আন্তর্জাতিক বিষয়াবলী-৮৪

প্রশ্নঃ সুদান বর্তমানে যে বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপের মধ্যে রয়েছে-
ক. আণবিক অস্ত্র কর্মসূচী
খ. সামরিক শাসন
গ. দারফুর সংকট
ঘ. আন্তর্জাতিক সন্ত্রাসীদের সঙ্গে যোগসূত্র
উত্তরঃ গ

প্রশ্নঃ যুক্তরাজ্যের বর্তমান (২০১৬) পররাষ্ট্রমন্ত্রী কে?
ক. Boris Johnson
খ. Philip Hammond
গ. Rob Wilson
ঘ. Liam Fox
উত্তরঃ ক

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ Persona-non-grata শব্দ সমষ্টি যে বিশেষ ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য-
ক. রাজনীতিবিদ
খ. ক্রীড়াবিদ
গ. ব্যবসায়ী
ঘ. কূটনীতিবিদ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ৫৮তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠত হবে?
ক. ১২ নভেম্বর, ২০১৬
খ. ০৮ নভেম্বর, ২০১৬
গ. ০৬ নভেম্বর, ২০১৬
ঘ. ১৪ নভেম্বর, ২০১৬
উত্তরঃ খ

প্রশ্নঃ ব্রিটিশ আইনসভার নিম্নকক্ষ হাউস অব কমন্সের আসন সংখ্যা কত?
ক. ৬৩০ টি
খ. ৬৪৫ টি
গ. ৬৫০ টি
ঘ. ৬৬০ টি
উত্তরঃ গ

প্রশ্নঃ মরিশাসের প্রথম নারী ও মুসলিম প্রেসিডেন্ট কে?
ক. মারিয়ানো রাজয়
খ. শিরিন এবাদী
গ. চার্লস মিশেল
ঘ. আমিনা ফিরদৌস গারিব ফাকিম
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ইরানের ওপর থেকে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন অর্থনৈতিক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞা তুলে নেয় কবে?
ক. ২০ জানুয়ারি ২০১৬
খ. ১৮ জানুয়ারি ২০১৬
গ. ১৬ জানুয়ারি ২০১৬
ঘ. ১৪ জানুয়ারি ২০১৬
উত্তরঃ গ

প্রশ্নঃ সার্কভূক্ত কোন দেশে কোন বিশ্ববিদ্যালয় নেই?
ক. ভুটান
খ. মালদ্বীপ
গ. নেপাল
ঘ. কোনটিই না
উত্তরঃ খ

প্রশ্নঃ নিউজিল্যান্ডের বর্তমান (২০১৭) ও তৃতীয় নারী প্রধানমন্ত্রী কে?
ক. Helen Clark
খ. Jenny Shipley
গ. Jacinda Ardern
ঘ. None of the above
উত্তরঃ গ

প্রশ্নঃ ১৯৯৩ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত রাশিয়ার পার্লামেন্টের নির্বাচনে কোন রাজনৈতিক দলটি সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে আত্মপ্রকাশ করে?
ক. রাশিয়া’স চয়েস
খ. লিবারেল ডেমোক্রেটিক পার্টি
গ. স্যোশাল ডেমোক্রেটিক পার্টি
ঘ. দ্য কমিউনিস্ট পার্টি
উত্তরঃ খ

প্রশ্নঃ উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম কত সালে একত্রিত হয়?
ক. ১৯৭৩ সালে
খ. ১৯৭৪ সালে
গ. ১৯৭৫ সালে
ঘ. ১৯৭৬ সালে
উত্তরঃ ঘ

প্রশ্নঃ আফগানিস্তানের কোন শহরে তালিবানরা ইরানের কূটনীতিবিদদের হত্যা করে?
ক. মাজার-ই-শরীফ
খ. হেরাট
গ. জালালাবাদ
ঘ. কান্দাহার
উত্তরঃ ক

প্রশ্নঃ চন্দনগর (পশ্চিমবঙ্গ) একসময়-এর উপনিবেশ ছিল?
ক. হল্যান্ড
খ. ফ্রান্স
গ. ইংল্যান্ড
ঘ. পর্তুগাল
উত্তরঃ গ

প্রশ্নঃ ভারতের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল কোনটি?
ক. ভারতীয় জনতা পার্টি
খ. কমুনিষ্ট পার্টি
গ. ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস
ঘ. বহুজন সমাজ পার্টি
উত্তরঃ গ

প্রশ্নঃ তিনিসিয়ার বর্তমান প্রধানমন্ত্রী কে?
ক. রশিদ আল ঘানুশি
খ. হাবিব আল ঘানুশি
গ. আবেদিন বেন আলী
ঘ. হাবিব এসিদ
উত্তরঃ ঘ

প্রশ্নঃ মার্কিন যুক্তরাষ্ট্রের ৬৯তম পররাষ্ট্রমন্ত্রী কে?
ক. জেফ সেশন্স
খ. জেমস ম্যাটিস
গ. স্টিভেন মুচিন
ঘ. রেক্স টিলারসন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ‘আরব বসন্ত’ বলতে কি বোঝায়?
ক. আরবের বিভিন্ন দেশে গণজাগরণ
খ. আরব অঞ্চলে বসন্ত
গ. আরব রাজতন্ত্র
ঘ. আরবীয় মহিলাদের ক্ষমতায়ন
উত্তরঃ ক

প্রশ্নঃ নিচের কোন দেশটিতে নিয়মন্ত্রান্ত্রিক রাজতন্ত্র নেই?
ক. ডেনমার্ক
খ. গ্রেট ব্রটেন
গ. জাপান
ঘ. সৌদি আরব
উত্তরঃ ঘ

প্রশ্নঃ মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান (২০১৭) পররাষ্ট্রমন্ত্রী কে?
ক. জেফ সেশন্স
খ. জেমস এন. ম্যাটিস
গ. স্টিভেন মুচিন
ঘ. রেক্স টিলারসন
উত্তরঃ খ

প্রশ্নঃ ফিলিস্তিনের প্রেসিডেন্ট ইয়াসির আরাফাত এর আনষ্ঠানিক অন্তোষ্টিক্রিয়া অনুষ্ঠানে যোগদানের জন্য বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান সরকার প্রধানগণ কোথায় মিলিত হন?
ক. রামাল্লা
খ. প্যারিস
গ. কায়রো
ঘ. ক্যানবেরা
উত্তরঃ গ

প্রশ্নঃ রাশিয়ার যে শহরে হাসপাতালে আক্রমণের পর বাধ্য হয়ে রাশিয়া চেচনিয়ার সাথে শান্তি বৈঠকে বসতে রাজি হয়েছে তার নাম-
ক. Budennovsk
খ. Keldavisk
গ. Dasanova
ঘ. Gariev
উত্তরঃ ক

প্রশ্নঃ ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট?
ক. ৫৮তম
খ. ৪৮তম
গ. ৪৫তম
ঘ. ৪৩তম
উত্তরঃ গ

প্রশ্নঃ গাম্বিয়ার সেনাবাহিনী অভ্যুত্থানের মাধ্যমে কবে দেশের ক্ষমতা দখল করে?
ক. ২১ জুলাই, ১৯৯৪
খ. ২২ জুলাই, ১৯৯৪
গ. ২৩ জুলাই, ১৯৯৪
ঘ. ২৪ জুলাই, ১৯৯৪
উত্তরঃ খ

প্রশ্নঃ নামিবিয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী কে?
ক. ক্যাথেরিন ক্রিচনার
খ. সারা কুগনজেলা
গ. জয়েস সান্দা
ঘ. ম্যালাইসা ম্যারি
উত্তরঃ খ

প্রশ্নঃ কানাডার বর্তমান (২০১৫) নতুন প্রধানমন্ত্রী কে?
ক. টমাস মালকেয়ার
খ. স্টিফেন হার্পার
গ. জাস্টিন ট্রুডো
ঘ. পিয়েরে ট্রুডো
উত্তরঃ গ

প্রশ্নঃ ইরিয়ানজারা (Irin Jaya) প্রদেশ নিয়ে কোন দেশের কেন্দ্রীয় সরকারের সাথে বিরোধ চলছে?
ক. ফিলিপাইন্স
খ. ফিজি
গ. ইন্দোনেশিয়া
ঘ. কাম্পুচিয়া
উত্তরঃ গ

প্রশ্নঃ ইরাকের বর্তমান প্রেসিডেন্ট জালাল তালাবানি কোন সম্প্রদায়ের
ক. সুন্নি
খ. শিয়া
গ. কুর্দী
ঘ. খ্রিস্টান
উত্তরঃ গ

প্রশ্নঃ সেনাগাল যে দেশের উপনিবেশ ছিল-
ক. ফ্রান্স
খ. নেদারল্যান্ড
গ. ইংল্যান্ড
ঘ. রাশিয়া
উত্তরঃ ক

প্রশ্নঃ নরওয়ের প্রথম নারী প্রধানমন্ত্রীর নাম কি?
ক. এরনা সোলবার্গ
খ. তারজা হ্যালোন
গ. গ্রো হারলেম ব্রান্ডেটল্যান্ড
ঘ. উপরের কেউ না
উত্তরঃ গ

প্রশ্নঃ লেফটেন্যান্ট জেনারেল জে. এফ. আর (জ্যাকব ফার্জ রাফায়েল) জ্যাকব মারা যান কবে?
ক. ১৪ জানুয়ারি ২০১৬
খ. ১৩ জানুয়ারি ২০১৬
গ. ১৫ জানুয়ারি ২০১৬
ঘ. ১৬ জানুয়ারি ২০১৬
উত্তরঃ খ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!