আন্তর্জাতিক বিষয়াবলী-৫৮

প্রশ্নঃ রাফায়েল যুদ্ধ বিমান কোন দেশভিত্তিক?
ক. রাশিয়া
খ. ইসরাইল
গ. ফ্রান্স
ঘ. চীন
উত্তরঃ গ

প্রশ্নঃ Spy in the Sky কি?
ক. একটি ভূ-উপগ্রহ-কেন্দ্র
খ. একটি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র
গ. একটি চালকবিহীন গোয়েন্দা বিমান
ঘ. প্রতিরক্ষা বিষয়ক একটি উপগ্রহ
উত্তরঃ ঘ

এখনো amarStudy অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড না করে থাকলে গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে এখানে যানঃ Download Now. অ্যাপটি বিসিএস’সহ প্রায় সব রকমের চাকুরির প্রস্তুতির সহায়ক।

প্রশ্নঃ ‘ফাদার অব অল বোম্বস’ (FOAB) কোন দেশের তৈরি?
ক. রাশিয়া
খ. যুক্তরাষ্ট্র
গ. চীন
ঘ. ফ্রান্স
উত্তরঃ ক

প্রশ্নঃ বিশ্বের প্রথম উড়ানযোগ্য বৈদ্যুতিক যাত্রীবাহী বিমানের নাম কি?
ক. BXIE-1
খ. XIEB
গ. XIEB-1
ঘ. BXIE
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বিশ্বের বৃহত্তম সামরিক বাহিনীর দেশ কোনটি?
ক. ভারত
খ. রাশিয়া
গ. যুক্তরাষ্ট্র
ঘ. চীন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ বিশ্বের অষ্টম পারমাণবিক ক্ষমতাধর দেশ কোনটি?
ক. দক্ষিণ আফ্রিকা
খ. ইসরাইল
গ. ইরান
ঘ. উত্তর কোরিয়া
উত্তরঃ ঘ

প্রশ্নঃ RS-28 Sarmat বা শয়তান-২ কোন দেশের ক্ষেপণাস্ত্র?
ক. রাশিয়া
খ. ইরান
গ. উত্তর কোরিয়া
ঘ. ভারত
উত্তরঃ ক

প্রশ্নঃ সি-১৩০ হচ্ছে একটি—-
ক. বোমারু বিমান
খ. একটি পরিবহন বিমান
গ. যাত্রীবাহী বিমান
ঘ. রকেটবাহী হেলিকপ্টার
উত্তরঃ খ

প্রশ্নঃ প্রথম এটম বোমা কবে ফাটানো হয়?
ক. ১৯৪৪ সালে
খ. ১৯৪৫ সালে
গ. ১৯৪৬ সালে
ঘ. ১৯৪৭ সালে
উত্তরঃ খ

প্রশ্নঃ রাশিয়ার কুরস্ক নামক পারমাণবিক সাবমেরিনটি কোন সাগরের তলদেশে ডুবেছিল?
ক. কৃষ্ণ সাগর
খ. ব্যারেন্ট সাগর
গ. বেরিং সাগর
ঘ. উত্তর মহাসাগর
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘ইমাদ’ কোন দেশের তৈরি ক্ষেপণাস্ত্র?
ক. রাশিয়া
খ. যুক্তরাষ্ট্র
গ. ইরান
ঘ. ইসরাইল
উত্তরঃ গ

প্রশ্নঃ বিশ্বের কোন দেশের সামরিক বাহিনীর সদস্য সবচেয়ে বেশি?
ক. ভারত
খ. রাশিয়া
গ. যুক্তরাষ্ট্র
ঘ. চীন
উত্তরঃ ঘ

প্রশ্নঃ Which country below does not have any Nuclear weapon? অথবা, কোন দেশ পারমাণবিক শক্তির অধিকারী নয়?
ক. পাকিস্তান(Pakistan)
খ. চীন(China)
গ. যুক্তরাজ্য(UK)
ঘ. জার্মানি(Garmany)
উত্তরঃ ঘ

প্রশ্নঃ U-Boats কোন দেশের নৌবাহিনীর অন্তর্ভুক্ত ছিল?
ক. ব্রিটেন
খ. মার্কিন যুক্তরাষ্ট্র
গ. সোভিয়েত ইউনিয়ন
ঘ. জার্মানি
উত্তরঃ ঘ

প্রশ্নঃ ইয়াক ১৩০ (Yak 130) কি?
ক. ইরাকের অত্যাধুনিক যুদ্ধ প্রশিক্ষণ বিমান
খ. রাশিয়ার ইরাকের অত্যাধুনিক যুদ্ধ প্রশিক্ষণ বিমান
গ. যুক্তরাষ্ট্রের ইরাকের অত্যাধুনিক যুদ্ধ প্রশিক্ষণ বিমান
ঘ. চীনের ইরাকের অত্যাধুনিক যুদ্ধ প্রশিক্ষণ বিমান
উত্তরঃ খ

প্রশ্নঃ রাডারের নজর এড়াতে সক্ষম মার্কিন জঙ্গী বিমানের নাম কি?
ক. এফ-১৮
খ. এপাচি
গ. স্টেলথ
ঘ. টমক্যান্ট
উত্তরঃ গ

প্রশ্নঃ P5 + 1 এর পূর্বনাম কি?
ক. P5 + 2
খ. EU2
গ. P5
ঘ. EU3
উত্তরঃ ঘ

প্রশ্নঃ কোন বোমায় মানুষ মরে কিন্তু দালান ও স্থাবর সম্পত্তির ক্ষতি হয় না?
ক. নিউট্রন বোমা
খ. আণবিক বোমা
গ. হাইড্রোজেন বোমা
ঘ. নাপাম বোমা
উত্তরঃ ঘ

প্রশ্নঃ চীনের স্টিলথ যুদ্ধবিমানের নাম কী?
ক. Chengdu K-20
খ. Chengdu J-20
গ. Chengdu M-20
ঘ. Chengdu C-20
উত্তরঃ খ

প্রশ্নঃ ‘ট্রিনিটি টেস্ট’ কি? কোথায় করা হয় কত সালে?
ক. প্রথম অ্যাটোমিক এক্সপ্লোশন, মেক্সিকো মরুভূমি, ১৯৪৫
খ. প্রথম অ্যাটোমিক বোমা নিক্ষেপের ছদ্মনাম, জাপান, ১৯৪৫
গ. প্রথম হাইড্রোজেন বোমা পরীক্ষা, প্রশান্ত মহাসাগর, ১৯৬১
ঘ. আটলান্টিক মহাসাগরে ব্রিটিশদের প্রথম আণবিক বোমা পরীক্ষা, ১৯৪৯
উত্তরঃ ক

প্রশ্নঃ বি-৫২ হলো এক ধরনের-
ক. যাত্রীবাহী বিমান
খ. হেলিকপ্টার
গ. বোমারু বিমান
ঘ. ক্ষেপণাস্ত্র
উত্তরঃ গ

প্রশ্নঃ পারমাণবিক বোমা বহনে সক্ষম Hwasong-10 ক্ষেপণাস্ত্র কোন দেশের তৈরি?
ক. চীন
খ. রাশিয়া
গ. উত্তর কোরিয়া
ঘ. জার্মানি
উত্তরঃ গ

প্রশ্নঃ বিশ্বের কোন দেশের সর্বাধিক সাবমেরিন রয়েছে?
ক. রাশিয়া
খ. ফ্রান্স
গ. যুক্তরাষ্ট্র
ঘ. চীন
উত্তরঃ ক

প্রশ্নঃ কোন দেশের নিজস্ব সেনাবাহিনী নেই?
ক. ভুটান
খ. মিশর
গ. মালদ্বীপ
ঘ. মরিশাস
উত্তরঃ ঘ

প্রশ্নঃ নিজ দেশে তৈরি পারমাণবিক অস্ত্রে সজ্জিত ভারতের প্রথম ডুবোজাহাজের নাম কি?
ক. আইএনএস অরিন্ত
খ. আইএনএস অরিহন্ত
গ. আইএনএস যুগান্তর
ঘ. আইএনএফ অরিন্ত
উত্তরঃ খ

প্রশ্নঃ রাশিয়ার কুরস্ক নামক পারমাণবিক সাবমেরিনটির ওজন কত?
ক. ১২,৮০০
খ. ১৩,৯০০
গ. ১৪,২০০
ঘ. ১৫,০০০
ঙ. কোনটিই নয়
উত্তরঃ ঙ

প্রশ্নঃ পারমাণবিক বোমা বহনে সক্ষম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র Minuteman-III কোন দেশের তৈরি?
ক. রাশিয়া
খ. যুক্তরাষ্ট্র
গ. চীন
ঘ. ফ্রান্স
উত্তরঃ খ

প্রশ্নঃ মালদ্বীপের নিজস্ব কোন-
ক. সেনাবাহিনী নেই
খ. পুলিশ বাহিনী নেই
গ. উভয়ই সত্য
ঘ. কোনটিই সত্য নয়
উত্তরঃ ঘ

প্রশ্নঃ পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র কি কাজে ব্যবহার হয়?
ক. শত্রু বিমান ধ্বংস করার জন্য
খ. দূরে সেনা ছাউনিতে আঘাত হানার জন্য
গ. আক্রমণকারী ক্ষেপণাস্ত্র ধ্বংস করার জন্য
ঘ. শত্রু ট্যাংক ধ্বংস করার জন্য
উত্তরঃ গ

আরো পড়ুন:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You're currently offline !!

error: Content is protected !!