প্রশ্নঃ ২০১৫ সালে প্যারিসে অনুষ্ঠিত কপ-২১ এ কত সংখ্যক জাতি অংশগ্রহণ করেছিল?
ক. ১৯৩
খ. ১৬৮
গ. ১৯৯
ঘ. ১৯৬
উত্তরঃ ঘ
প্রশ্নঃ C.N.N-কোন দেশের সংবাদ সংস্থা?
ক. জার্মানি
খ. জাপান
গ. যুক্তরাজ্য
ঘ. যুক্তরাষ্ট্র
উত্তরঃ ঘ
প্রশ্নঃ রেডক্রস প্রতিষ্ঠিত হয়-
ক. ১৮৬৪ সালে
খ. ১৮৬৮ সালে
গ. ১৮৬৬ সালে
ঘ. ১৮৬১ সালে
ঙ. ১৮৬৩ সালে
উত্তরঃ ঙ
প্রশ্নঃ ইউরোপীয় ইউনিয়নের বর্তমান সদস্য সংখ্যা-
ক. ২২
খ. ২৫
গ. ২৮
ঘ. ৩০
উত্তরঃ গ
প্রশ্নঃ জাতিসংঘ সমুদ্র আইন কত সালে স্বাক্ষরিত হয়?
ক. ১৯৭৯ সালে
খ. ১৯৮২ সালে
গ. ১৯৮৩ সালে
ঘ. ১৯৯৮ সালে
উত্তরঃ খ
প্রশ্নঃ ইন্টারন্যাশনাল টেলিকমিউইনকেশনস ইউনিয়নের সদর দপক্ষত কোথায়?
ক. জেনেভা
খ. রোম
গ. বার্লিন
ঘ. ব্যাংকক
উত্তরঃ ক
প্রশ্নঃ ২৭ অক্টোবর ২০১৭ প্রথম দেশ হিসেবে আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্যপদ প্রত্যাহার করে কোন দেশ?
ক. বুরুন্ডি
খ. গাম্বিয়া
গ. দক্ষিণ আফ্রিকা
ঘ. ব্রাজিল
উত্তরঃ ক
প্রশ্নঃ জাতিসংঘ ঘোষিত নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদ কোন তারিখে অনুমোদিত হয়েছিল?
ক. ১৯৭০ সালের ৬ ডিসেম্বর
খ. ১৯৭৪ সালের ৬ নভেম্বর
গ. ১৯৮১ সালের ৩ সেপ্টেম্বর
ঘ. ১৯৮৪ সালের ৬ নভেম্বর
উত্তরঃ গ
প্রশ্নঃ নারীর প্রতি সকল রকম বৈষম্য নির্মুল কনভেনশন (UN convention on the Elimination of all Forms of Discrimination Against Women) স্বাক্ষরিত হয়-
ক. ১৯৭৫ সালে
খ. ১৯৭৬ সালে
গ. ১৯৭৯ সালে
ঘ. ১৯৮৯ সালে
উত্তরঃ গ
প্রশ্নঃ ২০১৬ সালের ICT উন্নয়ন সূচকে শীর্ষ দেশ কোনটি?
ক. জাপান
খ. মার্কিন যুক্তরাষ্ট্র
গ. নরওয়ে
ঘ. দক্ষিণ কোরিয়া
উত্তরঃ ঘ
প্রশ্নঃ এপেকের (APEC) সদস্য সংখ্যা কত?
ক. ২১
খ. ১৪
গ. ১৬
ঘ. ১৮
উত্তরঃ ক
প্রশ্নঃ আন্তর্জাতিক চিনি সংস্থা (ISO)-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক. লন্ডন, যুক্তরাজ্য
খ. টোকিও, জাপান
গ. সাও পাওলো, ব্রাজিল
ঘ. দিল্লী, ভারত
উত্তরঃ ক
প্রশ্নঃ The first NAM summit was held in-/ জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম সম্মেলন কোথায় হয়?
ক. Belgrade(বেলগ্রেড)
খ. Havana(হাভানা)
গ. New Delhi(নয়াদিল্লী)
ঘ. Jakarta(জাকার্তা)
ঙ. Cairo(কায়রো)
উত্তরঃ ক
প্রশ্নঃ Islamic Development Bank কত সালে স্থাপিত হয়?
ক. ১৯৭০ সনে
খ. ১৯৫৪ সনে
গ. ১৯৭৫ সনে
ঘ. ১৯৭৮ সনে
উত্তরঃ গ
প্রশ্নঃ ২০১৪ সালের বিশ্বের বিশ্ব অর্থনৈতিক স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান কততম?
ক. ১৩৫
খ. ১৩৬
গ. ১৩২
ঘ. ১৩১
উত্তরঃ ঘ
প্রশ্নঃ আন্তর্জাতিক অর্থ তহবিল (IMF) কবে হতে এর কার্যক্রম শুরু করে?
ক. ১৯৪৫ সাল হতে
খ. ১৯৪৬ সাল হতে
গ. ১৯৪৭ সাল হতে
ঘ. ১৯৪৮ সাল হতে
উত্তরঃ গ
প্রশ্নঃ আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO)- এর বর্তমান (২০১৬) সদস্য দেশ কতটি?
ক. ১৮৭ টি
খ. ১৮৪ টি
গ. ১৮৩ টি
ঘ. ১৮২ টি
উত্তরঃ ক
প্রশ্নঃ The preferential trading arrangements among the SARRC countries are known as-
ক. SAFTA
খ. SAPTA
গ. SARTA
ঘ. SFTA
ঙ. SATPA
উত্তরঃ খ
প্রশ্নঃ OIC-এর ৫ম বিশেষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
ক. ইস্তানবুল, তুরস্ক
খ. জাকার্তা, ইন্দোনেশিয়া
গ. ঢাকা, বাংলাদেশ
ঘ. কায়রো, মিসর
উত্তরঃ খ
প্রশ্নঃ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)-এর বর্তমান (২০১৭) সদস্য দেশ কতটি?
ক. ১০০টি
খ. ১০৪টি
গ. ১০২টি
ঘ. ৯৮টি
উত্তরঃ খ
প্রশ্নঃ সুইজারল্যান্ডের দাভোসে ৪৫তম ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈঠক কবে অনুষ্ঠিত হয়?
ক. ১৫-১৮ জানুয়ারি ২০১৫
খ. ২২-২৫ জানুয়ারি ২০১৫
গ. ২১-২৪ জানুয়ারি ২০১৫
ঘ. ২৩-২৬ জানুয়ারি ২০১৫
উত্তরঃ গ
প্রশ্নঃ World Intellectual Property Organization(WIPO)-এর সদর দপ্তর কোথায়?
ক. রোম
খ. ওয়াশিংটন
গ. জেনেভা
ঘ. আসলো
উত্তরঃ গ
প্রশ্নঃ ইন্টার পোলের সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক. অস্ট্রিয়া
খ. ফ্রান্স
গ. কানাডা
ঘ. সুইজারল্যান্ড
উত্তরঃ খ
প্রশ্নঃ ২৩তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন বা COP-23 কবে অনুষ্ঠিত হয়?
ক. ১০-২১ নভেম্বর ২০১৭
খ. ১২-২৩ নভেম্বর ২০১৭
গ. ৮-১৯ নভেম্বর ২০১৭
ঘ. ৬-১৭ নভেম্বর ২০১৭
উত্তরঃ ঘ
প্রশ্নঃ ২৩তম APEC সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
ক. হ্যানয়, ভিয়েতনাম
খ. ম্যানিলা, ফিলিপাইন
গ. ব্রিসবেন, অস্ট্রেলিয়া
ঘ. সিউল, দক্ষিণ কোরিয়া
উত্তরঃ খ
প্রশ্নঃ ২২তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন বা COP-22 কোথায় অনুষ্ঠিত হয়?
ক. টোকিও, জাপান
খ. মারাকেশ, মরক্কো
গ. বেইজিং, চীন
ঘ. লিমা, পেরু
উত্তরঃ খ
প্রশ্নঃ W.R.I’ কি?
ক. জাতিসংঘের পরিবেশ বিষয়ক কর্মসূচী
খ. বন সম্পর্কিত প্রতিষ্ঠান
গ. প্রকৃতি এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের আন্তর্জাতিক গোষ্ঠী
ঘ. জাতিসংঘের পরিবেশ দূষণের বিরুদ্ধে গৃহীত কর্মসূচী
উত্তরঃ খ
প্রশ্নঃ ১৬ ফেব্রুয়ারি ২০১৬ কোন দেশ IAEA-এর ১৬৮তম সদস্যপদ লাভ করে?
ক. অস্ট্রেলিয়া
খ. নেদারল্যান্ডস
গ. নিউজিল্যান্ড
ঘ. তুর্কমেনিস্তান
উত্তরঃ ঘ
প্রশ্নঃ উপসাগরীয় সহযোগিতা পরিষদ (GCC) এর সদস্য সংখ্যা কত?
ক. ৬
খ. ৭
গ. ৮
ঘ. ৫
উত্তরঃ ক
প্রশ্নঃ ২০১৬ সালের ICT উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান কততম?
ক. ১৪৪তম
খ. ১৪৫তম
গ. ১৪০তম
ঘ. ১৩৮তম
উত্তরঃ ক
আরো পড়ুন:
- বিসিএস মডেল টেস্ট: অনলাইন এক্সাম
- বিসিএস প্রিলি সূচিপত্র (সকল বিষয়, সকল অধ্যায়)