প্রশ্নঃ প্রথম বিশ্বযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট কে ছিলেন?
ক. রুজভেল্ট
খ. লিংকন
গ. উড্রো উইলসন
ঘ. আইসেন হাওযার
উত্তরঃ গ
প্রশ্নঃ সিমলা চুক্তি কোন সনে স্বাক্ষরিত হয়-
ক. ১৯৭২
খ. ১৯৭৩
গ. ১৯৭৪
ঘ. ১৯৭৫
উত্তরঃ ক
প্রশ্নঃ ইরাকে কখন মার্কিন-বৃটিশ যৌথ সামরিক অভিযান শুরু হয়?
ক. ২০০৩ সালের ১৮ মার্চ
খ. ২০০৩ সালের ২০ মার্চ
গ. ২০০৩ সালের ২২ মার্চ
ঘ. ২০০৩ সালের ২৪ মার্চ
উত্তরঃ খ
প্রশ্নঃ ২০ মার্চ ২০১৫ কোন দেশ CTBT অনুমোদন করে?
ক. মিসর
খ. পাকিস্তান
গ. অ্যাঙ্গোলা
ঘ. জর্ডান
উত্তরঃ গ
প্রশ্নঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কবে ওবামার কিউবা নীতি বাতিল করে?
ক. ১০ জুন ২০১৭
খ. ১২ জুন ২০১৭
গ. ১৬ জুন ২০১৭
ঘ. ১৮ জুন ২০১৭
উত্তরঃ গ
প্রশ্নঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের (বর্তমান রাশিয়া) নেতৃত্বে ছিলেন—
ক. ট্রুম্যান
খ. জন এফ কেনেডি
গ. যোসেফ স্ট্যালিন
ঘ. যোসেফ লিনেকার
উত্তরঃ গ
প্রশ্নঃ নৈরাজ্য যে তত্ত্বের মূল উপাদান সেটি হচ্ছেঃ
ক. নয়া উদারতাবাদ
খ. গঠনবাদ
গ. বাস্তববাদ
ঘ. নব্য মার্কসবাদ
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি যা Joint comprehensive plan of Action নামে পরিচিত তা সই হয়-
ক. ২ এপ্রিল ২০১৫
খ. ১৪ জুলাই ২০১৫
গ. ২৪ সেপ্টেম্বর ২০১৪
ঘ. ১০ ডিসেম্বর ২০১৩
উত্তরঃ খ
প্রশ্নঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ‘জাপান-জার্মানি ইতলি’ এই তিন শক্তিকে একত্রে বলা হত-
ক. মিত্র শক্তি
খ. অক্ষ শক্তি
গ. যুগ্ম শক্তি
ঘ. অশ্ব শক্তি
উত্তরঃ খ
প্রশ্নঃ First Atom Bomb was dropped on -/প্রথম পারমাণবিক বোমা ফেলা হয়েছিল-
ক. জার্মানি(Germany)
খ. জাপান(Japan)
গ. অস্ট্রিয়া(Austria)
ঘ. ইতালি(Itali)
উত্তরঃ খ
প্রশ্নঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় কোন সালে?
ক. ১৯৪২
খ. ১৯৪৩
গ. ১৯৪৪
ঘ. ১৯৪৫
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘তাসখন্দ চুক্তি’ কখন স্বাক্ষরিত হয়?
ক. ১৯৬৫ সালের ৬ সেপ্টেম্বর
খ. ১৯৬৫ সালের ১০ ডিসেম্বর
গ. ১৯৬৬ সালের ১০ জানুয়ারি
ঘ. ১৯৬৬ সালের ৩০ জানুয়ারি
উত্তরঃ গ
প্রশ্নঃ প্যারিস জলবায়ু চুক্তি স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হয় কবে?
ক. ২২ মে ২০১৬
খ. ২২ মার্চ ২০১৬
গ. ২২ এপ্রিল ২০১৬
ঘ. ২২ জুন ২০১৬
উত্তরঃ গ
প্রশ্নঃ স্যান্ডহার্স্ট হলো-
ক. নৌ একাডেমি
খ. সামরিক একাডেমি
গ. মেরিন একাডেমি
ঘ. বিমান একাডেমি
উত্তরঃ খ
প্রশ্নঃ The hisstorical ‘D-day’ is related with-/ঐতিহাসিক ‘D-day’ কোন ঘটনার সাথে ঘটিত?
ক. Gulf War
খ. First world war
গ. Second world war
ঘ. Iraq war
উত্তরঃ গ
প্রশ্নঃ আমেরিকা কবে প্রথম ইরাক আক্রমণ করে?
ক. ১৯৮০
খ. ১৯৯০
গ. ১৯৯১
ঘ. ১৯৯২
উত্তরঃ গ
প্রশ্নঃ আমেরিকার চালকবিহীন গোয়েন্দা বিমান ‘স্টিলথ ড্রোন’ টি কি?
ক. বোমারু বিমান চালিত
খ. মিগ চালিত
গ. হেলিকুপ্টার চলিত
ঘ. শক্তিশালী রকেট চালিত
উত্তরঃ ক
প্রশ্নঃ যুদ্ধ ও সশস্ত্র সংঘর্ষ সংক্রান্ত আইন প্রণয়ন বিষয়ে ১৯৪৯ সনের জেনেভা কনভেনসনসমূহ অভিহিত–
ক. ‘দুটি রেডক্রস কনভেনশন’ নামে
খ. ‘তিনটি রেডক্রস কনভেনশন’ নামে
গ. ‘চারটি রেডক্রস কনভেনশন’ নামে
ঘ. ‘পাঁচটি রেডক্রস কনভেনশন’ নামে
উত্তরঃ গ
প্রশ্নঃ পরিবেশ বিষয়ক ‘Kyoto protocol’ কোন দেশে স্বাক্ষরিত হয়-
ক. জাপান
খ. রাশিয়া
গ. বাংলাদেশ
ঘ. ভারত
উত্তরঃ ক
প্রশ্নঃ প্যারিস চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়?
ক. রোম, ইতালি
খ. জেনেভা, সুইজারল্যান্ড
গ. প্যারিস, ফ্রান্স
ঘ. নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কোন দেশের বিরুদ্ধে Operation Desert Strom পরিচারিত হয়-
ক. ইরাক
খ. ফিলিস্তিন
গ. আফগানিস্তান
ঘ. ইরান
উত্তরঃ ক
প্রশ্নঃ ভূমি মাইন চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়েছিল?
ক. লন্ডন
খ. নিউইয়র্ক
গ. অটোয়া
ঘ. রোম
উত্তরঃ গ
প্রশ্নঃ যুদ্ধবন্দীদের প্রতি আচরণ সম্পর্কিত জেনেভা কনভেনশন যে সনে স্বাক্ষরিত হয়-
ক. ১৯২৫ সনে
খ. ১৯৪৯ সনে
গ. ১৯৬৬ সনে
ঘ. ১৯৭২ সনে
উত্তরঃ খ
প্রশ্নঃ এ পর্যন্ত (২০১৫) কতটি দেশ অ্যান্টার্কটিক চুক্তিতে যুক্ত হয়েছে?
ক. ৫২ টি
খ. ৪৫ টি
গ. ৫৫ টি
ঘ. ৪৭ টি
উত্তরঃ ক
প্রশ্নঃ আর্জেন্টিনা কত সালে ফকল্যান্ড দখল করে নিয়েছিল?
ক. ১৯৮১ সালে
খ. ১৯৮২ সালে
গ. ১৯৮৫ সালে
ঘ. ১৯৮৬ সালে
উত্তরঃ খ
প্রশ্নঃ প্যারিস জলবায়ু চুক্তিতে ৩রা নভেম্বর ২০১৬ পর্যন্ত অনুসমর্থনকারী দেশ কতটি?
ক. ১১৫টি
খ. ১০৫টি
গ. ১১৯টি
ঘ. ১১০টি
উত্তরঃ ক
প্রশ্নঃ ১৯৬৭ আরব-ইসরাইল যুদ্ধের স্থয়িত্বকাল কতদিন?
ক. ৬ দিন
খ. ১০ দিন
গ. ১১ দিন
ঘ. ১২ দিন
উত্তরঃ ক
প্রশ্নঃ TPP -এর পূর্ণরূপ কি?
ক. Trans-Proteomic Pipeline
খ. Two Party Partnership
গ. Trans-Pacific Partner
ঘ. Trans-Pacific Partnership
উত্তরঃ ঘ
প্রশ্নঃ দিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়-
ক. ১ সেপ্টেম্বর, ১৯৩৯
খ. ১ নভেম্বর, ১৯৪০
গ. ১ ডিসেম্বর, ১৯৩৭
ঘ. ১ অক্টোবর, ১৯৩৫
উত্তরঃ ক
প্রশ্নঃ শেনজেন চুক্তি হচ্ছে-
ক. বাণিজ্য চুক্তি
খ. কর হ্রাস করা চুক্তি
গ. অবাধ চলাচল সংক্রান্ত চুক্তি
ঘ. এর কোনটিই নয়
উত্তরঃ গ
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)