প্রশ্নঃ দক্ষিণ এশিয়ার কোন দেশটি এক সময় স্পেনীয় সাম্রাজ্যের অন্তর্ভূক্ত ছিল?
ক. ভিয়েতনাম
খ. মালয়েশিয়া
গ. ফিলিপাইন
ঘ. সিঙ্গাপুর
উত্তরঃ গ
প্রশ্নঃ ‘ডিজ আর্মিং ইরাক’ গ্রন্থটি রচয়িতা কে?
ক. সালমান রুশদি
খ. কুলদীপ নায়ার
গ. হ্যান্স ব্লিক্স
ঘ. হিলারী ক্লিনটন
উত্তরঃ গ
প্রশ্নঃ নিম্নের কোন দেশের সরকার প্র্রধান হলেন প্রেসিডেন্ট?
ক. ইন্দোনেশিয়া
খ. থাইল্যান্ড
গ. জাপান
ঘ. অস্ট্রেলিয়া
উত্তরঃ ক
প্রশ্নঃ নেপালের প্রথম নারী প্রেসিডেন্ট কে?
ক. চিত্রালেখা যাদব
খ. সুস্মিতা ভাণ্ডারী
গ. ওনসারি ঘারতি মাগার
ঘ. বিদ্যাদেবী ভাণ্ডারী
উত্তরঃ ঘ
প্রশ্নঃ নেপালের পার্লামেন্টের প্রথম নারী স্পিকার কে?
ক. শর্মা ঘারতি মাগার
খ. ওনসারি ঘারতি মাগার
গ. অনুরাধা থাপা মাগার
ঘ. ওনসারি থাপা মাগার
উত্তরঃ খ
প্রশ্নঃ “Imperialism, the Highest Stage of Capitalism” বইটি কার লেখা?
ক. টমাস হবসন
খ. ভি. আই লেলিন
গ. কার্ল মার্কস
ঘ. এন্টিনিও গ্রামসি
উত্তরঃ খ
প্রশ্নঃ চীন নিচের কোন আফ্রিকান দেশটিতে সামরিক ঘাঁটি স্থাপনের মাধ্যমে কৌশলগত সম্পর্ক স্থাপন করেছে?
ক. ইথিওপিয়া
খ. জাম্বিয়া
গ. লাইবেরিয়া
ঘ. জীবুতি
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কোন দেশ ‘তালেবান’ নামক রাজনৈতিক দলের ক্ষমতায় অধিষ্ঠিত ছিল?
ক. সুদান
খ. তিউনিসিয়া
গ. ইয়েমেন
ঘ. আফগানিস্তান
উত্তরঃ ঘ
প্রশ্নঃ সুপারসনিক ক্ষেপণাস্ত্র ওয়াইজে-১৮ কোন দেশের?
ক. রাশিয়া
খ. যুক্তরাষ্ট্র
গ. যুক্তরাজ্য
ঘ. চীন
উত্তরঃ ঘ
প্রশ্নঃ চ্যান্সেলর কোন দেশের প্রধানমন্ত্রীর সমমর্যাদার পদ?
ক. অস্ট্রিয়া
খ. জার্মানী
গ. অস্ট্রেলিয়া
ঘ. সুইজারল্যান্ড
উত্তরঃ খ
প্রশ্নঃ রুয়ান্ডার প্যাট্রিয়টিক ফ্রন্ট সরকার কবে শপথ গ্রহণ করেন?
ক. ৮ জুলাই, ১৯৯৪
খ. ১৯ জুলাই, ১৯৯৪
গ. ২৪ জুলাই, ১৯৯৪
ঘ. ২৭ জুলাই, ১৯৯৪
উত্তরঃ খ
প্রশ্নঃ কানাডার মন্ট্রিল নগরীর প্রথম নারী মেয়র কে?
ক. Eva Aariak
খ. Céline Hervieux-Payette
গ. Valerie Plante
ঘ. Christy Clark
উত্তরঃ গ
প্রশ্নঃ স্বাধীনতার আগে পাপুয়া নিউগিনি কোন দেশের অধীন ছিল?
ক. বৃটেন
খ. ফ্রান্স
গ. তুরস্ক
ঘ. স্পেন
উত্তরঃ খ
প্রশ্নঃ ২০১৬ সালে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনে কে জয়লাভ করে প্রেসিডেন্ট নির্বাচিত হন?
ক. রুডি জুলিয়ান
খ. মিট রমনী
গ. হিলারি ক্লিনটন
ঘ. ডোনাল্ড ট্রাম্প
উত্তরঃ ঘ
প্রশ্নঃ তাঞ্জানিয়ার বর্তমান (২০১৫) প্রেসিডেন্ট কে?
ক. পিটার মাউরার
খ. থমাস জন
গ. জিওজি কনরট
ঘ. জন মাগুফুলি
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কোন দেশ সমুদ্রে তলিয়ে যাওয়ার আশংকায় অন্যদেশে জমি ক্রয়ের চিন্তা করছে-
ক. শ্রীলংকা
খ. মালদ্বীপ
গ. ফিজি
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ
প্রশ্নঃ যুক্তরাষ্ট্র ও কিউবার মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপিত হয় কবে?
ক. ২৯ সেপ্টম্বর ২০১৫
খ. ১৯ জুলাই ২০১৫
গ. ২৯ আগস্ট ২০১৫
ঘ. ১৯ জুন ২০১৫
উত্তরঃ খ
প্রশ্নঃ ফিনল্যান্ড এর প্রথম নারী প্রধানমন্ত্রীর নাম কি?
ক. এরনা সোলবার্গ
খ. তারজা হ্যালোনেন
গ. গ্রো হারলেম ব্রান্ডেটল্যান্ড
ঘ. আন্নোলি টুয়োলিক্কি জাতেনমিয়াকি
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ২৯ মে ২০১৫ যুক্তরাষ্ট্র কোন দেশকে তার কালো তালিকা থেকে বাদ দেয়?
ক. আফগানিস্তান
খ. ইরাক
গ. কিউবা
ঘ. লিবিয়া
উত্তরঃ গ
প্রশ্নঃ Sunshine Policy- এর সাথে কোন দুটি দেশ জড়িত?
ক. চীন, রাশিয়া
খ. উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া
গ. জাপান, থাইল্যান্ড
ঘ. তাইওয়ান, হংকং
উত্তরঃ খ
প্রশ্নঃ জিম্বাবুয়ে কত সালে স্বাধীনতা লাভ করে?
ক. ১৯৭৮
খ. ১৯৭৯
গ. ১৯৮০
ঘ. ১৯৮১
উত্তরঃ গ
প্রশ্নঃ গুয়াম এর গভর্নর এর নাম হচ্ছেঃ
ক. এ্যডি ক্যালভো
খ. ডোনাল্ড ডাক
গ. রন ব্লুম
ঘ. গ্লেন বেক
উত্তরঃ ক
প্রশ্নঃ সংবিধান অনুযায়ী মিয়ানমারের সংসদে কত শতাংশ আসন অনির্বাচিত সামরিক বাহিনীর সদস্যদের জন্য সংরক্ষিত থাকবে?
ক. ২৫%
খ. ৩৫%
গ. ৪৫%
ঘ. ৫৫%
উত্তরঃ ক
প্রশ্নঃ স্বাধীনতার পূর্বে ব্রাজিল কোন দেশের উপনিবেশ ছিল?
ক. স্পেন
খ. ফ্রান্স
গ. পর্তুগাল
ঘ. গ্রেট ব্রিটেন
উত্তরঃ গ
প্রশ্নঃ মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভের বর্তমান (২০১৫) স্পিকার কে?
ক. ড্যানিয়েল ওয়েবস্টার
খ. জন বোয়েনার
গ. পল রায়ান
ঘ. কেভিন ম্যাকার্থি
উত্তরঃ গ
প্রশ্নঃ জার্মানির ১২তম প্রেসিডেন্ট কে?
ক. ফ্রাংক ওয়াল্টার স্টেইনমিয়া
খ. আন্দ্রিয়া তোভার
গ. আইরিস মিতেঁরা
ঘ. ক্রিস্টিয়ান তোভার
উত্তরঃ ক
প্রশ্নঃ মিশর যে দেশের উপনিবেশ ছিল-
ক. জার্মানি
খ. নেদারল্যান্ড
গ. পর্তুগাল
ঘ. ব্রিটেন
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ভারতের প্রথম নারী প্রতিরক্ষামন্ত্রী কে?
ক. ইন্দিরা গান্ধী
খ. উমা ভারতী
গ. প্রতিভা পাতিল
ঘ. সুষমা স্বরাজ
উত্তরঃ ক
প্রশ্নঃ মধ্য এশিয়ার কোন দেশটির সঙ্গে আফগানিস্তানের সীমান্ত নেই?
ক. তুর্কেমেনিস্তান
খ. তাজিকিস্তান
গ. উজবেকিস্তান
ঘ. কাজাকিস্তান
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ‘পানামা পেপারস’ ফাঁস হয় কবে?
ক. ৫ এপ্রিল ২০১৬
খ. ৯ এপ্রিল ২০১৬
গ. ৩ এপ্রিল ২০১৬
ঘ. ওপরের কোনটিই নয়
উত্তরঃ গ
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)