প্রশ্নঃ ভারতীয় আইনসভার উচ্চকক্ষের নাম-
ক. লোকসভা
খ. বিধানসভা
গ. রাজ্যসভা
ঘ. লর্ডসভা
উত্তরঃ গ
প্রশ্নঃ ইরানের আইনসভার নাম কি?
ক. মজলিস
খ. জাতীয় সংসদ
গ. সুরা
ঘ. কংগ্রেস
উত্তরঃ ক
প্রশ্নঃ লাটভিয়ার আইনসভার নাম কি?
ক. মজলিস
খ. পার্লামেন্ট
গ. স্টেট অ্যাসেম্বলি
ঘ. সীম
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘থুরাল’ কোন দেশের পার্লামেন্টের নাম?
ক. নরওয়ে
খ. মঙ্গোলিয়া
গ. নেদারল্যান্ড
ঘ. সার্বিয়া
উত্তরঃ খ
প্রশ্নঃ ভারতের আইন সভার নিম্নকক্ষের নাম-
ক. রাজ্যসভা
খ. লোকসভা
গ. জাতীয় সংসদ
ঘ. বিধান সভা
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘নেসেট’ কোন দেশের পার্লামেন্টের নাম?
ক. তুরস্ক
খ. মিশর
গ. সিরিয়া
ঘ. ইসরাইল
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ভারতীয় লোকসভার নির্বাচিত সদস্য সংখ্যা কতটি?
ক. ৫৪৩
খ. ৫৪৫
গ. ৪১৪
ঘ. ৫৪০
উত্তরঃ ক
প্রশ্নঃ নেপালের আইনসভার নাম কি?
ক. National Congress
খ. Federal Assembly
গ. National Assembly
ঘ. Federal Parliament
উত্তরঃ ঘ
প্রশ্নঃ Which one of the parliament in Japan?/ জাপানের আইনসভার নাম কি?
ক. কংগ্রেস(Congress)
খ. ন্যাশনাল পার্লামেন্ট(National Parliament)
গ. সিনেট(Senate)
ঘ. ডায়েট(Diet)
ঙ. কোনটিই নয়(None of these)
উত্তরঃ ঘ
প্রশ্নঃ আমেরিকার (মার্কিন যুক্তরাষ্ট্রের) আইনসভার দুটি কক্ষের নাম কি কি?
ক. US Congress and US Legislature
খ. House of Commons and House of Lords
গ. House of Representative and Senate
ঘ. House of Electore and Electoral College
উত্তরঃ গ
প্রশ্নঃ Diet is the parliament of-/কোন দেশের আইনসভার নাম ডায়েট?
ক. আর্মেনিয়া(Armenia)
খ. সুইডেন(Sweden)
গ. জাপান(Japan)
ঘ. জার্মানি(Germany)
উত্তরঃ গ
প্রশ্নঃ মার্কিন কংগ্রেসের উচ্চ পরিষদের নাম কি?
ক. সিনেট
খ. হাউস অব রিপ্রেজেন্টেটিভ
গ. হাউস অব কমন্স
ঘ. কংগ্রেস
উত্তরঃ ক
প্রশ্নঃ ‘লয়াজিরগা’ কোন দেশের আইনসভা?
ক. ফিজি
খ. সিরিয়া
গ. লেবানন
ঘ. আফগানিস্তান
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ব্রিটেনের পার্লামেন্টের ‘হাউজ অব কমন্স’ এর সদস্য সংখ্যা কত?
ক. ৫৪৫ জন
খ. ৫৭৫ জন
গ. ৬১৫ জন
ঘ. ৬৫০ জন
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ইসরাইলের পার্লামেন্টের নাম কি?
ক. ডুমা(Duma)
খ. ডায়েট(Diet)
গ. নেসেট(Knesset)
ঘ. কংগ্রেস(Congress)
উত্তরঃ গ
সাধারণ জ্ঞান, আন্তর্জাতিক বিষয়াবলী, বিভিন্ন দেশের সেনাবাহিনী ও সামরিক শক্তি:
প্রশ্নঃ ভারত কবে প্রথম পারমাণবিক শক্তির অধিকারী হয়?
ক. ১৯৭৪
খ. ১৯৮২
গ. ১৯৯৮
ঘ. ২০০১
উত্তরঃ ক
প্রশ্নঃ পাকিস্তান কোন সনে পারমাণবিক বোমার সফল বিস্ফোরণ ঘটায়?
ক. ১৯৯৭
খ. ১৯৯৮
গ. ১৯৯৯
ঘ. ২০০০
উত্তরঃ খ
প্রশ্নঃ ইরানের পরমাণু কর্মসূচী নিয়ে আলোচনার লক্ষ্যে গঠিত গ্রুপের নাম কি?
ক. P5 + 4
খ. P5 + 3
গ. P5 + 2
ঘ. P5 + 1
উত্তরঃ ঘ
প্রশ্নঃ বিশ্বের কতটি দেশ পারমাণবিক ডুবোজাহাজের অধিকারী?
ক. ১০টি
খ. ৬টি
গ. ৮টি
ঘ. ৫টি
উত্তরঃ খ
প্রশ্নঃ সর্বপ্রথম কোন দেশ পারমাণবিক বোমা তৈরি করে
ক. চীন
খ. যুক্তরাষ্ট্র
গ. জাপান
ঘ. রাশিয়া
ঙ. যুক্তরাজ্য
উত্তরঃ খ
প্রশ্নঃ ‘মাদার অব অল বোম্বস’ (MOAB) কোন দেশের তৈরি?
ক. রাশিয়া
খ. যুক্তরাষ্ট্র
গ. জাপান
ঘ. জার্মানি
উত্তরঃ খ
প্রশ্নঃ চাগাই, লুপনোর ও পোখরানের মধ্যে সাদৃশ্য কোথায়?
ক. আণবিক অস্ত্র পরীক্ষার স্থান
খ. আণবিক অস্ত্র মজুদের স্থান
গ. ইকো-পার্কের স্থান
ঘ. উপরের কোনোটিই নয়
উত্তরঃ গ
প্রশ্নঃ ফ্রান্স সাধারণত কোথায় পারমাণবিক বিস্ফোরণ ঘটায়?
ক. ক্যানারিজ দ্বীপপুঞ্জে
খ. দিয়েগো গ্যার্সিয়ায়
গ. মার্শাল দ্বীপে
ঘ. মরুরোয়া দ্বীপে
উত্তরঃ ঘ
প্রশ্নঃ পাকিস্তানের আণবিক বোমার জনক-
ক. বিজ্ঞানী সালাম
খ. নওয়াজ শরীফ
গ. জুলফিকার আলী ভুট্টো
ঘ. আব্দুল কাদির খান
উত্তরঃ ঘ
প্রশ্নঃ P5 + 1 এর নামকরণ করা হয় কবে?
ক. ২০০৮ সালে
খ. ২০০৭ সালে
গ. ২০০৬ সালে
ঘ. ২০০৫ সালে
উত্তরঃ গ
প্রশ্নঃ ঘোষিত পরমাণু অস্ত্রধারী দেশ কয়টি?
ক. সাতটি
খ. ছয়টি
গ. পাঁচটি
ঘ. আটটি
উত্তরঃ ঘ
প্রশ্নঃ কোন দেশে সবচেয়ে বেশি পারমাণবিক চুল্লি রয়েছে?
ক. কানাডা
খ. রাশিয়া
গ. ফ্রান্স
ঘ. যুক্তরাষ্ট্র
উত্তরঃ ঘ
প্রশ্নঃ মধ্য আমেরিকার দেশগুলোর মধ্যে কোন দেশে স্থায়ী সেনাবাহিনী নেই?
ক. নিকারাগুয়া
খ. কোস্টারিকা
গ. এল সালভেদর
ঘ. কলম্বিয়া
উত্তরঃ খ
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)