১৪-১৮১৮
খ. ১৮৩৯-১৮৪৫
গ. ১৯১৪-১৯১৮
ঘ. ১৯৩৯-১৯৪৫
উত্তরঃ গ
প্রশ্নঃ আনোয়ার সাদাত কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন?
ক. মিশর
খ. লেবানন
গ. বেনিন
ঘ. সুদান
উত্তরঃ ক
প্রশ্নঃ দ্বিতীয় মহাযুদ্ধে জার্মানি আত্মসমপূর্ণ করে–
ক. ১৯৪২ সালের নভেম্বর মাসে
খ. ১৯৪৩ সালের ফেব্র“য়ারি মাসে
গ. ১৯৪৫ সালের মে মাসে
ঘ. ১৯৪৫ সালের সেপ্টেম্বর মাসে
উত্তরঃ গ
প্রশ্নঃ Kyoto protocol কিসের সাথে সম্পর্কযুক্ত?
ক. পারমাণবিক অস্ত্র
খ. আন্তর্জাতিক বানিজ্য
গ. কৃষি
ঘ. পরিবেশ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কত সালে ইরাক কুয়েত দখল করেছিল?
ক. ১৯৮৯
খ. ১৯৯০
গ. ১৯৯১
ঘ. ১৯৯২
উত্তরঃ খ
প্রশ্নঃ শাত-ইল-আরবকে কেন্দ্র করে ইরাক ও ইরানের মধ্যে স্বাক্ষরিত চুক্তির নাম-
ক. দামেস্ক চুক্তি
খ. আলজিয়ার্স চুক্তি
গ. কায়রো চুক্তি
ঘ. বৈরুত চুক্তি
উত্তরঃ খ
প্রশ্নঃ প্যারিস জলবায়ু চুক্তিতে চীন ও যুক্তরাষ্ট্র কবে অনুসমর্থন করে?
ক. ১০ আগস্ট ২০১৬
খ. ১২ আগস্ট ২০১৬
গ. ২৫ আগস্ট ২০১৬
ঘ. ৩ সেপ্টেম্বর ২০১৬
উত্তরঃ ঘ
প্রশ্নঃ সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের অংশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র কখন ইরাক আক্রমণ করে?
ক. ফেব্রুয়ারি ২০০৩
খ. মার্চ ২০০৩
গ. এপ্রিল ২০০৩
ঘ. মে ২০০৩
উত্তরঃ খ
প্রশ্নঃ START-2 কি?
ক. টিভিতে সম্প্রচাতি একটি সিরিয়াল
খ. বাণিজ্য সংক্রান্ত একটি চুক্তি
গ. কৌশলগত অস্ত্র হ্রাস সংক্রান্ত চুক্তি
ঘ. এর কোনটিই নয়
উত্তরঃ গ
প্রশ্নঃ NAFTA (North American Free Trade Agreement) ভূক্ত দেশ কয়টি কি কি এবং উদ্দেশ্য কি?
ক. Mexico, Canada and USA : Trade without duty
খ. USA, UK, Germany : Agricultural Trade
গ. NATO countries : Free Trade
ঘ. North and South American countries : Free Trade
উত্তরঃ ক
প্রশ্নঃ ইংল্যান্ডের কোন রাজা ম্যাগনাকার্টায় স্বাক্ষর করেন?
ক. জন
খ. জেমস
গ. এডওয়ার্ড
ঘ. জর্জ
উত্তরঃ ক
প্রশ্নঃ পারমাণবিক অস্ত্র প্রসার রোধ সংক্রান্ত চুক্তি এনপিটি এর স্বাক্ষরকারী নয়-
ক. চীন
খ. বাংলাদেশ
গ. ভারত
ঘ. ফ্রান্স
উত্তরঃ গ
প্রশ্নঃ কোন আন্তর্জাতিক চুক্তি থেকে উত্তর কোরিয়া নিজেকে প্রত্যাহার করেছে?
ক. ডব্লিউটিও
খ. এনপিটি
গ. সিটিবিটি
ঘ. আইসিসি
উত্তরঃ খ
প্রশ্নঃ ইঙ্গ-মার্কিন বাহিনী কবে আফগান হামলা শুরু করে ছিল?
ক. ১ অক্টোবর ২০০১
খ. ৩ অক্টোবর ২০০১
গ. ৯ অক্টোবর ২০০১
ঘ. ৭ অক্টোবর ২০০১
উত্তরঃ ঘ
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)